Crush and confession of M Abdur Rahim Medical College,Dinajpur

Crush and confession of M Abdur Rahim Medical College,Dinajpur নির্দিধায় ভালোবাসার সকল কথা বলিবার জ? Share your confessions through this doc.

from : দারুচিনিতে তোমার সামনের টেবিল এর ২ জন 🥹👉👈 To : নাম জানি না, কেউ চিনলে mention দিয়েন🥲আজ সুখসাগরে তোমাকে দেখে আমরা ...
07/02/2023

from : দারুচিনিতে তোমার সামনের টেবিল এর ২ জন 🥹👉👈
To : নাম জানি না, কেউ চিনলে mention দিয়েন🥲

আজ সুখসাগরে তোমাকে দেখে আমরা প্রেমে পরে গেছি❤️🙈
সেই মায়াবি চোখ দুটো ভুলতে পারছি না।🥺👀
তোমার চোখের দিকে তাকিয়ে আমরা সারাজীবন কাটিয়ে দিতে পারব❤️🥹🥹
জানিনা এতো ছেলের মাঝে তোমাকে কেন ভালো লাগলো 😅🥹 তোমায় দেখার সাথে সাথে আমরা তোমার পিছু নিয়েছি🤦‍♀️🤭.. তুমি তোমার কিছু ছেলে ও কিছু মেয়ে friends দের সাথে আসছিলা😶
তোমার সাথে কথা বলার অনেক try করেছিলাম কিন্তু পারিনি🥺... শেষে না পারে আমাদের WhatsApp নাম্বার ও লিখে দিয়ে এসেছিলাম একটা কাগজে দোলনার উপরে😑🤦‍♀️... জানিনা তুমি দেখেছো কি না..! 🙂.. শেষ মেষ এটাই বলবো আমরা আসলেই তোমাকে অনেক পছন্দ করেছি।🙂❤️.. কথা বলতে চাই তোমার সাথে🙂.. তোমাকে জানতে চাই আরও ভালো ভাবে।🥺🙂

18/08/2022

Shawon 🙂
Fb name: Amir Humja

Intern (1.5 month)
Batch 25 (may be) আমার ক্যালকুলেশন।।

💚💚 আমার 12 দিনের ভালোলাগা ।। 💚💚
প্রথম দেখা ওয়ার্ডে (male surgery)। প্রথম দুইদিন স্বাভাবিক সবকিছু। তৃতীয় দিন হঠাৎ আটকে গেলাম মাস্কে ঢাকা মুখ কপাল ভরা চুল আর মায়াবী 2টা চোখে।

তারপরের অনুভুতিগুলো বোঝানোর চেষ্টা করি;

" ছিল ভবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।। ঐ রুপের মাধুরি মোর সঞ্চয়ে রেখেছি।।
আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি""

তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সেতো আমি ছাড়া কেউ জানেনা।।
তোকে চাওয়া না পাওয়ারা নয়রে সোজা সেতো আমি ছাড়া কেউ জানেনা""

জীবনে প্রথমবার কারো দিকে এভাবে তাকিয়েই থেকেছি।। অথচ আপনার চেহারাটাই দেখার সু্যোগ হয়নি এখনও।। এ সময়টুকুর মধ্যে একবারও মাস্ক খুলেনই নাই।।
আপনার দিকে তাকিয়ে থাকতে আমার ভালোলাগে, ভীষণ ভালো লাগে।। আপনাকে দেখার সময় মনে মনে 2টা লাইন ভাসে;

" তুমি আমার অনেক সখের খুজে পাওয়া এক প্রজাপতি নীল
আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ সপ্নিল"

আপনি আমার ক্রাশ এটা বলবোনা। ক্রাশ শব্দটা আমার কাছে ফিকে মনে হয় তবে আপনাকে আমার ভালোলাগে।। এটা প্রেম না ভালোবাসাও না সেটাও জানি আমি
তবে? আমি আপনাকে জানতে চাই।। প্রেমে পড়লে আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়তে চাই।।
আর যদি কখনও ভালোবাসার সুযোগ হয় ছয় দিন, ছয় মাস কিংবা ছয় বছর না ষাট বছরেরও বেশি সময় ভালোবাসতে চাই।।
কোন এক পড়ন্ত বিকেলে আপনার চোখের দিকে তাকিয়ে বলতে চায়
"তুমি কি রেখে দেবে আমায়??
তুমি রেখে দিলেই আমি থেকে যাব অনন্তকাল এক ঘোর ভরসায়"

আমার কাছে আপনি একটু বেশিই ইনোসেন্ট আর কিউট
আপনাকে ষাট বছরেরও বেশি সময় ধরে ভালোবাসার মানুষটা ইতোমধ্যেই আছে এটাই স্বাভাবিক কিন্তু যদি না থাকে আমি বলবো আমি আপনাকে জানতে চাই, হাটতে চাই অনেক অনেক পা আপনার সাথে।।
আর যদি থাকে তাহলে বলবো আমি নাহয় আপনার কাছে অপরিচিতা হয়ে আর আপনি আমার ডায়েরির কিছু পাতায় আমার১২ দিনের ভালোলাগা হয়ে থেকে যাবেন।।

আর কনফেশনটা দেওয়ার কারণ ভবিষ্যতে কখনও যাতে আমার ""তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি ""এই লাইন 2টা মনে না হয়।।

আপনার কোন রেসপন্স না আসলে যদিও কিছুদিন হয়ত আমার মনে মনে বাজবে;

""আমি তোমারও বিরহে রহিব বিলিনও তোমাতে করিব বাস
দীর্ঘ দিবসও দীর্ঘ রজনী দীর্ঘ বরষও মাস""

আমার অনুভূতিগুলো প্রকাশের একাংশ এখানেই শেষ হবে আর
ছন্দের স্বার্থে ব্যবহৃত সব তুমি এবং তুই শব্দগুলো আপনি হবে।।

লাস্ট কিছুদিন একজোড়া চোখ আপনাকে অনেক দেখেছে।। সেটার এইবার সমাপ্তি জানিনা আর কোনদিন এমন হবে কিনা।।

"আমি যাচ্ছি ফেলে সন্ধ্যা
সাথে তোমাকেও স্মৃতিগন্ধা।।
💙💙

11/08/2022

মোঃ জুবায়ের কাজী
২৭ তম ব্যাচ

"নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে "

কোকিলের ডাক, গাছে নতুন পাতা, চারদিকে ফুলে ফুলে সাজিয়ে বসন্ত আসে। আর কনকনে শীতে কুয়াশার চাদর মুড়িয়ে বসন্ত এসে কড়া নেড়েছিল আমার মনের দরজায়। দরজা খুলে এক তরুণী মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল তার বয়ে আনা বসন্তের ভয়ংকর সুন্দর হাসির দিকে। সেই হাসির ঝংকারে‌ ঝড় উঠেছিল তরুণীর মনের সমুদ্রে। ঝড়ের সেই ভয়ংকর ঢেউ এ তরুণী বার বার ডুবতে রাজি, তা কি আপনি জানেন???

ভালোবাসা কাকে বলে তা আমি জানতাম না। এখন ভালোবাসার সংজ্ঞা বলতে আপনাকে জানি, আপনাকে চিনি।
আমি প্রতিটি মুহূর্তে আপনাকে অনুভব করতে পারি। সেখানে আপনার উপস্থিতি বা অনুপস্থিতি মুখ্য নয়। বুকের ভেতরের সেই চিরচেনা শব্দে বাতাস ভারী হয়, আমার একাকীত্ব ঘুচিয়ে দেয়া।

সারাক্ষণ আপনার ভাবনায় মগ্ন থেকে যে কতবার চা পুড়িয়ে ফেলেছি তার হিসাব নেই। কি অদ্ভুত সুখের অনুভুতি, থেমে থেমে মনে শিহরণ জাগিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর আবার ফিরে আসে। সারাদিন আপনাকে নিয়ে ভেবে কখনো না ক্লান্ত হয়েছি, না বোর হয়েছি। আর কতশত বার ঘুরেফিরে আপনার প্রেমে পড়েছি তার হিসাব নেই।

শুনেছি, প্রাচীনকালে পুরুষেরা শিকার ধরতে যেত আর নারীরা তাদের অপেক্ষায় থাকতো। তখন তাদের বিশ্বাস ছিল শিকার করা প্রাণীর ছবি আঁকলে পরদিন সেরকম জন্তু শিকার করতে পারবে। তাই পুরুষেরা রাতে ছবি আঁকত আর নারীরা আলো দিত। যখন পর্যন্ত ছবি আঁকা শেষ না হতো তখন পর্যন্ত তারা আলো জ্বেলে রাখত। দূরন্ত বাতাস, তন্দ্রা, উষ্ণতা সবকিছু উপেক্ষা করে তারা কি চমৎকার ভাবেই না আলোকে নিভতে দিত না। আমি ও আপনার বাকি জীবনের অন্ধকার রাস্তায় আলো দিতে চাই।

রাজী হবেন????

21/07/2022

Asshefa Najnin Esha
Batch -29

আমার ৪ বছরের crush 😍
৪ টা বছর ধরে তোমাকে নিয়ে হাজারো কথা ভেবেছি,তোমাকে বলার সাহস হয় নি কোনোদিন, আর বলবো বা কিভাবে😔তুমি কখনো আমার দিকে ফিরেও তাকাও নি😞fb তে এতো রিকোয়েস্ট দিলাম একটা বারও অ্যাকসেপ্ট করলে না😒 তাই ভাবলাম আমার মনের কথা গুলো তোমায় বলেই ফেলি😇

রাজশাহী তে থাকতে তোমাকে দেখছিলাম আমি🥰 তখন থেকেই ভালো লাগার শুরু😌 এতো মায়াবী কেনো তুমি☺️
১ মাসের মতো সময় তোমাকে দেখেছি দূর থেকেই ,কখনো কাছে যাওয়ার সাহস হয় নি😔যদি বকা দেও বা দুঃখ দেও এই ভয়ে🙃 তবে দূর থেকে ভালোবাসার মজা আলাদা,কাউকে ভালোবাসলে যে ভালোবাসা পেতেই হবে এমন কোনো মানে নেই☺️
জানো রোজ সকালে যখন তুমি কোচিং এর জন্য বের হতে, আর রিকশা না পেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে,তখন আমার অনেক খারাপ লাগতো😔
এই জন্য তুমি বাসার থেকে বের হওয়ার আগেই আমি একটা রিকশা ডেকে রাখতাম🥰 কিন্তু তুমি কখনো বুঝতেই পারো নি,
কোচিং থেকে ফেরার সময় তুমি যে রোজ আইসক্রিম খেতে খেতে আসতে তখন তোমার ওই বাচ্চাশুলোভ মুখ খুব ভালো লাগতো আমার মনে হতো মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকি🥰🥰
একদিন রাস্তায় একটা বাচ্চা তোমার কাছে টাকা চাইছিল,তুমি ওকে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিয়ে যে মাথায় হাত বুলিয়ে দিলে তখন থেকে মনে হচ্ছিল তোমার মধ্যে এমন গুন আছে যা আসলেই মনোমুগ্ধকর😍😍😍😍😍
খোলা চুলে তুমি যখন বিকেলে ছাদে উঠতে তখন তোমাকে দূর থেকে দেখতাম,এতো অপরূপ মায়া,তাই তো আজও তোমাকে ভুলতে পারি নি,এইগুলো ভাবতে ভাবতেই তুমি রাজশাহী থেকে চলে গেলে😒 আর তোমার খোঁজ পেলাম না🥹তোমার সঙ্গে কন্ট্রাক্ট করার উপায় ও তো নাই,তাই আজ আমার ফিলিং গুলো তোমাকে জানাইতে পারবো বলে আমি অনেক খুশি🥰 এইটা মনে রেখো এমন একজন আছে যে তোমাকে অনেক ভালোবাসে তুমি আজীবন আমার মনের মধ্যেই থেকো
ভালো থেকো প্রিয়,জীবনে অনেক বড় হও,তখন তোমাকে যেমন দেখেছিলাম আজীবন ওইভাবেই থেকো🥰🥰🥰🥰

19/05/2022

Snighdonila Dolon

25 th batch

অনেক আগে থেকেই লিখবো লিখবো ভাবছি। কিন্তু কোন দিন ই লিখা হয় না। এখন তোমার যাবার সময় আসন্ন। তাই ভাবলাম লিখেই ফেলি।
"এক যে ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ"

এই গান টা শোনার পর আমি সব সময় ভাবতাম আচ্ছা সোনার কন্যা কেমন হয়! তারপর একদিন চোখ আটকে গেল তুমিতে, আমি বুঝলাম সোনার কন্যা কেমন হয়!
তুমি উপন্যাস থেকে উঠে আসা নারী চরিত্র। আমি যতোবার তোমাকে দেখি ততোবার আমার মনে হয় আমি কোন উপন্যাস পড়ছি আর সেই উপন্যাস এর নায়িকা আমার সামনে। খোলা চুল, কাজল কালো চোখ, শাড়ি, চুড়ি, দেখে মনে হয় প্রকৃতি সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়ে তোমাকে বানিয়েছে। লেখকের কল্পিত নারী তুমি । তুমি প্রকৃতির অংশ। দোলনচাঁপা ফুলের মতোই শুভ্র সুন্দর তুমি। এইতো সেদিন সাদা শাড়ি পড়ে তোমাকে ঠিক দোলন চাঁপা ফুলের মতোই লাগছিল।
তোমাকে রাতে ক্যাম্পাসে প্রায় ই দেখি তোমার বান্ধবীর সাথে। মাঝে মাঝে ইচ্ছে করে ডেকে বলি এতো ভয়ংকর সৌন্দর্য তুমি ধারণ করো কিভাবে!! কিন্তু কোনদিন সামনে এটাও বলতে পারিনি যে, তুমি সুন্দর। তুমি সামনে আসলে ঠিক করে আর তাকানোর ই সাহস পাই না। তাকাবো কিভাবে, তুমি উপন্যাসের নারী, কল্পনাতেই তোমার বাস। আমি সারাজীবন আমার কল্পনায় তোমাকে ধারণ করবো আর আমার কলমের লেখনীতে প্রত্যেকবার তুমি জীবন্ত হয়ে ধরা দিবে।
আমি সেই দিনের কথা টা ভুলতে পারি না। শীতের হিম কুয়াশার এক সন্ধ্যায় তোমাকে দেখেছিলাম। পরনে ছিল কমলা রঙের শাড়ি তার উপর কালো চাদর জড়ানো আর পিঠের উপর খোলা লম্বা ঘন কালো চুল ছড়িয়ে পড়েছে। আমার চোখ আটকে গিয়েছিল আমি কিছুতেই চোখ সরাতে পারছিলাম না। সামনে হেঁটে যেতে যেতে তুমি কুয়াশায় মিলিয়ে গেলে। সেই দিনের পর থেকে আমি তোমাকে আর সাধারণ মেয়ে ভাবতে পারি না। তুমি উপন্যাসের নারী, তুমি দেবী, তুমি ধরা ছোঁয়ার বাইরে থাকা কল্পনা। রবীন্দ্র যুগ থাকলে তোমাকে উদ্দেশ্য করে হয়তো কোন উপন্যাস রচিত হতো। যাই হোক, অনেক ভালো থেকো। শাড়ি পড়া ছেড় না কখনো। শাড়ি তে তুমি ভুবন ভুলানো রূপ ধারণ করো। লেখকের লেখায় বেঁচে থাকুক তোমার সৌন্দর্য।
একদিন আমি তোমাকে শুধু সামনে থেকে জিজ্ঞেস করবো। তুমি কি সত্যিই মানবী?
কি উত্তর দিবে ঠিক করে রেখ দোলনচাঁপা।
ভালোবাসা নিও ❤️

07/04/2022

Taufiqur rahman Topu

25th batch

সেদিন ছিল পূর্ণিমার রাত। আকাশে সুন্দর লালচে রূপালী চাঁদ।
জোৎস্না স্নানে মুগ্ধ প্রকৃতি । সেই প্রকৃতির অংশ আমিও হয়েছি নীলচে জামায় নীলা হয়ে। সুন্দর শিরে শিরে বাতাস। সামনে গিয়েছিলাম একটা কাজে, ফেরার সময় এতো সুন্দর অনুভূতি এসে আমার মনের আঙিনা আরো জোৎস্না সিক্ত করবে,সুরভিত করবে আমি ভাবিনি। তুমি সামনে দিয়ে হেঁটে গেলে । হয়তো কোন অলীক কল্পনায় বিভোর ছিলে আর আমি ভাবছিলাম একবার যদি ফিরে তাকাও আমার দিকে। একবার তাকাও। আশেপাশের বাতাস সমস্ত ফুল চাঁদ সাথে আমি সবাই খুব উর্ধশ্বাসে অপেক্ষা করছিলাম তুমি যদি একবার আমার দিকে তাকাও। কিছুক্ষণ পর কি মনে করে একবার পিছন ফিরে তাকাতেই আমার নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তুমি আমাকে চেন না। আনমনে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলে। প্রেমের অনুভূতি সম্ভবত সবচেয়ে সুন্দর যে সৌন্দর্য চারদিকে ছড়িয়ে পড়ে। স্তব্ধ নিশ্চুপ পৃথিবীকেও রোমাঞ্চিত করে।।
আমি তোমার কাছে আর কিছু চাই না। শুধু দূর থেকে এই পিছন ফিরে চাহনি টুকুই আমার জন্য আরও কয়েক বছর বাঁচার ইচ্ছের রসদ জোগাবে। শুধু চাই ওই রাস্তা টায় আর একটা বার দেখা হোক। কোন দিন কথা না হলেও চোখ থাকুক এই জিজ্ঞাসা "এটাই কি সেই মেয়ে!"
আমি জানি তোমার ইন্টার্ণ প্রায় শেষের দিকে। এরপর আর কোনদিন এই দেখা টুকুও হবে কিনা জানি না।
কোনদিন যদি জানতে পারো এই আমাকে। একবার শুধু জানতে চেয় " সেদিনের প্রকৃতি কি সত্যিই এতো সুন্দর ছিল?"
চাইবে তো????

ভালো থেকো প্রিয়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ❤️

17/03/2022

Nazrul Islam Sakib

Batch-25


হেই ক্রাশ😍😍
বাস্তবের অন্ধকারে জ্বালতে পারিনি আলো
কাছে কেন যেতে হবে বাসতে হলে ভাল??
দূর থেকেই ভরসা থাক,ওইতো আলোর বাস
কাছে গিয়ে দেখি যদি শুধুই ফসফরাস!!

আপনাকে দেখেছিলাম ডিসেম্বরে মেডিসিন বিভাগের সাদা ইউনিটে আর কিছুই খেয়াল করা হয়নি চোখ আর দাড়ি গুলো ছাড়া🙈🙈🙈
মনে হচ্ছিলো এই সময় এই পৃথিবী থমকে যাক আমি আপনাকে দেখতেই থাকি,,এই দেখার তীব্র আকাঙ্খা হয়তো আমার শেষ হবেনা,,দেখেই যাব শুধু কিছু ভালবাসা দূর থেকেই উপলব্ধি করতে হয়,,হয়তো আমারটাও এমনই দূর থেকেই উপলব্ধি করতে হবে❣️❣️

আপনার জীবনে স্পেশাল কেউ আছে কিনা জানা নেই,,থাকতেই পারে এতো কিউট একটা ছেলে আপনি,, আপনার সাথে কখনো কথা হয়নি,কখনো জানতে পার পারবেন না কে এই পাগলি টা,, আই উইশ যদি আপনার প্রেয়সী হতে পারতাম🙈🙈🙈

অফুরন্ত ভালবাসা প্রিয়🤍🤍🤍

16/03/2022

Subah Raihana Tabassum Ruhi

Batch: 27 A

'অনেক কিছুই বলতে তোমায়, মন চায় আমার
।তোমার হাসি,পাগলামি সব কিছুতেই হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার।'

তোমার অতিরিক্ত কথা বলা,বকবক করা,সব কিছুর মাঝে কিছু একটা আছে যেটা টানে আমায় বারবার।

তোমাকে বলতে চাই....

Dekha tenu pehli pehli baar ve...
hone laga dil bekaraar ve...
haaay mainu ki hogaya dil janiye.... Haay mainu ki hogaya.......

তোমাকে বলতে চাই কোন এক মাঝরাতে স্টেশনে বসে তোমার সাথে চা খেতে চাই, একাকী রাস্তায় সোডিয়াম আলোর নিচে তোমার হাত ধরে হাঁটতে চাই, বালুবেলায় তোমার সাথে জ্যোস্না স্নান করতে চাই....যদি তুমি পা মচকাও তোমার লাঠি হতে চাই.....অথৈ সাগরে তোমার লাইফ জ্যাকেট হতে চাই.... তোমার সাথে বৃদ্ধ বয়সে পুরনো স্মৃতি মন্থন করতে চাই...
তোমার উত্তরের অপেক্ষায় তোমার ফ্রেন্ডলিস্ট এ থাকা এক ???

15/03/2022

Adnan

25th

prio vaiya,
Jani apni khub valo achen but apni ki janen Ami ato tukuo valo nei apnake Chara..Ami sunesi apni naki sada golap khub like koren..tai pp tao apnr pochondo moto ful diye sajiyesi..

apni hoito amake chinben ba chinben na ..apnar kache amr aktai chaoya apnar Lal golaper Malik hote chai na ami karon Lal golap er Malik khub change hoi Ami borong apnr sada golaper Malik hote chai..jar Malik sudhu Ami thakbo sarata jibon

r akta kotha Ami kintu khub valo biriyani ranna korte pari😋😋
apnar ans er opekhai thaklam ..Kobe biriyani ranna kore niye asbo janiyen kintu🙂🙂

From: friend list er bairer keo chaile friend korte paren

14/03/2022

Al azmain efaz

21 Batch

ভালো লাগা ব্যাপারটা অনেকটা অাপেক্ষিক। এটা প্রমান নয়, উপলব্ধি করতে হয়। তাই অামিও কখনও প্রমাণের সানিধ্য হবো না। কিন্তু ফ্রেন্ড লিস্টে জায়গা দিলে অন্তত অাপনাকে ডিরেক্ট বলতে পারতাম।

শেষ যেদিন অাপনাকে দেখেছিলাম, অামার হৃদয়ে ১০.৫ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল।😅 প্রতি মুহুর্তে ৭২ বার হৃৎস্পন্দন শুধু অাপনার নামে ধ্বনিত হয়ে বলছিল, "হ্যাঁ, ভালো লাগে অাপনাকে।"
অাপনার প্রতি সব মিলিয়ে কেন জানি অনেক মায়া কাজ করে। অার এই দিকে অাপনার সাথে অামার কোনদিন চোখাচোখি পর্যন্ত হয়নি, সামনা সামনি কথা বলার সাহসও হয়নি। অাশা করি অামাকে একটি সুযোগ না দিয়ে বিয়ে করে ফেলবেন না😄

অামি এই কনফেশনটা পাবলিশ হবার অাগেই অাপনার ইনবক্সে পাঠিয়ে রাখবো।

ইতি
অাপনাকে ম্যাসেজ রিকুয়েষ্ট পাঠানো অাপনার একজন কাছের মানুষ।

13/03/2022

Fariha Ferdous

Batch : 27

দেখতে দেখতেই তোমার হয়ত বিয়ে হয়ে যাবে কিন্তু তোমাকে নিয়ে আমার মনে যে অনূভুতি তা হয়ত কোন সময় প্রকাশ করার সু্যোগ আসবে না।
পছন্দের মানুষটা সুস্থ,সুন্দর ও নিরাপদে আছে এটা দেখে মানষিক প্রশান্তিতেই থাকি না হয় আমি।
কারন জীবনানন্দ দাশ বলেছেন..
“কোনো কিছুকে ভালোবাসা হলো, সেটি বেঁচে থাক তা চাওয়া “

ফ্রেন্ডলিষ্টে আছি সামনা সামনি দেখতে না পারি মাঝে মাঝে মাইডেতে দেখতে পারি এতেই ভাল লাগে।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন..
“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানত, এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না ”

তাই আমার পরিচয়টা তোমার না জানা থাকুক।তবে তোমার নামের মাঝেই আমার নাম রয়েছে।
ভাল করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা গুলা দাও কেমন?

13/03/2022

Sanjidul Islam Tanim

batch 26

কেমন আছেন?
ভালোই থাকার কথা।
কিন্তু আমি যে ভালো নেই।
আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম আপনি বাইকে ছিলেন। সেদিন দেখেই মনে হয়েছিল আপনি একজন সহজ সরল মনের মানুষ। তারপর দ্বিতীয়দিন যেদিন আপনাকে দেখি সেদিন আপনার হাসির প্রেমে পড়ে যাই। আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে কিন্তু একজনের ভয়ে বলি না। পাশ করার পর কোনো একদিন ঢাকায় কফিশপে একান্তে বসে না বলা সব কথা বলবো তোমায়। বাইকে করে তোমার সাথে ঘুরবো সেদিন।
ততদিন নিজের খেয়াল রেখো।।

Address

Dinajpur Medical College
Dinajpur

Telephone

+8801959608898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush and confession of M Abdur Rahim Medical College,Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram