Health trips for everyone

Health trips for everyone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health trips for everyone, Medical Center, Feni.

08/08/2021

সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ

* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।

* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।

* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।

* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

তথ্যসূত্রঃ WHO, CDC

05/03/2021
20/11/2020

প্রোটেনযী হলো এক প্রকার মাশরুম যা পুরুষের জন্য প্রকৃতিক এনার্জি টনিক এবং এন্টি এজিং হিসাবে কাজ করে।ডিএক্সেন প্রোটেনযীমাল...
03/09/2020

প্রোটেনযী হলো এক প্রকার মাশরুম যা পুরুষের জন্য প্রকৃতিক এনার্জি টনিক এবং এন্টি এজিং হিসাবে কাজ করে।

ডিএক্সেন প্রোটেনযী
মালেশিয়ায় প্রস্তুতকৃত প্রোটেনযী এখন সারা পৃথিবীতে।
নিয়মিত গ্রহণে পুরুষের শক্তি বৃদ্ধি করে যৌবন ধরে রাখে।
প্রোটেনযী হলো এক প্রকার মাশরুম যা পুরুষের জন্য প্রকৃতিক এনার্জি টনিক এবং এন্টি এজিং হিসাবে কাজ করে। ১০০% প্রকৃতিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত পণ্য।
dxn potenzhi আপনার আবেগ এবং জীবনীশক্তি পুনরুজ্জীবিত করার জন্য একটি শক্তিশালী পুরুষ বর্ধক এবং টনিক সম্পূরক। এর মধ্যে আছে শক্তি-প্যাকেড, সর্বোচ্চ শক্তি এবং ইরিকোমা লিনফোলিয়া জ্যাক (টংকাত আলী) এবং বোতাইয়া সুপারবা এক্সট্রাক্টর মান, যা পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য সুপরিচিত।
এই গঠনটি আরও সাতটি মৃৎপাত্রের নির্যাসের সাথে আরও শক্তিশালী করে যা গ্যানোডার্মা, কর্ডসিএসপস, কালো মরিচ, সিলেট, সবুজ চা, লং এর মূল এবং কাইউ সেকেন্ডের স্টেম। এই সবজি দীর্ঘ কর্ম সঞ্চালন একটি অপরিহার্য টনিক হিসাবে treasured হয়েছে পুরুষ (যৌন) কর্মক্ষমতা এবং পুনরুজ্জীবনের পুনরুত্থান।

9 বিশুদ্ধ কাঁটাচামচ নিষ্কাশনের এই অনন্য মিশ্রন বিশেষভাবে তার সর্বাধিক বেনিফিট জন্য সমন্বয় প্রণয়ন করা হয়।

Dxn Protezhi উপকারীতা
১/ পুরুষের পুর্নযৌবন ফিরিয়ে আনে।
২/ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৩/ ব্লাড সুগারের মাত্রা সঠিক রাখতে সহায়তা করে।
৪/ রক্ত পরিষ্কার করতে সহায়তা করে।
৫/ বীর্জের ঘনত্ব বৃদ্ধি করে।
৬/ সৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
৭/ শারীরিক শক্তি বৃদ্ধি করে।
৮/ যৌবন ধরে রাখে।
৯/ লিভার ও কিডনির কার্য খমতা বৃদ্ধিতে সহায়তা করে।
১০/ অন্যান্য শারীরিক পুষ্টির মাত্রা সঠিক রাখে।
১১/ আপনার আবেগ এবং জীবনীশক্তি পুনরুজ্জীবিত করার জন্য একটি শক্তিশালী পুরুষ বর্ধক এবং টনিক সম্পূরক

অন্যান্য উপকার
(1) রক্ত সঞ্চালন উন্নত
(2) শক্তি স্তর এবং ধৈর্য বাড়ান
(3) মানসিক ক্লান্তি এবং নিস্তেজ দূর করে
(4) শারীরিক(যৌন) কর্মক্ষমতা জোরদার
Dxn Protenzhi তে যা আছে
আপনার আবেগ এবং জীবনীশক্তি প্রোটেনযী এর মধ্যে আছে শক্তি-প্যাকেড, সর্বোচ্চ শক্তি এবং ইরিকোমা লিনফোলিয়া জ্যাক (টংকাত আলী) এবং বোতাইয়া সুপারবা এক্সট্রাক্টর মান, যা পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য সুপরিচিত।যোগাযোগ করুন
+971553826685 imo whatsapp all countryতে ডেলিভারি দেয়া হয়

26/07/2020
29/06/2020
25/06/2020

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health trips for everyone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category