Sudha Netralaya

Sudha Netralaya Services: eye examinations by up to date machines

"গ্লুকোমায় নেউরোপ্রোটেকশন"গ্লুকোমায় রেটিনার গ্যাংগ্লিওন কোষ মৃত্যু প্রক্রিয়াকে রোধ করার জন্য গবেষণা চলছে। এ লক্ষ্যে ভ্যা...
06/02/2025

"গ্লুকোমায় নেউরোপ্রোটেকশন"
গ্লুকোমায় রেটিনার গ্যাংগ্লিওন কোষ মৃত্যু প্রক্রিয়াকে রোধ করার জন্য গবেষণা চলছে। এ লক্ষ্যে ভ্যাকসিন তৈরির কাজও এগিয়ে। অ্যাপোপ্ টোসিস বা জেনেটিক্যালী সক্রিয় কোষ মৃত্যু প্রক্রিয়াকে রোধ করতে ড্রাগ তৈরির গবেষণা চলছে, যে ড্রাগগুলো যেকোন চাপে রেটিনার গ্যাংগ্লিওন কোষমৃত্যু প্রক্রিয়া রোধ করবে এবং অন্তচক্ষুচাপ কমাবার কাজও করবে।
-A handbook on Glaucoma ( in Bengali )
Page 152.
Dr. Sushanta Kumar Biswas.

06/02/2025

আগামী ২০ নভেম্বর থেকে শ্রী অঙ্গন ফরিদপুর এ প্রতি শুক্রবার এ সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত আমার চেম্বার এ রুগী দেখা শুরু হবে।
গত ২৪ মার্চ থেকে করোনার কারনে চেম্বার টি বন্ধ ছিল। সাধ‍্যমত নিয়ম মেনে সেবাদানের চেষ্টা করবো। রুগী সাধারণ এর আন্তরিক সহযোগিতা প্রার্থনা করি।
নিয়মাবলী-
১) রুগীর সাথে একজনের বেশী স্বজন কাম‍্য নয়।
২) চেম্বারে প্রবেশ মাত্র ওয়াস রুমে নিয়মমত হাত ধুয়ে, নতুন মাস্ক ও হ‍্যান্ড গ্লোবস পড়তে হবে।
৩) হাতে সময় নিয়ে আসতে হবে। কোন রকম তাড়াহুড়ো করা যাবেনা।
৪) আত্মীয়, পরিচিত জন, স্বজন বিজন সবার জন‍্য একই সেবা একই নিয়ম। সবাই আন্তরিকতার সাথে অনুভব করলে বাধিত হবো।

06/02/2025
লকডাউন, লকডাউন, লকডাউন****কী বিপদ! উপায় নেই। যত কষ্টই হোক মানতে হবে। করোনার ওষুধ নেই। কেবলই একথা সেকথা।  নিজেকে নিরাপদে ...
06/05/2020

লকডাউন, লকডাউন, লকডাউন****কী বিপদ! উপায় নেই। যত কষ্টই হোক মানতে হবে। করোনার ওষুধ নেই। কেবলই একথা সেকথা। নিজেকে নিরাপদে রাখা সুস্থ রাখাই বড় দায়িত্ব। মাসাধিক কাল অব‍্যাহত ভাবে টেলি-প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। জানিনা কবে, কিভাবে চেম্বারে বসবো, কি নিয়মে রুগী সাধারনকে সেবা দিতে পারবো। সারা মানবজাতি মহাসঙ্কটে। শুধু করোনা নয়, যে পরিবারে রুগী আছে তারা জানেন, চিকিৎসা সেবা এখন কি অবস্থায় আছে। এসব বিবেনায় নিয়ে, অতি সাবধানে আমার এই স্ট্যাটাস এ কিছু পরামর্শ দিতে চাই । এই সমূহ বিপদের দিনে আমার বন্ধুরা, তাদের মাধ্যমে রুগীরা যদি উপকৃত হয়, সেই আশায়।
A. এই অন্তহীন অলস অবসরে মোবাইল, ল‍্যাপটপ, তথা নেটে সময় একটু বেশিই যাচ্ছে। ফলে চোখে একটু শুষ্কতা, ডিসকমফোর্ট, একটু কাঁটা কাঁটা ভাব (ফরেন বডি সেনসেশন), একটু লাল । কিন্তু দৃষ্টিতে কোন সমস্যা নেই। একে বলা হয় কম্পিউটার ভিশন সিন্ড্রোম CVS. তবে এই সমস্যা সাধারণত ছোটদের হয়না। সাধারণত বড়দের হয়, তাদের জন্য --
১) Hypromellose .0.5% eye drop. ( Tear / Tearsol /Lubric eye drop ).
২) Carboxymethyl cellulose sodium eye drop.( Tear fresh liquigel,/ Tearon fresh,/ Drylief/
উপরের যে কোন একটা কিনে-
১ ফোটা করে দিনে ৪ বার দুচোখে দিবেন।
×. ×. ×. ×. ×. ×. ×. ×
B. চোখে পিচুটি আসে ( Discharge ), হালকা জল আসে (Watering ), একটু লাল। দৃষ্টিতে কোন সমস্যা নেই। তাহলে,
১) Moxifloxacin 0.5 %eye drop.
( Moxigen, /Optimox,/ Flomox, /Visomox, Cinagen,/ Moxquin eye drop) এর যে কোন একটি কিনে, 1 drop 4 times daily in both eyes. চলবে।
২) Tab. Fexofenadine 120 mg.( Fexo, Alagra, Alerfast, Fenofex)
1 tab once in the evening 10 days.
রুগীর বয়স ১২ বছরের নীচে হলে ট‍্যাবলেটের পরিবর্তে কোন একটার সিরাপ বয়স অনুযায়ী ব‍্যবহার করবেন।
*. *. *. *. *. *. *
C. পিচুটি, জল পড়া, লাল হওয়া সাথে চোখ চুলকায়, প্রচুর চুলকায়। অথচ এই সময়ে ২০ সেকেন্ড ধরে সাবান / সেনিটাইজার দিয়ে হাত না ধুয়ে চোখে হাত দেয়া মানা, সবাই জানেন। রুগীর বয়স ১২ বছরের বেশি হলে ***
১) Moxofloxacin eye drop এর যে কোন একটা,
I drop 4 times daily in both eyes.
২) Alcaftadin 0.25% eye drop ( Genacaft, Caftadin, Aladin eye drop) এর যে কোন একটা -
1 drop once daily in both eyes.
৩. Tab. Biltin 20 mg.
1 tab once daily in the evening 10 days.
বয়স ১২বছরের কম হলে এবং ০৩ বছরের বেশি হলে--
Alcaftadin এর পরিবর্তে Olopatadine 0.1% eye drop ( Lopadine/ Aladay / Alacot / Olofix eye drop). 1 drop 2 times daily in both eyes.
Tab Biltin এর পরিবর্তে Syp Alaga/Fexo বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করে খেতে হবে।
*. *. *. *. *. *
D. চোখে হালকা আঘাত পেয়েছেন ঘরে থাকা অবস্থায় , চোখে জল আসে, চোখ একটু লাল, একটু পিচুটি আসে, দৃষ্টি তে সমস্যা নেই, ব‍্যথা নেই। তাহলে-
প্রেসক্রিপশন নম্বর ~ 'B' ফলো করুন।
আঘাতটা যদি কৃষি কাজে পেয়ে থাকেন, তাহলে -
প্রেসক্রিপশন B এর ওষুধের সাথে
Natagen eye drop, ১ ফোটা দিনে চার বার আঘাত পাওয়া চোখে দিবেন।
×××××××××××××××××××
E. ছোট্ট বাবু, বয়স ১ দিন থেকে *****, চোখে জল আসে, তা হলে Tobramycin 0.3% Eye drop ( Tobracin, T mycin, Tobrabac, Gentob, Torcin,Cinarex ). যেকোন একটা কিনে, ১ফোটা করে দিনে ৪বার দুচোখে দিবেন।
যদি জলের সাথে পিচুটি/কেতর আসে তবে,
Moxifloxacin 0.5% eye drop ( Moxigen, Optimox, Visomox, Flomox, Moxquin eye drop ).
যে কোন একটা কিনে ১ফোটা করে দিনে ৪ বার দুচোখে দিবেন।
**************************
F. যদি হাঁচি, কাশি, ব‍্যথা, জ্বর বা করোনা রুগীর সংস্পর্শ পেয়ে থাকেন সে অনুযায়ী ব‍্যবস্থা নিন।
×××××××××××××××××××
G. হঠাৎ দৃষ্টি কমে গেল, হঠাৎ প্রচণ্ড ব‍্যথা সাথে চোখ লাল হয়ে গেল। জরুরী চক্ষু সেবাদানকারী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন।
যদি কারো সমস্যা প্রেসক্রিপশন A, B, C, D, E, F, G কভার না করে , তা হলে কমেন্টে লিখুন। সাধ‍্যমত চেষ্টা করবো পরামর্শ দিতে।
এই পরামর্শ করোনাকালীন পরিস্থিতি পাড়ি দেবার জন‍্য মাত্র। আমার চক্ষুসেবাদানকারী বন্ধুরা কমেন্টে আরও পরামর্শ দিলে আমাদের রুগী সাধারণ উপকৃত হবেন, আমারও ভালো লাগবে।
Take care, stay home, be safe.
Best wishes for you all.

সুধা নেত্রালয়ের পাঁচ বছর পূর্তি হল। সহসা ছোট্ট আয়োজন। সভাপতিত্ব করেন মাসীমা, শ্রীমতি অঞ্জলী বালা, প্রধান অতিথি এ্যাডভো...
15/04/2019

সুধা নেত্রালয়ের পাঁচ বছর পূর্তি হল। সহসা ছোট্ট আয়োজন। সভাপতিত্ব করেন মাসীমা, শ্রীমতি অঞ্জলী বালা, প্রধান অতিথি এ্যাডভোকেট রুমা বিশ্বাস। সঞ্চালক আমি নিজেই। বিভিন্ন কোম্পানির প্রতিনিধি রা সামনে উপস্থিত। তাদের দুজন বক্তব্য রাখেন। প্রধান অতিথির পর আমি একটু স্মৃতি চারণ করলাম। সভাপতি র বক্তব্য শেষে কেক কাটা। কেক, মিষ্টি, তরমুজ চানাচুর দিয়ে আপ্যায়ন। সারাদিন রুগী দেখা ও ওটি নিয়ে ব্যস্ত। কখন কি হলো, বুঝতে পারলাম না। পুরো অনুষ্ঠান এ স্বর্গদীপের ব্যস্ততার অন্ত ছিল না। জেনেছি অনুষ্ঠানের প্রধান অতিথি আমার সহকারী দের সহযোগিতা য় এই আয়োজন করেছেন। আমি যার পর নেই মুগ্ধ।
সবার আশীর্বাদ প্রার্থী যেন -
সততার সাথে সুধা নেত্রালয়ের স্নেহাঞ্চল তলে বসে মানুষের সেবায় জীবনের বাকি দিনগুলো কাটিয়ে যেতে পারি।

অপারেশন এর সাতদিন পর রুগী ফলোআপে এলেন। সাথে আরো কয়েকজন। সতেজ, হাসিখুশী। শুধু আমি ভয়ে। কেমন দেখছেন ? জিজ্ঞেস করতে পারছি ন...
18/07/2018

অপারেশন এর সাতদিন পর রুগী ফলোআপে এলেন। সাথে আরো কয়েকজন। সতেজ, হাসিখুশী। শুধু আমি ভয়ে। কেমন দেখছেন ? জিজ্ঞেস করতে পারছি না। এক পর্যায়ে নিজেই বললেন, ডাক্তার বাবু আপনি যাই বলেন, আমি কিন্তু ভালো দেখছি। এমন থাকলে এ জীবনে আমার দুঃখ থাকবে না।****
পরীক্ষা করে দেখি তার দৃষ্টি শক্তি মাত্র 6/60।প্রথম দর্শনে আমি বলেছিলাম, অপারেশন করতে পারি। কিন্তু অপারেশন এর পর কিছু ই দেখবেন না। যদি দেখেন, ত বুঝবেন তা মালিকের দান। আমরা ডাক্তার রা ভুল করলে কতজন কত কথা বলেন। এখানে দেখি মালিক আপনার চোখে ভুল করে অনেক কিছুই দেননি। এখন কার দোষ ? ****
রুমে হাসির রোল পরে গেল। যাহোক রুগী বলেছিলেন, না স‍্যার অপারেশন হব বলেই এসেছি।***** সাত দিন পর এসে উচ্ছ্বসিত রুগীটি সবার সামনে বললেন, আজ আসল কথা কই ****।
তিনি এক চোখে ছানি অপারেশন করে লেন্স বসিয়েছেন। কিছু ই দেখেন না। অন্য চোখ নিয়ে বিদেশ থেকে আগত ডাক্তার এর কাছে কোন আই ক‍্যাম্পে গিয়েছিলেন। ডাক্তার চোখ পরীক্ষা করে বলেছিলেন, গো টু ঢাকা। রুগী বলেছিলেন, স‍্যার আমার গো টু ফরিদপুর ও যাবার পয়সা নেই। গো টু ঢাকা করবো কী করে ?*****
এর পর গেলাম এক দরদী , মায়া মমতায় আচ্ছন্ন চক্ষু চিকিৎসকের কাছে। বললেন, বাপুরে তোমার যদি একটু জমিজমা থাকে দুএক কাঠা বেচে দূরে ভালো কোথাও গিয়ে চিকিৎসা নিয়ে এসো। আমি বললাম , আমার পেট চলেনা, আপনি কী বলেন স‍্যার ?
এরপর গেলাম, খুব নাম করা বড় হাসপাতালে। তেনারা চোখ পরীক্ষা নিরীক্ষা করে বললেন, তোমার চোখে বসানো র মত লেন্স এখানে পাওয়া যায় না। অন্য কোথাও *****। মনে হলো, এ জীবনে আর বুঝি দেখা হলোনা। এর পর রামাশ্রয়ের মাধ্যমে এই স‍্যার (আমি) এর কাছে এলাম। এই স‍্যার এর সাহস দেখে আমি অবাক। উনি না করলেন না। মালিকের উপর অনেক ভক্তি। তা ছাড়া আসার আগে ও স‍্যার সম্পর্কে অনেক শুনেছি। তাই রাজি হয়েছি। হাতেনাতে ফল পেয়েছি।****** আমার চোখের কোনা ততক্ষনে চিক্ চিক্ করে উঠেছে।
ভাবছি, বিজ্ঞান কত এগিয়ে ! আমরা কোথায় দাঁড়িয়ে ?
এই আমি ঝুঁকি না নিয়ে যদি এড়িয়ে যাবার পথ ধরতাম এই অসহায় মানুষ টি হয়তো জীবদ্দশায় এই পৃথিবীর রূপমাধুরী থেকে বঞ্চিত হত। এই অপারেশন এ তার একটি টাকাও খরচ হয়নি।
ইউরোপ আমেরিকার হাতছানি দুপায়ে দলে আমার দুখিনী বাংলামায়ের বুকে ফিরে আসা কিছু টা হলেও সফল হয়েছে বলে আমি মনে করি।
আর কত দিন আর কতদূর এভাবে দৃপ্ত পায়ে অদম্য গতিতে এগিয়ে যেতে পারবো ,জানিনা।
সকল বন্ধুর শুভেচ্ছা প্রার্থী।
জন্ম আমার ধন‍্য হলো মা গো **********

ছানি অপারেশনে ব‍্যর্থতার দায় -৪      (পূর্ব প্রকাশিতের পর )একটা অপারেশন সম্পন্ন করতে কতগুলো কাজ করতে হয়।১। রুগীর শারীরিক...
08/04/2018

ছানি অপারেশনে ব‍্যর্থতার দায় -৪

(পূর্ব প্রকাশিতের পর )

একটা অপারেশন সম্পন্ন করতে কতগুলো কাজ করতে হয়।
১। রুগীর শারীরিক অবস্থা বিবেচনা য় কতকগুলো প‍্যাথলজিকেল টেস্ট করতে হয়।
২। রুগীর চোখে অপারেশন করা যাবে কি না এ মর্মে মেডিসিন বিশেষজ্ঞ এর অনুমতি নিতে হয়।
৩। অপারেশন থিয়েটার রেডি করতে হয়।
৪। বিভিন্ন সীট ও ইন্সট্রুমেন্ট স্টেরিলাইজ করতে হয়।
৫। অপারেশনের সময় কতকগুলো ওষুধ ব‍্যবহার করতে হয়।
৬। সহকারী র সাহায্য নিতে হয়।
অপারেশন কর্ম বাদে এই গুরুত্বপূর্ণ কাজ গুলো র একটাও সার্জন নিজ হস্তে করেন না। অথচ এগুলো তৈরী, যথাযথ ভাবে সংরক্ষণে কোনো ত্রুটি থাকলে অপারেশনের ফলাফলে অনিবার্য ব‍্যর্থতাই শুধু নয়, পরবর্তীতে চোখ তুলে ফেলা র প্রশ্নও উঠতে পারে।
তাছাড়া অপারেশনের টেবিলে কত সমস্যা হতে পারে যার সমাধান সার্জন ও তার টিমকে ই করতে হয়। কখনো বা তার সফল সমাধান আদৌ সম্ভব নয়- নামে তিনি যতবড় সার্জন ই হোন না কেন।
যে সম্ভাব্য অঘটন গুলো নিয়ে আলোচনা হলো, শতকরা হিসেবে এর সংখ্যা খুবই কম। তাই ছানি অপারেশনে নিরুৎসাহিত হবার কোনো কারণ নেই।
চোখে ছানি এলে এক বা একাধিক সার্জনের পরামর্শ নিয়ে পছন্দ মত সার্জন দ্বারা অপারেশন করাতে হবে।
চোখের আলো ফিরিয়ে আনতে হবে। সুন্দর করে বাঁচার জন্য, শেষ পর্যন্ত সুন্দর এই পৃথিবী কে দেখে যাবার জন্য। সার্জন ঈশ্বর নন। দৃষ্টি ফিরিয়ে দেবার সর্বময় ক্ষমতা তার হাতে নয়।
এ কাজে তিনি একজন ভাগ‍্যবান উপলক্ষ‍্য মাত্র।
তাই তাকে কোনো দোষে দোষী করার আগে পুরো বিষয়টি আন্তরিক ভাবে বিবেচনায় অবশ্যই নিতে হবে।

যত অপ্রীতিকর ঘটনা ই ঘটুক না কেন, ইস্পাত দৃঢ় শততা, রুগীর প্রতি সীমাহীন মমতা আন্তরিক সহানুভূতি এবং অবিচল ধৈর্য ধারন করে,
সকল ব‍্যথা অপমান দুপায়ে দলে সার্জন কে সামনেই এগোতে হবে। তার থামতে মানা। অন্ধকার সরিয়ে আলো আনাই যে তার জীবনের সবচেয়ে বড় অঙ্গীকার।
(সমাপ্ত)।

সুধানেত্রালয় প্রায় বিশ বছর ধরে প্রচার চালাচ্ছে  -" স্কুলে দেবার আগে আপনার শিশুর চোখ পরীক্ষা করান, যদি না করিয়ে থাকেন তাহ...
31/10/2017

সুধানেত্রালয় প্রায় বিশ বছর ধরে প্রচার চালাচ্ছে -
" স্কুলে দেবার আগে আপনার শিশুর চোখ পরীক্ষা করান, যদি না করিয়ে থাকেন তাহলে সত্বর পরীক্ষাটি করিয়ে নিন। "
এ প্রচারের কথাটি কেউ মানেনা। দু একজন রুগী কালে ভদ্রে চেম্বারে টাঙানো প্রচার দেখে, কেনো পরীক্ষা দরকার জেনে করিয়ে থাকেন। তাদের উৎসাহিত করার জন্য পাঁচবছরের কমবয়সী শিশুদের সিরিয়ালে নাম লিখাতে হয় না। পরামর্শ ফি ৬০%।
স্কুল কথাটি আসায় অনেকেই ভাবেন পড়ার চাপের জন্য হয়তো ডাক্তার বাবু চশমা নিতে বলেছেন। বাস্তবে মোটেও তা নয়।
জন্ম নেবার পর তার স্বজনরা যেমন আনন্দের জোয়ারে ভাসেন, ছোট্ট বাবুটিও এই সুন্দর পৃথিবীর রূপ- রস-গন্ধ- শব্দ-স্পর্শে ওর তনু- মন-প্রাণ আনন্দে উদ্বেলিত হয়। মায়ের ওমে, স্বজনদের শুভ কামনায় ও নিজেকে হিরোদের হিরো মনে করে।
কম দেখুক আর যাই দেখুক, ও ভাবে ওর চেয়ে সুন্দর এ পৃথিবীর আর কেউ দেখে না। আমি বাস্তবে জন্মান্ধ শিশুকে মায়ের কোলে হাসতে দেখেছি। দুনিয়ার সবই ওর কাছে সুন্দরতর মনে হয়।
বাস্তবে সে কেমন দেখে, না স্বভাবিক দেখে তা পরীক্ষার পরই কেবল ডাক্তার বাবু বলতে পারেন, আর কেউ না।
একবার এক পাত্র বিয়ের আগে চোখ দেখাতে এসেছেন। পরীক্ষা করে দেখি, এক চোখে দৃষ্টিশক্তি শতভাগ, অন্য চোখে আলো বুঝতে পারে, কিন্তু কিছুই দেখে না। পরীক্ষা করে দেখি চোখে কোন ত্রুটি নেই।
বলতেই রুগী বললেন, ত্রুটি নেই, দেখি না কেন?
উত্তর -
আপনার চোখ অলস। কোন চিকিৎসায়ই আর আলো আসবে না। এই সমস্যাটা যদি ৭-৮ বছর বয়সের মাঝে ধরা পড়তো, তাহলে চিকিৎসায়ই পূর্ণ সুস্থ হতে পারতো। যাদের ক্ষীনদৃষ্টি তা এসময়ের মধ্যে যথারীতি চশমা না নিলে চোখ টেরা ( Divergent squint) হবে, দূরদৃষ্টিসম্পন্ন হলে বিনে চশমায় Convergent squint হবে। যথাযথ চিকিৎসা না হলে ভবিষ্যৎ জীবনই এলোমেলো হয়ে যাবে।
আমাদের দেশে ক্যাডেট স্কুল/ কলেজে ভর্তি হতে চোখের রিপোর্ট দরকার হয়। উচ্চ শিক্ষা, চাকরিতেও লাগে। কিন্তু সে পর্যন্ত যেতে চোখই যদি অকেজো হয়ে যায় তা হলে এতটাকা, সময় শ্রমদিয়ে পড়াশুনো করে লাভ কী?????
আমাদের দেশে বিনে পয়সায় সকল ছাত্র ছাত্রী কে পাঠ্য বই দেয়া হয়।
বৃত্তি র পরিমানও কত বেড়েছে!
আমাদের বিভাগীয় হাসপাতাল আছে। জেলা শহরে হাসপাতাল আছে।
মেডিকেল কলেজের সংখ্যাও কম নয়।
মানি উপজিলা হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ নেই।
কিন্তু সামান্য দৃস্টি শক্তি পরীক্ষার ব্যবস্থা ও চিকিৎসার আয়োজন ঐ সব হাসপাতালে আছে নামমাত্র খরচে। দেশে চক্ষুচিকিৎসকের সংখ্যা অপ্রতুল হলেও হাসপাতালে সেবার পাশাপাশি প্রায় শতভাগ চিকিৎসক প্রাইভেট প্রক্টিস করেন। দেশের সকল উপজিলা পর্যায়ে এখন চোখের ডাক্তার পাওয়া যায়।
এতকথা বলার উদ্দেশ্য হলো, স্কুলে দেবার আগে বাবুর চোখ পরীক্ষা এখন মোটেও জটিল নয়।
এখন দরকার প্রচার। সরকারের পক্ষ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্টানে নির্দেশ পাঠানো, চোখ পরীক্ষা ছাড়া কোন শিশুকে স্কুলে ভর্তি করা হবে না।
আমাদের বর্তমান সরকার যে সব কঠিন কাজ করে উন্নয়নের হাইওয়েতে অবস্থান করছেন, তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চেয়ে এ কাজটি হাতে নিতে পারেন। আমার আকুল আবেদন। কোন শ্রম নেই, অর্থ খরচ নেই।
আমাদের ফরিদপুরের জেলা প্রশাসক, জনাব Umme Salma Tanzia যিনি দৃপ্তপায়ে প্রসংশনীয় সাফল্যের সাথে এগিয়ে চলেছেন, যদি সরকারি আইনকানুনে কোন সমস্যা না থাকে, তাহলে
ফরিদপুর জেলা দিয়েই শুরু হোক না। আমি নিশ্চিত তা সারা দেশে ছড়িয়ে পড়বে।
সুধা নেত্রালয় আকুল আবেদন জানাচ্ছে ,
স্কুলে ভর্তির আগে শিশুর চোখ পরীক্ষা করান, তা করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিন, অযথা ভবিষ্যতে শিশুটি তার যোগ্য পাওনা এমনকি সরকারি চাকরি থেকে বঞ্চিতও হতে পারে যা আমরা কেউ চাই না।

জন্ম আমার ধন্য হলো মাগো *******আজ সকাল ১১টা থেকে রাত সাতটা পর্যন্ত মধুখালীর নরকোনা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে রামাশ্রয়, সত্...
22/09/2017

জন্ম আমার ধন্য হলো মাগো *******
আজ সকাল ১১টা থেকে রাত সাতটা পর্যন্ত মধুখালীর নরকোনা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে রামাশ্রয়, সত্যনারায়ণ মন্দির, চকবাজার ফরিদপুর কর্তৃক আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখলাম**** ক্লান্তির শেষ নেই। মাঝে মাঝে চা, নাস্তা, দুপুরের খাওয়া সবই রামাশ্রয় থেকে পরিবেশিত হয়েছে। রামাশ্রয়ের স্বর্গীয় রামবাবুর পুত্রবধুর নেতৃত্বে তাঁর ও আমাদের টীমের আন্তরিকতায়, স্থানীয়দের সহৃদয় সহযোগীতায় বিরামহীন শ্রমের দিনটি সক্রিয় বিশ্রামে পরিনত হয়ে গেলো।
ক্যাম্পে মেডিক্যাল দিকটা সামলেছেন ফরিদপুরের সনামধন্য চিকিৎসক ডা সুনীল কুমার চক্রবর্তী। তাঁকে সহযোগীতা করেছেন অনুজ ডা, নিলয় পোদ্দার। সকল কর্মকান্ডের রূপকার সকলের পরিচিত প্রিয়পাত্র স্বর্গীয় রামদাদার বিশ্বস্ত সঙ্গী প্রোকৌশলী প্রলয় সাহা।
স্কুলের বারান্দায় দাঁড়ালে যে নয়নাভিরা দৃশ্য চোখে পরে তা হৃদয় পাগল করে। সত্যি এস্মৃতি মনে রাখার মত। স্কুলের পেছনে বহমান " পুশসলী নদী ", ততটা গভীর নয়। সেখানে ভেসালে মাছধরার দৃশ্য চোখে পড়ে।********
সকলকে অশেষ ধন্যবাদ আর অভিনন্দন জানাই।
স্বর্গীয় রামদাদার পুত্রবধুকে আমি " মা লক্ষী " বলে ডাকি। এত বড় কর্মযজ্ঞ যে সুনিপুন হাতে সার্বক্ষণিক সক্রিয় পদচারনায় আর আন্তরিকতায় সফল করে তুললেন, তাতে বুঝলাম এ নামটা দেয়া আমার ভুল হয়নি।
রামাশ্রয় আয়োজিত আর্তপীড়িতের এ সেবা যুগে যুগে যেন আরও প্রসারিত হয়- এ প্রার্থনা করি।

A new Autorefractokeratometer from Carl Zeiss Meditec is installed in Sudha Netralaya.
19/07/2017

A new Autorefractokeratometer from Carl Zeiss Meditec is installed in Sudha Netralaya.

Address

30/2 Ambika Sarak
Faridpur

Telephone

008801711459659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudha Netralaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram