Crescent Gastroliver & General Hospital

Crescent Gastroliver & General Hospital This is a super-specialized hospital providing complete GI & hepatology specialty services, as well

31/12/2025
আমাদের সম্মানিত কনসালটেন্ট পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. রোকনুজ্জামান ভূঞা অধ্যাপক হিসাবে পদোন্নতি হওয়ায় ক্রিসেন্ট গ্যাস্ট্র...
25/12/2025

আমাদের সম্মানিত কনসালটেন্ট পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. রোকনুজ্জামান ভূঞা অধ্যাপক হিসাবে পদোন্নতি হওয়ায় ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান হসপিটালের কনসালটেন্ট ডিরেক্টর প্রফে. আব্দুল্লাহেল কাফী ও মেডিকেল ডিরেক্টর ডা.আলমগীর হায়দারসহ অন্যান্যরা।

আমাদের সম্মানিত কনসালটেন্ট পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মো: সহিদুর রহমান (সহিদ) অধ্যাপক হিসাবে পদোন্নতি হওয়ায় ক্রিসেন্ট গ্য...
25/12/2025

আমাদের সম্মানিত কনসালটেন্ট পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মো: সহিদুর রহমান (সহিদ) অধ্যাপক হিসাবে পদোন্নতি হওয়ায় ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান হসপিটালের কনসালটেন্ট ডিরেক্টর প্রফে. আব্দুল্লাহেল কাফী ও মেডিকেল ডিরেক্টর ডা.আলমগীর হায়দারসহ অন্যান্যরা।

২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
06/12/2025

২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

27/11/2025

ERCP (Endoscopic Retrograde CholangioPancreatography)
ERCP কী?
ERCP হলো একটি এন্ডোস্কোপিক পদ্ধতি যেখানে মুখ দিয়ে একটি ক্যামেরাযুক্ত টিউব ঢুকিয়ে পিত্তনালী ও অগ্ন্যাশয়ের নালী পরীক্ষা করা হয়।

কেন ERCP করা হয়?
ERCP হলো এমন একটি আধুনিক ও কার্যকর পদ্ধতি, যা একইসঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারে।
বিশেষ করে পিত্তনালী বা অগ্ন্যাশয়ের নালীতে পাথর, ব্লক, টিউমার বা লিক থাকলে এটি জীবন রক্ষাকারী চিকিৎসা।

পিত্তনালীতে পাথর আটকে গেলে ERCP করে পাথর অপসারন সম্ভব। পিত্তনালীতে টিউমার, ক্যান্সার, প্রদাহ বা সংক্রমণ (Cholangitis) হলে বা অগ্ন্যাশয়ের নালীতে প্রদাহ, টিউমার বা অগ্ন্যাশয়ের ক্যান্সারের কারণে ব্লক হলে ERCP করে বাইল চলাচল করার জন্য স্টেন্ট বা কৃত্রিম নল বসানো হয় । কিছু কিছু বায়োপসি নেওয়া হয়। পিত্তনালীতে লিক (Bile leak) বা অপারেশনের পর বাইল লিক হলে ERCP করে তা বন্ধ করা যায়।

ERCP- সাধারনত (Diagnostic) এবং (Therapeutic) — দুই উদ্দেশ্যেই ERCP করা যায়।

Diagnostic ERCP হলো পিত্তনালীতে বা অগ্ন্যাশয়ের নালীতে ব্লক, পাথর, টিউমার আছে কিনা তা দেখা এবং Therapeutic ERCP পাথর অপসারন, স্টেন্ট বসানো, স্ফিঙ্কটার কাটা (sphincterotomy), বাইল ড্রেন করা।

সম্ভাব্য জটিলতা (Complications)

যদিও ERCP সাধারণত নিরাপদ, তবু কিছু ঝুঁকি থাকতে পারে—
Pancreatitis (সবচেয়ে সাধারণ জটিলতা)
বিরল ক্ষেত্রে Infection (Cholangitis)
Bleeding
Allergic reaction to dye or sedative
তবে অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের হাতে এগুলোর ঝুঁকি খুবই কম।

আমাদের ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালে বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত সতর্কতা এবং যত্নসহকারে ইআরসিপি করে থাকেন ।

২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল নিম্নলিখিত কর্মসূচী গ্রহন করেছে
18/11/2025

২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল নিম্নলিখিত কর্মসূচী গ্রহন করেছে

08/11/2025

আপনার কি দীর্ঘদিনের পেটব্যথা, গ্যাস, বমি বা হজমে সমস্যা
বারবার অ্যাসিডিটি বা বুকজ্বালা, খাওয়ার পর অস্বস্তি বা পেট ফোলাভাব,
রক্ত বমি বা মলত্যাগে রক্ত দেখা যাচ্ছে,

মাত্র ১ মিনিটে ব্যথামুক্ত এন্ডোস্কোপি করে জেনে নিন আপনার কি সমস্যা রয়েছে।

আমাদের ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক যত্ন সহকারে এন্ডোস্কোপিকরেন।
এন্ডোস্কোপির নাম শুনলেই অনেকের মনে ভয় বা অস্বস্তি কাজ করে। কেউ ভাবে – “ব্যথা হবে না তো?”আবার কেউ ভাবে – “এন্ডোস্কোপি করতে গেলে অনেক সময় লাগবে!”কিন্তু এখন সময় বদলে গেছে।
ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির এক অনন্য সেবা —🌸 মাত্র ১ মিনিটে সম্পন্ন ব্যথামুক্ত ভিডিও এন্ডোস্কোপি। 🌸

🔬 আমাদের বিশেষত্ব
✅ বিশ্বমানের অলিম্পাস (OLYMPUS) মেশিনবিশ্বজুড়ে স্বীকৃত এই আধুনিক প্রযুক্তি এখন আমাদের হাতের নাগালে। অলিম্পাস এন্ডোস্কোপ মেশিনের মাধ্যমে পরীক্ষা হয় আরো স্পষ্ট, নির্ভুল ও দ্রুত।
✅ আমাদের গ্যাষ্ট্রোএনটেরোলজি বিশেষজ্ঞদের রয়েছে বহু বছরের অভিজ্ঞতা।তাঁরা প্রতিটি রোগীর যত্ন নেন অত্যন্ত মনোযোগ ও সহানুভূতির সঙ্গে, যাতে রোগী পুরো প্রক্রিয়ায় থাকে সম্পূর্ণ নির্ভার ও আরামদায়ক অবস্থায়।
✅ মাত্র ১ মিনিটে সম্পন্ন প্রক্রিয়াটি ব্যথাহীন ও নিরাপদে সম্পন্ন হয়ি এক্ষেত্রে কোনো কাটাছেঁড়া, সুঁই, বা জটিল প্রস্তুতির প্রয়োজন নেই। রোগী থাকেন সম্পূর্ণ আরামদায়ক অবস্থায়,এবং পরীক্ষার পর পরই স্বাভাবিকভাবে কথা বলা, হাঁটা, বা দৈনন্দিন কাজে ফিরে যেতে পারেন।
✅ পরিচ্ছন্ন, আধুনিক ও রোগীবান্ধব পরিবেশে ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার হাসপাতালের প্রতিটি বিভাগে রয়েছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি ও যত্ন। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষা নয় — আপনার পুরো অভিজ্ঞতাকে সহজ ও আরামদায়ক করা।

✨ ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার – যত্নে, প্রযুক্তিতে, অভিজ্ঞতায় এগিয়ে।🌿 সুস্থ জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন আজই। 🌿

ইনবক্সে মেসেজ করুন বা সরাসরি কল দিন —আজই বুকিং করুন আপনার ব্যথামুক্ত এন্ডোস্কোপি সেবা।

📍 ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল
📞 যোগাযোগ : ০১৯২৬১০০১০০
📍 ঠিকানা : ২৫/ আই, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা

04/11/2025

অনেক বছর ধরে একজন রোগী বারবার কিডনিতে পাথর, গলব্লাডারে পাথর, এমনকি প্যানক্রিয়াসে পাথরের সমস্যায় ভুগছিলেন।
বিভিন্ন জায়গায় অপারেশন করা হলেও সমস্যা বারবার ফিরে আসছিল।

কিন্তু আসল কারণটা কেউ খুঁজে পাচ্ছিল না — যতক্ষণ না তিনি আসেন Crescent Gastroliver Hospital-এ।

🔹 এখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডা. অসীম কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ইএনটি, বিএমইউ — রোগীর বিস্তারিত পরীক্ষা করে আবিষ্কার করেন যে, আসল সমস্যা ছিল প্যারাথাইরয়েড গ্রন্থির টিউমার (Parathyroid Adenoma)।

এই গ্রন্থিটি শরীরের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, আর সেটি অতিরিক্ত হরমোন তৈরি করছিল — যার ফলে শরীরে ক্যালসিয়াম জমে বারবার পাথর হচ্ছিল।

🔹 Crescent Gastroliver Hospital-এর দক্ষ সার্জন টিম সফলভাবে রোগীর প্যারাথাইরয়েড টিউমার অপারেশন করে সম্পূর্ণ নিরাময় নিশ্চিত করেন।
এখন রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

🏥 Crescent Gastroliver Hospital —
যেখানে জটিল সমস্যার আসল কারণ খুঁজে সঠিক চিকিৎসা দেওয়া হয়।

📞 যোগাযোগ করুন — 01926100100
Crescent Gastroliver Hospital, আপনার পাশে সর্বদা।

04/11/2025

অনেক বছর ধরে একজন রোগী বারবার কিডনিতে পাথর, গলব্লাডারে পাথর, এমনকি প্যানক্রিয়াসে পাথরের সমস্যায় ভুগছিলেন।
বিভিন্ন জায়গায় অপারেশন করা হলেও সমস্যা বারবার ফিরে আসছিল।

কিন্তু আসল কারণটা কেউ খুঁজে পাচ্ছিল না — যতক্ষণ না তিনি আসেন Crescent Gastroliver Hospital-এ।

🔹 এখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডা. আশিম কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ইএনটি, বিএমইউ — রোগীর বিস্তারিত পরীক্ষা করে আবিষ্কার করেন যে, আসল সমস্যা ছিল প্যারাথাইরয়েড গ্রন্থির টিউমার (Parathyroid Adenoma)।

এই গ্রন্থিটি শরীরের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে, আর সেটি অতিরিক্ত হরমোন তৈরি করছিল — যার ফলে শরীরে ক্যালসিয়াম জমে বারবার পাথর হচ্ছিল।

🔹 Crescent Gastroliver Hospital-এর দক্ষ সার্জন টিম সফলভাবে রোগীর প্যারাথাইরয়েড টিউমার অপারেশন করে সম্পূর্ণ নিরাময় নিশ্চিত করেন।
এখন রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

🏥 Crescent Gastroliver Hospital —
যেখানে জটিল সমস্যার আসল কারণ খুঁজে সঠিক চিকিৎসা দেওয়া হয়।

📞 যোগাযোগ করুন — 01926100100
Crescent Gastroliver Hospital, আপনার পাশে সর্বদা।

আমাদের সম্মানিত কনসালটেন্ট পরিপাকতন্ত্র, লিভার ও অগ্নাশয় রোগ বিশেষজ্ঞ ডা. মো: নাইমুল হাসান সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নত...
28/10/2025

আমাদের সম্মানিত কনসালটেন্ট পরিপাকতন্ত্র, লিভার ও অগ্নাশয় রোগ বিশেষজ্ঞ ডা. মো: নাইমুল হাসান সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি হওয়ায় ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা.আলমগীর হায়দারসহ অন্যান্যরা।

স্যারের জন্য অনেক শুভকামনা।

25/10/2025

দীর্ঘ ৪ বছরের রক্ত যাওয়ার সমস্যার অবসান — পলিপোসিস কোলি (Polyposis Coli) রোগের সফল চিকিৎসা
Crescent Gastroliver & General Hospital-এ!

২২ বছর বয়সী (ছদ্মনাম) ফয়েজ আহমেদ। জীবনের সবচেয়ে কর্মমুখর সময়—তরুণ বয়সে, হঠাৎ শুরু হয় তাঁর এক অস্বস্তিকর স্বাস্থ্য সমস্যা—
👉 পায়খানার সাথে বারবার রক্ত যাওয়া।
এর সাথে ছিল পায়খানার রাস্তা দিয়ে কিছু একটা বের হয়ে আসার মতো অস্বস্তিকর অনুভব।
ব্যাথাও হতো প্রায় ই। শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ফয়েজ। ভেবেছিলেন হয়তো অল্প পাইলস বা ক্ষুদ্র কোনো সমস্যা। কিন্তু সময়ের সাথে রক্ত যাওয়ার পরিমাণ ও ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। পরিবারের পরামর্শে তিনি একাধিক জায়গায় চিকিৎসা নিয়েছেন, করেছেন নানা ধরণের পরীক্ষা–নিরীক্ষা, এমনকি বিভিন্ন সময় ওষুধ খেয়ে সাময়িক কিছুটা উপশমও পেয়েছেন। কিন্তু কোনো চিকিৎসাই দীর্ঘমেয়াদে কার্যকর প্রমাণিত হয়নি। দিন গড়াতে থাকে, পুরো ৪ বছর ধরে এই সমস্যায় ভুগতে থাকেন তিনি — যা শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও তাঁকে ক্লান্ত ও উদ্বিগ্ন করে তোলে।

সঠিক নির্ণয়ের পথে — কোলনোস্কপিতে ধরা পড়ে আসল কারণ

শেষ পর্যন্ত ফয়েজ আমাদের Crescent Gastroliver & General Hospital-এ ভর্তি হলে, আমাদের অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজি টিম বিস্তারিতভাবে তাঁর চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে এবং উন্নত ডায়াগনস্টিক প্রক্রিয়ার মাধ্যমে রোগের উৎস খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। উন্নত মানের কোলনোস্কপি (Colonoscopy) করার সময় দেখা যায় তাঁর কোলনের ভেতরে অসংখ্য ছোট-বড় পলিপ ছড়িয়ে আছে — যেটি চিকিৎসাবিজ্ঞানে পরিচিত Polyposis Coli নামে। এই রোগে কোলনের ভেতরে একাধিক পলিপ (growth) তৈরি হয়, যা সময়ের সাথে রক্তপাত, অ্যানিমিয়া এমনকি কিছু ক্ষেত্রে কোলন ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে।

অত্যাধুনিক ইএমআর (EMR) প্রযুক্তিতে সফল অপসারণ

Polyposis Coli-এর চিকিৎসায় আগে যেখানে বড় ধরনের খোলা অপারেশন লাগত, এখন সেটি সম্ভব আধুনিক এন্ডোস্কোপিক পদ্ধতিতে।
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল সিদ্ধান্ত নেন রোগীর পলিপগুলো অপসারণ করবেন ইএমআর (Endomucosal Resection) প্রযুক্তি ব্যবহার করে — যা একটি খুবই নির্ভুল, উন্নত ও নিরাপদ প্রক্রিয়া।

এই পদ্ধতিতে এন্ডোস্কোপের মাধ্যমে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে পলিপগুলো কেটে ফেলা হয়।
রোগীর পেট কাটা লাগে না, ব্যথা খুবই কম এবং জটিলতার সম্ভাবনাও ন্যূনতম।
সবচেয়ে বড় সুবিধা হলো—রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

আমাদের অভিজ্ঞ টিমের দক্ষ হাতে সফলভাবে ফয়েজ আহমেদের কোলনের সবগুলো পলিপ অপসারণ করা হয়।

সফল চিকিৎসার পর নতুন জীবনের পথে ফয়েজ

অপারেশনের পর খুব অল্প সময়ের মধ্যেই ফয়েজের শারীরিক অবস্থা উন্নতি হতে থাকে।
👉 পায়খানার সাথে রক্ত যাওয়ার সমস্যাটি সম্পূর্ণ বন্ধ হয় ✅
👉 শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন 🙏
👉 মানসিক দিক থেকেও ফিরে পান আত্মবিশ্বাস ও শান্তি।

আজ তিনি সুস্থ ও হাসিখুশি, আর আমরা গর্বিত যে Crescent Gastroliver & General Hospital-এর অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে একজন তরুণের জীবন ফিরে এসেছে স্বাভাবিক ছন্দে।

🏆 আমাদের বার্তা

👉 দীর্ঘদিনের পায়খানার সাথে রক্ত যাওয়া, অজানা পেটের ব্যথা, বা হজমজনিত সমস্যা কখনোই হালকাভাবে নেবেন না।
👉 সময়মতো সঠিক পরীক্ষা ও সঠিক হাতে চিকিৎসা — জটিল রোগকেও সহজে জয় করা সম্ভব।
👉 Crescent Gastroliver & General Hospital সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, আধুনিক চিকিৎসা ও আন্তর্জাতিক মানের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে।
📍 Crescent Gastroliver & General Hospital
☎️ হেল্পলাইন: ০১৯২৬১০০১০০

Address

25/i, Green Road, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Crescent Gastroliver & General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Crescent Gastroliver & General Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category