05/11/2025
🌸 নারী ও পুরুষের বন্ধ্যাত্বের চিকিৎসা এখন পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথিতেই সম্ভব!🌸
👩❤️👨 সন্তান না হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়। আজকাল অনেক দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন— কিন্তু সঠিক চিকিৎসায় এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য!
💠 নারীর ক্ষেত্রে সাধারণ কারণসমূহ:
🔹 ডিম্বাণু (O**m) উৎপাদনে সমস্যা,
🔹 মাসিক অনিয়ম / PCOS / হরমোন ভারসাম্যহীনতা,
🔹 জরায়ু বা ফ্যালোপিয়ান টিউবের জটিলতা,
🔹 বারবার গর্ভপাত বা গর্ভধারণে ব্যর্থতা।
💠 পুরুষের ক্ষেত্রে সাধারণ কারণসমূহ:
🔹 শুক্রাণু (S***m) স্বল্পতা বা দুর্বলতা,
🔹 যৌন দুর্বলতা / দ্রুত বীর্যপাত,
🔹 হরমোন সমস্যা বা মানসিক চাপ
🔹 দীর্ঘমেয়াদি শারীরিক দুর্বলতা।
🌿 হোমিওপ্যাথিক চিকিৎসায় মূল কারণ নির্ণয় করে, পুরুষ ও নারীর দেহের স্বাভাবিক প্রজনন ক্ষমতা দ্রুতই ফিরিয়ে আনা সম্ভব। হোমিও মানেই—
👉 পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত
👉 প্রাকৃতিক ও নিরাপদ
👉 স্থায়ীভাবে কার্যকর
✨ আজই পরামর্শ নিন —
🩺 ডা: পি. কে. কর DHMS,BHB(Dhaka)
হোমিও ডক্টরস্ চেম্বার & রিসার্চ কমপ্লেক্স
📍 নীলটুলি, মুজিব সড়ক, ফরিদপুর।
📞 মোবাইল/ ইমু /হোয়াটসঅ্যাপ: +8801918068686
এখানে, পুরুষ ও মহিলাদের বন্ধ্যাত্ব এবং ত্বক ও যৌন রোগের চিকিৎসা করা হয়।
* অনলাইন পরিষেবা: প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
* সরাসরি পরিষেবা: শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
🌼 সন্তান প্রাপ্তি শুধু আশার নয়, চিকিৎসারও বিষয়।
🌿 সঠিক চিকিৎসা নিয়ে আশার আলো জ্বালান আজই!
📣 বি: দ্র: প্রতিদিন বেলা ২টার মধ্যে ফিস প্রদান করে- ফোনে সিরিয়াল নিশ্চিত করুন এবং নির্ধারিত সময়ে ডাক্তারের পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিন (ফিসঃ বিকাশ/নগদে- 01918-068686)। মনে রাখবেন, এখানে শুধুমাত্র সিরিয়াল দেওয়া রুগিদেরকেই সরাসরি বা টেলিফোনে/অনলাইনে রোগ লক্ষণের বিবরণ নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনে কুরিয়ারের মাধ্যমেও ঔষধ পাঠানোর ব্যাবস্থা করা হয়। তবে, এখানে অতি দরিদ্র রুগীদের চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের ফিস দেওয়া লাগেনা।