24/10/2025
বিবাহ/সম্পর্ক বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হওয়ার আলামত বা লক্ষণ
১ // স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকলেও হঠাৎ ভালবাসা থেকে শক্রতায় পরিণত হওয়া ।
২ // উভয়ের মাঝে অধিক সন্দেহ-সংশয় সৃষ্টি হওয়া।
৩ // পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা। মনের মধ্যে জেদ পোষে রাখা।
৪ // স্বামী স্ত্রী-র একে অপরকে সবসময়ের জন্য বা অধিকাংশ সময় অপছন্দ করে, বিরক্ত লাগে।
৫ // অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া যদিও তা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে।
৬ // স্ত্রী যতই খুবই সুন্দরী হোক স্বামীর কাছে নিকৃষ্ট ও কদাকার মনে হওয়া। আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া।
৭ //স্ত্রীর কাছে স্বামীর হাস্যোজ্জল, প্রাণবন্ত চেহারাকে অপছন্দ লাগে বা গুমরোমুখো ও ভয়ংকর মনে হয়
৮ // স্বামী/স্ত্রী-র কারো নিকট অপর জনের প্রত্যেক কৰ্মই অপছন্দ হওয়া।
৯ // স্বামী/স্ত্রী-র কারোর অপর পক্ষের বসার স্থান ও ব্যবহৃত জিনিস অপছন্দ করা।
১০ //- স্বামী গৃহের বাইরে খুব ভাল কিন্তু ঘরে প্রবেশ করলেই অন্তরে অতিসংকীর্ণতা বোধ করে কিংবা মন-মানসিকতা পরিবর্তন হয়ে যায়।
১১ // স্বামী বাইরে থাকলে ভালো থাকে; কিন্তু ঘরে আসলেই দুজনের কোনো একজনের অথবা উভয়ের মেজাজ খারাপ হয়ে যায়।
১২ // ছোট ছোট বিষয় নিয়েও কেউ কাউকে ছাড় দিতে রাজি না। একটুতেই ঝগড়া বেঁধে যায়।
১৩ // স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে দেখতে ইচ্ছে না করা; মনে হয় যেন সে মরলেই বাঁচি।
১৪ // স্ত্রী দেখতে যতোই সুন্দর হোক স্বামীর কাছে খারাপ লাগে।স্ত্রী সাজগোজ করলে খারাপ লাগে।
১৫ // স্ত্রীর কোনো কথাবার্তা স্বামীর কাছে সহ্য হয়না। একটু স্বাভাবিক হেরফের হলেও মারধর শুরু করে।
১৬ // কখনো কখনো তুচ্ছ বিষয় নিয়েও এমন ভাবে মারধর করে যে তার হুঁশ থাকেনা ,নিজেকে কন্ট্রোল করতে পারে না। মারধর করে স্ত্রীকে রক্তাক্ত করে ফেলে।
১৭ // স্বামীর ভালো কথাবার্তা ও সুন্দর আচরণও স্ত্রীর কাছে বিরক্তিকর লাগে।
১৮ // স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসা রয়েছে কিন্তু কাছে আসতেই বিরক্ত লাগে।
১৯ // মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক খুব ভালো ও মধুর হয় কিন্তু মাঝেমধ্যে খুব খারাপ হয়ে যায়, ঝগড়া ও মনোমালিন্য হয়।
২০ // অন্যদের সাথে আচরণ ভালো ও স্বাভাবিক থাকলেও স্বামী-স্ত্রী কথা বলতে গেলেই ঝামেলা বাঁধা
২১ //-প্রায় সময় মাথা ব্যথা থাকে । ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া।
২২ //-প্রায় সময় পেটব্যাথা থাকে।
২৩ //-পিঠের নীচের হাড় গুলো ব্যাথা করে।
২৪ //-ব্যাকপেইন ; বিশেষত মেরুদন্ডের হাড়ে বা মেরুদন্ডের নীচে ব্যথা করে ।
২৫ //-বুকে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা অনুভব করে। বিশেষত আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত
২৬ //-একটুতেই রেগে যায়। বিয়ের কথা মনে হলে রাগ লাগে।
২৭ //-ঘুমের মধ্যে শান্তি না পাওয়া , ঠিক মতো ঘুমাতে না পারা।
২৮ //-আর ঘুম থেকে ওঠার পর অনেক্ষণ কষ্ট হওয়া।
২৯ //-আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত মাথাব্যথা এবং অস্থিরতা লাগা?
৩০ //-ঘুমের মধ্যে ভীতসন্ত্রস্ত হয়ে ওঠেন বা ভয়ংকর স্বপ্ন দেখেন।
বিয়ে আটকে রাখা ও বিবাহ বিচ্ছেদের যাদু করতে সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয় । এজন্য উল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ ও মিলে যেতে পারে।
যদি উল্লেখিত লক্ষন গুলোর মধ্য থেকে ৩/৪ টা লক্ষন আপনার সাথে মিলে যায় তাহলে দ্রুত রুকইয়াহ শারইয়্যা করুন।
রুকইয়াহ শারইয়্যা করতে যোগাযোগ করুনঃ
01860-282222