13/05/2022
আসসালামুয়ালাইকুম, আশা করি ভালো আছেন, যারা এফ এফ এ এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের জন্য শুভ কামনা, আপনারা অবগত আছেন ইতিমধ্যে এফ এফ এ, একজন অসহায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে পড়ালেখার খরচ ও তার পরিবারকে রমজানের কিছু বাজার করে দেয়, এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি স্বেচ্ছাসেবী অঙ্গ সংগঠন খুলে যার কাজ হচ্ছে মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করা, এবং এখন এফ এফ এ আরেকটি মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে , সেটি হচ্ছে এফ এফ এ এর অধীনে একটি সদকা তহবিল খোলা হয়েছে, যাতে এফ এফ এ এর প্রত্যেকটি সদস্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে, এবং এফ এফ এ এর তহবিল থেকেও কিছু পরিমাণ অর্থ সেখানে দেওয়া হবে, এবং আপনারাও যে যখন যা পারেন, তা এফ এফ এ এর সদকা তহবিল এ দেওয়ার মাধ্যমে মানুষের সহযোগিতা করে , আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন।
পবিত্র কুরআনে আছে
یَسۡـَٔلُوۡنَکَ مَا ذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلۡ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَیۡرٍ فَلِلۡوَالِدَیۡنِ وَ الۡاَقۡرَبِیۡنَ وَ الۡیَتٰمٰی وَ الۡمَسٰکِیۡنِ وَ ابۡنِالسَّبِیۡلِ ؕ وَ مَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۲۱۵﴾
তাইসিরুল কুরআনঃ তোমাকে লোকে জিজ্ঞেস করছে, তারা কী ব্যয় করবে? বলে দাও, সৎকাজে যা-ই ব্যয় কর, তা তোমাদের মাতা-পিতা ও নিকটাত্মীয়, ইয়াতীম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ কর, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত।
- সূরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ২১৫
তিনি আরো বলেন
اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ بِالَّیۡلِ وَ النَّہَارِ سِرًّا وَّ عَلَانِیَۃً فَلَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۷۴﴾ؔ
তাইসিরুল কুরআনঃ যারা নিজেদের মাল রাতে ও দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে থাকে, তাদের জন্য সেই দানের সওয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোন ভয় নেই, তারা চিন্তিতও হবে না
- সূরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ২৭৪
অপর আয়াতে মহান আল্লাহ বলেন
لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۹۲﴾
অর্থাৎ : কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন।
- সূরাঃ আল-ইমরান, আয়াতঃ ৯২
দান করা একটি মহান কাজ, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তাই সঠিক ব্যাক্তির কাছে আপনার দান করা অর্থ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান কাজ,
আমাদের কাছে দান পাঠানোর ঠিকানা
১/ আবু তৈয়ব, সভাপতি এফ এফ এ
বিকাশ- ০১৮৭৪৫৯৫২০৭
নগদ-০১৯৭৪৫৯৫২০৯
রকেট-০১৮৭৪৫৯৫২০৭
২/ আরমান, সাধারণ সম্পাদক এফ এফ এ
বিকাশ-০১৮৬৯৩৭৪৬১০
৩/ আবুল কালাম, কোষাধ্যক্ষ এফ এফ এ
বিকাশ-০১৮১৮৫১৬৪৯৪
৪/ শিবলু , সদকা তহবিল বিষয়ক সম্পাদক এফ এফ এ
বিকাশ-০১৯৭৩৯৭৭২১৫
অবশ্যই আপনার দান যার কাছে পাঠাবেন তার সাথে পূর্বে কথা বলে নিবেন, এবং পরে উক্ত ব্যক্তি থেকে রশিদ সংগ্রহ করে, শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন।
কোন অভিযোগ থাকলে , অভিযোগ পাঠানোর ঠিকানা
ই-মেইল- futurefortuneassociation@gmail.com
এবং লিখিতভাবে , সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট পাঠিয়ে দিবেন।
সভাপতি-০১৯৭৪৫৯৫২০৯
সহ-সভাপতি-০১৬১০৯৭৬৪২২
সাধারণ সম্পাদক-০১৬৯০১৮৭৩৮৭
ধন্যবাদ
ফিউচার ফরচুন এসোসিয়েশন