Health Cox

Health Cox "স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তথ্যবহুল পেজ।
পরিচালনায়: নাহার মেডিকেল হল,
মহেশখালী, কক্সবাজার।"
(1)

08/11/2025

শুভ সকাল
সবাইকে জানাই আন্তরিক সুবেচ্ছা।

07/11/2025
07/11/2025

🩸 নখ কুনি – ছোট সমস্যা, কিন্তু বড় যন্ত্রণা!
নখের পাশে ফোলা, ব্যথা বা পুঁজ জমে গেলে বুঝতে হবে “নখ কুনি” হয়েছে।
কারণ হতে পারে বারবার পানি লাগা, নখ কামড়ানো, বা ইনফেকশন।।

#নখকুনি #হাতেরযত্ন #স্বাস্থ্যটিপস #ফার্মেসি_টিপস #নখেরইনফেকশন #নখেরযত্ন #নাহার_মেডিকেল_হল

🌙 জুমা মোবারক!এই পবিত্র দিনে আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত বর্ষিত হোক আমাদের জীবনে।আসুন আজকের দিনে বেশি বেশি দোয়া করি, নাম...
07/11/2025

🌙 জুমা মোবারক!

এই পবিত্র দিনে আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত বর্ষিত হোক আমাদের জীবনে।
আসুন আজকের দিনে বেশি বেশি দোয়া করি, নামাজে মনোযোগী হই,
এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখি। 💚

🕋 “হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো, রিজিক হালাল করো, ও হৃদয়ে শান্তি দান করো।” 🤲

#জুমা_মোবারক #স্বাস্থ্যওমানবতা

06/11/2025

👉 “সুস্থ জীবনের জন্য প্রতিদিন খান মাছ"!

মাছ হলো উচ্চমানের প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অন্যতম উৎস।

“প্রতিদিন একবেলা মাছ – শরীর রাখুন সুস্থ, মন রাখুন প্রফুল্ল!”

#স্বাস্থ্যটিপস #মাছেরগুণ

🩸 রক্তনালীর ব্লক — নীরব ঘাতক!এটি ধীরে ধীরে রক্ত চলাচলের পথ বন্ধ করে দেয়,ফলে হৃদপিণ্ড পর্যাপ্ত রক্ত না পেয়ে এক সময় থেমে য...
05/11/2025

🩸 রক্তনালীর ব্লক — নীরব ঘাতক!
এটি ধীরে ধীরে রক্ত চলাচলের পথ বন্ধ করে দেয়,
ফলে হৃদপিণ্ড পর্যাপ্ত রক্ত না পেয়ে এক সময় থেমে যায় —
এই থেমে যাওয়া মানেই, একটি জীবন থেমে যাওয়া…
⚠️ কারণগুলো জানলে হয়তো আজই জীবনযাপন বদলে ফেলবেন:
অতিরিক্ত তেল-চর্বি ও জাঙ্ক ফুড 🍟
ধূমপান ও অ্যালকোহল 🚬🍷
মানসিক চাপ ও অনিয়মিত জীবন
রক্তচাপ, সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকা
ব্যায়াম না করা, অলস জীবনযাপন
💢 যে লক্ষণগুলো উপেক্ষা করা বিপদজনক:
বুকের মাঝে ভারী ব্যথা বা চাপ অনুভব করা
হাঁটলেই ক্লান্তি বা শ্বাসকষ্ট
হাত, ঘাড় বা পিঠে টান ধরা
হঠাৎ ঘাম বা মাথা ঘোরা
👉 মনে রাখবেন, এই সামান্য লক্ষণগুলোই একদিন হতে পারে মরণফাঁদ!
🌿 প্রতিরোধই একমাত্র উপায়:
❤️ প্রতিদিন হাঁটুন ও ব্যায়াম করুন
🥗 স্বাস্থ্যকর খাবার খান
🚭 ধূমপান ছেড়ে দিন, আজই!
🩺 নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল ও সুগার চেক করুন
🙏 সবচেয়ে বড় কথা — নিজের ও পরিবারের জন্য সচেতন থাকুন
✨ জীবন খুব সুন্দর, শুধু একটু যত্ন দরকার।
হার্টের যত্ন মানেই জীবনের যত্ন ❤️
চলুন, আজই প্রতিজ্ঞা করি —
“হার্টকে ভালোবাসবো, নিজেকে বাঁচাবো।”
#রক্তনালীব্লক #হার্টঅ্যাটাকসচেতনতা

💔 হার্ট অ্যাটাক: নীরব ঘাতক — এখনই সচেতন হোন!🩺 হার্ট অ্যাটাকের ভয়াবহতা:হৃদরোগ বা হার্ট অ্যাটাক হলো এমন এক মারাত্মক অবস্থা...
05/11/2025

💔 হার্ট অ্যাটাক: নীরব ঘাতক — এখনই সচেতন হোন!
🩺 হার্ট অ্যাটাকের ভয়াবহতা:
হৃদরোগ বা হার্ট অ্যাটাক হলো এমন এক মারাত্মক অবস্থা যা কয়েক মিনিটের মধ্যেই জীবন কেড়ে নিতে পারে। হৃদযন্ত্রে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে অক্সিজেনের অভাবে হার্টের কোষগুলো মারা যেতে শুরু করে। সময়মতো চিকিৎসা না পেলে ফলাফল হতে পারে মৃত্যুও।
⚠️ হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ:
1️⃣ বুকে তীব্র ব্যথা, বিশেষ করে বাম পাশে
2️⃣ ব্যথা কাঁধ, বাহু, ঘাড় বা চোয়াল পর্যন্ত ছড়িয়ে পড়া
3️⃣ অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা বা বমি ভাব
4️⃣ শ্বাসকষ্ট ও ক্লান্তি
5️⃣ অস্বাভাবিক হৃদস্পন্দন বা বুক ধড়ফড়
❤️ ঝুঁকিপূর্ণ কারণসমূহ:
– উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস
– অতিরিক্ত ধূমপান ও মদ্যপান
– অনিয়মিত জীবনযাপন ও মানসিক চাপ
– অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও স্থূলতা
🩷 করনীয়:
✅ দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন
✅ অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
✅ জীবনযাপন পরিবর্তন করুন: নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম
✅ বছরে অন্তত একবার হৃদরোগের চেকআপ করুন
🚨 মনে রাখুন:
হার্ট অ্যাটাক হঠাৎ হয়, কিন্তু তার প্রস্তুতি চলে অনেক দিন ধরে। আজ থেকেই নিজের ও প্রিয়জনের হৃদয়ের যত্ন নিন।
#স্বাস্থ্যসচেতনতা #হৃদযন্ত্রের_যত্ন

🧠 বাংলাদেশে প্রতি চারজনে একজন স্ট্রোকে আক্রান্ত!স্ট্রোক একটি প্রাণঘাতী রোগ — যা হঠাৎ করেই জীবনকে বদলে দিতে পারে।আমাদের দ...
04/11/2025

🧠 বাংলাদেশে প্রতি চারজনে একজন স্ট্রোকে আক্রান্ত!

স্ট্রোক একটি প্রাণঘাতী রোগ — যা হঠাৎ করেই জীবনকে বদলে দিতে পারে।
আমাদের দেশের প্রতি চারজনের একজন স্ট্রোকে আক্রান্ত হন,
যার মূল কারণ হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন।

⚠️ স্ট্রোকের লক্ষণ মনে রাখুন (F.A.S.T.)

👉 F – মুখ বেঁকে যাওয়া
👉 A – হাত বা পা দুর্বল হয়ে যাওয়া
👉 S – কথা জড়িয়ে যাওয়া
👉 T – সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যান

💊 প্রতিরোধই সেরা প্রতিকার

✅ নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করুন
✅ ধূমপান ও তামাক বর্জন করুন
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন
✅ ফল, শাকসবজি ও কম লবণযুক্ত খাবার খান
✅ মানসিক চাপ কমিয়ে রাখুন

🌿 সচেতনতা জীবন বাঁচায় — আজ থেকেই নিজের ও পরিবারের যত্ন নিন।
🩺 “স্ট্রোক প্রতিরোধ সম্ভব — সচেতনতাই প্রথম পদক্ষেপ।”

#স্ট্রোক #স্ট্রোকপ্রতিরোধ #উচ্চরক্তচাপ #ডায়াবেটিস #স্বাস্থ্যসচেতনতা #বাংলাদেশস্বাস্থ্য #নাহারমেডিকেলহল #স্বাস্থ্যবার্তা #সুস্থথাকুন

🦟 ডেঙ্গুর গুরুত্ব ও প্রতিকার 🌿বর্তমান সময়ে ডেঙ্গু একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছরই অসচেতনতা ও পরিবেশের অবহেলায়...
03/11/2025

🦟 ডেঙ্গুর গুরুত্ব ও প্রতিকার 🌿

বর্তমান সময়ে ডেঙ্গু একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছরই অসচেতনতা ও পরিবেশের অবহেলায় এর প্রাদুর্ভাব বেড়ে যায়।
ডেঙ্গুর মূল বাহক এডিস মশা, যা সাধারণত দিনে কামড়ায় এবং স্থির পানিতে জন্ম নেয়।

🩸 ডেঙ্গুর লক্ষণসমূহ:

হঠাৎ জ্বর (১০২–১০৪°F পর্যন্ত)

মাথাব্যথা ও চোখের পিছনে ব্যথা

শরীরে ব্যথা ও জয়েন্টে ব্যথা

বমি ভাব ও রক্তপাত

💡 প্রতিকার ও প্রতিরোধের উপায়:

✅ বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না
✅ ফুলের টব, ড্রাম, ফ্রিজের ট্রে নিয়মিত পরিষ্কার রাখুন
✅ দিনে মশারি ব্যবহার করুন
✅ শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্নে রাখুন
✅ জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

🌿 স্লোগান:
“সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন – নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।”

#নাহারমেডিকেলহল
#ডেঙ্গু_প্রতিরোধ #স্বাস্থ্যসচেতনতা
#চিকিৎসা_পরামর্শ #সঠিক_চিকিৎসা
#ফার্মেসি_সেবা #হেলালউদ্দিন
#সুস্থজীবনেরপথে

Address

Cox's Bazar
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Health Cox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram