07/12/2025
বাচ্চাটি কথা বলতো না, এখন কবিতা বলে। মা কি বাবা কে তা বুঝতো না। ৮টি বছর পেরিয়ে গেলে সে বুঝতো না মায়ের কাছে আদর পেতে হয়। আই কন্টাক্ট, আন্ডারস্ট্যান্ডিং ছিলো না। যেখানে সেখানে টয়লেট করতো।
আলহামদুলিল্লাহ, মাত্র ১ম ডোজের ফলাফল ---
✅ সে এখন কথা বলে, ৪/৫ লাইনের কবিতা বলে।
✅ মা/বাবা/আপনজনকে চিনে ডাকে। মায়ের সাথে কথা বলে। মায়ের আদর পেতে চায়।
✅ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অনেক খানি বেড়েছে। সে বুঝে, চিন্তা করে।
✅ টয়লেট আসলে এখন সে আর কাপড় নষ্ট করে না, যেখানে সেখানে টয়লেট করে না।
আর কি চাই বলুন, ৮ বছরের একটা বাচ্চা জটিল নিউরোলজিকাল সমস্যার এতো খানি প্রাপ্তি মাত্র ১ম ডোজে। যেখানে আমরা ১ বছর সময় নিয়ে প্লান করে ট্রিটমেন্ট করি।
ভাবতে গেলে কেবল আল্লাহর দরবারে মাথা নত করতে হয়।
💬 যোগাযোগ করুন – 01704755879
01711583384
👨⚕️ ডা. আবু মুছা খান
🥇 মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণ পদকপ্রাপ্ত।
🥇প্রভাষক (অব.) হোমিওপ্যাথি মেডিলক্যাল কলেজ, আলফাডাঙ্গা।
📅 সুদীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতা।
ঠিকানা---
🏥🏥 বিলাসী শপিং কম্পেলেক্সের প্রথম তলা, বোয়ালমারী উপজেলা সদর, ফরিদপুর। 🏥🏥
#অটিজম #ডাক্টার_আবু_মুছা_খান #খিচুনি #সেরিব্রাল_পালসি #স্পিস_ডিলে