Life Care Hospital

Life Care Hospital ডা. মমতাজ বেগম (পলি)
লাইফকেয়ার হসপিটাল, পাহাড়পুর , দিনাজপুর সদর, দিনাজপুর। ০১৭৩৭৯৯৯৯৯২

✨ পিসিওএস: নারীর নীরব শত্রু ✨প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জন এই সমস্যায় ভোগেন! 😮⚠️ লক্ষণ: মাসিক অনিয়ম, মুখে/শরীরে অতিরিক্ত ...
04/10/2025

✨ পিসিওএস: নারীর নীরব শত্রু ✨
প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জন এই সমস্যায় ভোগেন! 😮

⚠️ লক্ষণ: মাসিক অনিয়ম, মুখে/শরীরে অতিরিক্ত লোম, ব্রণ, ওজন বৃদ্ধি, মাথার চুল পাতলা হওয়া, গর্ভধারণে অসুবিধা।

⚠️ ঝুঁকি: ডায়াবেটিস, হৃদরোগ, বন্ধ্যাত্ব, জরায়ুর ক্যান্সারের সম্ভাবনা।

✅ নিয়ন্ত্রণের উপায়:
• সুষম খাদ্য ও ব্যায়াম
• চিনি কমানো
• মানসিক চাপ নিয়ন্ত্রণ
• সময়মতো চিকিৎসা

💡 মনে রাখুন: পিসিওএস ভয় পাওয়ার কিছু না—সময়মতো শনাক্ত ও জীবনধারায় পরিবর্তনই সবচেয়ে বড় চিকিৎসা। ❤️

#পিসিওএস #ফার্টিলিটি #নারীস্বাস্থ্য

Drop your complete cv at reception for any info contact +880 17 2574 2009
03/09/2025

Drop your complete cv at reception for any info contact +880 17 2574 2009

03/09/2025

চেম্বার অ্যাটেনডেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি

একটি স্বনামধন্য ডাক্তার চেম্বারের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ মহিলা চেম্বার অ্যাটেনডেন্ট প্রয়োজন।

পদের নাম: চেম্বার অ্যাটেনডেন্ট (মহিলা)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অনার্স/মাস্টার্স ডিগ্রি।
অভিজ্ঞতা: চেম্বার পরিচালনায় ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুনরাও আবেদন করতে পারেন।
বয়স: ২0 থেকে ৪০ বছর।
দায়িত্ব:

রোগীর নাম নিবন্ধন করা এবং সিরিয়াল অনুযায়ী ডাক্তার দেখানো নিশ্চিত করা।

চেম্বারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

ডাক্তারের নির্দেশনা অনুযায়ী অন্যান্য সহযোগী কাজ সম্পন্ন করা।

রোগীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা।

অন্যান্য যোগ্যতা:

সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল হতে হবে।

যোগাযোগে দক্ষ হতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী হতে হবে।

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী ১৫ দিনের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা: লাইফকেয়ার হসপিটাল পাহাড়পুর দিনাজপুর সদর +880 17 2574 2009

হাসপাতাল ম্যানেজার (পুরুষ)
হাসপাতাল ম্যানেজার আবশ্যক

একটি আধুনিক ও উন্নতমানের বেসরকারি হাসপাতালের জন্য একজন অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন পুরুষ হাসপাতাল ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: হাসপাতাল ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বা স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম অনার্স/মাস্টার্স ডিগ্রি (যেমন: MBA, MHA)।
অভিজ্ঞতা: হাসপাতাল পরিচালনায় ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: 25 থেকে ৫০ বছর।
দায়িত্ব:

হাসপাতালের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকি করা।

হাসপাতালের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার সকল দিক তত্ত্বাবধান করা।

হাসপাতালের মান উন্নয়ন এবং নতুন পরিষেবা চালু করার পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শৃঙ্খলা নিশ্চিত করা।

স্বাস্থ্য সংক্রান্ত সরকারি বিধি-বিধান এবং নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করা।

রোগীর সন্তুষ্টি নিশ্চিত করা।

অন্যান্য যোগ্যতা:

নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে।

সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে।

কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী ১৫ দিনের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা: লাইফকেয়ার হসপিটাল পাহাড়পুর দিনাজপুর সদর +880 17 2574 2009

15/06/2025
আবারও বাড়ছে করোনা সংক্রমণ! 😷স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই মানতে হবে ৭টি গুরু...
14/06/2025

আবারও বাড়ছে করোনা সংক্রমণ! 😷
স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, সংক্রমণ প্রতিরোধে সবাইকে অবশ্যই মানতে হবে ৭টি গুরুত্বপূর্ণ নির্দেশনা।

নিজে সচেতন থাকুন, পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।

09/06/2025

লাইফ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
আপনাদের জরুরী প্রয়োজনে ২৪ ঘন্টা ঈদের ছুটিতে হাসপাতালের সেবা চালু রয়েছে।
জরুরী প্রয়োজনে : 01737999992

লাইফ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।আপনাদের জরুরী প্রয়োজনে ২৪ ঘন্টা ঈদের ছুট...
31/03/2025

লাইফ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আপনাদের জরুরী প্রয়োজনে ২৪ ঘন্টা ঈদের ছুটিতে হাসপাতালের সেবা চালু রয়েছে।
জরুরী প্রয়োজনে : 01737999992

13/09/2024
13/09/2024

Address

Life Care Hospital, Paharpur, Dinajpur Sadar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Life Care Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram