08/11/2025
আপনার কি দীর্ঘদিনের পেটব্যথা, গ্যাস, বমি বা হজমে সমস্যা
বারবার অ্যাসিডিটি বা বুকজ্বালা, খাওয়ার পর অস্বস্তি বা পেট ফোলাভাব,
রক্ত বমি বা মলত্যাগে রক্ত দেখা যাচ্ছে,
মাত্র ১ মিনিটে ব্যথামুক্ত এন্ডোস্কোপি করে জেনে নিন আপনার কি সমস্যা রয়েছে।
আমাদের ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক যত্ন সহকারে এন্ডোস্কোপিকরেন।
এন্ডোস্কোপির নাম শুনলেই অনেকের মনে ভয় বা অস্বস্তি কাজ করে। কেউ ভাবে – “ব্যথা হবে না তো?”আবার কেউ ভাবে – “এন্ডোস্কোপি করতে গেলে অনেক সময় লাগবে!”কিন্তু এখন সময় বদলে গেছে।
ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির এক অনন্য সেবা —🌸 মাত্র ১ মিনিটে সম্পন্ন ব্যথামুক্ত ভিডিও এন্ডোস্কোপি। 🌸
🔬 আমাদের বিশেষত্ব
✅ বিশ্বমানের অলিম্পাস (OLYMPUS) মেশিনবিশ্বজুড়ে স্বীকৃত এই আধুনিক প্রযুক্তি এখন আমাদের হাতের নাগালে। অলিম্পাস এন্ডোস্কোপ মেশিনের মাধ্যমে পরীক্ষা হয় আরো স্পষ্ট, নির্ভুল ও দ্রুত।
✅ আমাদের গ্যাষ্ট্রোএনটেরোলজি বিশেষজ্ঞদের রয়েছে বহু বছরের অভিজ্ঞতা।তাঁরা প্রতিটি রোগীর যত্ন নেন অত্যন্ত মনোযোগ ও সহানুভূতির সঙ্গে, যাতে রোগী পুরো প্রক্রিয়ায় থাকে সম্পূর্ণ নির্ভার ও আরামদায়ক অবস্থায়।
✅ মাত্র ১ মিনিটে সম্পন্ন প্রক্রিয়াটি ব্যথাহীন ও নিরাপদে সম্পন্ন হয়ি এক্ষেত্রে কোনো কাটাছেঁড়া, সুঁই, বা জটিল প্রস্তুতির প্রয়োজন নেই। রোগী থাকেন সম্পূর্ণ আরামদায়ক অবস্থায়,এবং পরীক্ষার পর পরই স্বাভাবিকভাবে কথা বলা, হাঁটা, বা দৈনন্দিন কাজে ফিরে যেতে পারেন।
✅ পরিচ্ছন্ন, আধুনিক ও রোগীবান্ধব পরিবেশে ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার হাসপাতালের প্রতিটি বিভাগে রয়েছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি ও যত্ন। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষা নয় — আপনার পুরো অভিজ্ঞতাকে সহজ ও আরামদায়ক করা।
✨ ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার – যত্নে, প্রযুক্তিতে, অভিজ্ঞতায় এগিয়ে।🌿 সুস্থ জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন আজই। 🌿
ইনবক্সে মেসেজ করুন বা সরাসরি কল দিন —আজই বুকিং করুন আপনার ব্যথামুক্ত এন্ডোস্কোপি সেবা।
📍 ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল
📞 যোগাযোগ : ০১৯২৬১০০১০০
📍 ঠিকানা : ২৫/ আই, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা