20/10/2025
স্বাস্থ্যা ব্যবস্থার ক্যান্সার হচ্ছে এই দালালি/ কমিশন
কিভাবে দালাল কে চিনতে পারবেন
১) গ্রামের ফার্মেসি দোকানার ১নং দালাল,, ওদের মাধ্যমে ডাক্তারের সিরিয়াল দেয়া থেকে বিরত থাকুন,, ওদের মাধ্যমে হাসপাতালে ভর্তি হওয়া থেকে বিরত থাকুন,, আপনার খরচ ৩০% কমে যাবে,,
২) কেউ যদি নিজের থেকে আগ বাড়িয়ে সাহায্য করতে যায় বুঝতে হবে তার কোনো উদ্দেশ্য আছে,, আপনাকে সাথে করে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে দেওয়া + টেস্ট করা পর্যন্ত বসে থাকা এরপর টেস্টের ৩০% পকেটে করে নিয়ে যায়।। এদের থেকে সাবধান