Doctor's Hijama: Cupping & Ruqyah Feni

Doctor's Hijama: Cupping & Ruqyah Feni This is Prophetic Treatment

বিবাহ/সম্পর্ক বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হওয়ার আলামত বা লক্ষণ১ // স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকলেও হঠাৎ ভালবাসা থেকে শ...
24/10/2025

বিবাহ/সম্পর্ক বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হওয়ার আলামত বা লক্ষণ
১ // স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকলেও হঠাৎ ভালবাসা থেকে শক্রতায় পরিণত হওয়া ।
২ // উভয়ের মাঝে অধিক সন্দেহ-সংশয় সৃষ্টি হওয়া।
৩ // পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা। মনের মধ্যে জেদ পোষে রাখা।
৪ // স্বামী স্ত্রী-র একে অপরকে সবসময়ের জন্য বা অধিকাংশ সময় অপছন্দ করে, বিরক্ত লাগে।
৫ // অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া যদিও তা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে।
৬ // স্ত্রী যতই খুবই সুন্দরী হোক স্বামীর কাছে নিকৃষ্ট ও কদাকার মনে হওয়া। আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া।
৭ //স্ত্রীর কাছে স্বামীর হাস্যোজ্জল, প্রাণবন্ত চেহারাকে অপছন্দ লাগে বা গুমরোমুখো ও ভয়ংকর মনে হয়
৮ // স্বামী/স্ত্রী-র কারো নিকট অপর জনের প্রত্যেক কৰ্মই অপছন্দ হওয়া।
৯ // স্বামী/স্ত্রী-র কারোর অপর পক্ষের বসার স্থান ও ব্যবহৃত জিনিস অপছন্দ করা।
১০ //- স্বামী গৃহের বাইরে খুব ভাল কিন্তু ঘরে প্রবেশ করলেই অন্তরে অতিসংকীর্ণতা বোধ করে কিংবা মন-মানসিকতা পরিবর্তন হয়ে যায়।
১১ // স্বামী বাইরে থাকলে ভালো থাকে; কিন্তু ঘরে আসলেই দুজনের কোনো একজনের অথবা উভয়ের মেজাজ খারাপ হয়ে যায়।
১২ // ছোট ছোট বিষয় নিয়েও কেউ কাউকে ছাড় দিতে রাজি না। একটুতেই ঝগড়া বেঁধে যায়।
১৩ // স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে দেখতে ইচ্ছে না করা; মনে হয় যেন সে মরলেই বাঁচি।
১৪ // স্ত্রী দেখতে যতোই সুন্দর হোক স্বামীর কাছে খারাপ লাগে।স্ত্রী সাজগোজ করলে খারাপ লাগে।
১৫ // স্ত্রীর কোনো কথাবার্তা স্বামীর কাছে সহ্য হয়না। একটু স্বাভাবিক হেরফের হলেও মারধর শুরু করে।
১৬ // কখনো কখনো তুচ্ছ বিষয় নিয়েও এমন ভাবে মারধর করে যে তার হুঁশ থাকেনা ,নিজেকে কন্ট্রোল করতে পারে না। মারধর করে স্ত্রীকে রক্তাক্ত করে ফেলে।
১৭ // স্বামীর ভালো কথাবার্তা ও সুন্দর আচরণও স্ত্রীর কাছে বিরক্তিকর লাগে।
১৮ // স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসা রয়েছে কিন্তু কাছে আসতেই বিরক্ত লাগে।
১৯ // মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব ভালো ও মধুর হয় কিন্তু মাঝেমধ্যে খুব খারাপ হয়ে যায়, ঝগড়া ও মনোমালিন্য হয়।
২০ // অন্যদের সাথে আচরণ ভালো ও স্বাভাবিক থাকলেও স্বামী-স্ত্রী কথা বলতে গেলেই ঝামেলা বাঁধা
২১ //-প্রায় সময় মাথা ব্যথা থাকে । ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া।
২২ //-প্রায় সময় পেটব্যাথা থাকে।
২৩ //-পিঠের নীচের হাড় গুলো ব্যাথা করে।
২৪ //-ব্যাকপেইন ; বিশেষত মেরুদন্ডের হাড়ে বা মেরুদন্ডের নীচে ব্যথা করে ।
২৫ //-বুকে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা অনুভব করে। বিশেষত আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত
২৬ //-একটুতেই রেগে যায়। বিয়ের কথা মনে হলে রাগ লাগে।
২৭ //-ঘুমের মধ্যে শান্তি না পাওয়া , ঠিক মতো ঘুমাতে না পারা।
২৮ //-আর ঘুম থেকে ওঠার পর অনেক্ষণ কষ্ট হওয়া।
২৯ //-আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত মাথাব্যথা এবং অস্থিরতা লাগা?
৩০ //-ঘুমের মধ্যে ভীতসন্ত্রস্ত হয়ে ওঠেন বা ভয়ংকর স্বপ্ন দেখেন।

বিয়ে আটকে রাখা ও বিবাহ বিচ্ছেদের যাদু করতে সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয় । এজন্য উল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ ও মিলে যেতে পারে।

যদি উল্লেখিত লক্ষন গুলোর মধ্য থেকে ৩/৪ টা লক্ষন আপনার সাথে মিলে যায় তাহলে দ্রুত রুকইয়াহ শারইয়্যা করুন।

রুকইয়াহ শারইয়্যা করতে যোগাযোগ করুনঃ

01860-282222

23/10/2025

শরীরে আশিক জ্বীনের প্রভাব থাকলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়

অনেক মানুষ অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু উপসর্গ বছরের পর বছর ধরে চলছে কিন্তু মেডিকেল রিপোর্টে কারণ পাওয়া যাচ্ছে না। রুকইয়াহ অভিজ্ঞতায় দেখা যায়, কারও শরীরে আশিক জ্বীনের প্রভাব থাকলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। যেমনঃ

১) বারবার অযৌক্তিক প্রেম বা ঘনিষ্ঠতার অনুভূতি
২) রাতে ঘুমের সময় অশান্তি, দুঃস্বপ্ন, শরীরে কারো উপস্থিতির অনুভূতি
৩) বিয়ে বা দাম্পত্য জীবনে অস্বাভাবিক সমস্যা, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া
৪) একা থাকলে ভয়, বুক ধড়ফড়ানি, হঠাৎ কান্না চলে আসা
৫) নিজেকে নিয়ন্ত্রণে না থাকা কিছু চিন্তা বা কল্পনা সক্রিয় হওয়া
৬) রুকইয়াহ শুনলে শরীর গরম হয়ে যাওয়া, ঘুম পেয়ে যাওয়া বা বিরক্তি সৃষ্টি হওয়া
৭) দরকার থাকা সত্ত্বেও বিয়েতে বাধা, বারবার বিয়ে ভেঙে যাওয়া
৮) দীর্ঘদিন ধরে অপছন্দের প্রতি আসক্তি বা পাপের দিকে টান অনুভব করা
৯) নামাজ, কুরআন বা জিকিরে মন উঠতে না চাওয়া, হঠাৎ অস্বস্তি তৈরি হওয়া

আপনি আসলেই আক্রান্ত কি না জানতে রুকইয়াহ সেশন নিয়ে পরীক্ষা করে দেখুন।
আমাদের সাথে যোগাযোগ করতে 01860-282222 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

21/10/2025

পরণের কাপড়ের জাদুর উদ্দেশ্য

হঠাৎ অসুস্থতা বা শারীরিক দুর্বলতা সৃষ্টি করা।
মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা বাড়ানো।
দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে অশান্তি তৈরি করা।
হঠাৎ আর্থিক বা মানসিক ক্ষতি ডেকে আনা।

⚠️ পরণের কাপড়ের জাদুর লক্ষণ

1️⃣ অকারণে অসুস্থ হয়ে পড়া, ডাক্তার কিছুই খুঁজে না পাওয়া।
2️⃣ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন বা চেপে ধরার অনুভূতি (Sleep Paralysis-এর মতো)।
3️⃣ মেজাজ খারাপ থাকা, ঘনঘন ঝগড়া বা অশান্তি বাড়তে থাকা।
4️⃣ পরণের কাপড় হঠাৎ হারিয়ে যাওয়া, কেটে/ফেটে যাওয়া (ইচ্ছাকৃত মনে হয়)।
5️⃣ শরীরে অদ্ভুত ব্যথা বা দুর্বলতা, কিন্তু মেডিক্যাল পরীক্ষায় কিছু না পাওয়া।

📞 যেকোনো সমস্যায় যোগাযোগ করুন :
01860-282222

20/10/2025

পেটে জাদু থাকার লক্ষণ জানেন কি⁉️
▪️পেটে থাকা যাদুর লক্ষণসমূহ:

▪️দুধ খেলে হজম না হওয়া (ল্যাকটোজ ইনটলারেন্স)

▪️স্বপ্নে সবসময় খেতে দেখা

▪️তেলযুক্ত খাবার বা কোনো খাবার খেলেই অসুস্থতা—আগের থেকে তীব্রতর হওয়া

▪️দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকা

▪️শুধু শুধু ঢেকুর আসা

▪️রোযা রাখলে অসুস্থ হয়ে যাওয়া

▪️খাবার খেতে না পারা, পেট সবসময় ফাঁপা থাকা

▪️বমি বমি ভাব বা কারণ ছাড়া বমি করা

▪️রুকইয়ার সময় বা রুকইয়ার সাপ্লিমেন্ট ব্যবহারে বমি হওয়া

▪️পেটে কোনো খাবার ধারণ করতে না পারা, একটুতেই ছুটে যাওয়া (IBS)

▪️অকারণে পেট ফুলে যাওয়া

▪️পেটের কোনো অংশে শঙ্কা বা ব্যথা অনুভব হওয়া (মেডিক্যাল রিপোর্টে কিছু না আসলেও)

▪️এমন কোনো অসুস্থতা (মানসিক/শারীরিক) যার দীর্ঘদিন চিকিৎসার পরেও কোনো লাভ হচ্ছে না

▪️হঠাৎ করে দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর মতো অসাড় হতে থাকা (জিনগ্রস্ততার অন্যান্য লক্ষণ মিললেও এটি মেরে ফেলার যাদুর কারণে হয়)

▪️দিন দিন শুকিয়ে যাওয়া

▪️কোনো প্রোডাক্টিভ কাজে বের হওয়ার আগে বাধা বা চাপে পড়া — যেমন: সালাত, অফিস, সফর ইত্যাদিতে যাওয়ার আগে হঠাৎ সমস্যা হওয়া। সাধারণত এটা হয় যাদুর প্রভাবে।

🍂পেটে যাদু থাকার আরও কিছু লক্ষণ:

▪️পেটে অযথুক প্রচুর গ্যাস হওয়া

▪️বুকে ও পেটে জ্বালাপোড়া করা

▪️পেটে যাদু থাকার ফলে রক্ত সঞ্চালন সংক্রান্ত বিভিন্ন রোগব্যাধি (যেমন: ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেসার ইত্যাদি)

⚠️বিশেষ নির্দেশনাঃ

যদি এই লক্ষণগুলোর মধ্যে ৪/৫টি মিলে যায়, তবে আপনি রুকইয়া করুন।
অনেকের ৪/৫টি মিলার পরও যাদুতে আক্রান্ত না-ও হতে পারে, কিন্তু লাইফস্টাইলের কারণে এরকম সমস্যা হতে পারে।
তবুও রুকইয়া করলে এর মাধ্যমে রুকইয়ার বিশেষজ্ঞ ডায়াগনোসিস করে দিতে পারবেন।

চিকিৎসা নিতে যোগাযোগ করুনঃ
WhatsApp: 01860-282222

✅ হিজামা থেরাপি — সুন্নতি চিকিৎসা, পার্শ্বপ্রতিক্রিয়াহীন শরীর ও মনের সমাধান📌 “ইন্না ফিল-হিজামা শিফা” — হাদিসে রাসূল ﷺ হি...
19/10/2025

✅ হিজামা থেরাপি — সুন্নতি চিকিৎসা, পার্শ্বপ্রতিক্রিয়াহীন শরীর ও মনের সমাধান

📌 “ইন্না ফিল-হিজামা শিফা” — হাদিসে রাসূল ﷺ হিজামাকে উত্তম চিকিৎসা হিসেবে উল্লেখ করেছেন।

---

🌿 হিজামা করলে যেসব উপকার পাওয়া যায়

✅ শরীরের টক্সিন ও নোংরা রক্ত বের করে
✅ মাথাব্যথা, মাইগ্রেন ও স্ট্রেস কমায়
✅ গরম-ঠান্ডা, বাত ও জয়েন্ট পেইনে দারুণ উপকারী
✅ স্নায়ু, রক্ত চলাচল ও হরমোন সিস্টেম ব্যালান্স করে
✅ অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা ও ডিপ্রেশন কমায়
✅ ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং এনার্জি বাড়ায়
✅ ত্বক উজ্জ্বল করে, চুল পড়া কমায়
✅ পুরুষদের দুর্বলতা ও নারীদের পিরিয়ডজনিত সমস্যা সহায়তা করে

---

🩺 যে যে কারণে হিজামা করা যায়

📍 মাইগ্রেন / মাথাব্যথা / সাইনাস
📍 ঘাড়-কাঁধ-পিঠ-জয়েন্ট পেইন
📍 বাত, সায়াটিকা, ডিস্ক প্রোলাপ্স
📍 স্ট্রেস, ডিপ্রেশন, ঘুমের সমস্যা
📍 গ্যাস, অম্বল, হজমের সমস্যা
📍 চুল পড়া, ব্রণ, স্কিন সমস্যা
📍 ব্লাড প্রেসার, কোলেস্টেরল
📍 বন্ধ্যাত্ব বা যৌন দুর্বলতা
📍 অতিরিক্ত মোটা/পাতলা বা দুর্বল ইমিউনিটি

---

🌟 কেন আমাদের কাছে হিজামা করবেন?

✔ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট
✔ সম্পূর্ণ ইসলামিক ও মেডিকেল হাইজিন মেনটেইন
✔ ডিসপোজেবল কাপ ও 100% স্টেরিলাইজেশন
✔ পুরুষ ও নারীর জন্য আলাদা ব্যবস্থা
✔ রিল্যাক্সিং পরিবেশ ও অভিজ্ঞ থেরাপিস্ট

---

📌 সময়

🕘 সকাল ৯টা — রাত ৯টা (অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক)

📌 যোগাযোগ ও বুকিং

📞 কল/WhatsApp: 01860-282222

📍 ঠিকানা: পাঠান বাড়ি রাস্তার মাথা, SSK রোড ধানসিঁড়ি হোটেলের পশ্চিমে, ফেনী সদর।

---

✨ স্লোগান

“হিজামা — সুন্নাহর পথে শিফার জীবন”
আজই বুক করুন, ইনশাআল্লাহ শরীর ও মন দুটোই থাকবে হালকা, সুস্থ ও প্রশান্ত 🌿

18/10/2025

সকল জাদু কেন্দ্রিক সমস্যার একটা কমন লক্ষন হলো স্বপ্নে খাবার খাওয়া

17/10/2025

🌿 রুকইয়াহ থেরাপি — কুরআনের আলোয় শিফার পথ 🌿

🕋 আপনি কি বারবার অজানা ভয়, ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন, চিন্তা বা বিষণ্ণতায় ভুগছেন❓
আপনি কি হঠাৎ রাগ, মাথা ভার, শরীর ব্যথা বা কাজের অনীহায় আক্রান্ত❓
হতে পারে — হাসাদ (বদ নজর), সিহর (কালো জাদু) বা জ্বীনের প্রভাব!

📖 আল্লাহ তায়ালার অনুমতিতে কুরআন ও হাদীস অনুযায়ী রুকইয়াহ শরিয়াহ এর মাধ্যমে
এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ 🤲

✨ আমরা করাই —
✅ হাসাদ, সিহর ও জ্বীনের রুকইয়াহ
✅ আশেক জ্বীন ও মানসিক যন্ত্রণা নিরাময়
✅ ঘর, ব্যবসা বা জায়গায় রুকইয়াহ (নেতিবাচক প্রভাব দূর করতে)

📍 ফেনী ব্রাঞ্চ:
পাঠান বাড়ি রাস্তার মাথা, SSK রোড ধানসিঁড়ি হোটেলের পশ্চিমে, ফেনী সদর।

📞 যোগাযোগ: 01860-282222

📅 সময়: সকাল ৯টা – রাত ৯টা

🌸 “কুরআনই শিফা ও রহমত মুমিনদের জন্য।”
— সূরা ইসরা: ৮২ 🌙

16/10/2025

🌙 আপনি কি আশেক জ্বিনের যন্ত্রণায় ভুগছেন? 🌙

❗ বারবার অদ্ভুত স্বপ্ন দেখেন?
❗ শরীরে অজানা ব্যথা বা ভয় কাজ করে?
❗ নামাজে মন বসে না, বিবাহে বাধা বা মানসিক অশান্তি?
❗ কুরআন শুনলে বিরক্তি, কান্না বা মাথা ভার হয়ে যায়?

⚠️ এগুলো হতে পারে আশেক জ্বিনের প্রভাবের লক্ষণ!
অনেক সময় জ্বিন প্রেমে পড়ে মানুষের শরীরে প্রবেশ করে — ফলে জীবনে আসে বিপর্যয়, ঘুমের সমস্যা, ইবাদতে অনীহা ও দাম্পত্য জীবনে দূরত্ব।

🕋 ইসলামি রুকইয়াহর মাধ্যমে আল্লাহর সাহায্যে মুক্তি সম্ভব!
✅ কুরআন ও সহিহ হাদিসভিত্তিক চিকিৎসা
✅ আশেক জ্বিন, কালো জাদু, বদ নজর ও হাসাদ থেকে মুক্তির আমল
✅ রুকইয়াহ পানি, তেল ও দোয়া দিয়ে চিকিৎসা
✅ অভিজ্ঞ রুকইয়াহ হাকিম দ্বারা সরাসরি সেশন

🌿 আল্লাহর ইচ্ছায় মুক্তি — কুরআনের আলোয় সমাধান 🌿

📖 রুকইয়াহ সেন্টার – ফেনী ব্রাঞ্চ
🏠 ঠিকানা: পাঠান বাড়ি রাস্তার মাথা, SSK রোড ধানসিঁড়ি হোটেলের পশ্চিমে, ফেনী সদর।

📞 যোগাযোগ: 01860-282222
📩 ইনবক্সে মেসেজ দিন বা সরাসরি এসে পরামর্শ নিন

---

জাদু মানুষের দুনিয়া ও আখিরাত – দুই দিকেই ভয়ংকর ক্ষতি করতে পারে। নিচে কয়েকটি প্রধান ক্ষতির দিক তুলে ধরা হলো—1. মানসিক অস্...
16/10/2025

জাদু মানুষের দুনিয়া ও আখিরাত – দুই দিকেই ভয়ংকর ক্ষতি করতে পারে। নিচে কয়েকটি প্রধান ক্ষতির দিক তুলে ধরা হলো—

1. মানসিক অস্থিরতা ও ভয়ভীতি:
জাদু আক্রান্ত ব্যক্তি হঠাৎ ভয় পায়, মন খারাপ থাকে, মাথা ভার লাগে, কিছু বুঝে না এমন অবস্থায় চলে যায়।

2. শারীরিক দুর্বলতা ও অসুস্থতা:
বারবার অসুস্থ হওয়া, ঘুম না হওয়া, শরীরে ব্যথা থাকা কিন্তু ডাক্তারি রিপোর্টে কিছু না পাওয়া – এগুলোও জাদুর প্রভাব হতে পারে।

3. সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া:
স্বামী-স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া, দূরত্ব বা বিচ্ছেদ – অনেক সময় জাদুর কারণে হয়ে থাকে।

4. রিজিক বন্ধ হয়ে যাওয়া বা কাজের ব্যর্থতা:
ব্যবসা বা চাকরিতে বারবার ব্যর্থ হওয়া, হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়া – জাদুর অন্যতম ক্ষতি।

5. ইবাদতে অনীহা:
নামাজ পড়তে মন না চাওয়া, কুরআন শুনলে বিরক্তি, আল্লাহর কথা শুনে কষ্ট লাগা – জাদুর গুরুতর প্রভাবের মধ্যে পড়ে।

6. মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে
অনেক সময় শক্তিশালী জাদু মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়, যদি সময়মতো রুকইয়াহ বা চিকিৎসা না নেওয়া হয়।

রুকইয়াহ শারইয়্যা চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ 01860-282222

বিবাহ/সম্পর্ক বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হওয়ার আলামত বা লক্ষণ১ // স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকলেও হঠাৎ ভালবাসা থেকে শ...
09/10/2025

বিবাহ/সম্পর্ক বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হওয়ার আলামত বা লক্ষণ
১ // স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকলেও হঠাৎ ভালবাসা থেকে শক্রতায় পরিণত হওয়া ।
২ // উভয়ের মাঝে অধিক সন্দেহ-সংশয় সৃষ্টি হওয়া।
৩ // পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা। মনের মধ্যে জেদ পোষে রাখা।
৪ // স্বামী স্ত্রী-র একে অপরকে সবসময়ের জন্য বা অধিকাংশ সময় অপছন্দ করে, বিরক্ত লাগে।
৫ // অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া যদিও তা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে।
৬ // স্ত্রী যতই খুবই সুন্দরী হোক স্বামীর কাছে নিকৃষ্ট ও কদাকার মনে হওয়া। আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া।
৭ //স্ত্রীর কাছে স্বামীর হাস্যোজ্জল, প্রাণবন্ত চেহারাকে অপছন্দ লাগে বা গুমরোমুখো ও ভয়ংকর মনে হয়
৮ // স্বামী/স্ত্রী-র কারো নিকট অপর জনের প্রত্যেক কৰ্মই অপছন্দ হওয়া।
৯ // স্বামী/স্ত্রী-র কারোর অপর পক্ষের বসার স্থান ও ব্যবহৃত জিনিস অপছন্দ করা।
১০ //- স্বামী গৃহের বাইরে খুব ভাল কিন্তু ঘরে প্রবেশ করলেই অন্তরে অতিসংকীর্ণতা বোধ করে কিংবা মন-মানসিকতা পরিবর্তন হয়ে যায়।
১১ // স্বামী বাইরে থাকলে ভালো থাকে; কিন্তু ঘরে আসলেই দুজনের কোনো একজনের অথবা উভয়ের মেজাজ খারাপ হয়ে যায়।
১২ // ছোট ছোট বিষয় নিয়েও কেউ কাউকে ছাড় দিতে রাজি না। একটুতেই ঝগড়া বেঁধে যায়।
১৩ // স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে দেখতে ইচ্ছে না করা; মনে হয় যেন সে মরলেই বাঁচি।
১৪ // স্ত্রী দেখতে যতোই সুন্দর হোক স্বামীর কাছে খারাপ লাগে।স্ত্রী সাজগোজ করলে খারাপ লাগে।
১৫ // স্ত্রীর কোনো কথাবার্তা স্বামীর কাছে সহ্য হয়না। একটু স্বাভাবিক হেরফের হলেও মারধর শুরু করে।
১৬ // কখনো কখনো তুচ্ছ বিষয় নিয়েও এমন ভাবে মারধর করে যে তার হুঁশ থাকেনা ,নিজেকে কন্ট্রোল করতে পারে না। মারধর করে স্ত্রীকে রক্তাক্ত করে ফেলে।
১৭ // স্বামীর ভালো কথাবার্তা ও সুন্দর আচরণও স্ত্রীর কাছে বিরক্তিকর লাগে।
১৮ // স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসা রয়েছে কিন্তু কাছে আসতেই বিরক্ত লাগে।
১৯ // মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব ভালো ও মধুর হয় কিন্তু মাঝেমধ্যে খুব খারাপ হয়ে যায়, ঝগড়া ও মনোমালিন্য হয়।
২০ // অন্যদের সাথে আচরণ ভালো ও স্বাভাবিক থাকলেও স্বামী-স্ত্রী কথা বলতে গেলেই ঝামেলা বাঁধা
২১ //-প্রায় সময় মাথা ব্যথা থাকে । ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া।
২২ //-প্রায় সময় পেটব্যাথা থাকে।
২৩ //-পিঠের নীচের হাড় গুলো ব্যাথা করে।
২৪ //-ব্যাকপেইন ; বিশেষত মেরুদন্ডের হাড়ে বা মেরুদন্ডের নীচে ব্যথা করে ।
২৫ //-বুকে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা অনুভব করে। বিশেষত আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত
২৬ //-একটুতেই রেগে যায়। বিয়ের কথা মনে হলে রাগ লাগে।
২৭ //-ঘুমের মধ্যে শান্তি না পাওয়া , ঠিক মতো ঘুমাতে না পারা।
২৮ //-আর ঘুম থেকে ওঠার পর অনেক্ষণ কষ্ট হওয়া।
২৮ //-খুবই পেরেশান থাকা বা প্রায়সময় মানসিক অশান্তিতে থাকা।
২৯ //-আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত মাথাব্যথা এবং অস্থিরতা লাগা?
৩০ //-ঘুমের মধ্যে ভীতসন্ত্রস্ত হয়ে ওঠেন বা ভয়ংকর স্বপ্ন দেখেন।

ফুটনোট
-------------
বিবাহ বিচ্ছেদ শুধু যাদুর কারণেও হতে পারে। আবার শুধু জিনের কারণেও হতে পারে। বিবাহ বিচ্ছেদের যাদুতে অনেক সময় জিনের সাহায্য নেওয়া হয় তাই জিন যাদু উভয়ের কারণেও বিবাহ বিচ্ছেদের সমস্যা হতে পারে।

৪ নং লক্ষণ যাদু আর ৬ ও ৭ যাদুর জিনের কারণে হয়।যাদুকরের অধিনস্ত জিনই স্ত্রীর চেহারায় কুৎসিত আকৃতিতে আত্মপ্রকাশ করে যা স্বামীর কাছে ঘৃণিত মনে হয় এবং স্বামীর চেহারায় এমন আকৃতিতে আত্মপ্রকাশ করে যা স্ত্রীর বীভৎস মনে হয়।
১৮ ,১৯ নং জিনের কারণে হয়। বাকি গুলোর অধিকাংশই যাদুর কারণে হয়ে থাকে। এখন আপনি নিশ্চিত হয়ে নিন আপনি কোন সমস্যা আক্রান্ত।

এবার আপনি কোন সমস্যায় আক্রান্ত সেটা নির্ধারণ করুন।
মনে করুন আপনি জ্বীনের সমস্যা আক্রান্ত কিন্তু ভেবে বসলেন আমিতো যাদুর রোগী, বা যাদুতে আক্রান্ত, আমাদের মাঝে বিচ্ছেদ করার জন্য যাদু করা হয়েছে ইত্যাদি আরো অনেক কিছু।
তখন আপনি বড় বড় গ্রুপে পোস্ট দিয়ে বা বিভিন্ন গ্রুপের পোস্ট পড়ে বছরের পর বছর বদনজরের রুকইয়াহ আর যাদুর রুকইয়াহ করেও কোন সমাধান পাচ্ছেন না। কারন কি??

বিয়ে আটকে রাখা ও বিবাহ বিচ্ছেদের যাদু করতে সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয় । এজন্য উল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ ও মিলে যেতে পারে।

সম্পর্ক বিচ্ছেদের যাদুর বিভিন্ন ধরন বা প্রকার হতে পারে, যেমন-
১ । মা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো জন্য।
২। পিতা ও সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানো জন্য।
৩। দু'ভাইয়ের মাঝে বিচ্ছেদ ঘটানো জন্য।
৪ । বন্ধুদের মাঝে বিচ্ছেদ ঘটানো জন্য।
৫ । ব্যবসায় শরীকদের মাঝে বিচ্ছেদ ঘটানো জন্য।
৬ স্বামী ও স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। আর এই প্রকারটি সর্বাপেক্ষা ভয়ানক এবং তা বেশি প্রচলিত আমাদের দেশে।
তাই স্বামী-স্ত্রীর আলোচনা দিয়েই শুরু করেছি। স্বামী-স্ত্রী ছাড়া অন্যান্যদের মাঝে বিচ্ছেদের লক্ষনগুলো মিলিয়ে নিবেন।
এ যাদুর আলোচনা স্বামী স্ত্রী দিয়েই শুরু করা করেছি। এ যাদুতে স্বামী বা স্ত্রী আক্রান্ত হলে হতে পারে একক বা উভয়ের মাঝে উপরের লক্ষন গুলো দেখা দিতে পারে। প্রয়োজনে আপনারা মিলিয়ে নিতে পারেন।

উক্ত সমস্যাগুলোর জন্য অভিজ্ঞ কোন রাকীর নিকটে রুকইয়া ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট গ্রহণ করুন।

যোগাযোগঃ 01860-282222

06/10/2025

স্বামী স্ত্রীর সংসারের মধ্যে হাসাদের /হিংসা সমস্যা হলে যে সমস্যা গুলি হয়।

প্রথমে জেনে নেই স্বামী স্ত্রী হাসাদে আক্রান্ত হলে কি কি সমস্যা হয় বা লক্ষণ দেখা দেয়।

------- ------- ------

(১)ক্রমাগত অস্বস্তি ও দুঃখের অনুভূতি।

(২)কোন কারণ ছাড়াই স্ত্রীর ক্রমাগত কান্নার প্রবণতা।

(৩)স্বামী স্ত্রী উভয় শ্বাসকষ্ট অনুভব করা।

(৪) ক্রমাগত হতাশা এবং কিছু করতে অনিচ্ছার অনুভূতি।

(৪)শারীরিক উচ্চ তাপমাত্রা

(৫) সব সময় এবং সামান্য কারণে নিজেকে খুব নার্ভাস বোধ করা ছোট সমস্যা গুলিকে খুব বড় মনে করা।

(৬) স্বামী-স্ত্রীর একে অপরের ইচ্ছার অবসান ঘটা দুরত্ব বেড়ে যাওয়া। কখনো এক পক্ষ থেকে বিচ্ছিন্নতা /তালাক চাওয়ার পরিস্থিতি হওয়া

(৬) আর্থিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি এবং সর্বদা আর্থিক সংকটের মুখোমুখি।

(৭)যৌক্তিকতা ছাড়াই স্বামী / স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি করা।

(৮) সব সময় অলস এবং অলসতা বোধ করা এবং কিছু করতে মনে না চাওয়া ।

(৯)কারণ ছাড়াই হঠাৎ রোগের সংস্পর্শে আসা শরীর মোটেও চিকিৎসায় সাড়া দেয় না।

(১০)কিছু মানসিক রোগের সমস্যা যা চিকিত্সা করা কঠিন।

(১১)বুকে বর্ধিত এবং অনিয়মিত হৃদস্পন্দন বা হার্টবিট বেড়ে যাওয়া ।

(১২)স্বামী বা স্ত্রীর থেকে বিচ্ছিন্ন বোধ এবং বৈবাহিক সম্পর্ক সামনে এগিয়ে নিতে অনিচ্ছুক।

(১৩)বাড়িতে কার সঙ্গে বসতে ইচ্ছে না করা একা থাকা পছন্দ করা ।

- উপরোক্ত লক্ষণ গুলা আপনার মধ্যে থাকলে শরইয়্যা চিকিৎসা রুকইয়াহ করুন।

যোগাযোগঃ 01860282222

02/10/2025

" জাদু নবায়ন প্রসঙ্গে "

আশ্বিন/অক্টোবর মাসে পূজা–পার্বণের কারণে জাদুকরেরা বেশি সক্রিয় থাকে, তাই তখন আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে।

আশ্বিন/অক্টোবর মাসে যেহেতু দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি একের পর এক হয় – তখন তান্ত্রিকরা ও জাদুকরেরা শয়তানের সাহায্যে বিভিন্ন কাজ (তাবিজ, যন্ত্র, বশীকরণ, অশুভ মন্ত্র) বেশি করে থাকে। তাই এই মাসে নবায়ন বা নতুনভাবে জাদু করার প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

📌 তাই এই সময়ে সতর্ক থাকা জরুরি:

1. সকাল–সন্ধ্যার আমল নিয়মিত করা (আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস – প্রতিদিন ৩ বার করে পড়া)।

2. বাড়িতে নিয়মিত কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা।

3. খাবার–পানীয়ের আগে বিসমিল্লাহ বলা।

4. রুকইয়াহ সুরা (আল ফাতিহা, আয়াতুল কুরসি, শেষের ২ আয়াত সূরা বাকারা, সূরা ফালাক, সূরা নাস) প্রতিদিন নিজের উপর ফুঁ দেয়া।

5. যে কোনো সন্দেহজনক জিনিস (তাবিজ, গুড়ো, পুঁটি, বাঁধন, সুঁই, সুতা) পেলে সঙ্গে সঙ্গে নষ্ট করা বা রুকইয়াহ করে ধ্বংস করা।

🔑 মূলকথা:
আশ্বিন/অক্টোবর মাসে পূজার কারণে তাদের কার্যকলাপ বেশি হলেও—যে ব্যক্তি আল্লাহর জিকিরে থাকে ও রুকইয়াহ আমল করে, তার ওপর এই নবায়ন কার্যকর হয় না, ইন শা আল্লাহ।

ডায়াগনোসিস ও রুকইয়াহ পরামর্শ নিন:
📞01860282222

ফেনী ব্রাঞ্চ : পাঠান বাড়ি রাস্তার মাথা, SSK রোড ধানসিঁড়ি হোটেলের পশ্চিমে, ফেনী সদর।

Address

Feni
3900

Telephone

+8801860282222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Hijama: Cupping & Ruqyah Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Hijama: Cupping & Ruqyah Feni:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram