21/07/2022
Asshefa Najnin Esha
Batch -29
আমার ৪ বছরের crush 😍
৪ টা বছর ধরে তোমাকে নিয়ে হাজারো কথা ভেবেছি,তোমাকে বলার সাহস হয় নি কোনোদিন, আর বলবো বা কিভাবে😔তুমি কখনো আমার দিকে ফিরেও তাকাও নি😞fb তে এতো রিকোয়েস্ট দিলাম একটা বারও অ্যাকসেপ্ট করলে না😒 তাই ভাবলাম আমার মনের কথা গুলো তোমায় বলেই ফেলি😇
রাজশাহী তে থাকতে তোমাকে দেখছিলাম আমি🥰 তখন থেকেই ভালো লাগার শুরু😌 এতো মায়াবী কেনো তুমি☺️
১ মাসের মতো সময় তোমাকে দেখেছি দূর থেকেই ,কখনো কাছে যাওয়ার সাহস হয় নি😔যদি বকা দেও বা দুঃখ দেও এই ভয়ে🙃 তবে দূর থেকে ভালোবাসার মজা আলাদা,কাউকে ভালোবাসলে যে ভালোবাসা পেতেই হবে এমন কোনো মানে নেই☺️
জানো রোজ সকালে যখন তুমি কোচিং এর জন্য বের হতে, আর রিকশা না পেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে,তখন আমার অনেক খারাপ লাগতো😔
এই জন্য তুমি বাসার থেকে বের হওয়ার আগেই আমি একটা রিকশা ডেকে রাখতাম🥰 কিন্তু তুমি কখনো বুঝতেই পারো নি,
কোচিং থেকে ফেরার সময় তুমি যে রোজ আইসক্রিম খেতে খেতে আসতে তখন তোমার ওই বাচ্চাশুলোভ মুখ খুব ভালো লাগতো আমার মনে হতো মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকি🥰🥰
একদিন রাস্তায় একটা বাচ্চা তোমার কাছে টাকা চাইছিল,তুমি ওকে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিয়ে যে মাথায় হাত বুলিয়ে দিলে তখন থেকে মনে হচ্ছিল তোমার মধ্যে এমন গুন আছে যা আসলেই মনোমুগ্ধকর😍😍😍😍😍
খোলা চুলে তুমি যখন বিকেলে ছাদে উঠতে তখন তোমাকে দূর থেকে দেখতাম,এতো অপরূপ মায়া,তাই তো আজও তোমাকে ভুলতে পারি নি,এইগুলো ভাবতে ভাবতেই তুমি রাজশাহী থেকে চলে গেলে😒 আর তোমার খোঁজ পেলাম না🥹তোমার সঙ্গে কন্ট্রাক্ট করার উপায় ও তো নাই,তাই আজ আমার ফিলিং গুলো তোমাকে জানাইতে পারবো বলে আমি অনেক খুশি🥰 এইটা মনে রেখো এমন একজন আছে যে তোমাকে অনেক ভালোবাসে তুমি আজীবন আমার মনের মধ্যেই থেকো
ভালো থেকো প্রিয়,জীবনে অনেক বড় হও,তখন তোমাকে যেমন দেখেছিলাম আজীবন ওইভাবেই থেকো🥰🥰🥰🥰