03/11/2025
একজন মানুষের হাইট কি কোনো উপায়ে বৃদ্ধি করা সম্ভব❓🤔
বয়ঃসন্ধিকালীন সময়ে একজন মানুষ এর হাইট সাধারণত হুট করেই বাড়তে থাকে! কিছু ক্ষেত্রে হাইট অতোটা বৃদ্ধি পায় না! দেখা যায় অনেকেরই বয়সের তুলনায় হাইট কম! তবে বিষয়টি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত!
বাবা-মায়ের হাইট কম থাকলে সাধারণত তার সন্তান-সন্ততিদের হাইট বাড়ার সম্ভাবনা কম থাকে... বাবা-মায়ের মধ্যে যে কেউ একজন লম্বা থাকলে তাদের ৭৫% ছেলেমেয়ে লম্বা হওয়ার সুযোগ থাকে।
তবে একটি সার্জিক্যাল পদ্ধতিতে এই হাইট বৃদ্ধি করা সম্ভব! সার্জারীর নাম “ইলিজারভ সার্জারী”... অর্থোপেডিক্স বিভাগের সার্জনের সহায়তায় এই সার্জারী করা হয়ে থাকে।
এই সার্জিক্যাল পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রটির নাম “রিং ইলিজারভ এক্সটার্নাল ফিক্সেটর” (Ring Ilizarov External Fixator)... এটি মানুষের অস্থি/হাড় কে ১৭ সে.মি. (প্রায় ৭ ইঞ্চি) পর্যন্ত বৃদ্ধি করতে পারে! প্রতিদিন প্রায় ১ মিলিমিটার করে বাড়াতে পারে!
এছাড়াও হাড়ে কোনো অস্বাভাবিকতা, ভেঙ্গে যাওয়া হাড়ের অংশ মিলিয়ে দেওয়া, একটি হাত/পা অপরটির তুলনায় ছোট-বড় থাকলে হাড়দ্বয় সমান করার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়, ওপেন ফ্র্যাকচার এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়!
✍️𝗔𝗵𝗺𝗲𝗱 𝗔𝘇𝗶𝘇𝘂𝘀 𝗦𝗮𝗹𝗲𝗵𝗶𝗻
🄼🄱🄱🅂 - 🄵🄸🄽🄰🄻 🅈🄴🄰🅁👨⚕️
𝗙𝗮𝗿𝗶𝗱𝗽𝘂𝗿 𝗠𝗲𝗱𝗶𝗰𝗮𝗹 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲, 𝗙𝗮𝗿𝗶𝗱𝗽𝘂𝗿!
ꜰᴏᴜɴᴅᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ Health Care Tips ᴘᴀɢᴇ!🩺