06/05/2020
লকডাউন, লকডাউন, লকডাউন****কী বিপদ! উপায় নেই। যত কষ্টই হোক মানতে হবে। করোনার ওষুধ নেই। কেবলই একথা সেকথা। নিজেকে নিরাপদে রাখা সুস্থ রাখাই বড় দায়িত্ব। মাসাধিক কাল অব্যাহত ভাবে টেলি-প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। জানিনা কবে, কিভাবে চেম্বারে বসবো, কি নিয়মে রুগী সাধারনকে সেবা দিতে পারবো। সারা মানবজাতি মহাসঙ্কটে। শুধু করোনা নয়, যে পরিবারে রুগী আছে তারা জানেন, চিকিৎসা সেবা এখন কি অবস্থায় আছে। এসব বিবেনায় নিয়ে, অতি সাবধানে আমার এই স্ট্যাটাস এ কিছু পরামর্শ দিতে চাই । এই সমূহ বিপদের দিনে আমার বন্ধুরা, তাদের মাধ্যমে রুগীরা যদি উপকৃত হয়, সেই আশায়।
A. এই অন্তহীন অলস অবসরে মোবাইল, ল্যাপটপ, তথা নেটে সময় একটু বেশিই যাচ্ছে। ফলে চোখে একটু শুষ্কতা, ডিসকমফোর্ট, একটু কাঁটা কাঁটা ভাব (ফরেন বডি সেনসেশন), একটু লাল । কিন্তু দৃষ্টিতে কোন সমস্যা নেই। একে বলা হয় কম্পিউটার ভিশন সিন্ড্রোম CVS. তবে এই সমস্যা সাধারণত ছোটদের হয়না। সাধারণত বড়দের হয়, তাদের জন্য --
১) Hypromellose .0.5% eye drop. ( Tear / Tearsol /Lubric eye drop ).
২) Carboxymethyl cellulose sodium eye drop.( Tear fresh liquigel,/ Tearon fresh,/ Drylief/
উপরের যে কোন একটা কিনে-
১ ফোটা করে দিনে ৪ বার দুচোখে দিবেন।
×. ×. ×. ×. ×. ×. ×. ×
B. চোখে পিচুটি আসে ( Discharge ), হালকা জল আসে (Watering ), একটু লাল। দৃষ্টিতে কোন সমস্যা নেই। তাহলে,
১) Moxifloxacin 0.5 %eye drop.
( Moxigen, /Optimox,/ Flomox, /Visomox, Cinagen,/ Moxquin eye drop) এর যে কোন একটি কিনে, 1 drop 4 times daily in both eyes. চলবে।
২) Tab. Fexofenadine 120 mg.( Fexo, Alagra, Alerfast, Fenofex)
1 tab once in the evening 10 days.
রুগীর বয়স ১২ বছরের নীচে হলে ট্যাবলেটের পরিবর্তে কোন একটার সিরাপ বয়স অনুযায়ী ব্যবহার করবেন।
*. *. *. *. *. *. *
C. পিচুটি, জল পড়া, লাল হওয়া সাথে চোখ চুলকায়, প্রচুর চুলকায়। অথচ এই সময়ে ২০ সেকেন্ড ধরে সাবান / সেনিটাইজার দিয়ে হাত না ধুয়ে চোখে হাত দেয়া মানা, সবাই জানেন। রুগীর বয়স ১২ বছরের বেশি হলে ***
১) Moxofloxacin eye drop এর যে কোন একটা,
I drop 4 times daily in both eyes.
২) Alcaftadin 0.25% eye drop ( Genacaft, Caftadin, Aladin eye drop) এর যে কোন একটা -
1 drop once daily in both eyes.
৩. Tab. Biltin 20 mg.
1 tab once daily in the evening 10 days.
বয়স ১২বছরের কম হলে এবং ০৩ বছরের বেশি হলে--
Alcaftadin এর পরিবর্তে Olopatadine 0.1% eye drop ( Lopadine/ Aladay / Alacot / Olofix eye drop). 1 drop 2 times daily in both eyes.
Tab Biltin এর পরিবর্তে Syp Alaga/Fexo বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করে খেতে হবে।
*. *. *. *. *. *
D. চোখে হালকা আঘাত পেয়েছেন ঘরে থাকা অবস্থায় , চোখে জল আসে, চোখ একটু লাল, একটু পিচুটি আসে, দৃষ্টি তে সমস্যা নেই, ব্যথা নেই। তাহলে-
প্রেসক্রিপশন নম্বর ~ 'B' ফলো করুন।
আঘাতটা যদি কৃষি কাজে পেয়ে থাকেন, তাহলে -
প্রেসক্রিপশন B এর ওষুধের সাথে
Natagen eye drop, ১ ফোটা দিনে চার বার আঘাত পাওয়া চোখে দিবেন।
×××××××××××××××××××
E. ছোট্ট বাবু, বয়স ১ দিন থেকে *****, চোখে জল আসে, তা হলে Tobramycin 0.3% Eye drop ( Tobracin, T mycin, Tobrabac, Gentob, Torcin,Cinarex ). যেকোন একটা কিনে, ১ফোটা করে দিনে ৪বার দুচোখে দিবেন।
যদি জলের সাথে পিচুটি/কেতর আসে তবে,
Moxifloxacin 0.5% eye drop ( Moxigen, Optimox, Visomox, Flomox, Moxquin eye drop ).
যে কোন একটা কিনে ১ফোটা করে দিনে ৪ বার দুচোখে দিবেন।
**************************
F. যদি হাঁচি, কাশি, ব্যথা, জ্বর বা করোনা রুগীর সংস্পর্শ পেয়ে থাকেন সে অনুযায়ী ব্যবস্থা নিন।
×××××××××××××××××××
G. হঠাৎ দৃষ্টি কমে গেল, হঠাৎ প্রচণ্ড ব্যথা সাথে চোখ লাল হয়ে গেল। জরুরী চক্ষু সেবাদানকারী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন।
যদি কারো সমস্যা প্রেসক্রিপশন A, B, C, D, E, F, G কভার না করে , তা হলে কমেন্টে লিখুন। সাধ্যমত চেষ্টা করবো পরামর্শ দিতে।
এই পরামর্শ করোনাকালীন পরিস্থিতি পাড়ি দেবার জন্য মাত্র। আমার চক্ষুসেবাদানকারী বন্ধুরা কমেন্টে আরও পরামর্শ দিলে আমাদের রুগী সাধারণ উপকৃত হবেন, আমারও ভালো লাগবে।
Take care, stay home, be safe.
Best wishes for you all.