Mohammad Neamat Hossain Ripon

Mohammad Neamat Hossain Ripon সভাপতি, বিসিএস হেলথ্ ক্যাডার এসোসিয়েশন
কেন্দ্রীয় কমিটি।
সহযোগী অধ্যাপক (নিওনেটোলজী)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

ধন্যবাদ doctortv.net কে।https://www.doctortv.net/health-tips/382938
17/09/2023

ধন্যবাদ doctortv.net কে।

https://www.doctortv.net/health-tips/382938

সারাদিন একই দুশ্চিন্তায় থাকে - বাচ্চাতো কিছুই খেলো না। ফলে ২০-৩০ মিনিট পর পরই একটা খাবার নিয়ে বাচ্চার সামনে হাজির .....

17/09/2023

#বাচ্চার_খাদ্য_রুচি_নাকি_অভ্যাস?

নবজাতক শিশু বিশেষজ্ঞ হিসাবে সবচেয়ে বেশি যেই অসুবিধার কথা শুনে থাকি --

বাচ্চার খাবারে রুচি নাই। একদম কিছু খেতে চায় না। অথচ তখনই হয়তো বাচ্চা চিপসের প্যাকেট হত চিপস বের করে বা দোকানের জুস নল দিয়ে টেনে খাচ্ছে।

তাহলে সমস্যা কোথায়??

সমস্যা হলো যখন মায়েরা খাবারকে রুচি মনে করে। অথচ খাবার একটি অভ্যাস।

Food কে Habit বলে, রুচি বলে না।

যখন বলি বাচ্চা তো এখনই চিপস খাচ্ছে। আবার কেউ চাইলেও একটুকরো দেয় না। তাহলে রুচি নাই বলছেন কেন??

পরবর্তী কথাই থাকে - বাহিরের খাবার খায়, শুধু বাসার খাবার খেতে চায় না। তখন মায়েদের জিজ্ঞেস করি - মা পৃথিবীতে এমন কোন ঔষধ আছে, যা দিলে চোর আর চুরি করবে না?

যদি মনে করেন, ঔষধ খেলেই চোর আর চুরি করবে না, তাহলেই শুধুৃমাত্র ঔষধ দিলে বাচ্চা আর বাহিরের খাবার না খেয়ে, বাসার খাবার খাবে।

অতএব যে অভ্যাস তৈরি করার দায়িত্ব বাবা-মায়ের, তা কেন চিকিৎসকের উপর চাপিয়ে দিচ্ছেন?

বরং অভ্যাস তৈরি করুন। পৃথিবীর কোন ঔষধ যদি রুচি বাড়ায়ও এই বাচ্চা অতিরিক্ত রুচির জন্য, আরো বেশি চিপস্, চকলেট, ফোসকা খাবে।

তাই দায়িত্ব নিতে শিখুন। আর অভ্যাস কখনই একদিনে গড়ে উঠে না। সময় দিন। ভিটামিন রুচি বাড়ানোর ঔষধ নয়। যত তাড়াতাড়ি বুঝবেন, ততই আপনার জন্য মঙ্গল।

শেষে বলি - বাচ্চার দায়িত্ব, ক্ষুধা লাগলে খাবে। আর বাবা-মায়ের দায়িত্ব, বাচ্চা কি ধরনের খাবার খাবে, তা ঠিক করে দেওয়া।

বর্তমান পরিস্থিতিতে উল্টো ঘটনাই সকল সমস্যার কারণ। বাচ্চা ঠিক করে, কি খাবে? চিপস্, চকলেট নাকি আইসক্রিম।

আর ক্ষুদা লাগে বাবা-মাদের। সারাদিন একই দুশ্চিন্তায় থাকে - বাচ্চাতো কিছুই খেলো না। ফলে ২০-৩০ মিনিট পর পরই একটা খাবার নিয়ে বাচ্চার সামনে হাজির হয়। আর বাচ্চা খাবার দেখলেই চিল্লাচিল্লি করে। খেতে তো চায়ই না, সাথে জোর করার জন্য, বমি করে পরিস্থিতি আরো কঠিন করে তোলে।

বাচ্চার খাবারে গ্যাপ তৈরি করুন। ক্ষুধা বুঝতে দিন। বাচ্চার বাড়ির খাবারের অভ্যাস গড়ে তুলুন। অকারণে নিজের দায়িত্ব চিকিৎসকের উপর চাপিয়ে দিবেন না।

সময়কাল ২০০০-১, আশুলিয়া!
11/09/2023

সময়কাল ২০০০-১, আশুলিয়া!

ধন্যবাদ doctortv.net'কেhttps://www.doctortv.net/health-tips/382867
08/09/2023

ধন্যবাদ doctortv.net'কে

https://www.doctortv.net/health-tips/382867

বহুদিন একাডেমিক বিষয়ে কিছু লিখি না। তবে এবারের ডেঙ্গুর ভয়াবহতা এত বেশী, না লিখলে অন্যায় হবে। যা প্রথমেই বলা উচিৎ ড...

07/09/2023
জানি না কথাটি আইনস্টাইনের কিনা! তবে অংকটা অসাধারণ।
06/09/2023

জানি না কথাটি আইনস্টাইনের কিনা! তবে অংকটা অসাধারণ।

আজকের শহীদুল্লাহ্ স্যার কর্তৃক আয়োজিত নবজাতক বিশেষজ্ঞদের মিলন মেলার কিছু খন্ড চিত্র। বিশেষ কারণে শেষ পর্যন্ত থাকতে পারি ...
05/09/2023

আজকের শহীদুল্লাহ্ স্যার কর্তৃক আয়োজিত নবজাতক বিশেষজ্ঞদের মিলন মেলার কিছু খন্ড চিত্র। বিশেষ কারণে শেষ পর্যন্ত থাকতে পারি নাই।

ভাল থাকুক সকল নবজাতক বিশেষজ্ঞ পরিবারের সদস্যরা।

যিনি বাংলাদেশের নবজাতকের পথিকৃৎ, যাকে দেখলে নিজেকে নবজাতকের চিকিৎসক হিসাবে গর্ববোধ হয়, তিনি প্রফেসর শহীদুল্লাহ্ স্যার।জী...
05/09/2023

যিনি বাংলাদেশের নবজাতকের পথিকৃৎ, যাকে দেখলে নিজেকে নবজাতকের চিকিৎসক হিসাবে গর্ববোধ হয়, তিনি প্রফেসর শহীদুল্লাহ্ স্যার।

জীবনের সবচেয়ে বড় পাওয়া স্যারের স্নেহ এবং আশীর্বাদ। ভাল থাকবেন স্যার আজীবন।

মক্কায় চাকরি সুবাদে তায়েফ ভ্রমণ। অসাধারণ ছিল সেই আবহাওয়া। আধা ঘন্টার মধ্যে কমপক্ষে ৭-৮ বার মেঘে ঢেকে গিয়েছিলাম। একহাত দূ...
03/09/2023

মক্কায় চাকরি সুবাদে তায়েফ ভ্রমণ। অসাধারণ ছিল সেই আবহাওয়া। আধা ঘন্টার মধ্যে কমপক্ষে ৭-৮ বার মেঘে ঢেকে গিয়েছিলাম। একহাত দূরের বন্ধুদেরও দেখা যাচ্ছিল না।

মক্কায় তখন তাপমাত্রা প্রায় ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ তায়েফে সোয়েটার/ব্লেজার পড়তে হয়েছিল।

ধন্যবাদ doctortv.net
03/09/2023

ধন্যবাদ doctortv.net

আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের জন্য - স...

ধন্যবাদ doctortv.net কেhttps://www.doctortv.net/health-tips/382835
03/09/2023

ধন্যবাদ doctortv.net কে

https://www.doctortv.net/health-tips/382835

Doctor TV, Bangladesh's top online medical and health news portal. Discover the latest news and Stay informed for healthier you!

30/08/2023

িক্রেতা_এবং_লিমিটেশনঃ

বহু বছর আগের কথা। সম্ভবত ২০০১ সালের প্রথমদিকের ঘটনা। ১২-১৩ বছরের বাচ্চা মেয়ে মাথা ব্যথা নিয়ে চেম্বারে এসেছিল।

সকল History এবং রোগী দেখে আমার মাইগ্রেন মনে হয়েছিল। ফলে Tab. Indever Prophylaxis হিসাবে দিয়েছিলাম। অর্থাৎ ভবিষ্যতে যাতে মাথা ব্যথার হার কমে যায়।

যে যুগের কথা বলছি - তখন মাইগ্রেনের কোন ভাল Prophylaxis ঔষধ বাজারে ছিল না। যা এখন অহরহ আছে।

এখানে বলে রাখা ভাল, এই Indever এর বহুবিধ প্রয়োগ আছে। যেমন - TOF, Extra hepatic portal hypertension, Haemangioma, Tension কমানো, মাইগ্রেনের Prophylaxis etc.

যথারীতি রোগী সেই ঔষধ ফার্মেসীতে কিনতে গেলে ঝামেলা শুরু হয়। রোগী দোকানে ঔষধ কিনতে গেলে, ফার্মেসীর লোক তাকে জিগ্যেস করলো, এতটুকু বাচ্চার কি প্রেসার (Hypertension) আছে?

বাচ্চার বাবা বললো - নাতো। তখন সেই ফার্মেসির লোক বলেছিল, আপনার বাচ্চাকে তো ডাক্তার প্রেসারের ঔষধ দিয়েছে!

সেই ভদ্রলোক ঔষধ না কিনে, সোজা আমাকে এসে কৈফিয়ত দাবি করলো - কেন এতটুকু বাচ্চাকে প্রেসারের ঔষধ দিলাম?

কতক্ষণ চুপ করে থেকে - বলেছিলাম, আপনি ঔষধ কিনে এনে আমাকে জিজ্ঞেস করতে পারতেন। অথচ এক ফার্মেসীর লোকের কথায় ঔষধ না কিনে, আমাকেই এসেছেন ভুল ধরতে?

যে রোগী চিকিৎসককে বিশ্বাস না করে একজন ফার্মেসীর লোককে বিশ্বাস করতে পারে - তেমন রোগী আমার দরকার নাই। ভবিষ্যতে আপনার আর আমার চেম্বারে আসার প্রয়োজন দেখছি না।

ফলে আর কখনোই আমার কাছে আসবেন না।

বাস্তবতা হলো - দেশের এমন সব অর্ধ শিক্ষিত ফার্মেসির ব্যক্তিগুলোই চিকিৎসার বারটা বাজানোর জন্য যথেষ্ট।

আর রোগীদের নিয়ে কি বলবো? আজও এদেশে প্রফেসরকে দেখিয়ে, ঔষধ ঠিকঠাক দিয়েছে কিনা, তা ফার্মেসিতে কি কনফার্ম হয় - প্রফেসর রোগের সঠিক ঔষধ দিয়েছে তো?

অথচ এদেশের বেশির ভাগ ফার্মেসির মালিকানায় বা ঔষধ বিক্রি সাথে জড়িত অর্ধ শিক্ষিত ব্যক্তিরা। যারা প্রেসক্রিপশন দেখতে দেখতে, একদিন নিজেকে চিকিৎসক ভাবতে শুরু করে।

কবে যে এদেশের মানুষ, মানুষ হয়ে উঠবে - আল্লাহ ভাল জানেন।

#ফ্যাক্টঃ অল্প বিদ্যা ভয়ংকর!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Address

Faridpur

Telephone

+8801938110280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Neamat Hossain Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohammad Neamat Hossain Ripon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram