Dr. Azad

Dr. Azad ডা. মো. আবুল কালাম আজাদ
সহকারী অধ্যাপক (নাক,কান ও গলা বিভাগ)
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

🦠 রাইনোস্পোরিডিওসিস (Rhinosporidiosis): একটি ভুলে যাওয়া কিন্তু বিপজ্জনক রোগ!নাক দিয়ে রক্ত পড়ছে? নাকের ভেতরে টমেটো সদৃ...
02/08/2025

🦠 রাইনোস্পোরিডিওসিস (Rhinosporidiosis): একটি ভুলে যাওয়া কিন্তু বিপজ্জনক রোগ!

নাক দিয়ে রক্ত পড়ছে? নাকের ভেতরে টমেটো সদৃশ গোঁড়া বা মাংসপিণ্ড দেখা যাচ্ছে? সাবধান! এটি হতে পারে রাইনোস্পোরিডিওসিস — একটি ফাঙ্গাস জাতীয় জীবাণুর (Rhinosporidium seeberi) সংক্রমণ।

🔍 কীভাবে ছড়ায়?
✅ পুকুর বা নদীর অপরিচ্ছন্ন পানিতে সাঁতার কাটলে
✅ ধুলাবালু বা ময়লার সংস্পর্শে
✅ নাক বা মুখে আঘাত পেলে

📌 লক্ষণ

নাক দিয়ে বারবার রক্ত পড়া

নাক বন্ধ হয়ে থাকা

নাকের ভিতরে লালচে, টমেটোর মতো গুটি

চোখ বা গলায়ও ছড়াতে পারে

💉 চিকিৎসা:
✔️ একমাত্র কার্যকর চিকিৎসা হলো শল্যচিকিৎসা (surgical removal)
✔️ রোগটি আবারও ফিরে আসতে পারে, তাই বিশেষ সতর্কতা প্রয়োজন
✔️ ডাক্তারের পরামর্শে ও নিয়মিত ফলোআপ জরুরি

🚫 প্রতিরোধে যা করবেন:

অপরিচ্ছন্ন পুকুরে সাঁতার না কাটা

ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা

নাক বা মুখে আঘাত পেলে দ্রুত চিকিৎসা

🔔 নাকের গোঁড়া বা রক্তপাতকে হালকাভাবে নেবেন না — সচেতন থাকুন, সুস্থ থাকুন।

✍️ ডা. আজাদ
ইএনটি স্পেশালিস্ট, ফেনী

#নাকের_রোগ #স্বাস্থ্যবার্তা #নাককানগলা

আলহামদুলিল্লাহ!যিনি একসময় অসুস্থ ছিলেন, তিনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ হাতে এই পিঠাগুলো তৈরি করে এনেছেন।তাঁর প্রতি রইল আ...
15/07/2025

আলহামদুলিল্লাহ!

যিনি একসময় অসুস্থ ছিলেন, তিনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ হাতে এই পিঠাগুলো তৈরি করে এনেছেন।
তাঁর প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

24/05/2025

💥 এক্সিডেন্ট করে আসা একজন রুগী দেখছিলাম, উনি উনার সমস্যার কথা বললেন.....

বলার এক পর্যায়ে কেঁদে কেঁদে বললেন, উনি যখন এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে ছিলেন কেউ উনাকে সাহায্য করতে আসেননি, অনেক এ ই ভিডিও করছিলেন অথচ উনি রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন....

আমরা এমন কেন❓
জাতি হিসেবে কবে থেকে আমরা এমন হয়ে গেলাম❓

16/05/2025
💥 ওরসেলাইন একটি মেডিসিন, শরবত নয়.....📌 একজন সম্মানিত রুগী আমাকে জিজ্ঞাসা করছেন, আমার বাচ্চার গলা ব্যথা, সেলাইন খাওয়ানো...
05/05/2025

💥 ওরসেলাইন একটি মেডিসিন, শরবত নয়.....

📌 একজন সম্মানিত রুগী আমাকে জিজ্ঞাসা করছেন, আমার বাচ্চার গলা ব্যথা, সেলাইন খাওয়ানো যাবে কিনা?

📌 একজন প্রাপ্তবয়স্ক রুগী বলেন, মাঝে মাঝে ভালো না লাগলে আমি সেলাইন খাই।

📌 আরেকদিন একজন গৃহিণী রোগের কথা প্রসঙ্গে বললেন, বেশি গরম লাগলে তিনি বেশি বেশি সেলাইন খেয়ে থাকেন।

এখন আমার প্রশ্ন, ওরসেলাইন কি শরবত নাকি মেডিসিন ⁉️

আসুন জেনে নেই, অতিরিক্ত সেলাইন খেলে বা ঠিকভাবে সেলাইন তৈরি না করে খেলে কি কি সমস্যা হতে পারে....

১. হাইপারনাট্রেমিয়া (রক্তে অতিরিক্ত সোডিয়াম)
হতে পারে : খুব ঘন ওরসেলাইন তৈরি করা (অর্থাৎ কম পানিতে বেশি গুঁড়া মেশানো)।

লক্ষণ: বিভ্রান্তি, বমি, খিঁচুনি, দুর্বলতা, চেতনা হারানো।

২. হাইপোনাট্রেমিয়া (রক্তে খুব কম সোডিয়াম)
হতে পারে : খুব বেশি পানি বা অতিরিক্ত পাতলা ওরস খাওয়ানো।

লক্ষণ: মাথাব্যথা, বমি, দুর্বলতা, খিঁচুনি, অচেতনতা।

৩. অতিরিক্ত পানি দেহে জমে যাওয়া (Overhydration) : শরীরে প্রয়োজনের চেয়ে বেশি ORS খাওয়ানো।

লক্ষণ: হাত-পা ফোলা, শ্বাসকষ্ট (বিশেষ করে কিডনি বা হার্টের সমস্যা থাকলে ঝুঁকি বেশি)।

৪. ভুলভাবে প্রস্তুত ORS করলে : অপরিষ্কার পানি বা ভুল অনুপাতে মিশ্রণ।

ফলাফল: পেটের সমস্যা বাড়তে পারে, নতুন ইনফেকশন হতে পারে।

৫. বিদ্যমান রোগের অবনতি ঝুঁকিপূর্ণ রোগীরা: কিডনি রোগ, হৃদরোগ, বা লিভারের সমস্যা থাকলে অতিরিক্ত ORS ক্ষতিকর হতে পারে।

📌 কতটুকু পানির সাথে কতটুকু সেলাইন মেশাতে হবে শুধুমাত্র এটা না জানার কারণে, overhydration হয়ে বাচ্চা মারা যাবার উদাহরণ আছে বেশ কয়েকটি।

তাই ওরসেলাইন কে শরবত নয় মেডিসিন হিসেবে বিবেচনা করুন।

ডা. আবুল কালাম আজাদ
নাক,কান,গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন

⚡ নাকের পাথর: ছোট সমস্যা, বড় বিপদ!📎 অনেকেই মনে করেন নাকের ভিতরে জমে থাকা শক্ত বস্তু (যেমন ময়লা বা নাকের পাথর) তেমন কোন...
03/05/2025

⚡ নাকের পাথর: ছোট সমস্যা, বড় বিপদ!

📎 অনেকেই মনে করেন নাকের ভিতরে জমে থাকা শক্ত বস্তু (যেমন ময়লা বা নাকের পাথর) তেমন কোনও সমস্যা করে না। কিন্তু বাস্তবে, এটা শ্বাসকষ্ট, দুর্গন্ধযুক্ত স্রাব, এমনকি নাক বাঁকা হয়ে যাওয়ার কারণও হতে পারে।

📌 লক্ষণগুলো কী হতে পারে?

💥 একপাশের নাক প্রায়ই বন্ধ থাকে

💥 দুর্গন্ধযুক্ত নাক দিয়ে পানি পড়ে

💥 নাকের ভেতরে ব্যথা বা অস্বস্তি

ডা. আবুল কালাম আজাদ
নাক,কান,গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
সহকারী অধ্যাপক (নাক,কান ও গলা বিভাগ)
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

চেম্বার :
ফেনী মেডিকেল সেন্টার, মাইশা টাওয়ার, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।

সিরিয়াল : 017-122-79851

👃নাকের বাকা হাড় — নিঃশ্বাসের পথে অদৃশ্য বাধা!আপনার কি সব সময় নাক বন্ধ লাগে? ঘন ঘন ঠান্ডা বা সাইনোসাইটিসে ভোগেন? হতে পা...
18/04/2025

👃নাকের বাকা হাড় — নিঃশ্বাসের পথে অদৃশ্য বাধা!

আপনার কি সব সময় নাক বন্ধ লাগে? ঘন ঘন ঠান্ডা বা সাইনোসাইটিসে ভোগেন? হতে পারে আপনার নাকের ভিতরের হাড়টি বাঁকা—যাকে বলা হয় Deviated Nasal Septum (DNS)।

💦 কীভাবে বুঝবেন নাকের হাড় বাঁকা?

📌 এক পাশে নাক বন্ধ অনুভব

📌 নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারা

📌 ঘনঘন সাইনাসের ইনফেকশন

📌 নাক দিয়ে ঘনঘন স্নোরিং বা নাক ডাকা

📌 মাথাব্যথা বা চোখের চারপাশে চাপ অনুভব

⁉️ DNS হলে কী করবেন?
এই সমস্যা অবহেলা করলে দীর্ঘমেয়াদি জটিলতা হতে পারে। নাকের বাকা হাড় শুধরানোর জন্য Septoplasty নামক একটি ছোট্ট অপারেশনের মাধ্যমে সমাধান সম্ভব।

আপনার শ্বাস-প্রশ্বাস হোক মুক্ত ও স্বাভাবিক।
DNS নিয়ে থাকলে আজই একজন অভিজ্ঞ ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নাকের বাঁকা হাড় ঠিক করুন, জীবন হোক আরামদায়ক

👼 একজন মেহমান এসেছিলেন, ললিপপ দেয়ার পর আর নিজেকে সামলে নিতে পারেননি...👅
22/03/2025

👼 একজন মেহমান এসেছিলেন, ললিপপ দেয়ার পর আর নিজেকে সামলে নিতে পারেননি...👅

17/03/2025

💦 নাকের টিউমার, কারণ ও চিকিৎসা....

𝑾𝒊𝒕𝒉 𝒎𝒚 𝒔𝒖𝒓𝒈𝒊𝒄𝒂𝒍 𝒕𝒆𝒂𝒎...
05/03/2025

𝑾𝒊𝒕𝒉 𝒎𝒚 𝒔𝒖𝒓𝒈𝒊𝒄𝒂𝒍 𝒕𝒆𝒂𝒎...

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Azad:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram