রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা 🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি"
🩸 একটি অরাজনৈতিক, সনাতনী স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন
🕉️ মানবতার টানে, পাশে থাকি প্রাণের টানে
জরুরী রক্তের জন্য ইনবক্স করুন

21/10/2025

🩸 ফ্রি ব্লাড ক্যাম্পেইন চলমান! 🩸

আজ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা-এর পক্ষ থেকে আমাদের ফ্রি ব্লাড ক্যাম্পেইন সফলভাবে চলছে।
মানবতার সেবায়, প্রতিটি ফোঁটা রক্ত যেন বাঁচিয়ে তোলে নতুন একটি জীবন — এই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ❤️

📍 স্থান: নারায়ণপুর শ্রীশ্রী কালীমাতা মন্দির, পার্বতীপুর, দিনাজপুর
📅 তারিখ: ২১ অক্টোবর ২০২৫

🙏 আপনার উপস্থিতি ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
“রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি।”

✍️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
দিনাজপুর জেলা শাখা

21/10/2025

🩸 ফ্রি ব্লাড ক্যাম্পেইন চলমান! 🩸
আজ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা-এর পক্ষ থেকে আমাদের ফ্রি ব্লাড ক্যাম্পেইন সফলভাবে চলছে।
মানবতার সেবায়, প্রতিটি ফোঁটা রক্ত যেন বাঁচিয়ে তোলে নতুন একটি জীবন — এই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ❤️

📍 স্থান: নারায়ণপুর শ্রীশ্রী কালীমাতা মন্দির, পার্বতীপুর, দিনাজপুর
📅 তারিখ: ২১ অক্টোবর ২০২৫

🙏 আপনার উপস্থিতি ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
“রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি।”
✍️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
দিনাজপুর জেলা শাখা

20/10/2025

Happy Diwali 🙏🚩

নমস্কার সবাইকে🙏 ঈশ্বরের অশেষ কৃপায় 🙏আগামী ২১ শে অক্টোবর / রোজ- মঙ্গলবার,রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা...
16/10/2025

নমস্কার সবাইকে🙏
ঈশ্বরের অশেষ কৃপায় 🙏
আগামী ২১ শে অক্টোবর / রোজ- মঙ্গলবার,
রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা
পক্ষ থেকে #নারায়ণপুর_শ্রী_শ্রী_কালীমাতা_মন্দির
পার্বতীপুর, দিনাজপুর - মন্দির প্রাঙ্গনে বিনামূল্যে #রক্তের_গ্রুপ_নির্ণয়_কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আপনারা সকলে আমন্ত্রিত ❤️🙏
#রক্ত_নয়_দিচ্ছি_জীবনের_অঞ্জলি , এই মর্মে আমরা আপনাদের পাশে থাকবো 🙏

🔶 হারানো বিজ্ঞপ্তি 🔶গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার একজন ব্যক্তিআজ খেতুরি ধাম, গোদাগাড়...
11/10/2025

🔶 হারানো বিজ্ঞপ্তি 🔶

গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার একজন ব্যক্তি
আজ খেতুরি ধাম, গোদাগাড়ী, রাজশাহী এলাকায় হারিয়ে গেছেন।

তিনি খেতুরি ধাম থেকে বের হয়েছিলেন, এর পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

📞 যদি কেউ দেখে থাকেন বা কোনো তথ্য জানেন,
অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন —
📱 01796045800

🙏 আপনার ছোট্ট সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ হবে।

10/10/2025

নমস্কার🙏
রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ
দিনাজপুর শাখার পক্ষ থেকে এই প্রথমবার আমরা একটি ব্লাড ক্যাম্পিংয়ের আয়োজন করতে যাচ্ছি।
আশা করি আমরা সফলভাবে সেটি সম্পূর্ণ করতে পারবো।
আশীর্বাদ করবেন সবাই আমাদের জন্য।
এবং
একে অন্যের পাশে দাঁড়াতে কখনো ভুলবেন না 🙏❤️
ধন্যবাদ 🙏

🩸 মানবতার সেবায় রক্তের অঞ্জলি 🩸আজ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ – দিনাজপুর শাখা-এর পক্ষ থেকে এক অনন্য মানবিক উদ্যোগ...
10/10/2025

🩸 মানবতার সেবায় রক্তের অঞ্জলি 🩸

আজ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ – দিনাজপুর শাখা-এর পক্ষ থেকে এক অনন্য মানবিক উদ্যোগে অংশ নিয়েছেন আমাদের সহযোদ্ধা —
👤 দূর্জয় চন্দ্র সিংহ
(কার্যনির্বাহী সদস্য)

তিনি আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান করেছেন ❤️
এটি আমাদের সংগঠনের ১২তম রক্তদান কার্যক্রম, যা আমাদের মানবসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলেছে।

🙏 রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি 🙏

আমরা দূর্জয় চন্দ্র সিংহ-কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই —
তাঁর এই মহৎ উদ্যোগ আরও অনেককে অনুপ্রাণিত করুক ❤️

🔴 রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
📍 বাংলাদেশ - দিনাজপুর শাখা

02/10/2025
28/09/2025

রক্তাঞ্জলি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা❤️
মা এর আশীর্বাদ-এ সকলের জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি আসুক।🥀🙏🏻

🍂🌸✨শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা✨🌸🍂মা দুর্গার আগমনে মুছে যাক জীবনের সকল দুঃখ-দুর্দশা,আনুক সুখ-সমৃদ্ধি, শান্তি আর আনন্দে ভ...
27/09/2025

🍂🌸✨
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা
✨🌸🍂

মা দুর্গার আগমনে মুছে যাক জীবনের সকল দুঃখ-দুর্দশা,
আনুক সুখ-সমৃদ্ধি, শান্তি আর আনন্দে ভরে উঠুক প্রতিটি হৃদয়।

🙏 শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏

— রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা 🩸❤️

🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি"

🌸✨ শারদীয় শুভেচ্ছা ✨🌸🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি" 🔴রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা...
24/09/2025

🌸✨ শারদীয় শুভেচ্ছা ✨🌸

🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি" 🔴

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🙏 মা দুর্গার আশীর্বাদে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
❤️ মানবতার সেবায় এগিয়ে চলুক আমাদের অঙ্গীকার— রক্ত দানে গড়ে উঠুক জীবনের সেতুবন্ধন।

✍️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
দিনাজপুর জেলা শাখা
মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ

📣✨ আনন্দের সাথে জানানো যাচ্ছে ✨📣আমাদের সংগঠন রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা-র নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার...
23/09/2025

📣✨ আনন্দের সাথে জানানো যাচ্ছে ✨📣

আমাদের সংগঠন রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা-র নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন – জনাব ✍️ জয় কুমার ( Joy Kumar )

সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তাঁকে। 🌹
আমরা বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম আমাদের সংগঠনকে আরও সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। 🙌

👉 নতুন সভাপতি হিসেবে তাঁর হাত ধরে আমাদের সংগঠন গড়ে তুলবে আরও ঐক্য, আরও মানবিকতা এবং রক্তদানের মাধ্যমে সমাজসেবার নতুন দৃষ্টান্ত।
👉 আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একটি সুন্দর ভবিষ্যতের পথে। 💪

আসুন, নতুন সভাপতি জয় কুমার-এর নেতৃত্বে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও মানবকল্যাণে নিবেদিত করে তুলি। ❤️

✍️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
📍 দিনাজপুর জেলা শাখা

Address

Dinajpur Sadar
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category