26/08/2025
আত্মপক্ষ সমর্থন করার প্রয়োজন বোধ করিনা ;
নেতা, রাজনীতিবিদ
রাষ্ট্র চালক, প্রশাসক, আইনজীবী, আমজনতা, মজদুর, সাংবাদিক, ড্রাইভার, শিক্ষক, নার্স, ওয়ার্ডবয়, ক্লিনিক মালিক, এমনকি চিকিৎসক রাও
বারবার স্টেটমেন্ট বা বক্তব্য দিয়ে আমজনতাকে চিকিৎসকদের বিপরীতে দাঁড় করিয়েছে বারবার ---
একটা থার্ড ওয়ার্ল্ডের সবকিছুই তৃতীয় ক্যাটাগরির হবে স্বাভাবিক,
সেখানে, শিক্ষা, যোগাযোগ, খাদ্য, বাসস্থান, পানি, স্যানিটেশান জীবনের নিরাপত্তা সবকিছুই তৃতীয় ক্যাটাগরির হবার পরেও শুধু চিকিৎসা প্রথম শ্রেণির চাওয়াটা ঠিক যৌক্তিক মনে হয় না কখনো কখনো কখনো ---
দেশের চিকিৎসা সেবা নিয়ে আমারও কিছু অবজেকশান আছে ----
আরো ২০-৫০ বছর আগে চিকিৎসক রা মোটামুটি আনুমানিক রোগ ডায়াগনোসিস করে চিকিৎসা দিতেন কারণ তখন ইনভেস্টিগেশন টুল এতটা প্রতুল ছিলো না।
আগে রোগের সিম্পটম দেখে চিকিৎসা করা হত।
ফলে টেস্ট নির্ভরতা কম ছিলো।
এখন রোগের ব্যপ্তি বেড়েছে, একই সিম্পটম নিয়ে অনেক গুলা জটিল রোগ আসতে পারে,
সেটা এক্সক্লুড করে ট্রিটমেন্ট দিতে গেলে অনেক জটিল রোগ এমনকি ক্যান্সার ডায়াগনোসিস হবেনা ঠিক মত।
ফলে অপমৃত্যু হবে।
অনেক অপ্রতুলতার মধ্যেও শিশুমৃত্যু মাতৃমৃত্যু অনেক কমেছে।
এক্সিডেন্টাল মৃত্যু কাউন্টে না নিলে গড় আয়ুও বেড়েছে ---
সেটা কি আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সফলতা নয়?
সেটাকে কেউ এপ্রিশিয়েট করবে না ---
জেলা পর্যায়ে মাত্র দশ টাকায় প্রফেসর কে দেখানো সম্ভব আউটডোরে,
মাত্র ২৫ টাকায় ইনডোরে ভর্তি থাকা যায়,
সব কিছু না পাওয়া গেলেও জরুরি কিছু দামী ইনজেকশনও পাওয়া যায় ফ্রিতে। টেস্ট রিপোর্ট ও করা যায় অনেক সস্তায়।
সস্তায় জিনিস পেতে ঝক্কি কিছুটা পোহাতে হবেই ---
আমাদের মেডিকেল কলেজের ক্যাপাসিটি ৫০০ হলে ভর্তি থাকবে ১৫০০ তাহলে সাপ্তাহিক ঔষুধ শেষ হবে ২-৩ দিনে।
৫০০ সিটকে টেনে ১৫০০ বানিয়ে সবাইকে বেড দেয়া সম্ভব না।
৫০০ সিটের যে ক্যাপাসিটি করা হয়েছে সেটা আবার ২৫০ বেডের সমতুল চিকিৎসক নার্স ও অপ্রতুল আয়া বা ওয়ার্ড বয় নিয়ে চলছে!
ওয়ার্ড এর আউটডোরে ৩০০-৪০০ রোগি আসলে আপনি কত মিনিট ধরে রোগি দেখিতে পারবেন?
তবুও কি নির্দিষ্ট সময়ের মধ্যে কাউকে ফিরিয়ে দেয়া হয় না অন্য অফিসের মত যে আজ না কাল আসেন।
সাধ্যের অতিরিক্ত কাজ কোন অফিস করে?
আমি শুনেছি প্রায় ৪০ লাখ কেইজ ট্রায়ালে আছে কোর্টগুলাতে,
সেটা কি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চলছে?
যাস্টিস কি জরুরি নয় দেশের জন্যে?
দেশের থানা কি রাষ্ট্রের জঞ্জাল পরিস্কার করতে পেরেছে?
রাষ্ট্রের হাইওয়ে গুলাতে কি মানুষ জীবনের নিরাপত্তা পাচ্ছে?
আপনার দৈনিক মেডিসিন লাগে না কিন্তু মিনিমাম ৩ বেলা খাবার লাগে সেটা কি ভেজাল ছাড়া পাচ্ছেন?
আপনার ইলেক্ট্রিক ডিভাইস কি ঠিকঠাক সার্ভিস দিচ্ছ?
আপনি কি আপনার শিক্ষা নিয়ে সন্তুষ্ট?
আপনি কি আপনার ড্রেস ন্যায্য দামে কিনতে পারছেন?
আপনাকে কি বেশি চার্জে মেয়াদহীন বাসে ঝুলে অফিসে যেতে হয়না জীবনের ঝুঁকি নিয়ে?
আপনি কি শব্দ দূষণে অতিষ্ঠ হন না?
আপনি কি আপনার পয়ঃনিষ্কাশান বা রাস্তার পাশের বর্জ্যের গন্ধে পুলকিত হন?
আপ্নি কি ভূমি অফিস বা বিআরটিএ বা পাসপোর্ট অফিসে প্রথম শ্রেণির সার্ভিস পান?
আপনি কি টাকা ছাড়া বা ঘুষ ছাড়া অন্য পেশা থেকে সব সময় ন্যায্য সেবা পান?
কোন দোকানি বা রিক্সা চালক আপনাকে মার্সি করেছে?
আপ্নারা কি আপনাদের বেতনের ১% টাকা দিয়ে গরীবদের জন্য পুওর ফান্ড করেছেন?
আপ্নারা কি নিজের রক্ত একব্যাগ দিয়ে অপারেশান করে রোগিকে বাঁচিয়েছেন ফ্রিতে?
কিছু হইলেই অযৌক্তিক টেস্ট,
কমিশান, কোম্পানি গিফট ইস্যু টেনে ডাক্তারদের সম্মানহানির চেষ্টা কি শোভনীয় সব সময়?
আপ্নারা আপনাদের নিজ নিজ যায়গা গুলো পরিস্কার রাখেন, দেশ বদলাবে।
ইন্ডিয়ার চিকিৎসা খরচ আর বাংলাদেশের চিকিৎসা খরচের তুলনা করেন, টেস্ট কারা বেশি দেয় যাচাই করেন।
কমিশান কি ব্যাংকার বা বই বিক্রেতা পায় না?
আপনি নিজ চোখে কতজন চিকিৎসক এর কমিশান পেতে দেখেছেন?
ল্যাবে রোগি কে আনে?
ডাক্তার না দালাল?
কমিশান খেলে সেটা কে খায়?
ঔষুধ কোম্পানি আমাদের ইনিফো না জানালে প্রোডাক্ট কিভাবে জানবো?
টেলিভিশন এ কি লাক্স, হরলিক্স, বা জিলেটের বিজ্ঞাপন দেয়না?
এতে কি ওইসব প্রোডাক্টের দাম বাড়ছেনা?
দিন শেষে বাংলাদেশের সমস্যা একটাই
"যত দোষ ডাক্তারঘোষ "---
ফুলস্টপ।।
Emtiaz Orko