Farazi Homeo Hall

Farazi Homeo Hall One of the Leading Homeopathic Clinic In Narayanganj.

29/09/2023

Cerebral Atrophy's Patient Followup after 5days!
Farazi Homeo Hall DrQamar Abbas Bhachar Rumana Ruma
One of the best Homeopathic clinic in Narayanganj.Our mission to serve best to humanity.

Treatments Without Operation ✨✅ Kidney stone✅ Tonsilitis ✅ Nasal polyp✅ Uterine Fibroid✅ Corn✅ Boils                    ...
15/09/2023

Treatments Without Operation ✨
✅ Kidney stone
✅ Tonsilitis
✅ Nasal polyp
✅ Uterine Fibroid
✅ Corn
✅ Boils

Obesity or overweight today's life big problem. we intake high calorie food.A calorie is a unit of energy. In nutrition,...
15/09/2023

Obesity or overweight today's life big problem. we intake high calorie food.
A calorie is a unit of energy. In nutrition, calories refer to the energy people get from the food and drink they consume, and the energy they use in physical activity.
Your Basal Metabolic Rate (BMR) is the number of calories you burn as your body performs basic (basal) life-sustaining function.intake high calorie food. we intake high calorie food. But we are not doing burn calories.

For Homeopathic Consultation Vist Farazi Homeo Hall Rasulpur Pagla Narayanganj.

01635-393615

Farazi Homeopathic Hall
01/08/2023

Farazi Homeopathic Hall

24/05/2023

Urinary tract infection বা, মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) এবং হোমিওপ্যাথিক চিকিৎসা:_______________________________________...
23/05/2023

Urinary tract infection বা, মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) এবং হোমিওপ্যাথিক চিকিৎসা:
___________________________________________

প্রস্রাবে জ্বালাপোড়া,বা বারবার প্রস্রাব হওয়া অথবা প্রস্রাবের বেগ ধরে রাখতে পারছেন না এরকম সমস্যা দেখা দিলে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে শতভাগ সম্ভাবনা আছে আপনি হয়ত মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই (UTI) এ ভুগছেন। পুরুষরা এ সমস্যায় পড়েন না তা নয়, তবে মহিলাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি। আর বিশ্বব্যাপী এ সমস্যা এখন মাত্রা ছাড়িয়ে গেছে।
মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই হল মুত্রতন্ত্রের একটি সংক্রামক রোগ। আমাদের দেহ থেকে তরল বর্জ্য পদার্থ বের হওয়ার জন্য দেহে যে পদ্ধতি বা সিস্টেম রয়েছে সেটাকেই মুত্রতন্ত্র বা ইউরিনারি ট্র্যাক্ট (urinary tract) বলে। যদি কোন কারণে জীবাণু এই তন্ত্রে আঘাত হানে তাহলেই মুত্রতন্ত্রে ব্যাঘাত ঘটে আর এই অবস্থাকেই মূত্রতন্ত্রের সংক্রামক রোগ বা ইউটিআই হয়েছে বলা হয়। ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাস এরা সবাই এ রোগের জন্য দায়ী থাকলেও ব্যাকটেরিয়াই বেশীরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী।

Urinary tract infection বা, মূত্রনালীর সংক্রমণ এর লক্ষণঃ
______________________________________________

মূত্রনালীর সংক্রমণ রোগের লক্ষণ রোগীর বয়স এবং লিঙ্গের উপর নির্ভর করে ভিন্ন রকম হতে পারে। তবে কিছু কমন লক্ষণ আছে যেমন-

✓ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, কিন্তু কোনবারই যথেষ্ট পরিমাণ প্রস্রাব হবে না।

✓প্রস্রাব করার সময় তীব্র ব্যথা এবং জ্বালাপোড়া অনুভব হবে।

✓শরীর দূর্বল হওয়া, পিঠের নিচের দিকে বা তলপেটে প্রচন্ড ব্যথা অনুভূত হওয়া।

✓ঘোলা ও দূর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া বা কখনো কখনো প্রস্রাবের সাথে রক্ত যাওয়া।

✓প্রস্রাবে জ্বালাপোড়া ভাবের সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।

✓প্রস্রাব আটকে রাখতে না পারা।

✓ছোটদের ক্ষেত্রে ডায়ারিয়া, জ্বর, খেতে না চাওয়া ইত্যাদি নানা উপসর্গ দেখা যায়।

ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। কারণ মেয়েদের মূত্রনালী জন্মগতভাবে পুরুষদের তুলনায় অনেক ছোট এবং মলদ্বারের খুব কাছাকাছি। তাই ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করে এবং জীবাণু মূত্রথলি এবং কিডনির উপর প্রভাব বিস্তার করে।

Urinary tract infection বা, মূত্রনালীর সংক্রমণ এর কারণ:-
__________________

✓মেনোপজ-এর পর ইস্ট্রোজেন-এর ক্ষরণ কমে যায়। ইস্ট্রোজেন মূত্রনালির সংক্রমণে বাধা দেয়। মেনোপজ-এর পর সেই সম্ভাবনা একদম থাকে না। ফলে সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়।

✓অনেকক্ষণ যাবত প্রস্রাব আটকিয়ে রাখলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টেলিভিশন দেখার সময়, বাসে ট্রেনে যাতায়াত করার সময় বা জরুরী মিটিং-এর সময় অনেকেই প্রস্রাব আটকিয়ে রাখেন যা একদমই উচিত নয়।

✓যৌনসঙ্গীর ইউটিআই থাকলে শারীরিক মিলনের সময় অন্য সঙ্গীও সংক্রমিত হতে পারেন।

✓পারসোনাল হাইজিন বা নিজস্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে না চললে ইউটিআই হতে পারে।

✓যদি কারো কিডনি অথবা মুত্রথলিতে পাথর থাকে তবে তা স্বাভাবিক মূত্রত্যাগে বাধা প্রদান করে। এর ফলেও ইনফেকশন হতে পারে।

✓ডায়াবেটিস, প্রেগন্যান্সি বা অন্য কোন রোগে যদি রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে থাকে তাহলে ইউটিআই হতে পারে।

✓অনেক সময় অপারেশনের আগে বা পরে রোগীদের ক্যাথেটার পড়ানো হয়। যে ব্যক্তি স্বাভাবিকভাবে মূত্রত্যাগ করতে পারেন না ক্যাথেটার দিয়ে পাইপের সাহায্যে তাঁদের মূত্র বের করা হয়। বেশিদিন ক্যাথেটার পরানো থাকলে খুব সহজেই তার ইউটিআই হতে পারে।

ইউটিআই-এর ফলে ঝুঁকি:-
_________________________
✓সঠিক সময়ে ঠিকমত চিকিৎসা না করালে একই সমস্যা বারবার হতে পারে।

✓মুত্রনালি থেকে ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

✓বারবার হলে কিডনি ঠিকমত কাজ করে না। যেখান থেকে পাইলোনেফ্রাইটিস-এর মতো জটিল সমস্যা দেখা দেয়।

✓গর্ভাবস্থায় ইউটিআই হলে সময়ের আগেই ডেলিভারি হয়ে যাওয়া, কম ওজনের বাচ্চা জন্ম দেয়া এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে।

✓অনেক সময় ইনফেকশনের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তা রক্তে ছড়িয়ে যেতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে।

Urinary tract infection বা, মূত্রনালীর সংক্রমণ থেকে বেঁচে থাকার উপায়:-
________________________________

✓প্রচুর পরিমাণে পানি পান করুন। দিনে কমপক্ষে ৮ গ্লাস বা অন্তত ৩ লিটার পানি পান করুন।

✓যখনই প্রস্রাবের বেগ আসবে সাথে সাথে প্রস্রাব করে ফেলুন, আটকিয়ে রাখবেন না।

✓পানির পাশাপাশি তরল খাবার যেমন ফলের জুস, ডাবের পানি ইত্যাদি বেশি বেশি পান করুন।

✓পাবলিক টয়লেট ব্যবহারের সময় খেয়াল রাখবেন সেটি পরিষ্কার কিনা। হাই কমোড ব্যবহারের সময় সেটা পানি দিয়ে ধুয়ে নিবেন, যদি সম্ভব না হয় তাহলে কমোডের উপর টিস্যু পেপার বিছিয়ে নেবেন এতে করে জীবাণু সহজে আপনার শরীরের সংস্পর্শে আসতে পারবে না।

✓একই কাপড় না ধুয়ে বেশিদিন পরিধান করা থেকে বিরত থাকুন। প্যান্টি নিয়মিত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ অনেকদিন যাবত না ধুয়ে ব্যাবহার করলে তাতে জীবাণু বাসা বাধে এবং সংক্রমণ করার সম্ভাবনা বেড়ে যায়।

✓প্রস্রাবের পর যৌনাঙ্গ ভালো করে ধুয়ে নিন। মনে রাখবেন, যৌনাঙ্গ পরিষ্কার করার সময় সবসময় সামনে দিক থেকে পেছনে যাবেন, পেছন থেকে সামনে নয়। তা না হলে মলদ্বার থেকে জীবাণু সামনে চলে এসে সংক্রমণের ভয় থাকে।

✓সহবাসের পরে অবশ্যই বাথরুমে যান। ব্লাডার খালি করে দেওয়াই ভালো। কেননা ইন্টারকোর্সের সময় ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সেখান থেকে বিভিন্ন ইনফেকশন হতে পারে। এছাড়াও সেক্সের সময় ব্যবহৃত গর্ভনিরোধ থেকেও সংক্রমণ হতে পারে।

✓সর্বপোরি পার্সোনাল হাইজিন বা ব্যক্তি জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ।

শতকরা ৬০ ভাগ মহিলা জীবনের কোন না কোন পর্যায়ে একবার হলেও ইউটিআই-এ আক্রান্ত হয়ে থাকেন। এই রোগটি সম্পূর্ণ ব্যক্তি জীবনের লাইফস্টাইলের উপর নির্ভরশিল। এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয় না। এতে প্রথম দিকে তেমন কোন সমস্যা না হলেও বারবার হতেই থাকলে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে যে কারো জীবনে। তাই সময় থাকতেই সচেতন হওয়া উচিত।

Urinary tract infection বা, মূত্রনালীর সংক্রমণ এ হোমিওপ্যাথিক চিকিৎসা:
________________________________________
হোমিওপ্যাথি রোগ নিরাময়ের সবচেয়ে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যক্তি স্বাতন্ত্র ও সদৃশ উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। এটি উপসর্গ ও জটিলতা মুছে ফেলে সম্পূর্ণ স্বাস্থ্য অবস্থায় রোগীর ফিরে যাবার একমাত্র উপায়। সদৃশবিধানের লক্ষ্য শুধু মূত্রনালী সংক্রমন চিকিৎসা নয়, তার অন্তর্নিহিত কারণ ও স্বতন্ত্র প্রবণতা মোকাবেলায়ও সহায়তা করে। স্বতন্ত্র ঔষধ নির্বাচন এবং চিকিৎসার জন্য, রোগীকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

___________________________________________

বি: দ্র: অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়া উচিত।

সেবা নিন সুস্থ থাকুন।।
____________________________
Dr.Qamar Abbas Bhachar
Msc(Public Nutrition)
B.H.M.S (University of Peshawar )
D.H.M.S (NCH Govt of Pakistan)
Ex.House Physician FHMC Pakistan

Dr.Rumana Qamar
MBA(Accounting)
B.H.M.S (Dhaka University)
D.H.M.S (Bangladesh Homeopathic medical College)
Ex.House Physician BHMC
👥 Farazi Homeo Hall
📗 West Rasulpur Near CSRM Narayanganj ,Dhaka.
☎ Contact : 01635-393615

KIDNEY STONEKidney stone also known as renal calculi or renal lithiasis are hard deposits made of minerals and salts tha...
23/05/2023

KIDNEY STONE

Kidney stone also known as renal calculi or renal lithiasis are hard deposits made of minerals and salts that form inside the kidneys.

CAUSES -

Kidney stones often have no definite,single cause, although several factors may increase the risk.

- Kidney stones are form when urine contains more crystal forming substances such as calcium, oxalate,uric acid.

TYPES OF KIDNEY STONES -

1) Calcium stone - Most kidney stones are calcium stones, usually in the form of calcium oxalate. Calcium stones may also occur in the form of calcium phosphate.

2) Struvite stones - Struvite stones form in response to an infection such as UTI. These stones can grow quickly and become quite large, sometimes with few symptoms or little warning.

3) Uric acid stones - Uric acid stones can form in people who don't drink enough fluids or who lose too much fluid,those who eat a high protein diet,and those who have gout.

4) Cystine stone - These stones form in people with a hereditary disorder that causes the kidney to excrete too much of certain amino acids.

SYMPTOMS -

- Severe pain in the side or back,below the ribs

- Pain that radiates to the lower abdomen or groin.

- Pain that comes in waves and fluctuates in intensity.

- Pain on urination

- Pink,red or brown urine

- Nausea and vomiting

- Cloudy or foul smelling urine

RISK FACTORS

- Family or personal history of stone

- Dehydration

- Being obese

- Digestive Diseases and surgery

- Certain diets - Eating a diet that's high in protein, sodium (salt),sugar.
Too much salt in your diet increases the amount of calcium your kidneys must filter and significantly increases your risk of kidney stone.

Dr.Qamar Abbas Bhachar
Msc(Public Nutrition)
B.H.M.S (University of Peshawar )
D.H.M.S (NCH Govt of Pakistan)
Ex.House Physician FHMC Pakistan

Dr.Rumana Qamar
MBA(Accounting)
B.H.M.S (Dhaka University)
D.H.M.S (Bangladesh Homeopathic medical College)
Ex.House Physician BHMC
👥 Farazi Homeo Hall
📗 West Rasulpur Near CSRM Narayanganj ,Dhaka.
☎ Contact : 01635-393615

14/05/2023


14/05/2023

Address

Bhangapul Near CSRM West-Rasulpur Pagla(Narayanganj)
Fatulla

Telephone

+8801635393615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farazi Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Farazi Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram