Movement Solutions

Movement Solutions We Aim to Banish your Pain, Improve Mobility and resolve the underlying Problem....
(2)

Welcome to Movement Solutions BD, where we specialise in helping you move better and live better. Since 2015, our team of experts has provided personalised physiotherapy services including regenerative medicine, sports rehabilitation, post-surgical rehabilitation, domiciliary services, physiotherapy for seniors, stroke rehabilitation, spine care, and pain care. We are committed to helping you achieve your goals and regain strength, mobility, and independence. Contact us today to schedule an appointment and start your journey to a healthier, more active life.

দীর্ঘদিনের জয়েন্ট ব্যথা, কোমর ব্যথা, বা স্নায়ুজনিত ব্যথা নিয়ে ভুগছেন?আপনার জন্য আছে সঠিক সমাধান — Movement Solutions ...
26/10/2025

দীর্ঘদিনের জয়েন্ট ব্যথা, কোমর ব্যথা, বা স্নায়ুজনিত ব্যথা নিয়ে ভুগছেন?
আপনার জন্য আছে সঠিক সমাধান — Movement Solutions BD!

আমরা প্রদান করি আধুনিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা, যা আপনাকে ব্যথা থেকে মুক্তি দিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।

🔹 আমাদের সেবাসমূহ:
✅ জয়েন্ট ও মাংসপেশীর ব্যথা চিকিৎসা
✅ পোস্ট-অপারেটিভ রিহ্যাবিলিটেশন
✅ স্পোর্টস ইনজুরি কেয়ার
✅ স্নায়ু ও প্যারালাইসিস চিকিৎসা
✅ ঘরে বসে থেরাপি সার্ভিস

🎯 আমাদের লক্ষ্য: ব্যথামুক্ত ও চলনশীল জীবন নিশ্চিত করা।
📍 ঠিকানা: House #2, Road #55, Gulshan 2, Dhaka

📞 Call for Serial: 01873 444 477
🌐 Website: www.movementsbd.com

#ফিজিওথেরাপি

🎵 Movement Solutions proudly serving excellence in care! 🎵We are delighted to share that the legendary Bangladeshi singe...
25/10/2025

🎵 Movement Solutions proudly serving excellence in care! 🎵

We are delighted to share that the legendary Bangladeshi singer Shakila Zafar is undergoing physiotherapy and rehabilitation with us at Movement Solutions. 🌿

Her treatment and recovery process are being carefully handled by our

Clinical Physiotherapist Puja Kundu,

under the close supervision of our

Consultant Physiotherapist Nazir Arifeen Jitu.

At Movement Solutions, we take pride in providing evidence-based, personalized rehabilitation to ensure the best possible recovery for every individual — from performers to professionals. 🌟

✨ Your movement, our mission.

🌿 Recovery Story from Movement Solutions BD 🌿Meet Mrs. Arifa Ismail, a 56-year-old homemaker who had been suffering from...
22/10/2025

🌿 Recovery Story from Movement Solutions BD 🌿

Meet Mrs. Arifa Ismail, a 56-year-old homemaker who had been suffering from chronic low back pain for quite a long time. The persistent discomfort had been affecting her daily activities and quality of life.

In search of effective and lasting relief, she came to Movement Solutions BD for specialized physiotherapy and rehabilitation.

Under the supervision of our Consultant,
Mr. Nazir Arifeen,
and with the dedicated care of our Senior Physiotherapist,
Ms. Alpana,
Mrs. Arifa has been showing remarkable improvement through her ongoing treatment sessions.

With consistent therapy, guided exercises, and strong commitment, she is now recovering well — regaining mobility, strength, and confidence in her everyday life. 💪

We’re proud to be part of her recovery journey and wish her continued progress and pain-free living ahead! 🌸

💠 Redefine Therapy Comfort with the Electromotion Treatment Bed Experience advanced comfort and precision therapy with o...
22/10/2025

💠 Redefine Therapy Comfort with the Electromotion Treatment Bed

Experience advanced comfort and precision therapy with our Electromotion Treatment Bed, designed for physiotherapy, chiropractic care, and professional medical use.
Engineered with an intelligent electric lift system and ergonomic design, this bed ensures smooth operation, patient safety, and therapist convenience — all in one solution.

Key Features:
✅ Electrically adjustable height for effortless positioning
✅ Durable, medical-grade structure for professional reliability
✅ Soft cushioning for maximum patient comfort
✅ Easy-to-clean and hygienic surface

📞 Call for Serial: 01873 444 477
📍 Address: House #2, Road #55, Gulshan 2, Dhaka
🌐 Website: www.movementsbd.com
Empowering healthcare professionals with innovative rehabilitation and treatment equipment — only at Movement Solutions BD.

🌍✨ Another remarkable recovery story from Movement Solutions BD!We’re proud to share the inspiring rehabilitation journe...
21/10/2025

🌍✨ Another remarkable recovery story from Movement Solutions BD!

We’re proud to share the inspiring rehabilitation journey of Mr. Gamas Goldman, an esteemed official from the United Nations, who came to us with a right ankle ATFL sprain that had been limiting his mobility and comfort.

Under the supervision and clinical guidance of our Consultant, Mr. Nazir Arifeen, and the expert hands of our Lead Physiotherapist, Ashraful Nawaj,

Mr. Goldman underwent a comprehensive ankle rehabilitation program designed to restore joint stability, strength, and confidence in movement.

Through structured manual therapy, progressive strengthening, balance retraining, and functional mobility exercises, he made an outstanding recovery — returning to his daily activities with improved performance and renewed energy. 💪

We’re truly honored to have been part of his journey and wish him continued health, resilience, and success in all his endeavors! 🙌

🎯 Outstanding Performance Alert! 🎯Our Movement Solutions BD family always believes that true strength lies in teamwork, ...
20/10/2025

🎯 Outstanding Performance Alert! 🎯

Our Movement Solutions BD family always believes that true strength lies in teamwork, passion, and spirit.
During our recent Base Camp Day Trip, two of our incredible team members stood out with exceptional energy, skill, and enthusiasm —

💪 Male category: Senior Physiotherapist, Sajib Karmaker and
👩‍🦰Femlae category: Physiotherapist, Kundu.

From challenging games to team-based activities, both Sajib and Puja showed outstanding performance, inspiring everyone with their determination and positivity. 🌟

Their energy and sportsmanship perfectly reflect the Movement Solutions spirit — where dedication meets excellence. 🙌

We are truly proud to have such passionate and dynamic professionals in our team who lead by example — both inside and outside the clinic. 💙

A big round of applause for Sajib and Puja for making the day memorable! 👏✨

19/10/2025

🔥 A Day Full of Fun, Friendship & Team Spirit! 🔥

আজকের দিনটা ছিল সত্যিই স্মরণীয়! 💙
Movement Solutions BD এবং Rehab Solutions টিম একসাথে কাটিয়েছে এক অবিস্মরণীয় Day Trip at Base Camp! ⛺️

পুরো দিন জুড়ে ছিল –
🏹 Challenging Sports & Team Games
💪 Adventure & Base Camp Challenges
🎶 Dance, Music & Unlimited Fun
🎁 Exciting Lottery & Surprise Gifts
🔥 And a magical Fire Camp to wrap up the day!

এই দিনটি আমাদের জন্য শুধু একটি ট্রিপ নয় — এটি ছিল একটি পরিবার হিসেবে একসাথে হাসা, চ্যালেঞ্জ নেওয়া, ও বন্ধনকে আরও শক্ত করার মুহূর্ত। 🤝

Movement Solutions সবসময় বিশ্বাস করে —
👉 “Strong teams create strong results.”
এবং আজকের দিনটি সেই বিশ্বাসেরই এক উজ্জ্বল প্রমাণ!

ধন্যবাদ আমাদের Movement Solutions ও Rehab Solutions পরিবারের প্রতিটি সদস্যকে —
আপনাদের এনার্জি, ভালোবাসা ও টিম স্পিরিটই আমাদের সবচেয়ে বড় শক্তি। 💙

চলুন, আগামী দিনের পথে — আরও উদ্যম, হাসি, আর একসাথে বেড়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাই! ✨

🌄 Movement Solutions BD – Day Trip 2025! 🌄আগামীকাল আমাদের টিম যাচ্ছে Base Camp Adventure-এ!পুরো দিনটি ভরে থাকবে চ্যালেঞ্...
16/10/2025

🌄 Movement Solutions BD – Day Trip 2025! 🌄

আগামীকাল আমাদের টিম যাচ্ছে Base Camp Adventure-এ!
পুরো দিনটি ভরে থাকবে চ্যালেঞ্জিং গেমস, টিম অ্যাক্টিভিটিজ, আর্চারি, সুইমিং এবং দারুণ মজা ও শেখার অভিজ্ঞতায়! 🎯🏊‍♂️💪

Movement Solutions সবসময় বিশ্বাস করে —
👉 টিমওয়ার্ক, মোটিভেশন এবং পজিটিভ এনার্জিই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।

এই ডে ট্রিপ শুধু বিনোদন নয় —
এটি আমাদের টিমের জন্য একসাথে শেখা, বেড়ে ওঠা এবং নতুন উদ্যমে কাজ শুরু করার প্রস্তুতি। ✨

চলুন, নতুন এনার্জি ও উৎসাহে আরও এক ধাপ এগিয়ে যাই! 💙

✅ Movement Solutions-এ সফল চিকিৎসা ও পুনর্বাসনআমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, Eastern Bank Limited (EBL)-এর Managing Dire...
16/10/2025

✅ Movement Solutions-এ সফল চিকিৎসা ও পুনর্বাসন

আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, Eastern Bank Limited (EBL)-এর Managing Director & CEO জনাব আলী রেজা ইফতেখার বর্তমানে Movement Solutions-এ ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিচ্ছেন।

তার সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি পরিচালিত ও তত্ত্বাবধান করছেন আমাদের সবচেয়ে অভিজ্ঞ Consultant Physiotherapist Nazir Arifeen Jitu,
যিনি বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক (Evidence-Based) চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করছেন।

আমাদের দক্ষ ফিজিওথেরাপিস্ট টিমের নিবিড় সহযোগিতা ও ধারাবাহিক পর্যবেক্ষণে তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে এগিয়ে চলছে। দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট নেতার আস্থা অর্জন করা আমাদের জন্য এক বিশাল সম্মানের বিষয়।

Movement Solutions সবসময় প্রতিশ্রুতিবদ্ধ — বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা ও ব্যক্তিনির্ভর রিহ্যাবিলিটেশন সেবার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সুস্থতা নিশ্চিত করতে।

💪 Your Movement, Our Mission

🌿 Patient Recovery Story | Movement Solutions 🌿মিসেস নুসরাত ওয়াহিদ, বয়স ৪৬ বছর।তিনি একটি Ankle Fracture (Post-Operative...
15/10/2025

🌿 Patient Recovery Story | Movement Solutions 🌿

মিসেস নুসরাত ওয়াহিদ, বয়স ৪৬ বছর।
তিনি একটি Ankle Fracture (Post-Operative)-এর পর হাঁটাচলায় প্রচণ্ড অসুবিধা, ব্যথা ও ফোলাভাব নিয়ে Movement Solutions-এ আসেন।

🔹 নিয়মিত Physiotherapy ও Rehabilitation সেশন নেওয়ার পর
এখন তিনি অনেকটাই সুস্থ — স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন, নিজের দৈনন্দিন কাজগুলো সহজে করতে পারছেন এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

এই উন্নতির পেছনে ছিলো আমাদের টিমের নিবিড় যত্ন ও পেশাদার তত্ত্বাবধান —
💠 চিকিৎসা প্রদান করেছেন Senior Physiotherapist সজিব কর্মকার,
এবং
💠 পুরো চিকিৎসা প্রক্রিয়া হয়েছে Consultant নাজির আরিফিন এর সরাসরি তত্ত্বাবধানে।

✨ Movement Solutions – Evidence Based Manual Therapy & Functional Rehabilitation Center.
আপনার সুস্থতার পথে, আমরা আছি পাশে।

🦵 হাঁটুর ব্যথা জয় করে নতুন জীবনে ফিরলেন মিসেস জাহিদা কাদের 🌼৫৯ বছর বয়সী গৃহিনী মিসেস জাহিদা কাদের দীর্ঘদিন ধরে হাঁটুর ব্...
14/10/2025

🦵 হাঁটুর ব্যথা জয় করে নতুন জীবনে ফিরলেন মিসেস জাহিদা কাদের 🌼

৫৯ বছর বয়সী গৃহিনী মিসেস জাহিদা কাদের দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। ব্যথার কারণে তার স্বাভাবিকভাবে চলাফেরা, বসা, দাঁড়িয়ে থাকা — এমনকি ঘরের দৈনন্দিন কাজ করাও ছিল কষ্টকর।

কিন্তু Movement Solutions টিমের নিয়মিত রিহ্যাবিলিটেশন সেশন, সঠিক এক্সারসাইজ এবং তার নিজের দৃঢ় ইচ্ছাশক্তির ফলে — মাত্র ২ সপ্তাহের মধ্যেই তিনি অনেকটা ব্যথামুক্ত হয়েছেন এবং ফিরে পেয়েছেন তার স্বাভাবিক চলাফেরার স্বাধীনতা। 💪✨

আমরা বিশ্বাস করি —
“আজকের চ্যালেঞ্জই আগামী দিনের আত্মবিশ্বাস।”

📍 Movement Solutions
Physiotherapy • Pain Management • Rehabilitation

Address

Asset Rosedale, House 2, Flat A1, Road 55, Gulshan Avenue, Gulshan 2
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801873444477

Alerts

Be the first to know and let us send you an email when Movement Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Movement Solutions:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram