23/12/2025
We are Proud of Sir & for our Aichi Hospital.
প্রফেসর ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন স্যার, Aichi Hospital-এর সম্মানিত শিশু বিশেষজ্ঞ হিসেবে তাঁর পেশাগত দক্ষতা, সততা ও মানবিক স্বাস্থ্যসেবার মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। শিশু রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, ধৈর্য ও দায়িত্বশীল চিকিৎসা অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
গর্বের সাথে উল্লেখ্য, শিশুস্বাস্থ্য ও চিকিৎসাসেবায় স্যারের উল্লেখযোগ্য অবদান জাপানের একটি স্বনামধন্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যা Aichi Hospital-এর জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
Aichi Hospital পরিবার প্রফেসর ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।