10/02/2016
সেক্স-এর সময়ে চুম্বন কি অবধারিত? কী ভাবছেন?
সেক্স-এর সময়ে চুম্বন কি খুব জরুরি? একেবারে গোড়ায় হয়তো চুম্বন জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে চুম্বন দিয়েই শুরু হয় ব্যাপারটা। কিন্তু সমীক্ষা বলছে, এর পরেই উল্টে যায় খেলা।
সময় যত এগোয়, ততই দূরে চলে যায় চুম্বন। স্রেফ শরীরী খেলা চলতে থাকে তত বেশি। ডেটিং ওয়েবসাইট ‘ভিক্টোরিয়া মিলান ’-এর সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ২৫ শতাংশ দম্পতি জানিয়েছেন, সেক্স-এর মধ্য অথবা অন্তিম পর্যায়ে তাঁরা চুম্বন করেন। বাকিরা বলছেন, সেই সময়ে তাঁদের জীবনে চুম্বনের কোনও স্থান নেই।
তবে, সম্পর্কের একেবারে গোড়ার দিকে, অর্থাৎ, প্রেম যখন সবে গাঢ় হতে শুরু করেছে, সেই সময়ে চুম্বনের কোনও বিকল্পও নেই। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন, তাঁদের মধ্যে চুম্বনের হার অনেকটাই কম। তবে তার অর্থ এই নয় যে, তাঁদের মধ্যে প্রেম কমে গিয়েছে।
তবে মজার কথা এই যে, এঁদের বেশিরভাগই বিশ্বাস করেন, চুম্বনের মতো সেক্সি ব্যাপার খুব কমই আছে। ৮০ শতাংশ মানুষই মনে করেন, একটি সম্পর্কে চুম্বনের অবদান বিপুল। তবে সিডাকশনের ক্ষেত্রে চুম্বনই যে শ্রেষ্ঠ পন্থা, তা নিয়ে কোনও দ্বিমত নেই। ৯৩ শতাংশ মানুষই সে কথা বলেছেন।