20/09/2025
Retinoblastoma, শিশুদের চোখ ক্যান্সার
👁️ Retinoblastoma লক্ষণ (চোখের ক্যান্সার শিশুদের মধ্যে বেশি দেখা যায়)
রেটিনোব্লাস্টোমা মূলত শিশুদের চোখে হয়। সাধারণত ৫ বছরের কম বয়সে ধরা পড়ে।
প্রধান লক্ষণসমূহ
1. চোখে সাদা প্রতিফলন (Leukocoria)
ফটোগ্রাফে লালচে আলো (red reflex) না হয়ে সাদা আলো দেখা যায়।
এটিই সবচেয়ে সাধারণ ও প্রথম লক্ষণ।
2. চোখের কাত হওয়া (Strabismus)
এক চোখ সোজা না থেকে ভেতরে বা বাইরে ঘুরে যায়।
3. দৃষ্টিশক্তি কমে যাওয়া
শিশু খেলনা বা আলো ভালোভাবে ফলো করতে পারে না।
4. চোখ লাল ও ফোলা হওয়া
ব্যথা বা চোখে প্রদাহের মতো দেখাতে পারে।
5. চোখের মণির আকার অস্বাভাবিক হওয়া
মণি স্বাভাবিক গোল না হয়ে বিকৃত হতে পারে।
6. চোখের ভেতরে কালো দাগ বা ফোলা টিউমার
বড় হলে বাইরে থেকেও বোঝা যায়।
7. চোখে ব্যথা ও আলোতে সমস্যা
অগ্রসর অবস্থায় দেখা দেয়।
⚠️ গুরুত্বপূর্ণ:
রেটিনোব্লাস্টোমা দ্রুত ধরা পড়লে শিশুদের দৃষ্টি বাঁচানো এবং জীবন রক্ষা সম্ভব। তাই উপরের যেকোনো লক্ষণ দেখা গেলে শিশুকে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের কাছে নিতে হবে।
゚viralシ