22/12/2021
♻️ াগরিব_থেকে_শুরু_হচ্ছে_এই_মাসের #হিজামার_চাঁদের_তারিখ।
✅ -রসূল(সঃ) বেশিরভাগ সময় অসুস্থতার জন্যে হিজামা নিতে বলতেন এবং বলতেন নিশ্চই হিজামাতে রয়েছে শিফা।(সহীহ মুসলিম-২২০৫)
হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি।
👉এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
🌠 হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “হযরত জিবরাঈল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।"[ আল-হাকিম, ৭৪৭০]
🌠 হযরত আনাস (রা:) থেকে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ, কারাে রক্তচাপ বৃদ্ধি পেলে তার মতো হতে পারে। [আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৮২]
🌠 হিজামা করার মাধ্যমে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় এবং শরীরে নাইট্রিক অক্সাইড বৃদ্ধিতে সাহায্য করে। যার দরুন শরীরের ইমুউনিটি সিস্টেম বৃদ্ধি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারাল পদ্ধতিতে বাড়ায়।😊😊
=> ২২.১২.২১
=>২৪.১২.২১
=>২৬.১২.২১ ইং তারিখ
#বুধবার
#শুক্রবার
#রবিবার
আল্লাহর রসূল(সঃ) বলেন, যে ব্যক্তি[আরবি মাসের তারিখে] ১৭,১৯ এবং ২১তম দিনে হিজামা লাগবে তা হবে সর্ব রোগের ঔষধ। এই মাসের অনুযায়ী ৫, ৭, ৯ তারিখ সুন্নাহ তারিখ আগের দিন মাগরিবের পরে থেকে শুরু ওয়াক্ত/সময়। যে কোন সুস্থ মানুষ সুন্নাহ হিসেবে হিজামা করাতে পারেন এতে কোন সাইড এফেক্ট নেই আলহামদুলিল্লাহ।
#হিজামা_যেসকল_রোগের_জন্যে_করানো_যায়।
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। পিঠের ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনুসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাটিস
২৩। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ,
২৮। ডায়াবেটিস (Diabetes)
হিজামা নিতে যোগাযোগ করুন :-
01571220271,01846900852