Remedeon

Remedeon ফেনীর প্রথম ই-ফার্মেসি, যা প্রেসক্রিপশন অনুযায়ী আপনার দোরগোড়ায় ঔষধ ও স্বাস্থ্য পণ্য পৌঁছে দেয়।

Remedeon হলো ফেনীর প্রথম ই-ফার্মেসি, যা প্রেসক্রিপশন অনুযায়ী আপনার দোরগোড়ায় ঔষধ ও স্বাস্থ্য পণ্য দ্রুততম সময়ে পৌঁছে দেয়। আমাদের অ্যাপ, ওয়েবসাইট, ফেসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ ও হেল্পলাইন নাম্বারে কল করে সহজেই আপনার প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্য পণ্য অর্ডার করুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্ডারকৃত ঔষধ ও অন্যান্য পণ্যের নিরাপদ ভেলিভারি নিশ্চিত করবো।

28/01/2023
28/01/2023

Eskayef Ophthalmics launches, 1st and Only USFDA and DGDA approved Eye Drop, Pilocarpine 1.25% under the brand name,

"RESIGHT Eye Drop"
-for Presbyopia.

"THE LIQUID READING GLASS"

গেটওয়েল কম্প্রেসর নেবুলাইজার- শ্বাসকষ্টের নির্ভরযোগ্য সমাধান।
21/11/2022

গেটওয়েল কম্প্রেসর নেবুলাইজার- শ্বাসকষ্টের নির্ভরযোগ্য সমাধান।

18/11/2022

ডায়াবেটিস হলে করণীয় কী? | World Diabetes Day 2022 | Health | bangla news | bangladesh news | latest bangla news | latest news | top bangla news #...

02/11/2022

গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে এসএমসি নিয়ে এলো "ফুলকেয়ার" ট্যাবলেট। "ফুলকেয়ার" গর্ভাবস্থায় সেবনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এবং ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্টিনেটাল
প্রিপারেশন (UNIMMAP) ফর্মুলায় তৈরী। প্রতিদিন একটি করে "ফুলকেয়ার" ট্যাবলেট গর্ভবতী মায়েদের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করে।

19/10/2022
27/09/2022

বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ ...
27/09/2022

বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।ডায়াবেটিস রোগীদের অন্যতম প্রধান সমস্যা হলো তাদের পায়ের ক্ষত, যা ডায়াবেটিক ফুট নামে পরিচিত। যা সময়মতো শনাক্তকরণ ও চিকিৎসা না করালে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে।

ডায়াবেটিক ফুট

ডায়াবেটিস রোগীদের পায়ে সচরাচর ছোটখাটো ক্ষত হতে দেখা যায়, যা অনেক সময় আলসারে রূপ নেয়। এ ক্ষত পুরো পায়ে ছড়িয়ে গিয়ে রোগীর সেপসিস হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ছোটখাটো ক্ষত থেকে সেপসিস পর্যন্ত সব কটি অবস্থাই ডায়াবেটিক ফুটের অন্তর্গত।

সাধারণত পায়ের প্রেশার পয়েন্টগুলোতে এটা বেশি হতে দেখা যায়। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় পায়ের যে অংশগুলোতে শরীরের চাপ বেশি পড়ে, সেখানে এটি বেশি হয়।

কারও কারও ক্ষেত্রে খুব দ্রুত এ ক্ষত আলসারে রূপ নেয় ও সারা পায়ে ছড়িয়ে পড়ে। আবার কারও কারও ক্ষেত্রে এটি ধীরে ধীরে ছড়ায়।

ডায়াবেটিক ফুট হওয়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। এগুলো হলো রক্তনালির সমস্যা, পেরিফেরাল নিউরোপ্যাথি আর সংক্রমণ। ডায়াবেটিস রোগীদের মধ্যম ও ছোট রক্তনালিগুলোতে চর্বি বা প্লাক জমে নালি ক্রমশ সরু হতে থাকে। একই সঙ্গে রক্তনালির নমনীয়তা কমে যায়। এ কারণে রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হয়। পেরিফেরাল নিউরোপ্যাথির দুটি অংশ—সেন্সরি আর মোটর। সেন্সরি সমস্যার জন্য রোগী পায়ের ছোটখাটো আঘাত সহজে টের পায় না। এ কারণে ক্ষতস্থান রোগীর অজান্তেই বড় হতে থাকে।

আর মোটর সমস্যার জন্য রোগীর গোড়ালি ও হাঁটুর জয়েন্টে ভারসাম্যহীনতা ঘটে। এতে এ দুই জয়েন্টে ভার বহনের ক্ষমতা কমে যায় ও ব্যথা বেড়ে যায়। তৃতীয় কারণ হলো রক্তে উচ্চ মাত্রার চিনি। এতে রোগজীবাণু সহজে বংশবিস্তার করতে পারে। একই সঙ্গে দেহের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তাই সামান্য আঘাতেই পায়ে সংক্রমণ হয়ে যায়, যা সহজে সারে না।

সেডেন্টারি লাইফস্টাইল, মানে যাঁরা নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করেন না, যাঁরা বেশি ফাস্ট ফুড, সফট ড্রিংকস, অ্যালকোহল ও সিগারেটে আসক্ত, তাঁদের এটি হওয়ার আশঙ্কা বেশি।

এই ক্ষেত্রে পা ঝিনঝিন করে, পায়ের চেটোতে জ্বালাভাব শুরু হয়। পায়ে সামান্য আঘাত থেকেও বড় রোগ তৈরি হয়ে যায়। এরপর যদি সংক্রমণ বেড়ে যায় পায়ের আঙুলও বাদ দিতে হয়।গবেষণায় দেখা গেছে, শরীরে রক্ত সঞ্চালনের অভাবে নখের গঠনকারী টিস্যু মরতে শুরু করে। এতে নখের ওপর একটি উলম্ব রেখাও তৈরি হতে পারে। ডায়াবেটিস ছাড়াও অন্যান্য রোগের কারণেও নখে এমন লক্ষণ প্রকাশ পেতে পারে। তাই হাত ও পায়ের নখে নজর রাখুন।

আবার ডায়াবেটিস রোগীদের অনাইকোমাইকোসিস নামক ছত্রাক সংক্রমণের প্রবণতা বেশি। আপনার যদি একই ধরনের সমস্যা থাকে তাহলে নখের রং হলুদ হতে পারে। এমনকি নখের উপরের পৃষ্ঠ রুক্ষ দেখাবে।

প্রতিরোধের উপায়

* স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
* পর্যাপ্ত ব্যায়াম ও হাঁটাচলা।
* ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা।
* নরম সোলের জুতা পরা।
* প্রতিদিন বেলা শেষে নিজের পায়ের পরিচর্যা করা।

ফুট আলসার এর চিকিৎসার ধরন

* ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।
* ক্ষতস্থান নিয়মিত ড্রেসিং করাতে হবে বা চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
* নতুন ক্ষত যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
* যদি গ্যাংগ্রিন হয় বা পচে যায়, তাহলে সে অংশ দ্রুত
অস্ত্রোপচার করাতে হবে।

রক্তে শর্করার মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ডায়াবেটিক ফুট আলসারের ঝুঁকি কমানো যায়। এ জন্য নিয়মিত বাড়িতে সুগার পরীক্ষা করতে হবে। আর তিন মাস অন্তর গড় সুগার পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।নখের গোড়ায়, কোনায়, আঙুলের ফাঁকে, পায়ের পাতায়/ তলায় ফেটে যাওয়া, লাল হওয়া, ফুলে যাওয়া, ফোসকা পড়া, চামড়া শক্ত হওয়া বা যেকোনো পরিবর্তন লক্ষ করলেই চিকিৎসকের পরামর্শ নিন।।পায়ের আলসারে প্রথম দিকে ব্যথা না থাকায় অনেকেই একে পাত্তা দেন না। পরে এ থেকে ইনফেকশনের সৃষ্টি হয়। তাই আলসার প্রতিরোধের সঙ্গে সঙ্গে নিজের পায়ের দিকে খেয়াল রাখুন। সামান্য লক্ষণ দেখতে পেলেই চিকিৎসকের পরামর্শ নিন।

23/09/2022

পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করলে ইনফেকশন এবং নানারকম মারাত্মক অসুখ হতে পারে। তাই পিরিয়ড শুরুর দিন থেকেই আপনার মেয়েকে দিন জয়া স্যানিটারি ন্যাপকিন।
সর্বোচ্চ শোষণক্ষমতা সম্পন্ন, লিকপ্রুফ, কটনসফট কভারের আরামদায়ক ও সুগন্ধযুক্ত জয়া স্যানিটারি ন্যাপকিনে আপনার মেয়ে থাকুক নিরাপদে।

23/09/2022

জরায়ুমুখ ক্যান্সারে প্রতি বছর ১০ হাজারের বেশি মানুষ মারা যায়। দেশের ৫ কোটি নারী এই ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে।

দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ইনসেপটা প্রথমবারের মতো 'প্যাপিলোভ্যাক্স' নামে এই ভ্যাকসিনটি বাংলাদেশে তৈরি করেছে।

৯-৪৫ বছর বয়সের সকল নারী এই ভ্যাকসিনটি নিয়ে জরায়ুমুখ ক্যান্সার সহজেই প্রতিরোধ করতে পারে।


23/09/2022

বুকজ্বালা ও বদহজম নিরাময়ে SK+F ফার্মাসিউটিক্যাল ডাবল অ্যাকশন এন্টাসিড, গ্যাসট্রাম সাসপেনশন নিয়ে এসেছে। গ্যাসট্রাম সাসপেনশনটি দুইভাবে কাজ করে থাকে।

1. এসিড রিফ্লাক্স প্রতিরোধে একটি প্রতিরক্ষামূলক র‍্যাফট তৈরী করে।
2. পাকস্থলীর অতিরিক্ত এসিড প্রশমন করে।

গ্যাসট্রাম সাসপেনশনটি ৩ মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং ৪ ঘণ্টা ধরে কাজ করে।

গ্যাসট্রাম সাসপেনশনটি US FDA অনুমোদিত facility তে তৈরী হচ্ছে যা গর্ভবতীদের মায়েদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

তাই গ্যাসট্রাম সেবন করে বুকজ্বালা এবং বদহজম থেকে দীর্ঘস্থায়ী পরিত্রাণ উপভোগ করুন।





Address

DOYEL CHOTTOR, TRUNK Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Remedeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Remedeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram