Feni Therapeutic Device Bazar

Feni Therapeutic Device Bazar It's a online Based Service of Therapeutic Device for Special Needs Children and Adults.

Permanently closed.
অটিজম এবং বিশেষ প্রয়োজন শিশুদের প্রয়োজনীয়তা পূরণ করা এবং থেরাপি সুস্থতার বীজ রোপণ করা। আজকের টপিক ঃ "উইলবার্গার ডিপ প...
30/04/2022

অটিজম এবং বিশেষ প্রয়োজন শিশুদের প্রয়োজনীয়তা পূরণ করা এবং থেরাপি সুস্থতার বীজ রোপণ করা।


আজকের টপিক ঃ "উইলবার্গার ডিপ প্রেসার প্রোটোকল"

প্রথমত, উইলবার্গার ডিপ প্রেসার প্রোটোকল যখন স্পর্শ সংবেদনশীলতা এবং সেন্সরি ও tactile / স্পর্শকাতরতা দ্বারা নির্ধারিত এবং সুপারিশ করা হয়, তখন নির্দেশিকাগুলি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।... গভীর চাপ প্রোটোকলটি প্রতি 2 ঘন্টা পর পর বিশ্বস্তভাবে সম্পাদন করা প্রয়োজন। যদি তা না হয় তবে এটি আরও সংবেদনশীল অব্যবস্থা এবং সংবেদনশীল প্রক্রিয়াকরণের অসুবিধা তৈরি করতে পারে। আপনি যদি প্রতি 2 ঘন্টা পর পর প্রতিশ্রুতিবদ্ধ ভাবে করতে না পারেন তবে তা করবেন না।

দ্বিতীয় নিয়ম হল ...... কৌশলটি অবশ্যই একজন প্রশিক্ষিত অকুপেশনাল থেরাপিস্ট এর কাছ থেকে দেখে নেয়া উচিত যাতে ব্রাশ করার জন্য কি পরিমান চাপ এবং ব্রাশের প্যাটার্ন বা কি ভাবে ধরতে হবে তার দক্ষতা অর্জন করা যায়।

তৃতীয় নিয়ম হল.....আপনার সন্তানকে ব্রাশ করবেন না...যদি না আপনি যথেষ্ট confidence পান। এই ব্রাশ ও অন্যান্য কৌশল গুলো নির্দিষ্টভাবে ও প্রোটোকলের সাথে এটি করার জন্য প্রশিক্ষিত হওয়ার জন্য উপযুক্ত মানে করেন।

চার নম্বর নিয়ম হল .....কখনো তল পেট, মুখে, নিতম্বে ব্রাশ করবেন না; এটি একটি শিশুর জন্য গুরুতর পদ্ধতিগত সমস্যা বা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এবার পাঁচ নম্বর নিয়মটি হল..... যদি কোনো শিশু ব্রাশিং সহ্য না করে, তাহলে জোর করবেন না, এমনকি শুরুতেও না।

ছয় নম্বর রুলস হল.....আপনি সর্বদা ব্রাশিং, জয়েন্ট কম্প্রেশন ও ডিপ প্রেসার একটার পর একটা প্রদান করতে পারেন এবং চাইলে আপনি আপনার শিশুর জন্য এটি বিভিন্ন sensory based activities বা বিভিন্ন থেরাপি ক্রিয়াকলাপের মাধ্যমে আপনার শিশুর সেন্সরি চাহিদা পুরন বা অর্জন করা যেতে পারে।

"সঠিক মনোভাব এর দুর্বলতা একজন মানুষের চরিত্রগত দুর্বলতা হয়ে যায়." - আলবার্ট আইনস্টাইন।

sensory integration disorders or sensory processing disorders বা সংবেদনশীলতা একীকরণ সমস্যাযুক্ত শিশুদের sensory processing বা সঠিকভাবে সংবেদনশীল উদ্দীপনা প্রক্রিয়াকরণে অসুবিধা হয়। এটি বিভিন্ন ইন্দ্রিয়ের hyper reactivity বা অতিরিক্ত উদ্দীপনা আথবা hypo reactivity বা কম উদ্দীপনা জড়িত করতে পারে। আর এর ফলাফল হল একটি শিশুর বিভিন্ন মাত্রার সংবেদনশীল Hyposensitivity/হাইপোসেনসিটিভিটি, প্রতিরক্ষামূলকতা /protective response আর hypersensitivity / হাইপারসেনসিটিভিটি আচরণ পরিলক্ষিত হয়, যেমনটি শিশুর অটিজমে ভুগছে পরিস্থিতিতে বেশি দেখা যায়।

ব্রাশ করার পদ্ধতিঃ

- ব্রাশ করবেন শরিরের বাহুগুলিতে যতটা সম্ভব সারফেস এরিয়া কভার করে, উপরে/ডাউন মোশনে 5 স্ট্রোক করে, 2X এলাকা জুড়ে মানে ১০ বার করবেন হাতের সাম্নের দিকে আর পিছনের দিকে।

- এবার ব্রাশ করবেন পামস বা হাতের তালুতে 5X উপরে এবং 5X নীচে এবং 5X পাশ থেকে পাশে ব্রাশ করুন।

- অন্য হাত ব্রাশ এভাবে ব্রাশ করবেন নিয়ম অনুযায়ী।

- এবার শিশুর হাঁটুর নীচ থাকে পা পর্যন্ত ব্রাশ করুন যতটা সম্ভব, 5X উপর এবং 5X নিচের গতিতে স্ট্রোক করুন। ব্রাশ করুন পায়ে উপর থাকে নিচে এবং ↓ থাকে উপরে ভাবি গতিতে 5X পর্যন্ত।

- আপনি চাইলে আপনার শিশুর পিঠে উপর আর নিচ করে ব্রাশ করতে পারেন। নিয়ম এক ই 5X।

গবেষণায় দেখা গেছে, 40% শিশু সত্যিই ব্রাশ করে উপকৃত হয় এবং পিতামাতারা অনেক পরিবর্তন দেখতে পান। 40% শিশু ব্রাশ করার মাধ্যমে কিছু উপকৃত হয় এবং বাবা-মা কিছু পরিবর্তন লক্ষ্য করেন। দুর্ভাগ্যবশত 20% শিশু ব্রাশ থেকে উপকৃত হয় না এবং পিতামাতারা কোন পরিবর্তন দেখতে পান না। এই বিশেষ থেরাপিটি এটি সময়সাপেক্ষ ব্যাপার এবং একটি নির্দিষ্ট সময় পর পর কাজটি সঠিকভাবে করতে হয়।

এখন এখানে আপনি ব্রাশ করার কিছু সুবিধা বা benefit সম্পর্কে জানতে পারেন:

১। একটি কার্যকলাপ বা কাজ থেকে বিভিন্ন দৈনন্দিন কার্যকলাপে রূপান্তর করার একটি উন্নত ক্ষমতা।

২। কোন কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতার উন্নতি হয়।

৩। স্পর্শ করার ভয় এবং অস্বস্তি হ্রাস (tectile defensiveness) পায়।

৪। Peripheral nurvous system বা পেরিফেরাল স্নায়ুতন্ত্র থেকে তথ্য আরও কার্যকরভাবে ব্যবহার করার জন্য central nurvour system বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি, যার ফলে বর্ধিত নড়াচড়া, সমন্বয়, কার্যকরী যোগাযোগ, সংবেদনশীল মড্যুলেশন (ইন্দ্রিয়কে প্রয়োজন মতো সঠিকভাবে নিয়ন্ত্রন করার ক্ষমতা ) এবং স্ব-নিয়ন্ত্রণ ভাবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণকরার দক্ষতা বৃদ্ধি পায়।

পরিশেষে আমি বলতে চাই যে, উইলবার্গার ডিপ প্রেসার প্রোটোকল একটি খুব নির্দিষ্ট প্রোটোকল, যা ত্বকের সাধারণ ব্রাশ করার চেয়ে বেশি কিছু করে। উপরন্তু, সংবেদনশীল একীকরণের জন্য অন্যান্য পেশাগত থেরাপির বিচ্ছিন্নতায় এটি কখনই অনুশীলন করা হয় না। অকুপেশনাল থেরাপিস্ট প্রতিটি শিশুর বা ক্লায়েন্টের "Sensory Diet" বা "সংবেদনশীল খাদ্য" চাহিদা মেটাতে একটি পৃথক থেরাপি পরিসেবা পরিকল্পনা তৈরি করে থাকেন। অতএব, থেরাপিউটিক ব্রাশিং সবসময় একজন প্রশিক্ষিত অকুপেশনাল থেরাপিস্টের নির্দেশে করা উচিত। আমার অভিজ্ঞতায় দেখেছি, ছোট শিশুদের ক্ষেত্রে (০-৫) এটি কিছুটা ভাল কাজ করে থাকে যদি ঠিক ভাবে প্রয়োগ করা হয়ে থাকে।

সময় দেয়ার জন্য ধন্যবাদ 🙂

মোহাম্মদ নাজমুল হাসান
পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট

26/04/2022

আমার শিশুর এটা আচরণগত না সেন্সরি সমস্যা বুঝব কি ভাবে?

Is it Behaviour or Sensory Problem? Is it tentrum or meltdown?

আচরণের উপর নির্ভর করে বুঝতে হবে যে এই আচরণটি শিশুর developmentally appropriate আচরণ কি-না?

শিশু কান্নাকাটি করবে, জেদ দেখাবে, রাগ করবে, চিৎকার চেঁচামেচি করবে এগুলি তাদের স্বাভাবিক বিকাশ এর অন্তর্ভুক্ত। একটা শিশুর ও emotional বা মানসিক বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরী। একটা শিশুর শারীরিক বিকাশ গুলো যেমন বাহির থেকে দেখা যায় ঠিক তেমনইভাবে তার মানসিক বিকাশ ও উন্নয়ন এর এগুলো আমরা প্রতিনিয়তই অনুভব করে থাকি। 🙂😀। তারই ফলস্বরূপ এই জেদ করা, কান্না করা, রাগ করা, অভিমান করা প্রভৃতি বিষয় গুলো।

এবার আসুন জেনে নেই সেন্সরির ব্যাপারটা। এটা ও কিন্তু আমরা শিশুটির আচরণ দেখে জানব। এখানে আমরা আমাদের আচরণ এর প্রতিক্রিয়া কে চার ভাগে ভাগ করতে পারি, যেমন এটা কি fight/ যুদ্ধ, flight /ফ্লাইট, freeze/ফ্রিজ, fun/ফান প্রতিক্রিয়া? যদি হ্যাঁ হয়, তবে এটি emotional /মানসিক বা sensory sensitivity/ সংবেদনশীল যন্ত্রণা। আমাদের brain এর অ্যামিগডালা অংশটি তাহলে আমাদের আচরণ ও সংবেদনশীলতা নিয়ে খেলছে। অতএব, একটি শিশুর মানসিক বা ইন্দ্রিয়ের সঠিক চাহিদা পুরন করার জন্য আমাদের শিশুর আচরণকে সমর্থন করার জন্য আমাদের 3 R পদ্ধতি ব্যবহার করতে হবে:

১। Regulate /নিয়ন্ত্রণ করুন:

আসুন দেখি আমার শিশুটির শারীরবৃত্তীয় চাহিদা গুলো ঠিক থাক আছে কিনা পরীক্ষা করে দেখি- ক্ষুধার্ত/ক্লান্ত/ঘুম/ব্যথা/কোষ্ঠকাঠিন্য।

এবার আসুন শিশুটির জন্য একটি সুরক্ষিত স্থান বা personal space তৈরি করুন, tone of voice বা গলার আওয়াজ বা গলার স্বর যতটা সম্ভব নিচে নামিয়ে আনি এবং সংবেদনশীল চাহিদা গুলো খুঁজে বের করি এবং সংবেদনশীলতার জন্য সেন্সরি ইনপুট যেমন - পছন্দের দোলনা বা সুইং-এ ধীর গতিতে সামনে পেছনে ডানে বামে দোল খাওয়া, কম্পনজাতীয় বা vibratory সংবেদনশীল খেলনা (শিশুর ইপিলেপসি /মৃগীরোগ আছে এমন শিশুদের জন্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ) , ওজনযুক্ত জামা বা জ্যাকেট পরিধান করা যেতে পারে।

২। Relate/সম্পর্কিত:

এই খানে আপনার শিশুর সাথে সহানুভূতি প্রকাশ করতে সরল শব্দ, স্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি ব্যবহার করুন তার সাথে। উদাহরণস্বরূপ যেমন - " আমি বুঝতে পারি তোমার অপেক্ষা করা কঠিন হচ্ছে", "তোমাকে খুব সুন্দর লাগছে আজ", "মা অনুপস্থিত তাই মন খারাপ" ইত্যাদি। মাঝে মাঝে আমি একটি ছোট সাদা বোর্ডে ছবি আঁকব বা শব্দগুলি লিখব কারণ গবেষণায় দেখা গেছে auditory Processing বা শ্রবণ প্রক্রিয়াকরণ আমাদের কষ্টের সময়ে বন্ধ হয়ে যায় তাই আমরা visual stimulation বা ছবি ব্যবহার করে চোখে দেখার মাধ্যমেচোখে দেখার মাধ্যমে চোখে দেখার মাধ্যমে বোঝাবো।

৩। Reason/কারণ:

এই খানে আমরা শিশুটির জন্য ভিজ্যুয়াল সাপোর্ট ব্যবহার করে, আঁকা বা মুদ্রিত ছবি, শব্দ ইত্যাদির মাধ্যমে শিশুকে কী আশা করতে হবে এবং তাদের কাছ থেকে কী আশা করা যায় তা জানতে সাহায্য করব। শিশুর জন্য একটি ভিজ্যুয়াল সময়সূচী বা ছবি ব্যবহারের মাধ্যমে একটি দৈনিক কার্যক্রমের রুটিন তৈরি করা। এখানে একটি একক কাজ এবং তারপরে বাড়ির কাজের ছবি ইত্যাদি সমন্বয় করতে ভুলবেন না। শিশুর চাহিদা যথাযথভাবে পূরণ করুন এবং সফলতা নিশ্চিত করার জন্য সাহায্য সহযোগিতা প্রদান করুন যেন সে কাজটিতে পুনরায় নিযুক্ত হতে সক্ষম হয়। এক্ষেত্রে Scaffolding approch এর গুরুত্ব অপরিসীম।

আসসালামুয়ালাইকুম,

মুহাম্মদ নাজমুল হাসান
পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট
কিডজিল্যান্ড (শিশুদের জন্য অকুপেশনাল থেরাপি)।
আপনার শিশুর জন্য বাক্তিগত থেরাপি স্পেশালিস্ট। 🙂

সন্মানিত সুধি,আমি গত ১৭ বছর যাবত প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছি। তার মধ্যে প্রায় ১৫ বছর কাজ করেছি চট্টগ্রামে। গত দুই...
13/04/2022

সন্মানিত সুধি,
আমি গত ১৭ বছর যাবত প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছি। তার মধ্যে প্রায় ১৫ বছর কাজ করেছি চট্টগ্রামে। গত দুই বছর যাবত ফেনীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছি। এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে, অনেক প্রতিবন্ধী শিশুরা অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল। তাঁরা ঠিক মতো চিকিৎসা সেবা ও চিকিৎসা সহায়ক উপকরণ ক্রয় করতে অক্ষম। তাই তাদেরকে কিছু সহযোগিতা করতে চাই। যা আমার একার পক্ষে সম্ভব নয়। সে লক্ষ্যে গত বছর আমার কয়েকজন বন্ধু ও বড় ভাইদের কাছ থেকে যাকাতের অর্থ সংগ্রহ করে ১৩ জন অস্বচ্ছল প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সহায়ক উপকরণ বিতরণ করেছি। এই কার্যক্রম এই বছর ও পরিচালনা করার জন্য এ বছরও আমি যাকাত ফান্ড সংগ্রহ করছি। সংগৃহীত অর্থ প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, শিক্ষার্থী, কিশোর কিশোরী বা প্রয়োজন আছে এমন প্রতিবন্ধী ব্যক্তির ও তার পরিবারের পুনর্বাসন এর কাজে ব্যবহার করা হবে। সাধারণত সহায়ক উপকরণ যেমন ক্র্যাচ, এ এফ ও/ কে এফ ও, বিশেষ জুতা, বিশেষ চেয়ার/ কর্নার চেয়ার, হুইল চেয়ার, হেয়ারিং এইড, বিশেষ চশমা ইত্যাদি বিভিন্ন চাহিদা মোতাবেক প্রয়োজনমতো সহায়ক উপকরণ যার যা প্রযোজ্য প্রদান করা হবে।
সাধারণত এইসব প্রতিবন্ধী শিশু বা ব্যক্তিবর্গ এর সাথে আমার দৈনন্দিন কাজের সূত্রে সঙ্গে যোগাযোগ হয়ে থাকে। 2021 সাল থেকে ব্যক্তিগতভাবে ও পারিবারিক এবং পরিচিত জনের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু করি এবং বর্তমানেও চলমান রয়েছে। এটি একটি একক প্রচেষ্টায় তবে বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা নিশ্চিত করে সঠিক বাস্তবায়নের চেষ্টা করে থাকি।
আপনার/ আপনাদের অতি সামান্য টাকা যাকাত আদায় করার মাধ্যমে একজন ব্যক্তি, একটি পরিবারের জীবন ও জীবন মান পরিবর্তন করে দিতে পারে।
আপনারা কেউ যদি কোনো নির্দিষ্ট স্থানে বা ব্যক্তির নিজস্ব কাজের জন্য কোন অর্থ দিতে চান এবং সে বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন তবে সেটি বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য আপনার প্রতিটি টাকা এর যথাযথ হিসাব আপনি যেকোন সময় গ্রহণ করতে পারেন বা প্রদানের সময় উল্লেখ করতে পারেন যাতে আপনার কাছে হিসাব পৌঁছে দেওয়া সম্ভব হয়।
Address for sending financial support:
APURBA MAJUMDER
A / C: 4004801034898.
Sonali Bank Feni Br., Feni.
Or, BKASH / NAGAD: +8801907957755.
(After sending help, please let me know in the inbox.)
ধন্যবাদ।

02/01/2022

বেলস পলসি
বেলস পালসি কি?
বেলস পালসি এমন একটি ভাইরাল বা ইনফেকসন অথবা যেকোন ধরনের ফেসিয়াল নারভের ইঞ্জুরিজনিত রোগ । যার ফলে একজন বেক্তির মুখ এবং চোখের যেকোনো এক পাশের মাংস পেশি দুর্বল অথবা অবস হয়ে যেতে পারে। যা বেক্তির কথা বলতে, খাবার চিবাতে অথবা খাবার ধরে রাখতে, খাবারের স্বাদ সুকতে চোখের পলক ফেলতে এমনকি খাবার গিলতেও সমস্যার সৃষ্টি করে।

বেলস পালসি হওয়ার কারন কি?
বিভিন্ন বিশেষজ্ঞ দের মতে (CN- vii) ভাইরাসে আক্রান্ত হলে বেলস পালসি হওয়ার সম্ভাবনা থাকে। এখন পর্যন্ত হারপস ভাইরাস কে বেলস পালসির মুখ্য কারন বলা হয়ে থাকে।

বেলস পলসির উপসর্গসমূহঃ
• প্রাথমিক অবস্থায় মুখের যেকোনো একপাশের ( ডান অথবা বাম) মাংসপেশিরদুর্বলতাবাবেকেযাওয়া।

• আক্রান্ত পাশের চোয়ালে ব্যাথা হতে পারে।
• মুখের আক্রান্ত পাশে খাবারধরে রাখতে ওগিলতেসমস্যাহতে পারে
• মুখথেকেখাবারওপানিএকপাশদিয়েপরেযায়
• মুখের লালা শুকিয়েও যেতে পারে
• মুখ ভঙ্গি অথবা ফেসিয়াল এক্সপ্রেসনএ সমস্যা হতে পারে
• কথাবলতেগেলেজড়তাঅনুভবহতেপারে
• চোখবন্ধকরতেসমস্যাহতে পারে
• চোখদিয়েপানিপরতে পারে
• খাবারের স্বাদ গ্রহনে সমস্যা হতে পারে
• কানে শুনতে সমস্যা হতে পারে

বেলস পলসির পরবর্তী জটিলতার সমস্যাসমূহঃ
• কথা বলতে সমস্যা হয়
• উচ্চারন গত সমস্যা হয়
• কথা জরিয়ে যায়
• খাবার চিবাতে সমস্যা হয়
• খাবার মুখ থেকে পরে যায়
• খাবারের পিণ্ড বানাতে সমস্যা হয়
• ওজন কমে যাওয়া
বেলস পালসি সমস্যা হওয়ার পর করনীয়:
• প্রাথমিক চিকিৎসা গ্রহন করা
• স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসটের কাছে যাওয়া
• সার্জারি
স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্তের কিছু পরামর্শঃ
• খাবার চিবানোর সময় আক্রান্ত পাশ দিয়ে খাবেন।
• থেরাপিসটের দেখানো নিয়মে ব্যায়াম করবেন
• চিকিৎসকের ফলোআপে থাকবেন।

পরিবারের সদস্যদের করনীয়:
• বেলস পালসি সম্পর্কে ধারনাথাকা
• চিকিৎসকের নিকট/ শরণাপন্নহওয়া ।
• রোগী ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা খেয়াল রাখা।

27/06/2021

How to save yourself

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেনঃ১. প্যারাসিটামল (Paracetamol)২. ট্রামাডল (Tramadol)৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiem...
24/04/2021

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেনঃ

১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methylsulfate)
৪. এসোমিপ্রাজল/ ওমিপ্রাজল (Esomeprazole/omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড (Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন (Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াজিন অয়েন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)

★★ প্যারাসিটামল (Paracetamol)
জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (

দীর্ঘ মেয়াদি  কিডনি রোগে (Chronic kindney disease) আক্রান্ত রোগীদের অতি গুরুত্বপূর্ণ  খাদ্য তালিকাঃ
10/04/2021

দীর্ঘ মেয়াদি কিডনি রোগে (Chronic kindney disease) আক্রান্ত রোগীদের অতি গুরুত্বপূর্ণ খাদ্য তালিকাঃ

09/04/2021

বাসায় বসে কভিড-১৯ এর মৃদুও মাঝারি মাত্রার সংক্রমনের চিকিৎসা ব্যবস্থাপনার বিশদ নিম্নরূপঃ

করোনা মূলতঃ সংক্রমণের মাত্রার উপর নির্ভর করে কভিডের রোগীকে মৃদু (Mild), মাঝারী (Moderate), তীব্র (Severe) ও সংকটাপন্ন ( Critical) রোগী - এ চার ভাগে ভাগ করে কভিডের উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেয়া যেতে পারে। মৃদু (mild) থেকে মাঝারি (moderate) মাত্রার কভিডের রোগীদের বাসায় এবং তীব্র (severe) থেকে সংকটাপন্ন ( Critical) মাত্রার সংক্রমণের রোগীদের আইসিইউ সাপোর্ট সম্বলিত হাসপাতালে চিকিৎসা করার প্রয়োজন হয়।
তাই শুধু বাসায় রেখে কভিডের চিকিৎসা দিতে গেলে রোগের মাত্রা বুঝার জন্য বাসায় রোগীর জ্বর ও অক্সিজেনের মাত্রা মাপার জন্য একটি থার্মোমিটার ও একটি পোর্টেবল পালস অক্সিমিটার নিজ সংগ্রহে রাখতে হয়।

(ক) কভিডের মৃদু (Mild cases) সংক্রমনের চিকিৎসাঃ
** লক্ষণঃ জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, দূর্বলতা, স্বাদ/গন্ধ না পাওয়া, কখন কখন পাতলা পায়খানা অথবা শুধু ইনফ্লুয়েঞ্জা এর মত লক্ষন হতে পারে।
** চিকিৎসাঃ
(১) Tab. Ivermactine (06 mg) ০৩ টি ট্যাবলেট ( সর্বমোট ১৮ মিগ্রাঃ) প্রথম দিন এক সাথে এক বারেই খালি পেটে খেতে হবে। এরপর আর খেতে হবে না। ১০ বছর এর অধিক বয়সী সবাই এই ডোজে ঔষধটি খেতে পারেন। এক বছরের বেশী বয়সী বাচ্চাদের Tab. Ivermactine ০.১৫-০.২০ মিগ্রাঃ/কেজি ওজন হিসাবে মাত্র একবার খাওয়াতে হবে।
(২) Cap. Doxycycline 100 mg প্রতিদিন ০১ টি ক্যাপসুল দৈনিক ০২ বার করে মোট ০৫ দিনে ১০ টি ক্যাপসুল খেতে হবে। খালি পেটে খেলে ভাল হয়। ১০ বছর থেকে শুরু করে এই ডোজেই ঔষধটি সবাই খেতে পারেন। ১০ বছরের চেয়ে ছোট বাচ্চাদের Cap. Doxycycline পরিবর্তে Cap Azythromycin 250 mg দিনে একবার করে ০৫ দিন অথবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে Syrp. Azythromycin 10 mg/kg ওজন হিসাব করে দিনে একবার করে ০৫ দিন খাওয়াবেন।

(খ) কভিডের মাঝারি মাত্রার সংক্রমণের চিকিৎসাঃ
**লক্ষণঃ উপরে উল্লেখিত মৃদু মাত্রার সংক্রমণ এর সংগে যদি অক্সিজেনের ঘাটতিজনিত শ্বাস কষ্ট ( অক্সিজেন সেচুরেশন ৯৪% এর নীচে হলে) যোগ হয়, তখন বুঝতে হবে কভিড মৃদু মাত্রা থেকে মাঝারি মাত্রার সংক্রমনে পরিনত হয়েছে এবং অনতিবিলম্বে নিম্নের চিকিৎসা শুরু করতে হবে।
** চিকিৎসাঃ
অনতিবিলম্বে হাসপাতালে ভর্তি সহ চিকিৎসক এর শরনাপন্ন হতে হবে। কিন্তু কোন কারণে যদি হাসপাতালে ভর্তি বিলম্বিত হয় তবে কভিড যাতে তীব্র (Severe) ও সংকটাপন্ন ( Critical) সংক্রমণে পরিনত না হয়, তাই কভিডের নিম্নলিখিত চিকিৎসা ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে হবেঃ
(১) Tab. Ivermactin ০৬ মিঃগ্রাঃ এর ০২ টি ট্যাবলেট দিনে একবার করে রোগের সংক্রমনের মাত্রা অনুযায়ীঃ
- মাঝারি সংক্রমণে ০৩ দিন
- তীব্র সংক্রমণে ০৫ দিন
- সংকটাপন্ন সংক্রমণে ০৭ দিন পর্যন্ত নিরাপদে খাওয়ানো যেতে পারে।
(২) Tab. Dexamethasone 0.5 mg (Dexonex)ঃ
৪+৪+৪ x ০৫ দিন,
২+২+২ x ০৩ দিন
১+১+১ x ০৩ দিন, তারপর বন্ধ।
অথবা
Tab. Methylprednisolone 08 mg (Methigic 8/ Methipred 8)ঃ এটি খেতে হবে-
২+০+১ x ০৫ দিন
১+০+১ x ০৩ দিন
১+০+০ x ০৩ দিন, তারপর বন্ধ।

(৩) Tab. Rivaroxaban 10 mg ( RivaXa 10 / Rivaban 10)ঃ প্রতিদিন ০১ টি ট্যাবলেট ভরা পেটে খেতে হবে x ০১ মাস
(৪) সংগে যদি জ্বর থাকে, তবে অতিরিক্ত ঃ
Tab. Azithromycin 500 mg (Zimax 500/ Azithrocin 500)ঃ প্রতিদিন ০১ টি ট্যাবলেট ভরা পেটে খেতে হবে x ০৫ দিন।
(৫) Tab. Melatonin 06 mg ( Filfresh) ঃ রাতে কভিডের কারনে ঘুমের সমস্যা হলে প্রতিদিন সন্ধ্যা ০৬০০ টায় ০১ টি ট্যাবলেট খেতে হবে।
(৬)Tab. Mucomist DT ০+১+০
কাশি বেশি হলে খাবেন
(৭) Tab. Colchicine 0.6 mg/ Colimax ১+০+১ হিসাবে ০৭-১০ দিন খাবেন।

(গ) ইদানিং দেখা যাচ্ছে যে, কভিডে আক্রান্ত রোগীরা উপরে উল্লেখিত সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট ছাড়া ও বমি এবং ঘন ঘন পাতলা পায়খানার ( GI symptoms) এর উপসর্গ নিয়ে আসছেন। এ ধরনের কভিড-১৯ রোগীর জন্যঃ
(১) Tab. Nitazoxanide 500 mg (Zox 500 mg) ০১ টি করে দৈনিক ০২ বার হিসাবে ০৫ দিন অথবা ০৩ টি ট্যাব শুধু একবার খেতে হবে। ১২ বছর থেকে সবাই এই ডোজে খাবেন।
বাচ্চাদের ক্ষেত্রেঃ
** ০১-০৩ বছর বয়সী বাচ্চাদের জন্য ১০০ মিগ্রা সিরাপ (০৫ মিলি) দৈনিক ০২ বার ও
** ০৪-১১ বছরের বাচ্চাদের জন্য ২০০ মিগ্রা (১০ মিলি) দৈনিক ০২ বার খেতে হবে।
(২) Tab. Azithromycin 500 mg (Azyth 500) দৈনিক ০১ টি করে ০৫ দিন খাবেন।
** ১০ বছরের নীচের বাচ্চাদের জন্য ২৫০ মিগ্রা এর দৈনিক ০১ টি ট্যাবলেট খেতে হবে।
** ছোট বাচ্চাদের জন্য এই ঔষধটি ১০ মিগ্রা/কেজি হিসাবে দৈনিক একবার করে ০৫ দিন

ধন্যবাদান্তে-
ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ মজুমদার,
উপদেষ্টা বিশেষজ্ঞ ( ক্রিটিকাল কেয়ার মেডিসিন),
সিনিয়র ইন্টেন্সিভিস্ট ও বিভাগীয় প্রধান,
ক্রিটিকাল কেয়ার সেন্টার এবং
ইমার্জেন্সি-ক্যাজুয়ালটি সেন্টার,
সি এম এইচ, ঢাকা সেনানিবাস।

Doctors list of Concept Plus Hospital Feni
26/10/2020

Doctors list of Concept Plus Hospital Feni

Professor Dr. Md. Mizanur RahmanQualification: MBBS, FCPSDesignation: Professor & Head, Child NeurologyExpertise: Child ...
20/10/2020

Professor Dr. Md. Mizanur Rahman
Qualification: MBBS, FCPS
Designation: Professor & Head, Child Neurology
Expertise: Child Neurology
Organization: Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)
Chamber: Central Hospital Limited
Time: 04:00 PM to 11:00 PM, (Friday & Govt. Holiday Closed)
Location: Room # 433, House # 5, Road # 2, Dhaka – 1205
Phone: +880 2 9660015-19 Ext – 8806, 7320709, 7310750

Associate Professor Dr. Narayan Saha
Qualification: MBBS, FCPS
Expertise: Child Neurology
Chamber: Comfort Diagnostic Centre & Comfort Nursing Home
Address: Comfort Tower, 167/B, Green Road, Dhanmondi, Dhaka, Bangladesh,
For Appointment:
+8801731956033
+8801552468377

PROF. DR. SHAHEEN AKHTER
MBBS (DMC), MD (Paediatrics)
Pediatric Neurology
Chamber: Bangladesh Specialized Hospital
Address: 21 Shyamoli, Mirpur Road, Dhaka-1207, Bangladesh
Hotline: 10633, +8809666700100

Dr. Anisa Jahan
Degree: DCH, FCPS Fellow Neonatal Neurology
Designation: Associate Professor
Institution:
Specialist: Paediatric Neurologist, Specialist in Child Development & Neurology
Chamber: Anwer Khan Modern Hospital, House #17, Road # 8, Dhanmondi R/A. Dhaka-1205
Room No.: Room-428
Block: Floor-3rd, E
Visiting Time: 5.30 PM- 9.00 PM Sunday- Thursday
Contact No.: +88 01721 558220 (Touch on the number to make a call).
Website: http://www.akmmch.com

Dr. Selina Daisy
Ex Associate Professor of Neurology Department, Institute: Dhaka Medical College & Hospital.
Specialty: Clinical Neurophysiology and Paediatric Neurology Pediatric Neurologist & Neurophysiologist
Ibn Sina Medical Imaging Center,
Zigatola, House #58, Road 2 , Dhaka
Chamber Time: 8.00 AM -11.00 AM Off Day: Friday & Govt. Holidays
Floor Number- 3rd, Room Number-409
Phone for Serial: 58613596,58613597,58613598, 9666497, 9663289
website: www.ibnsinatrust.com

15/10/2020

"কোন মেয়াধ উত্তীর্ন ঔষধ নিয়ে আপনার কি মতামত.???

চলুন কিছু তথ্য জেনে নেই

সেদিন এক আত্মীয়া তার মেয়েকে মেডিসিন এর প্যাকেট দেখিয়ে শিখাচ্ছেন - "সব ঔষধ খাওয়ার আগে তার গায়ে Expire Date (মেয়াদকাল) দেখে খাবা। মেয়াদ পাড় হয়ে যাওয়া মেডিসিন বিষ হয়ে যায়"।

গত সপ্তাহে একজন ফেসবুকে পোস্ট করেছে - " একটু আগে আমি ডেট ফেইল একটা মেডিসিন খেয়ে ফেলছি। আমি মনে হয় আর বাঁচব না"। :p

আমাদের দেশের মানুষের মেয়াদোত্তীর্ণ মেডিসিন নিয়া এমোনি ভয় বিদ্যমান। কিন্তু মেডিকেল সাইন্স কি বলে - এই সম্পর্কে কেউ অবগত না। প্রত্যেক মেডিসিন এর গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ দিনের তারিখ দেয়া বাধ্যতামূলক।

মেয়াদোত্তীর্ণ তারিখ বলতে বুঝায় - এই তারিখ পর্যন্ত ঐ নির্দিষ্ট মেডিসিনের গুনাগুন ও কার্যকারীতা উৎপাদনের দিনের থাকে। এই মেয়াদের দিন সংখ্যা US FDA এর Standard Testing দ্বারা নির্ধারিত। সাধারণ এই মেয়াদের দৈর্ঘ্য গড়ে ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত হয়ে থাকে।

মেয়াদ শেষ হয়ে যাওয়া মানেই -

১। ঐ মেডিসিনের কার্যকারীতা নষ্ট হয়ে যায় না।

২। ঐ মেডিসিন শরীরের জন্য বিষ হয়ে যায় না।

৩। ঐ মেডিসিন খেলে পার্শপ্রতিক্রিয়া বেশি হয় না।

আমেরিকা তার দেশের ডিফেন্সের জন্য সবচেয়ে বেশী খরচ করে । সুতরাং তাদের ডিফেন্স বাহিনীর জন্য হিউজ এমাউন্ট মেডিসিনও সাপ্লাই দিতে হয়। কিন্তু বেশির ভাগ মেডিসিনই শেষ পর্যন্ত কাজে লাগে না অথবা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। তাই সরকারী অর্থ অপচয় রোধের জন্য American Medical Association(AMA) ২০০১ সালে মেডিসিনের Self Life Extension Program (SLEP) গবেষণা চালায়। সেখানে প্রায় ৩০০০ লটে ১২২ প্রকার মেয়াদোত্তীর্ণ মেডিসিন নিয়া গবেষণা করা হয়। এতে দেখা যায় প্রায় - ৮২% মেডিসিনের কার্যকারীতা মেয়াদ পাড় হওয়ার পরও অটুট থাকে।

শুধু মাত্র টেট্রাসাইক্লিন মেডিসিনের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর গুরুতর সাইড ইফেক্ট (Fanconi Syndrome) হয় বলে সেটা বাজার থেকে তুলে দেয়া হয়েছে।

সুতরাং সবার প্রতি অনুরোধ - মেয়াদোত্তীর্ণ মেডিসিন দেখে বা ভুলে খেয়ে ফেললে আতংকিত হবেন না। আর কৌটা বা পটের মেডিসিন খেলে পটের মুখ ভালো করে আটকাবেন। খোলা পটের মুখ ঔষধের মেডিসিনের মেয়াদ কমিয়ে দেয়। Alu Alu ফয়েল প্যাকের মেডিসিন বাতাসের সংস্পর্শে আসে না, তাই বেশি দিন ভাল থাকে।

কমন ভুল গুলো থেকে বিরত থাকার জন্য। মেডিসিনের সাইড ইফেক্টে হবে না, কিন্তু আতংকে হার্ট এটাক হয়ে যাবে। যেমন - "ভূমিকম্পে বিল্ডিং ভেঙ্গে পড়ে মরে নাই, কিন্তু বিল্ডিং থেকে লাফ দিয়া বাঁচার জন্য মইরা যায় মানুষ"।

সংগৃহীত : মেডিক্যাল ইস্কলার

Address

Feni Sadar
Feni
3900

Telephone

+8801312280863

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Therapeutic Device Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Feni Therapeutic Device Bazar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram