28/11/2025
গ্যাসের সমস্যা নাকি অন্য কিছু? ভুল সিদ্ধান্ত অনেক সময় বিপদ ডেকে আনে!
বাংলাদেশে অনেকেই বুকে ব্যথা, পেটে অস্বস্তি, ঘাড়–পিঠে চাপ, এমনকি শ্বাসকষ্টকেও “গ্যাসের সমস্যা” ভেবে অবহেলা করেন। কিন্তু দুঃখজনকভাবে, এই ভুল ধারণার কারণে অনেক গুরুতর রোগও দেরিতে ধরা পড়ে।
যেসব লক্ষণ “শুধু গ্যাসের সমস্যা” নাও হতে পারে—
🔶 বুকে চাপ/জ্বালা বা কাঁধে–ঘাড়ে ব্যথা → হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে
🔶 হঠাৎ শ্বাসকষ্ট → অ্যাজমা, হার্ট ফেইলিওর বা নিউমোনিয়ার ইঙ্গিত
🔶 কয়েকদিন ধরে অরুচি, ওজন কমা, পেটে ভারীভাব → লিভার/গলব্লাডার/প্যানক্রিয়াসের সমস্যা
🔶 বমি বমি ভাব, অতিরিক্ত ঢেকুর, ফাঁপা ভাব → আলসার বা গ্যাস্ট্রিক ব্লিডিং
🔶 ডান পেটে তীব্র ব্যথা → অ্যাপেন্ডিসাইটিস বা গলস্টোন
🔶 পেট ব্যথার সাথে জ্বর/জন্ডিস → ভাইরাল হেপাটাইটিস বা ইনফেকশন
এছাড়া এমন বহুকিছু...
কখনই অপেক্ষা করবেন না—
✔ বুকে ব্যথা
✔ শ্বাস নিতে কষ্ট
✔ ঘাম দিয়ে শার্ট ভিজে যাওয়া
✔ অজ্ঞান হয়ে যাওয়া
✔ কালো/কফি রঙের বমি
— এগুলো জরুরি অবস্থার লক্ষণ।
কেন এই ভুল হয়?
🔸 ‘গ্যাস’ শব্দটা খুব সাধারণ হওয়ায় মানুষ যে কোনো পেটের বা বুকের অস্বস্তিকেই এতে ফেলে দেয়
🔸 গুগল বা পাশের মানুষের পরামর্শে ওভার-দ্য-কাউন্টার ওষুধ খাওয়া
🔸 পরীক্ষা করাতে অনীহা
🔸 হার্ট ও লিভারের রোগ সম্পর্কে কম সচেতনতা
কি করবেন?
🟢 ঘন ঘন বা অস্বাভাবিক ব্যথা হলে ডাক্তার দেখান
🟢 হার্টের ঝুঁকির ইতিহাস থাকলে কখনোই বুকে ব্যথা অবহেলা করবেন না
🟢 নিজে নিজে অ্যাসিডিটি–গ্যাসের ওষুধ খাওয়া কমিয়ে দিন
🟢 নিয়মিত শারীরিক পরীক্ষা—শর্করা, কোলেস্টেরল, লিভার–হার্ট চেকআপ
সব ব্যথা গ্যাস নয়। ভুল সিদ্ধান্ত জীবন থেকে সময় এবং কখনো জীবনই কেড়ে নিতে পারে। সচেতন হোন, নিরাপদ থাকুন।
- ডা. রামিম ইসলাম ইবনে নূর
মেডিসিন বিশেষজ্ঞ