New Life Homeopathy

New Life Homeopathy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Life Homeopathy, Medical and health, Faridpur.

৫০ বছরের অভিজ্ঞতার আলোকে অরিজিনাল জার্মান হোমিওপ্যাথি ঔষধ দ্বারা চিকিৎসা করা হয়। মাদার তেরেসা, মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত। পুরাতন জটিল ও কঠিন রোগের রয়েছে সহজ স্থায়ী সামাধান। টেলিমেডিসিনের মাধ্যমে সারা দেশে ঔষধ পাঠিয়ে থাকি। সিরিয়াল দিন: 01704-755879

মেন্টাল হেল্থ ইম্প্রভের উপায়১. সৃষ্টিকর্তার ইবাদত কারাআপনি যে ধর্মেরই অনুসারী হোন না কেন, সর্বদা সৃষ্টিকর্তার প্রতি আস্থ...
06/10/2025

মেন্টাল হেল্থ ইম্প্রভের উপায়
১. সৃষ্টিকর্তার ইবাদত কারা
আপনি যে ধর্মেরই অনুসারী হোন না কেন, সর্বদা সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখা একান্ত প্রয়োজন। মেন্টাল হেল্থ ইম্প্রভের জন্য এটি অতি কার্যকর উপায়।

২. রুটিনে ঘুম ঠিক করা 💤
ভালো ঘুম মেন্টাল হেলথের অর্ধেক সমাধান। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাও আর উঠো। ফোনটা ঘুমের আগে একটু দূরে রাখা।

৩. শরীর নড়াও 🏃‍♀️
প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট হাঁটা, হালকা ব্যায়াম বা যোগ করলে মুড অনেক ভালো হয়। শরীর নড়াচড়া করলে ব্রেন থেকে “feel-good” হরমোন (endorphin, serotonin) নিঃসৃত হয়।

৪. নিজের সাথে কথা বলা 🪞
কখনো চুপচাপ নিজের চিন্তাগুলো লিখে ফেলো, অথবা আয়নায় নিজের সাথে কথা বলো। এতে মনের চাপ কমে।

৫. মানুষজনের সাথে সংযোগ রাখো 🫶
বন্ধু, পরিবার, এমনকি কোনো বিশ্বাসযোগ্য মানুষের সাথে গল্প করো। মনের কথা বললে মাথা হালকা লাগে।

৬. অতিরিক্ত তুলনা বন্ধ করো 📵
সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের সাথে নিজেরটা মেলালে মন খারাপ হবেই। নিজের অগ্রগতি নিজের মতো দেখো।

৭. ছোট ছোট আনন্দ খুঁজে নাও 🌿
এক কাপ চা, একটা ভালো গান, গাছের যত্ন, কিংবা বই—যা তোমায় একটু শান্তি দেয়, সেটা নিয়মিত করা।

💬 যোগাযোগ করুন – 01704755879/01711583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

25/09/2025

শিশুর ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আজই নিন-
🗣️ যদি আপনি মনে করেন আপনার সন্তান কথা বলা, মনোযোগ দেওয়া, বা সামাজিক আচরণে সমস্যায় ভুগছে — দেরি না করে সঠিক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
🌱 প্রতিটি দিনই নতুন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে।
🎯 আজকের ছোট একটি সিদ্ধান্ত, হতে পারে আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড় উপহার।

💖 আমাদের প্রতিশ্রুতি💖
✨ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা।

🩺 সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও সহায়তা পেলে তারা পড়াশোনা, সামাজিকতা, এবং স্বপ্ন দেখায় অন্য সবার মতোই এগিয়ে যেতে পারে।

🤝 আমরা বাবা-মায়েদের সাথে হাতে হাত রেখে এই যাত্রায় পাশে থাকি — কারণ আমরা জানি, প্রতিটি শিশুই তার নিজের মতো করে পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে।

💬 যোগাযোগ করুন – 01704755879/01711583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

৭/১২/১৯৮০  সালে ডা. আবু মুছা খানের নিজ হাতে লেখা পেশেন্টের রোগের বিবরণ। নিয়েছিলেন ৭৮ টাকা। তখন ১ কেজি গরুর মাংসের দাম ছি...
20/09/2025

৭/১২/১৯৮০ সালে ডা. আবু মুছা খানের নিজ হাতে লেখা পেশেন্টের রোগের বিবরণ। নিয়েছিলেন ৭৮ টাকা। তখন ১ কেজি গরুর মাংসের দাম ছিলো ২০/২২ টাকা।

দায়িত্ব নিয়ে বলতে, পারি উনার চেম্বারটি যদি ছোট্ট উপজেলাতে না হয়ে ঢাকাতে হতো তবে ৩ মাসের আগে কোন সিরিয়াল পেতেন না। যদিও বর্তমান ১০/১২ জন ইন্টার্ন চিকিৎসক ও এ্যাসিস্টেন্ট সকাল ১০টা টু রাত ১১টা আগে বাড়ি যেতে পারেন না। কমেন্টে হাজার হাজার পেশেন্ট মেডিসিন নিতে চাচ্ছেন বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন এত জন এ্যাসিস্টেন্ট থাকার পরও আমরা সে সবের উত্তর দিতে পারি না।

ডা. আবু মুছা খানের অনলাইনে আসার একমাত্র কারণ, তিনি হোমিওপ্যাথির অনুরাগী, ধারক, বাহক ও প্রচারক।

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🏅 ডিএইচএমএস (হোমিওপ্যাথি)
🏅মাদার তেরেসা স্বর্ণপদক
🏅মহাত্মা গান্ধী স্বর্ণপদক
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।
📚 প্রভাষক (অব.) কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথি কলেজ ও ট্রাস্ট বোর্ডের মেম্বার ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজ।
🥇বোয়ালমারী উপজেলা ডিএইচএমএস হোমিওপ্যাথি এ্যাসোসিয়েশন এর সভাপতি।

📱 যোগাযোগ:
📞 01704755879
📞 0171158-3384

চেম্বার: বিলাশী শপিং সেন্টার, বোয়ালমারী উপজেলা সদর, জেলা ফরিদপুর।

📱 যোগাযোগ:
📞 01704755879
📞 0171158-3384

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

19/09/2025

CP বা সেরিব্রাল পলসি, প্রথম ডোজ মেডিসিনেই শিশু হাটতে পারছে, আলহামদুলিল্লাহ্‌।
CP এর ট্রিটমেন্ট বলতে আপনারা বুঝে থাকেন থেরাপি। হতাশায় নিমজ্জিত হয়ে বলতে থাকেন এটা কখনো ভালো হয় না। থেরাপি ছাড়া CP কোন ট্রিটমেন্ট নেই।

অথচ হাদিসে সুস্পষ্টভাবে রয়ছে ﷽
"আল্লাহ তাআলা প্রতিটি রোগের জন্য একটি চিকিৎসা নির্ধারণ করেছেন।" সূত্র: সহীহ মুসলিম, বই ৩৩, হাদিস ২০৪

চাইলে একটি বারের জন্য হলেও আমাদের যাচাই করতে পারেন। আমাদের ৬টি মাস সময় দিন। আল্লাাহ যদি আপনার সন্তানের আরগ্য লিখে রাখে তবে ইন্ডিয়া সিঙ্গাপুর যেতে হবে না। ডা. আবু মুছা খানই যথেষ্ট।

CP নিউরোলজিক্যাল সমস্যা, যা মস্তিষ্কের বিকাশজনিত ত্রুটির কারণে শরীরের মাংসপেশি এবং আন্দোলন নিয়ন্ত্রণে অসুবিধা তৈরি করে। সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুরা সাধারণত হাঁটা, চলাফেরা বা অন্যান্য শারীরিক কার্যক্রমে অক্ষম থাকে।

💬 যোগাযোগ করুন – 01704-755879//01711-583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

📌 বিলাশী শপিং সেন্টার, বোয়ালমারী উপজেলা সদর, ফরিদপুর।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

পেশেন্ট ইনবক্সে ছবি দিয়ে জানালেন ঢাকার একজন নামকরা অটিজম চিকিৎসক তার বাচ্চার জন্য এ সকল মেডিসিন দিয়েছেন। বাচ্চার ADHD সম...
11/09/2025

পেশেন্ট ইনবক্সে ছবি দিয়ে জানালেন ঢাকার একজন নামকরা অটিজম চিকিৎসক তার বাচ্চার জন্য এ সকল মেডিসিন দিয়েছেন। বাচ্চার ADHD সমস্যার জন্য সাড়ে ৫ মাস এধরণের মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট চলছে। প্রতি মাসে মাসে হাজিরা দিতে হয়, কিছু মেডিসিন পরিবর্তন হয় আক্কেলসেলামি পড়ে মাস প্রতি ৭/৮ হাজার টাকা।

💊 উল্লেখিত ৪টি মেডিসিনের মধ্যে ৩টা এ্যালোপ্যাথি ও একটি হোমিওপ্যাথি।

⚠️ আমাদের মন্তব্য, এ ধরণের মেডিসিন অটিজম/ADHD এর মত কঠিন বিষয়ে কার্যকর নয়। সুস্পষ্টভাবে এটা অপচিকিৎসা। সাময়িকভাবে বাচ্চাকে কিছুটা শিথিল করে রাখে। কোন ডা. যদি এ ধরণের ৫ মেশালি মেডিসিন সিলেক্ট করে দয়া করে সেখানে সময় নষ্ট করবেন না। তারপর কিছু দিন পরে বলবেন
"অটিজম/ADHD ভালো হয় না, অনেক বড় হোমিওপ্যাথি - এ্যালোপ্যাথি ডাক্টর দেখিয়েছি, কোন কাজ হয় না"

🙏🙏দয়া করে এমনটি করবেন না।

✅✅ পরামর্শ, সঠিক ডাক্টারের নিকট হতে নিট এন্ড ক্লিন হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করুন। আরগ্যের মালিক আল্লাহ, আমরা কেবল সঠিক মেডিসিনটি পনার হাতে তুলে দিতে পারি।

05/09/2025

ডা. আবু মুছা খান, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যাবস্থ্যার দক্ষ চিকিৎসক-- অনুরাগী-- ধারক ও বাহক। যারা সত্যিকারের হোমিওপ্যাথির সুচিকিৎসা পেতে চান, এটি তাদের কাছে সুবর্ণ সুযোগ। নশ্বর এ পৃথিবীতে সময় ফুরিয়ে গেলে পাবেন না।

ডা. দীলিপ রয় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ
30/08/2025

03/09/2025

⚡ অটিজম ও সিপির মধ্যে পার্থক্য

🧩 CP (সেরিব্রাল পালসি): মস্তিষ্কে জন্মের আগে বা পরে ক্ষতি হওয়া।
🌀 অটিজম (ASD): মস্তিষ্কের বিকাশে ভিন্নতা, সঠিক কারণ অজানা (জেনেটিক + পরিবেশ)।

👶 শরীরে প্রভাব
🦵 CP: শরীরের চলাফেরা, পেশী নিয়ন্ত্রণ, ভঙ্গি ও সমন্বয়ে সমস্যা।
🗣️ অটিজম: শরীরের চলাফেরায় বড় সমস্যা নেই, তবে সামাজিক যোগাযোগ ও আচরণে প্রভাব।

🗣️ যোগাযোগ
🦻 CP: কথা বলতে বা গিলতে সমস্যা হতে পারে ।
🗨️ অটিজম: ভাষা ব্যবহার, কথা বলা ও সামাজিক যোগাযোগে সমস্যা।

🧩 আচরণ
🛌 CP: শারীরিক সীমাবদ্ধতা, কিন্তু আচরণ সাধারণত স্বাভাবিক।
🔄 অটিজম: পুনরাবৃত্ত আচরণ (একই কাজ বারবার করা), নির্দিষ্ট আগ্রহে বেশি মনোযোগ।

🏥 চিকিৎসা / সহায়তা
💪 CP: নির্ধারিত এক্সারসাইজ ও ক্ল্যাসিক হোমিওপ্যাথি মেডিসিন।
🎓 অটিজম: স্পিস সংক্রান্ত এক্সারসাইজ ও ক্ল্যাসিক হোমিওপ্যাথি মেডিসিন।

💬 যোগাযোগ করুন – 01704755879/01711583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

🧠 CP (Cerebral Palsy) কী?Cerebral Palsy বা সেরিব্রাল পালসি হলো মস্তিষ্কের ক্ষতির কারণে সৃষ্ট একটি স্থায়ী স্নায়বিক সমস্য...
03/09/2025

🧠 CP (Cerebral Palsy) কী?

Cerebral Palsy বা সেরিব্রাল পালসি হলো মস্তিষ্কের ক্ষতির কারণে সৃষ্ট একটি স্থায়ী স্নায়বিক সমস্যা। এটি শিশুর চলাফেরা, পেশী নিয়ন্ত্রণ, এবং শরীরের ভঙ্গি (posture) কে প্রভাবিত করে। সাধারণত গর্ভাবস্থায়, জন্মের সময়, অথবা জন্মের পরপরই মস্তিষ্কে ক্ষতি হলে এ রোগ হয়।

👶 শিশুর দেহে প্রভাব
১. 🦵 পেশী নিয়ন্ত্রণে সমস্যা – পেশী শক্ত হয়ে যায় (stiffness) অথবা অতিরিক্ত ঢিলে হয়ে যায়।

২. 🏃 চলাফেরায় অসুবিধা – হাঁটা, দৌড়ানো বা ভারসাম্য রক্ষা করতে কষ্ট হয়।

৩. ✋ হাত-পা সমন্বয় দুর্বলতা – জিনিস ধরা, লেখা বা ছোট কাজ করতে সমস্যা হয়।

৪. 🗣️ কথা বলা ও গিলতে সমস্যা – অনেক সময় স্পিচ ও খাওয়ায় অসুবিধা দেখা দেয়।

৫. 👀👂 ইন্দ্রিয়জনিত সমস্যা – দৃষ্টি, শ্রবণ বা অনুভূতির সমস্যা হতে পারে।

৬. 🛌 অতিরিক্ত স্বাস্থ্য জটিলতা – খিঁচুনি (seizure), শেখার অসুবিধা বা ব্যথা থাকতে পারে।

💬 যোগাযোগ করুন – 01704755879/01711583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

ঢাকার একজন চিকিৎসক দাবি করে থাকেন "সারা বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসকেরা আমার নিকট হতে লিটারে লিটারে মেডিসিন নিয়ে অটিজম...
29/08/2025

ঢাকার একজন চিকিৎসক দাবি করে থাকেন
"সারা বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসকেরা আমার নিকট হতে লিটারে লিটারে মেডিসিন নিয়ে অটিজমের চিকিৎসা করে"

🥁 আমাদের কথা,
ডাক্টার আবু মুছা খান Sir, এর চেম্বারে এমন অনেক মেডিসিন আছে যেগুলির বয়স ওই ডা. এর জন্মেরও আগে।

🩺 ডাক্টর আবু মুছা খান সুদীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে জটিল ও কঠিন রোগের চিকিৎসা প্রদান করে আসছেন। তার হাত ধরে ২/৩ হাজার হোমিওপ্যাথি চিকিৎসকেরই জন্ম হয়েছে।

✅ আমরা শতভাগ জার্মান মেডিসিন ব্যবহার করি। যা আমরা ঢাকায় অবস্থিত "ন্যাশনাল হোমিও হল" থেকে সরাসরি সংগ্রহ করি। তাদের সাথে আমাদের সম্পর্ক ৫০ বছরের অধিক। তারা শুধুমাত্র মেডিসিন বিক্রয় করে।

❌ "ন্যাশনাল হোমিও হল" সারা বাংলাদেশে পিওর ক্ল্যাসিক জার্মান হোমিওপ্যাথি মেডিসিন একমাত্র ইমপোর্ট করে।
এ ব্যতীত আর কেউ করে না, করে না, করে না।

তবে হ্যা, আধুনিক অনেক হাইব্রিড মেডিসিন আছে যেগুলি অনেকে আমদানি করতে পারে। সেগুলি সম্পর্কে আমাদের ধারণা নেই।

💬 যোগাযোগ করুন – 01704755879 ////01711583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

27/08/2025

"আল্লাহ যে আপনাকে অসিলা করে পাঠিয়েছে এই শুকরিয়া আমি কিভাবে আদায় করি"

🫅মেয়েটির বয়স ১১ বছর, জটিল নিউরোলজিকাল সমস্যায় শিক্ষক বাবা-মা বাংলাদেশ-ভারতের সেরা সেরা ডাক্টারের চিকিৎসা শেষ করেছেন। বিষয়টি কি এবং ডাক্টর আবু মুছা খান সাহেবের ৩ মাসের প্রথম ডোজেই কি ঘটেছে সেটি ভিডিও দেখেই বিস্তারিত জেনে নিন।

🗣️ আমাদের সবথেকে কষ্টের জায়গা কোন বাবা-মা প্রথম থেকেই আমাদের নিকট আসেন না। এলোপ্যাথির সকল চিকিৎসা শেষ করে আমাদের নিকট আসেন। এ দীর্ঘ বছর দরে বাচ্চা মোটা মোটা টেবলেট সেবন করে শরীরের ইমিউনিটি সিস্টেমকে শেষ করে দিয়েছে।

🌱 সো এমন বাচ্চাকে চিকিৎসা করতে আমাদের প্রথমেই তার শরীর থেকে এলোপ্যাথির আবর্জনাগুলিকে সরিয়ে বাচ্চাকে হোমিওপ্যাথি চিকিৎসার উপযোগী করে তোলা হয়। তারপর একদম ভেতর থেকে স্থায়ীভাবে স্টেপ বাই স্টেপ নিউরো ডেভেলপিং শুরু হয়। এ প্রক্রিয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন, অথচো অভিবাবকের আশা করেন মেডিসিন সেবনের ১০/১৫ দিনের ভিতরই বাবুর আরগ্য দৃশ্যমান হবে। অথচ, তিনি কিন্তু বছরের পর বছর ধরে এলোপ্যাথি মেডিসিন সেবন করিয়ে ব্যর্থ হয়েছেন।

🎯 এটি কোন রিভিউ ভিডিও নয়, কারণ আল্লাহর রহমতে আমরা প্রতিদিনের পেশেন্টের কার্যক্রম শেষ করতে পারি না। Just এটুকুই বলছি, তথাকথিত আধুনিক চিকিৎসা এলোপ্যাথি যেখানে ব্যর্থ, সেখানে ক্ল্যাসিক হোমিওপ্যাথি নক্ষত্রের মত জ্বল জ্বল করছে।

💬 যোগাযোগ করুন – 01704755879 01711583384

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা খান

21/08/2025

অটিজম /AdHD কী?
অটিজম হলো একটি স্নায়ুবিক ও বিকাশজনিত অবস্থা। এটি কোনো “রোগ” নয়, বরং মস্তিষ্কের এক ভিন্ন ধরনের বিকাশ বা বৈশিষ্ট্য।

👶 শিশুর মধ্যে অটিজমের লক্ষণ
🔹 চোখের যোগাযোগের অভাব
👀 চোখে চোখ না রাখা, আনন্দ-কষ্ট-আবেগ প্রকাশ করতে না পারা।

🔹 সামাজিক মেলামেশায় সমস্যা
🤝 সমবয়সীদের সঙ্গে না মেশা, কিংবা কোনো ব্যক্তির সাথে মিশতে না পারা।

🔹 বারবার একই আচরণ
🔄 একই কাজ বা আচরণ বারবার করা।

🔹 ডাকলে সাড়া না দেওয়া
👂 ডাক শুনে প্রতিক্রিয়া না দেওয়া, সর্বদা নিজের মতো চলা।

🔹 অতিরিক্ত মনোযোগ নির্দিষ্ট বিষয়ে
🎯 কোনো একটি বিষয়ে অস্বাভাবিক আগ্রহ বা মনোযোগ ধরে রাখা।

🔹 ভাষাগত সমস্যা
🗣️ কথা না বলা বা কম বলা, শব্দ বা বাক্যাংশ বারবার বলা, অপ্রাসঙ্গিক উত্তর দেওয়া।

🔹 মানসিক ও শারীরিক বিকাশে দেরি
📉 অন্যান্য বাচ্চাদের তুলনায় মেধায় পিছিয়ে থাকা, দেরিতে হাঁটা বা বসা শেখা।

🔹 আবেগ নিয়ন্ত্রণে সমস্যা
😡 নিজের পছন্দমত না হলে রেগে যাওয়া, জেদ করা।

⚠️ পরামর্শ
👉 যদি আপনার সন্তানের মধ্যে এসব লক্ষণ দেখা যায়, তবে দ্রুত সঠিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করা জরুরি।

💬 যোগাযোগ করুন – 01704755879

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

📢  শিশুর ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আজই নিন-🗣️ আপনার সন্তানের কথা বলা, মনোযোগ দেওয়া, বা সামাজিক আচরণে সমস্যায় ভুগছে — দের...
13/08/2025

📢 শিশুর ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আজই নিন-

🗣️ আপনার সন্তানের কথা বলা, মনোযোগ দেওয়া, বা সামাজিক আচরণে সমস্যায় ভুগছে — দেরি না করে সঠিক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।

🌱 প্রতিটি দিনই নতুন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে।

🎯 আজকের ছোট একটি সিদ্ধান্ত, হতে পারে আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড় উপহার।

💖 আমাদের প্রতিশ্রুতি💖
✨ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা।

🩺 সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও সহায়তা পেলে তারা পড়াশোনা, সামাজিকতা, এবং স্বপ্ন দেখায় অন্য সবার মতোই এগিয়ে যেতে পারে।

🤝 আমরা বাবা-মায়েদের সাথে হাতে হাত রেখে এই যাত্রায় পাশে থাকি — কারণ আমরা জানি, প্রতিটি শিশুই তার নিজের মতো করে পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে।

💬 যোগাযোগ করুন – 01704755879

👨‍⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।

#অটিজম #এডিএইসডি #সিপি #ডাক্টার_আবু_মুছা_খান

Address

Faridpur
7860

Alerts

Be the first to know and let us send you an email when New Life Homeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram