General Hospital, Faridpur

General Hospital, Faridpur GHF is a government hospital situated in Faridur. It is delivering health care and medical services to the people of faridpur and surrounding area.

30/04/2020
30/04/2020
নতুন আতংকের নাম- উহান করোনা ভাইরাস (2019- nCoV corona virus)চীনে প্রথম এই ভাইরাসের আক্রমণ দেখা দিলেও এখন বিশ্বের অনেক দে...
26/01/2020

নতুন আতংকের নাম- উহান করোনা ভাইরাস (2019- nCoV corona virus)

চীনে প্রথম এই ভাইরাসের আক্রমণ দেখা দিলেও এখন বিশ্বের অনেক দেশ যেমন অস্ট্রেলিয়া, হংকং, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সিংগাপুর, নেপাল, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, ইউএস, ভিয়েতনাম, সৌদি আরব এসব জায়গায় এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত এই ভাইরাসের কারণে চীনে প্রায় ৫৬ জন মানুষ মারা গিয়েছে এবং ১৯৭৫ জন মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ভাইরাসের উৎস পশু তা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

১) ভাইরাস কিভাবে ছড়ায়-

★ আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি বা তাকে স্পর্শ করার মাধ্যমে
★ ভাইরাস আছে এমন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখে লাগালে বা কিছু খেলে।

২) লক্ষণ/সিম্পটম-

★ সাধারণত ভাইরাল ফ্লু লাইক সিম্পটম যেমন ঠান্ডা, জ্বর, হাঁচি-কাশি, গলা ব্যথা।
মারাত্মক পর্যায়ে গেলে খুব শ্বাসকষ্ট, নিউমোনিয়া এগুলো হতে পারে।
★ অনেক সময় কোন সিম্পটম নাও থাকতে পারে।

৩) চিকিৎসা বা প্রতিকার-

★ এ রোগের এখন পর্যন্ত কোন ভ্যাক্সিন বা প্রতিষেধক কিছু তৈরী হয়নি।
★ চিকিৎসা স্পেসিফিক কিছু না, সিম্পটম অনুযায়ী।

৪) এ রোগ থেকে বাঁচতে হলে আমাদের করণীয়-

★ হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে।
★ হাঁচি-কাশি হলে বা সর্দি লাগলে হাত ধুয়ে অন্যকে বা অন্যকিছু স্পর্শ করতে হবে।
★ মুখে মাস্ক ব্যাবহার করতে হবে।
★ কিছু খাওয়া বা রান্নার আগে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।
★ বন্যপ্রাণী স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
★ শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আল্লাহ মাফ করুক এখন পর্যন্ত আমাদের দেশে এ রোগে আক্রান্ত কোন ব্যক্তি শনাক্ত করা হয়নি।
আর এ রোগে মানুষ আক্রান্ত হয়ে কিন্তু সুস্থও হচ্ছে, সুতরাং আমরা ভীত না হই আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

বিদেশ থেকে পরিবারের বা পরিচিত কেউ দেশে আসলে তাকে এ রোগের স্ক্রিনিং এর জন্য মহাখালী IEDCR এ পাঠাতে পারেন।

সবাই ভালো আর সুস্থ থাকুন!

Dr. Irfan Ullah Sakib
Medical Officer, skin department, Dhaka Medical College Hospital.
(Ex EMO, General hospital, Faridpur)

সাপআমাদের দেশে মাত্র চারটি সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়। ১) গোখরো ( Spectacled cobra )২) কেউটে (Monocled cobra )৩) চন...
19/09/2019

সাপ

আমাদের দেশে মাত্র চারটি সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়।
১) গোখরো ( Spectacled cobra )
২) কেউটে (Monocled cobra )
৩) চন্দ্রবোড়া (Russell's viper )
৪) কালাচ (Common krait )
এছাড়া আছে মারাত্মক বিষধর শাঁখামুটি , কিন্তু তা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কারণ শাঁখামুটি এতোই শান্ত যে, ওর কামড়ে মৃত্যুর কোনো ইতিহাস নেই । আমাদের এলাকার বাকি আর কোনও সাপ থেকে মৃত্যুভয় নেই।
কামড় এড়াতে –
*বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
* রাতে অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙ্গিয়ে শোবেন। (মেঝেতে ঘুমালে মশারি বাধ্যতামূলক)
* অন্ধকারে হাঁটাচলা করবেন না, একান্তই বাধ্য হলে হাতে লাঠি নিয়ে রাস্তা ঠুকে চলুন, হাততালি দিয়ে লাভ নেই, কারণ সাপের কান নেই।
* জুতো পরার আগে তা ঝেড়ে নিন।
* মাটির বাড়িতে কোনও ইঁদুর গর্ত থাকলে তা আজই বুজিয়ে ফেলুন।
জেনে রাখুন তাবিজ কবজ মাদুলি আংটি কোনও কাজের নয়। একমাত্র সাবধানতাই সাপের কামড় থেকে আমাদের বাঁচাতে পারে।
সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা
Do R_I_G_H_T
R- Reassurance
রোগীকে আশ্বস্ত করুন। কারণ রোগী খুবই আতঙ্কের মধ্যে থাকেন। আতঙ্কও মৃত্যু ডেকে আনতে পারে। রোগীকে বোঝান, সাপের কামড়ে আক্রান্ত বহু মানুষ চিকিৎসায় বেঁচে উঠেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন।
I – Immobilization
.
যত কম নড়াচড়া হবে তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে। স্কেল বা বাঁশের টুকরো সহ হাতে/ পায়ে (যে অংশে কামড়াবে) কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন। হাত বা পা (কামড়ের নিকটতম স্থান) যাতে তিনি ভাঁজ করতে না পারেন তাই এই ব্যবস্থা ।
GH – Go To Hospital
ফোন করে জেনে নিন আপনার নিকটতম যে হাসপাতালে
১)A.V.S ,
২) নিওস্টিগমিন
৩) অ্যাট্রোপিন এবং
৪) অ্যাড্রিনালিন আছে সেই হাসপাতালে চলুন। মাথায় রাখবেন সাপের কামড়ের সম্পূর্ণ চিকিৎসা একটি ব্লক প্রাইমারী হেলথ সেন্টারেই সম্ভব। সম্ভব হলে রোগীকে মোটর সাইকেলের মাঝে বসিয়ে রোগীর সাথে কথা বলতে বলতে চলুন। জেনে রাখবেন এখানে সময়ের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
T- Tell Doctor for Treatment
হাসপাতালে গিয়ে চিকিৎসকে সাপের কামড়ের চিকিৎসা করতে বলুন। কথা বলতে গিয়ে রোগীর কথার মধ্যে কোনও অসঙ্গতি (যেমন কথা জড়িয়ে আসা, নাকি সুরে কথা বলা খেয়াল করলে তা যথাযথ (কতক্ষন আগে শুরু হল) ভাবে চিকিৎসকে জানান।
RULE OF 100
সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার AVS শরীরে প্রবেশ করলে রোগীর বেঁচে যাবার সম্ভাবনা ১০০%।।

Part-2
হাসপাতালে কোন পথে চলবে চিকিৎসা:
১)দু চোখের পাতা পড়ে আসা(সব সাপের কামড়ের মূল লক্ষণ ২)কামড়ের স্থানে অসম্ভব জ্বালা যন্ত্রণা(ফণাধর সাপের ক্ষেত্রে)
৩)ক্রমবর্ধমান ফোলা
৪)শরীরের নানা স্থান থেকে রক্ত বেরিয়ে আসবে(চন্দ্রবোড়ার ক্ষেত্রে)
৫)ঢোঁক গিলতে অসুবিধে
৬)ঝাপসা দেখা
৭)জিভ জড়িয়ে
৮)ঝিমিয়ে পড়া
চিকিৎসায় দেরি হলে শ্বাসকষ্ট এবং শ্বাস ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু
*এশিয়ার বিষাক্ততম সাপ কালাজ এর কামড়ে কোনও জ্বালা যন্ত্রণা থাকে না, দংশন স্থানে কোনও চিহ্ন পাওয়া প্রায় যায়ই না।পেটে ব্যাথা, গাঁটে গাঁটে ব্যাথা, খিঁচুনি কিংবা শুধুমাত্র দুর্বলতা অনুভব করার লক্ষনের সাথে দুচোখের পাতা পড়ে আসা নিশ্চিত কালাজের কামড়ের লক্ষণ।
চিকিৎসা–
বিষক্রিয়া নিশ্চিত হলে ডাক্তার
*কোন স্কীন টেস্ট ছাড়াই (যা ২০১০সালে WHO র নির্দেশিকায় বাতিল হয়ে গেছে)শিশু থেকে বৃদ্ধ সকলকেই ৪ ভাগের ১ভাগ অ্যাড্রিনালিন ইনজেকশন চামড়ার তলায় দিয়ে শিরা ফুঁড়ে স্যালাইনের সাথে ১০ভায়াল AVS এক ঘণ্টারও কম সময়ের মধ্যে শরীরে প্রবেশ করাবেন।সাথে অবশ্যই দেবেন নিওস্টিগমিন এবং অ্যাট্রোপিন (ফণাধর নার্ভবিষ গোখরো ও কেউটের ক্ষেত্রে এই দুই ইঞ্জেকশন দিতেই হবে)
* কোনও অবস্থাতে রোগীকে রেফার করতে হলে ১০ ভায়াল AVS, নিওস্টিগমিন এবং অ্যাট্রোপিন না দিয়ে রেফার করা যাবে না ।
* AVS দিলে ৭০%ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া(শ্বাসকষ্ট, শরীরে আমবাতের মত দেখতে পাওয়া ইত্যাদি)হয় যাকে সাময়িক স্যালাইন বন্ধ করে ইনজেকশন সিরিঞ্জে ধরে রাখা ০.৫m.lআড্রিনালিন দিয়ে সফলভাবে মোকাবিলা সম্ভব।
*চন্দ্রবোড়ার কামড়ে চিকিৎসায় দেরী হলেই কেবল ডায়ালেসিস লাগে।

আসুন সকলে মিলে আটকাই সমস্ত মৃত্যুকে, সাপের কামড় এড়াবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিই, সাপে কামড়ালে রোগীকে সত্বর সাপের কামড়ের চিকিৎসা হয় এমন নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলি এবং সাপের কামড় সহ সমস্ত সঠিক চিকিৎসা বিনামুল্যে মানুষ যাতে পায় তার দাবী জানাই
pic courtesy-muktomoncho

SB-32nd
2000/01

Address

Faridpur Sadar Hospital, Niltuli
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when General Hospital, Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram