25/11/2025
#পিজিটি_ইন_অর্থপেডিক্স_এন্ড_মাস্কুলোস্কেলেটাল_মেডিসিন
( #ব্যাচ_৯ম_ঢাকা)
#কোর্সটি_কেন_করবেন?
আপনি যদি নিউ প্রফেশনাল হয়ে থাকেন কিংবা এখনো মাল্টি এপ্রোচ ট্রিটমেন্ট / গবেষণা লব্ধ কার্যকরী ট্রিটমেন্ট আয়ত্ত করেন নি তাহলে কোর্স টি আপনার জন্য প্রযোজ্য। এই কোর্সে মাস্কুলোস্কেলেটাল ডিজিসের এভিডেন্স বেইজড ট্রিটমেন্ট ( গবেষণা লব্ধ কার্যকরী) এর জন্য যা যা প্রয়োজন সবকিছুই অন্তর্ভুক্ত আছে।
#কোর্সটি_কারা_করতে_পারবেন?
প্রি-ইন্টারন, ইন্টারন, স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট গন এই কোর্সটি করতে পারবেন।
#কোর্সের_মডিউল_সমূহঃ
মডিউল-১ঃ পালপেশন & সারফেস মার্কিং (কোন স্থানে রোগ/ ইঞ্জুরি/ সমস্সা হয়েছে তা সঠিক ভাবে যানা ও হাত দিয়ে ধরতে পারলেই কেবল সঠিক ট্রিটমেন্ট দেয়া সম্ভব ।এইখানে আমার পুরো মানব দেহের প্রয়োজন মত পালপেশন & সারফেস মার্কিং শেখাব।)
মডিউল-২ঃ ডিফারেনশিয়াল ডায়াগনসিস (কি ভাবে রোগীর এসেসমেন্ট করতে হয় এবং কি কি ফিজিক্যাল টেস্ট করে রোগ নির্ণয় করা হয় তা শিখানো হবে ।)
মডিউল-৩ : স্মার্ট প্রেস্ক্রিপশান লিখা, রোগির উপস্থিতিতে রোগ নিরনয় এবং চিকিৎসা দেয়া, & রেডিওলোজী টেস্টের রিপোর্ট দেখা। (কিভাবে একজন ফিজিওথেরাপিস্ট রোগিদের প্রেস্ক্রিপশান লিখবেন, রোগ নিরনয় করবেন, রোগের চিকিৎসা দিবেন এবং x-ray, MRI বা অন্যান্য টেস্টের রিপোর্ট গুলি কিবাভে দেখতে হয় ও বুঝতে হয় তা সেখানো হবে)।
মডিউল-৪ : ম্যানুয়াল থেরাপি - স্পাইন (স্পাইনাল পেইন- ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাত পা ঝিন ঝিন করা, PLID, Sciatica, Piriformis syndrome, Degenerative conditions, ইত্যাদির সঠিক Manual Therapy শেখানো হবে ।)
মডিউল-৫ : ম্যানুয়াল থেরাপি - আপার & লয়ার লিম্ব (MSK Conditions- Frozen Shoulder, Supraspinatus Tendinitis, Tennis Elbow, De-quarvein stenosinovitis, Carpal Tunnel Syndrome, Trigger Finger, Osteoarthritis, Plantar Fasciitis, Ligament sprain, Muscle strain ইত্যাদির Manual Therapy Treatment Approach শেখানো হবে।)
মডিউল-৬ : নিউরোডাইনামিক ( কিভাবে নার্ভ পালপেশন করতে হয়,স্ট্রেচিং & মবিলাইজেশন ট্রিটমেন্ট দিতে হয় তা শেখানো হবে। এই ট্রিটমেন্ট এর মাধ্যমে Thoracic Outlet Syndrome, Carpal Tunnel Syndrome, Tarsal Tunnel Syndrome, Piriformis Syndrome, Sciatica, Impingement Syndrome, PLID, Adherent Nerve Root Syndrome, Post Surgical neurogenic dysfunction syndrome গুলো ভাল করা/ কমানো সম্ভব ।)
মডিউল-৭ : কাইনোসোলজি ট্যাপিং (এইটি একটি অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রক্রিয়া যার দারা স্পোর্টস ইঞ্জুরি, মাস্কুলোস্কেলেটাল ডিজিসের মত সমস্যা নিরাময় / প্রতিরোধ করা যায় ।)
মডিউল-৮ : ক্লিনিক্যাল ড্রাই নিডেলিং (সল্প মাত্রায় সূক্ষ সুই - Dry Needling এর মাধমে মাস্কুলোস্কেলেটাল ডিজিসের খুব ভাল এবং দ্রুত আরোগ্য সম্ভব।)
মডিউল-৯: প্লাস্টার অব পেরিস & স্প্লিনটিং টেকনিক ( কি ভাবে স্প্লিনট তৈরি করতে হয়, Joint Dislocation হলে Reduction করতে হয়, Closed Fracture & Undisplaced Fracture এ কিভাবে Bandage ও প্লাস্টার করতে হয় তা শিখানো হবে।)
মডিউল-১০: ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন (ইনফিলট্রেশন)
মডিউল-১১: আল্ট্রাসাউন্ড দিয়ে নিরভুল ভাবে MSK রোগ নিরনয় ও আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে কিভাবে Dry Needling / Joint injection দিতে হয় তা হাতে কলমে শিখানো হবে।
মডিউল - ১২ : Competence Examination ( সবগুলো মডিউল শেষে একটি আন্তর্জাতিক মানের কমপিটেন্সি পরীক্ষা দিতে হবে)।
#ক্লাস_শুরুঃ ২৭ মার্চ ২০২৬ (মোট ৬ মাস মেয়াদি)। ক্লাস হবে প্রতি মাসের ২ টা শুক্রবার।
#কোর্সের_গ্রহণ_যোগ্যতা:
ইউকে - লন্ডন এর CPD Certification service সংস্থা এর রেজিস্ট্রার আন্তর্জাতিক পর্যায়ের "ACADEMY OF PHYSIOTHERAPY " "মনরো মেডিক্যাল (ইউকে)" কোর্সটি পরিচালন করবে এবং কোর্স শেষে সার্টিফিকেট দিবে।
সার্টিফিকেট এর রেজিস্ট্রার নম্বর টি একাডেমিক ওয়েবসাইট এ প্রদর্শিত থাকবে যাতে করে যে কেও কোর্স টির গ্রহণ যোগ্যতা যাচাই করতে পারে । আন্তর্জাতিক পর্যায়ে চাকরি পেতে/ অভিজ্ঞতা দেখানোর ক্ষেত্রে মূখ ভুমিকা রাখবে।
#কোন_কোন_দেশে_এই_কোর্সটি_পরিচালিত_হয়?
UK, Indonesia, Malaysia, Philippines, Northern Ireland, Sri Lanka, Ireland, Bangladesh, India, Egypt, Cambodia, Thailand এই সকল দেশে কোর্সটি পরিচালিত হয়। নতুন দেশ যুক্ত হতে যাচ্ছে : Romania, Tanzania, Vietnam, Saudi Arabia.
বিস্তারিত জানতে/ #রেজিষ্ট্রেশন_করতে যোগাযোগ করুন: 01758-394302
#বিস্তারিত:
www.aopbd.org
Email: info@aopbd.org