আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমি ডাঃ মিনুরা মতিন। এমবিবিএস (ঢাবি); ডিজিও (সিএমএইচ); এমসিপিএস (গাইনী এন্ড অবস্) ঢাকা মেডিকেল কলেজ। স্পেশাল ট্রেনিং ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন এন্ড ইনফাটিলিটি ইন্ডিয়া। কনসালটেন্ট – গাইনী এন্ড অবস্।
নরমাল ডেলিভারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিএমডিসি রেজিঃনং এ-৭৭১৯১
,
আমি যেসব বিষয়ে চিকিতসা সেবা দিয়ে থাকি।
১।গর্ভ পূর্ববর্তী , গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী চিকিতসা।
২।গর্ভকালীন বিভিন্ন জটিলতা যেমন- প্রেসার,ডায়াবেটিস, থাইরয়েড সহ বিভিন্ন রোগের চিকিতসা।
৩।নরমাল ডেলিভারী বিষয়ক পরামর্শ ও চিকিতসা।
৪।যত্নসহকারে ব্যাথামুক্ত নরমাল ডেলিভারীর ব্যবস্থা।
৫।বার বার গর্ভ পাতের চিকিতসা।
৬।মহিলাদের রক্তক্ষরণ জনিত চিকিতসা।
৭।বন্ধ্যাত্ব চিকিতসা।
৮।প্রসূতিবিদ্যা।
৯।স্ত্রীরোগ চিকিতসা।
১০।ব্যাথামুক্ত নিরাপদ নরমাল ডেলিভারিতে দক্ষ।
১১। সকল প্রকার প্রয়োজনীয় গাইনী অপারেশন সিজার ও ডিএনসিতে দক্ষতা।
,
,
আমি দীর্ঘদিন যাবত ফেনীতে একজন গাইনী ডাক্তার হিসেবে সেবা প্রদান করে আসতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুনামের সহিত প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে একজন সুপ্রসিদ্ধ ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, যা আপনারা আমার এই পেইজে সেবা গ্রহীদের এক্টিভিটি দেখলে বুঝতে পারবেন।
,
এবার আসি আমার এই পেইজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। কয়েকটি উদ্দেশ্যে আমি এই পেইজটি চালু করছি। প্রথমতঃ আমাদের দেশের অধিকাংশ নারীরা তাদের মাতৃত্বকালীন দায়িত্ব সম্পর্কে সচেতন না। একজন মায়ের এই মাতৃত্বকালীন সময়ে তার এবং অনাগত সন্তানের পিতার কিছু দায়িত্ব থাকে। যেগুলো পালনের মাধ্যমে নিজে সুস্থ থেকে এবং একজন নবজাতককে সুস্থ রূপে পৃথিবীর আলো দেখাতে সমর্থ হন। যথাযথ দায়িত্ব পালনের আমরা আমাদের চেষ্টা করে যাবো, ফলাফল দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। এই দায়িত্ব গুলো সম্পর্কে ফেইসবুকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেয়া। দ্বিতীয়তঃ বর্তমানে আমি শুধু ফেনী ও দাগনভূইয়াতে রোগী দেখে থাকি। এর বাহিরে গিয়ে রোগী ভিজিট করা আমার ও রোগীদের সম্ভব হয়না। তাই এই পেইজের মাধ্যমে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে যথাসাধ্য সেবা প্রদান করা। (একান্ত প্রয়োজন হলে স্বসরীরে এসে দেখা করা ) তৃতীয়তঃ আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগের সার্থে একটা প্লাটপফর্মে যুক্ত থাকার মাধ্যমে সবসময় রোগীদের তার সচতেনতা বৃদ্ধি করা।
,,
এছাড়া রোগীরা তাতক্ষনিক কোনো সমস্যায় পড়লে তা থেকে উত্তরনের জন্য পেইজে মেসেজের মাধ্যমে উপস্থিত সমাধান নিশ্চিত করা।
#নরমাল_ডেলিভারি #ফেনী #গাইনী #বিশেষজ্ঞ_ডাক্তার #মিনুরা_মতিন