05/11/2025
ঠকিয়ে নয় বরং উপার্জন করুন হালাল পন্থায
✍️আজকের বাস্তবতায় অনেকেই মনে করেন, “চালাকি করেই বড় হতে হয়।”
কিন্তু একজন মুসলমানের জন্য বিষয়টি একেবারেই ভিন্ন।
👉আল্লাহ বলেন:
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না... (সূরা আন-নিসা: ২৯)
👉আপনি যদি কারও সরলতা, অজ্ঞানতা বা অসহায়তার সুযোগ নিয়ে উপার্জন করেন,
সেই টাকা হয়তো সাময়িকভাবে আপনার ব্যাংক ব্যালান্স বাড়াবে,
কিন্তু কমিয়ে দেবে জীবনের বরকত, শান্তি, এবং সততা।
👉এ ধরনের উপার্জনে সুখ থাকে না,
👉 আর হালাল উপার্জনে বরকত ও আত্মতৃপ্তি জড়িত।
👉অন্যকে ঠকিয়ে সফলতা অর্জন নয়,
বরং নিজের ঘাম-ঝরা হালাল উপার্জনেই আছে প্রকৃত সম্মান ও আল্লাহর সন্তুষ্টি।
♥️হালাল পথে চলি। দুনিয়া ও আখিরাত দুটোই জিতে নেই।🤲💼