05/09/2025
🦷 আক্কেল দাঁত কী সবার ওঠে?
👉 আক্কেল দাঁত সাধারণত ১৭–২৫ বছরের মধ্যে ওঠে।
👉 আবার সবার আক্কেল দাঁত ওঠে না—কারো ৪টা, কারো ১–২টা, আবার কারো একটাও ওঠে না।
👉 দাঁত উঠতে গিয়ে অনেকের মাড়ি ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়।
👉 পাশের দাঁতে চাপ পড়লে বা দাঁত ঠিকভাবে না উঠলে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
👉 নিয়মিত ডেন্টাল চেকআপ করলে সমস্যার আগে থেকেই সমাধান পাওয়া যায়।
✨ মনে রাখবেন: আক্কেল দাঁত না উঠলেও সমস্যা নেই, কিন্তু উঠলে যত্ন নেওয়া জরুরি।
#সুস্থদাঁত