03/04/2025
আলহামদুলিল্লাহ। গত ২রা এপ্রিল ২০২৫ তারিখে এইচ কে মাদার কেয়ার হসপিটালের প্রসৃতি বিভাগ এবং এ্যানায়েসথেসিয়া ও পেইন মেডিসিন বিভাগের যৌথ প্রচেষ্টায় প্রথম বারের মত সফলভাবে ব্যথামুক্ত নরমাল ডেলিভারী সম্পন্ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ রোগীনি এবং বাচ্চা দুজনই ভাল আছেন।
ইনশাহ্ আল্লাহ পরবর্তীতে ব্যাপক হারে এই সেবা পরিচালিত হবে।