মায়েদের সুস্থতা By Dr.Minura

মায়েদের সুস্থতা By Dr.Minura Dr.Minura Matin
M.B.B.S(DU)
D.G.O(CMH)
M.C.P.S(Obs&Gynae)
Assistant Professor (Obs&Gynae)
@ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজ।

আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমি ডাঃ মিনুরা মতিন। এমবিবিএস (ঢাবি); ডিজিও (সিএমএইচ); এমসিপিএস (গাইনী এন্ড অবস্‌) ঢাকা মেডিকেল কলেজ। স্পেশাল ট্রেনিং ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন এন্ড ইনফাটিলিটি ইন্ডিয়া। কনসালটেন্ট – গাইনী এন্ড অবস্‌।
নরমাল ডেলিভারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিএমডিসি রেজিঃনং এ-৭৭১৯১
,
আমি যেসব বিষয়ে চিকিতসা সেবা দিয়ে থাকি।
১।গর্ভ পূর্ববর্তী , গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী চিকিতসা।
২।গর্ভকালীন বিভিন্ন জটিলতা যেমন- প্রেসার,ডায়াবেটিস, থাইরয়েড সহ বিভিন্ন রোগের চিকিতসা।
৩।নরমাল ডেলিভারী বিষয়ক পরামর্শ ও চিকিতসা।
৪।যত্নসহকারে ব্যাথামুক্ত নরমাল ডেলিভারীর ব্যবস্থা।
৫।বার বার গর্ভ পাতের চিকিতসা।
৬।মহিলাদের রক্তক্ষরণ জনিত চিকিতসা।
৭।বন্ধ্যাত্ব চিকিতসা।
৮।প্রসূতিবিদ্যা।
৯।স্ত্রীরোগ চিকিতসা।
১০।ব্যাথামুক্ত নিরাপদ নরমাল ডেলিভারিতে দক্ষ।
১১। সকল প্রকার প্রয়োজনীয় গাইনী অপারেশন সিজার ও ডিএনসিতে দক্ষতা।
,
,

আমি দীর্ঘদিন যাবত ফেনীতে একজন গাইনী ডাক্তার হিসেবে সেবা প্রদান করে আসতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুনামের সহিত প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে একজন সুপ্রসিদ্ধ ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, যা আপনারা আমার এই পেইজে সেবা গ্রহীদের এক্টিভিটি দেখলে বুঝতে পারবেন।
,

এবার আসি আমার এই পেইজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। কয়েকটি উদ্দেশ্যে আমি এই পেইজটি চালু করছি। প্রথমতঃ আমাদের দেশের অধিকাংশ নারীরা তাদের মাতৃত্বকালীন দায়িত্ব সম্পর্কে সচেতন না। একজন মায়ের এই মাতৃত্বকালীন সময়ে তার এবং অনাগত সন্তানের পিতার কিছু দায়িত্ব থাকে। যেগুলো পালনের মাধ্যমে নিজে সুস্থ থেকে এবং একজন নবজাতককে সুস্থ রূপে পৃথিবীর আলো দেখাতে সমর্থ হন। যথাযথ দায়িত্ব পালনের আমরা আমাদের চেষ্টা করে যাবো, ফলাফল দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। এই দায়িত্ব গুলো সম্পর্কে ফেইসবুকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেয়া। দ্বিতীয়তঃ বর্তমানে আমি শুধু ফেনী ও দাগনভূইয়াতে রোগী দেখে থাকি। এর বাহিরে গিয়ে রোগী ভিজিট করা আমার ও রোগীদের সম্ভব হয়না। তাই এই পেইজের মাধ্যমে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে যথাসাধ্য সেবা প্রদান করা। (একান্ত প্রয়োজন হলে স্বসরীরে এসে দেখা করা ) তৃতীয়তঃ আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগের সার্থে একটা প্লাটপফর্মে যুক্ত থাকার মাধ্যমে সবসময় রোগীদের তার সচতেনতা বৃদ্ধি করা।
,,

এছাড়া রোগীরা তাতক্ষনিক কোনো সমস্যায় পড়লে তা থেকে উত্তরনের জন্য পেইজে মেসেজের মাধ্যমে উপস্থিত সমাধান নিশ্চিত করা।


#নরমাল_ডেলিভারি #ফেনী #গাইনী #বিশেষজ্ঞ_ডাক্তার #মিনুরা_মতিন

ফেনী থাকতে আমার চিকিৎসায় কন্সিভ করে আল্লাহ রহমতে।আজ জানালো বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। খুব খুশি হয়েছি। অনেক অনেক দোয়া বাব...
09/10/2025

ফেনী থাকতে আমার চিকিৎসায় কন্সিভ করে আল্লাহ রহমতে।
আজ জানালো বাবু হয়েছে আলহামদুলিল্লাহ।
খুব খুশি হয়েছি। অনেক অনেক দোয়া বাবুর জন্য।।

আলহামদুলিল্লাহ।  প্রতিনিয়ত নতুন কিছু দেখছি ও শিখছিHysteroscopic Hands on Training. 💓💓💓💓💓💓জরায়ুর রক্ষাকবচ 🥰🥰🥰
09/10/2025

আলহামদুলিল্লাহ।
প্রতিনিয়ত নতুন কিছু দেখছি ও শিখছি
Hysteroscopic Hands on Training.
💓💓💓💓💓💓
জরায়ুর রক্ষাকবচ 🥰🥰🥰

একজন মেয়ের জীবন 💓💓💓
09/10/2025

একজন মেয়ের জীবন 💓💓💓

📌📌📌আসসালামুয়ালাকুম, অনেকেই আমাকে মেসেজ করেন। 🔗🔗প্রশ্ন করেন,আমি সবার জন্য ভালো মন্দ, বিভিন্ন সমস্যা সতর্কতা নিয়ে কথা বলি।...
09/10/2025

📌📌📌আসসালামুয়ালাকুম, অনেকেই আমাকে মেসেজ করেন।

🔗🔗প্রশ্ন করেন,আমি সবার জন্য ভালো মন্দ, বিভিন্ন সমস্যা সতর্কতা নিয়ে কথা বলি।

🔗🔗প্রতিটি রোগী আলাদা,তাদের সমস্যা আলাদা।
অনেকে হয়তো মন খারাপ করেন। তবে রোগী না দেখে ইতিহাস না জেনে চিকিৎসা দেয়া যায় না। তাই আমি দু:খিত। আগে পিছে অনেক কথা থাকে,যা ম্যাসেজে বলাসম্ভব না।
🔗🔗যেকোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ ডাক্তার দেখাবেন বা আমাকে দেখাতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মংগলবার,বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা।
অথবা পেইমেন্ট করে অনলাইন কনসাল্টেশন নিবেন।
ধন্যবাদ🩺🩺🩺🩺

08/10/2025
08/10/2025

কাল আমি চেম্বারে থাকছিনা ছুটি নিয়েছি। medical College &Hospital

অনেকদিন পর এরকম একটি ছবি তুললাম।বাচ্চা সিজারের পর যখন প্রথম কোলে নেই মনে হয়এইটা আমারি বাচ্চা। আমি রেখে দেই। এতো মায়া লাগ...
08/10/2025

অনেকদিন পর এরকম একটি ছবি তুললাম।
বাচ্চা সিজারের পর যখন প্রথম কোলে নেই মনে হয়
এইটা আমারি বাচ্চা। আমি রেখে দেই। এতো মায়া লাগে।।।।
মাঝে মাঝে ছবি তুললে কাজের উৎসাহ ও উদ্দীপনা বাড়ে।।।।
এমনি আমরা এতো স্ট্রেসের মধ্যে থাকি।।।।।

08/10/2025

রোগী নিজেই উনার অনুভূতি শেয়ার করলেন।
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর।

আরেকটি ভিবেক আলহামদুলিল্লাহ
রোগী - রাহেলা,বয়স -৩১ বছর।
৮ বছর আগে সিজার হয়। কাল এসেছে ডেলিভারির ব্যথা ও পানি ভাংগা নিয়ে।
রোগী ব্যথায় অস্থির সিজারই করবে।
৩৫ সাপ্তাহ চলে। বাচ্চার ওজন ১.৯ কেজি।
বললাম বাচ্চার ডেলিভারি হয়ে যাবে ১.৫ ঘন্ট অপেক্ষা করুন। পজিশন ভালো। রোগী সিজারই করবেন।
অনেক বুঝিয়ে রাখলাম।
আলহামদুলিল্লাহ ১ ঘন্টা পরই নরমাল হয়ে গেলো।
আজ রাউন্ডে যখন রোগীর সাথে দেখা হলো এতো খুশি মাসাল্লাহ। বাচ্চাও ভালো আছে। আজ ছুটি দিয়ে দিলাম।

 আরেকটি ভিবেক আলহামদুলিল্লাহ রোগী - রাহেলা,বয়স -৩১ বছর।৮ বছর আগে সিজার হয়। কাল এসেছে ডেলিভারির ব্যথা ও পানি ভাংগা নিয়ে।র...
08/10/2025


আরেকটি ভিবেক আলহামদুলিল্লাহ
রোগী - রাহেলা,বয়স -৩১ বছর।
৮ বছর আগে সিজার হয়। কাল এসেছে ডেলিভারির ব্যথা ও পানি ভাংগা নিয়ে।
রোগী ব্যথায় অস্থির সিজারই করবে।
৩৫ সাপ্তাহ চলে। বাচ্চার ওজন ১.৯ কেজি।
বললাম বাচ্চার ডেলিভারি হয়ে যাবে ১.৫ ঘন্ট অপেক্ষা করুন। পজিশন ভালো। রোগী সিজারই করবেন।
অনেক বুঝিয়ে রাখলাম।
আলহামদুলিল্লাহ ১ ঘন্টা পরই নরমাল হয়ে গেলো।
আজ রাউন্ডে যখন রোগীর সাথে দেখা হলো এতো খুশি মাসাল্লাহ। বাচ্চাও ভালো আছে। আজ ছুটি দিয়ে দিলাম।

08/10/2025

কেন আমাদের দেশে নরমাল ডেলিভারি কম হয়।।।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়েদের সুস্থতা By Dr.Minura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram