28/09/2025
মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন
আলহামদুলিল্লাহ, গত ২৭শে সেপ্টেম্বর ২০২৫ রাজবাড়ী জেলার বেলগাছিতে মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক সুন্দর ও স্মরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 🌸
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন -এর সভাপতি মেহেদী হাসান মাহফুজ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আকাশ আহম্মেদ বিজয়, আসাদুজ্জামান শামিম, আরিফুর রহমান শামিম, আতাহার হোসেন তকদির, শাহাদাত হোসেন মিল্টন, শেখ মোঃ আলাউদ্দিন আলী, আকমল হোসেন রিপন সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এছাড়াও বিভিন্ন আমন্ত্রিত সংগঠনের প্রতিনিধিগণ এবং মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন-এর স্বেচ্ছাসেবী সদস্যরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
✨ উল্লেখযোগ্য বিষয় হলো, এদিন অনুষ্ঠানে ২০০+ সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন মানবিক ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও “অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন” হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। 🤲
আয়োজকরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীর পথচলায় একসাথে কাজ করার আহ্বান জানান। 💞