02/08/2025
🦠 রাইনোস্পোরিডিওসিস (Rhinosporidiosis): একটি ভুলে যাওয়া কিন্তু বিপজ্জনক রোগ!
নাক দিয়ে রক্ত পড়ছে? নাকের ভেতরে টমেটো সদৃশ গোঁড়া বা মাংসপিণ্ড দেখা যাচ্ছে? সাবধান! এটি হতে পারে রাইনোস্পোরিডিওসিস — একটি ফাঙ্গাস জাতীয় জীবাণুর (Rhinosporidium seeberi) সংক্রমণ।
🔍 কীভাবে ছড়ায়?
✅ পুকুর বা নদীর অপরিচ্ছন্ন পানিতে সাঁতার কাটলে
✅ ধুলাবালু বা ময়লার সংস্পর্শে
✅ নাক বা মুখে আঘাত পেলে
📌 লক্ষণ
নাক দিয়ে বারবার রক্ত পড়া
নাক বন্ধ হয়ে থাকা
নাকের ভিতরে লালচে, টমেটোর মতো গুটি
চোখ বা গলায়ও ছড়াতে পারে
💉 চিকিৎসা:
✔️ একমাত্র কার্যকর চিকিৎসা হলো শল্যচিকিৎসা (surgical removal)
✔️ রোগটি আবারও ফিরে আসতে পারে, তাই বিশেষ সতর্কতা প্রয়োজন
✔️ ডাক্তারের পরামর্শে ও নিয়মিত ফলোআপ জরুরি
🚫 প্রতিরোধে যা করবেন:
অপরিচ্ছন্ন পুকুরে সাঁতার না কাটা
ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা
নাক বা মুখে আঘাত পেলে দ্রুত চিকিৎসা
🔔 নাকের গোঁড়া বা রক্তপাতকে হালকাভাবে নেবেন না — সচেতন থাকুন, সুস্থ থাকুন।
✍️ ডা. আজাদ
ইএনটি স্পেশালিস্ট, ফেনী
#নাকের_রোগ #স্বাস্থ্যবার্তা #নাককানগলা