Spring Hill Hospital Ltd

Spring Hill Hospital Ltd Service based World Class Hospital

কাঙ্খিত সেবা, বিশেষজ্ঞ ডাক্তার ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর স্প্রিং হিল হসপিটাল লিঃ এখন আপনার সাথে...

ডায়াগনষ্টিক, হাসপাতাল, কনসালটেশন, মেডিকেল চেক-আপ, মাইক্রোবায়োলজি ল্যাব, হিস্টো-সাইটো প্যাথলজি, বিএমডি, পিআরপি, মডেল ফার্মেসী, এ্যাম্বুলেন্স সার্ভিস, সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্য সেবা পদ্ধতি।

লিভার ও পরিপাকতন্ত্রের যত্ন: খাবার হজম জনিত সমস্যা, কারণ ও করণীয়:আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি খ...
20/09/2025

লিভার ও পরিপাকতন্ত্রের যত্ন: খাবার হজম জনিত সমস্যা, কারণ ও করণীয়:

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি খাবার হজম, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূরীকরণ, শক্তি সঞ্চয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ করে। লিভার ও পরিপাকতন্ত্রে সামান্য সমস্যা হলেও তা পুরো শরীরে প্রভাব ফেলতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশে লিভার রোগে প্রতি বছর প্রায় ২১,০২৪ জন মৃত্যুর কথা বলা হয়েছে, যা মোট মৃত্যুর প্রায় ২.৯৪%।

Non-alcoholic fatty liver disease (NAFLD) একটি জরুরি সমস্যা; ২০২৩-এ এক গবেষণায় বলা হয়েছে প্রায় ৪৫ মিলিয়ন মানুষ বাংলাদেশে NAFLD এর আওতায়; অর্থাৎ জনসংখ্যার একটি বড় অংশ এতে আক্রান্ত।
Hepatitis E (HEV) সংক্রান্ত মৃত্যুর একটি গবেষণায় অনুমান করা হয়েছে, বাংলাদেশে বার্ষিক HEV-সংক্রান্ত মৃতের সংখ্যা প্রায় ৯৮৬ জন (বয়স ≥১৪ বছর) হতে পারে; এদের মধ্যে কিছু মাতৃ মৃত ও নবজাতক মৃত অন্তর্ভুক্ত।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC এর দেয়া তথ্য অনুযায়ী ২০২২ সালে বিশ্বের প্রায় ১.৩ মিলিয়ন মানুষ হেপাটাইটিস B এবং C দ্বারা সৃষ্ট লিভার রোগ ও লিভার ক্যান্সারে মারা গিয়েছেন। এর মধ্যে প্রতিদিন প্রায় ৩,৫০০ জন মানুষ মারা যায় ভাইরাল হেপাটাইটিস-জনিত কারণে।

এছাড়া প্রায় ২৫৪ মিলিয়ন মানুষ বিশ্বে দির্ঘস্থায়ী (chronic) হেপাটাইটিস B-এ ভুগছেন এবং ৫০ মিলিয়ন মানুষ হেপাটাইটিস C-তে আক্রান্ত। আরও একটি গবেষণা অনুসারে, 2019 সালে Cirrhosis ও অন্যান্য দীর্ঘস্থায়ী লিভার রোগে প্রায় ১,৪৭২,০১১ জনের মৃত্যু হয়েছিল।

সাধারণত ফ্যাটি লিভার, হেপাটাইটিস, গ্যাস্ট্রিক ও এসিডিটি, লিভার সিরোসিস, জন্ডিস এবং আলসার লিভার ও পরিপাকতন্ত্রের প্রচলিত সমস্যা। এসব সমস্যার মূল কারণ হলো অনিয়মিত খাদ্যাভ্যাস, তৈলাক্ত ও ভাজা খাবার, মদ্যপান, ধূমপান, ভাইরাস সংক্রমণ, অতিরিক্ত ওষুধ সেবন, অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ।

এই ধরনের রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্ষুধামন্দা, বমিভাব, অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া, চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব গাঢ় রঙের হওয়া, পেট ভারী লাগা বা পানি জমা এবং বারবার গ্যাস্ট্রিকের সমস্যা। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ভালো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ মোঃ শফিকুননবী রুমী (এম.বি.বি.এস, ডি.এম.সি; এম. ডি, হেপাটোলজি) ফরিদপুর স্প্রিং হিল হাসপাতাল লিঃ -এ প্রতি বৃহস্পতি ও শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বার করেন। তিনি একজন ইন্টারভেনশনাল হেপাটোলজিস্ট ও থেরাপিউটিক এন্ডোসকপিস্ট, এশিয়ান প্যাসিফিক এসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার (জাপান) -এর সদস্য।

লিভার ও পরিপাকতন্ত্র সুস্থ রাখতে নিয়মিত সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান, ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম, ধূমপান পরিহার, হেপাটাইটিস বি’র টিকা গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। রাস্তার অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, কেমিক্যালযুক্ত খাবার কম খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার অভ্যাসও লিভারকে সুস্থ রাখতে সহায়ক।

সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন, লিভার ও পরিপাকতন্ত্রের যত্ন নিন।

SPH

জেনারেল সার্জারী বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জনডা. সুশীত কুমার বিশ্বাসএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএস (সার্জারী...
11/08/2025

জেনারেল সার্জারী বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন
ডা. সুশীত কুমার বিশ্বাস
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এফসিপিএস (সার্জারী)
জেনারেল সার্জারী বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত স্প্রিং হিল হসপিটালে নিয়মিত রোগী দেখবেন।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
-০১৩২৯৬৪৪২১৭
-০১৩২৯৬৪৪২১৮

কিডনী ও মেডিসিন রোগ বিশেষজ্ঞডা. মোহাম্মদ তাব্রীজ হোসেনএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), এমএসিপি (আমেরিকা)এম...
11/08/2025

কিডনী ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ
ডা. মোহাম্মদ তাব্রীজ হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), এমএসিপি (আমেরিকা)
এম.ডি (নেফ্রোলজি)
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ এন্ড ইউরোলজি মেম্বার, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি (আইএসএন) কিডনী ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত স্প্রিং হিল হসপিটালে নিয়মিত রোগী দেখবেন।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
-০১৩২৯৬৪৪২১৭
-০১৩২৯৬৪৪২১৮

চর্ম, যৌন, সেক্স এন্ড এলার্জি বিশেষজ্ঞডাঃ রিফাত আল হাসানএমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম)পিজিটি, ডিওসি (চর্ম, যৌন) ডিপ্লো...
11/08/2025

চর্ম, যৌন, সেক্স এন্ড এলার্জি বিশেষজ্ঞ
ডাঃ রিফাত আল হাসান
এমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম)
পিজিটি, ডিওসি (চর্ম, যৌন) ডিপ্লোমা ইন ডার্মাটোলজি (কোর্স), রয়েল কলেজ অফ ফিজিশিয়ান, আয়ারল্যান্ড চর্ম, যৌন, সেক্স এন্ড এলার্জি এক্সপার্ট ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।
প্রতিদিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত স্প্রিং হিল হসপিটালে নিয়মিত রোগী দেখবেন।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
-০১৩২৯৬৪৪২১৭
-০১৩২৯৬৪৪২১৮

স্প্রিং হিল হসপিটালে মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যাক লোক নিয়োগ দেওয়া হইবে (Only Male), প্রার্থীদের বয়স অবশ্যই ২৫-৪০ বছ...
07/08/2025

স্প্রিং হিল হসপিটালে মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যাক লোক নিয়োগ দেওয়া হইবে (Only Male), প্রার্থীদের বয়স অবশ্যই ২৫-৪০ বছর বয়সি হতে হবে, আগ্রহী প্রার্থীগন দ্রুত সিভি সহ যোগাযোগ করুন অথবা নিচের WhatsApp নাম্বারে সিভি Send করুন।
01745 784278(WhatsApp only)

আপনার যেকোনো ব্যথার উন্নত চিকিৎসা নিতে ফরিদপুরে আন্তর্জাতিক পর্যায়ে পেইন মেডিসিনে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যথা বিশেষজ্ঞ ডঃ...
25/07/2025

আপনার যেকোনো ব্যথার উন্নত চিকিৎসা নিতে ফরিদপুরে আন্তর্জাতিক পর্যায়ে পেইন মেডিসিনে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যথা বিশেষজ্ঞ ডঃ মোঃ এনামুল হক মিলটনের পরামর্শ নিন।

যোগাযোগ করুনঃ
স্প্রিং হিল হাসপাতাল ফরিদপুর (ডায়াবেটিস হাসপাতালের পশ্চিম পাশে)
ফোনঃ ০১৯১৩-১১১৯৯৯ এবং ০১৩২৯ ৬৪৪২১৭।

Web: https://bdpaincenter.org/

19/07/2025

স্প্রিং হিল হসপিটালে মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যাক লোক নিয়োগ দেওয়া হইবে, আগ্রহী প্রার্থীগন দ্রুত সিভি সহ যোগাযোগ করুন অথবা নিচের WhatsApp নাম্বারে সিভি Send করুন।
01745 784278(WhatsApp only)

মেডিসিন বিশেষজ্ঞ   ডা. বদরুজ্জামান খান (সম্রাট)   এম বি বি এস (ঢাকা), বি সি এস (স্বাস্থ্য), সিসি ডি (বারডেম), এম এ সি পি...
12/07/2025

মেডিসিন বিশেষজ্ঞ
ডা. বদরুজ্জামান খান (সম্রাট)
এম বি বি এস (ঢাকা), বি সি এস (স্বাস্থ্য), সিসি ডি (বারডেম), এম এ সি পি,
এম ডি (ইন্টারনাল মেডিসিন) সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন)
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।
চেম্বার সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা (বৃহঃ, শুক্র ও সরকারী ছুটির দিন বন্ধ)
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
-০১৩২৯৬৪৪২১৭
-০১৩২৯৬৪৪২১৮

10/07/2025

মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ
ডা. মেহেদী হাসান জুয়েল
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন)
এমসিপিএস (মেডিসিন), এমএসিপি (আমেরিকা)
এমডি নিউরোলজি
এক্স কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
কনসালটেন্ট, জেনারেল হাসপাতাল, ফরিদপুর।
চেম্বার সময়: দুপুর ২.৩০ থেকে ৩.৩০ (সোমবার ও শুক্রবার বন্ধ)
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
-০১৩২৯৬৪৪২১৭
-০১৩২৯৬৪৪২১৮

Service based World Class Hospital

কোমর, হাঁটু, মেরুদণ্ড, হাত পায়ের আঙুল, পায়ের গোড়ালি, হাতের কানুই, ঘাড়, মাংস পেশি এবং সার্জারি পরবর্তী ব্যথা সহ যেকোনো নত...
25/06/2025

কোমর, হাঁটু, মেরুদণ্ড, হাত পায়ের আঙুল, পায়ের গোড়ালি, হাতের কানুই, ঘাড়, মাংস পেশি এবং সার্জারি পরবর্তী ব্যথা সহ যেকোনো নতুন বা পুরাতন ব্যথার আধুনিক চিকিৎসা সেবা নিতে ফরিদপুরে আন্তর্জাতিক পর্যায়ে পেইন মেডিসিনে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যথা বিশেষজ্ঞ ডঃ মোঃ এনামুল হক মিলটনের পরামর্শ নিতে যোগাযোগ করুনঃ
স্প্রিং হিল হাসপাতাল ফরিদপুর (ডায়াবেটিস হাসপাতালের পশ্চিম পাশে)
ফোন= ০১৯১৩-১১১৯৯৯ এবং ০১৩২৯ ৬৪৪২১৭।

বিএমডি(BMD)পরীক্ষা দ্বারা অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার (ভাঙা হাড়)-এর ঝুঁকি আছে কিনা নির্ধারণ করা হয়। এটি অস্টিওপরোসিস চিক...
18/06/2025

বিএমডি(BMD)পরীক্ষা দ্বারা অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার (ভাঙা হাড়)-এর ঝুঁকি আছে কিনা নির্ধারণ করা হয়। এটি অস্টিওপরোসিস চিকিৎসার প্রতিক্রিয়া পরিমাপ করে। পরীক্ষাটি আপনার নিতম্ব এবং ল্যাম্বার মেরুদন্ডে হাড়ের ঘনত্ব পরিমাপ করতে পারে। এটি একটি সাধারণ এক্স-রে পরীক্ষার মতো পরীক্ষা।

Address

Spring Hill Hospital Limited
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Spring Hill Hospital Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Spring Hill Hospital Ltd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category