Dr-Abdullah al rafi Chowdhury

Dr-Abdullah al rafi Chowdhury সহকারী অধ্যাপক
গাইনী মা ও শিশু বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Deputy Director. KSRM ☞Deputy Director.
☞KSRM Company Limited.

31/12/2025

Happy New Year
2026

মতিয়া চৌধুরীর মত বীর মুক্তিযোদ্ধা,এরকম একটি জ্যোতিষ্ক এদেশে কবরের জায়গাও পায়নি, মনে আছে? বঙ্গবন্ধুর সরাসরি সৈনিক মতিয...
31/12/2025

মতিয়া চৌধুরীর মত বীর মুক্তিযোদ্ধা,এরকম একটি জ্যোতিষ্ক এদেশে কবরের জায়গাও পায়নি, মনে আছে?

বঙ্গবন্ধুর সরাসরি সৈনিক মতিয়া চৌধুরীকে শুইয়ে দেয়া হয় স্বামীর কবরের উপর।
মতিয়া চৌধুরীকে দেয়া হয়নি রাষ্ট্রীয় মর্যাদা।😭 মনে পড়ে⁉️এইতো সেদিনের কথা। 💔

এই দেশে উদার হতে যাওয়া উচিৎ নয়।❌
বঙ্গবন্ধু উদার ছিলেন, জাহানারা ইমাম উদার ছিলেন, শেখ হাসিনা উদার ছিলেন, সাজেদা চৌধুরী উদার ছিলেন, মতিয়া চৌধুরী উদার ছিলেন, সৈয়দ আশরাফ উদার ছিলেন৷ এই তালিকা শত থেকে সহস্র হবে।

কিন্তু বাংলাদেশ সে উদারতার পুরষ্কার দিতে পারেনি।❌

31/12/2025

বছরটা শেষ হচ্ছে ধ'র্ষণের সংবাদ দিয়ে। কক্সবাজারে ১৩ বছরের এক কিশোরীকে অপ'হরণের পর গণধ'র্ষণ করা হয়েছে। ICU তে চিকিৎসাধীন থাকার পর মৃ'ত্যু হয়েছে আজ।

এর আগে থানায় প্রাথমিক মিটমাট করতে বাধ্য হয়েছে পরিবার।

আমাদের দেশে ধ'র্ষণের শাস্তি দ্রুত কবে হবে? কেন ধ'র্ষণের পর থানায় সমঝোতা হবে? কেন বিয়ে দিতে হবে বলে সমাধান করিয়ে দেবে প্রশাসন?

আজকে এই ঘটনাগুলোর বিচার না হলে অপরাধীরা পার পেয়ে যাবে। আওয়াজ তুলুন প্রতিবাদ করুন।

31/12/2025

আজকের দিনটায়ও তোদের উগ্রতা দেখাতে হলো?🙂

খালেদা জিয়ার মৃ'ত্যুতে জামায়াত শিবিরের প্রতিক্রিয়া! দেখে নেন আপনারা যাদের কোলে উঠিয়েছেন তারা মাথায় উঠে গেছে। ওরা হলো কুখ...
30/12/2025

খালেদা জিয়ার মৃ'ত্যুতে জামায়াত শিবিরের প্রতিক্রিয়া! দেখে নেন আপনারা যাদের কোলে উঠিয়েছেন তারা মাথায় উঠে গেছে। ওরা হলো কুখ্যাত রাজাকার দের উত্তরসূরী।

জয় বাংলা 🇧🇩🤘

রাজনীতি বিভক্ত করতে পারে,কিন্তু শোক এক করে দেয়।ক্ষমতা বদলায়, অবস্থান বদলায়—মানবিকতা বদলায় না।শোকের এই মুহূর্তে শেখ হাসিন...
30/12/2025

রাজনীতি বিভক্ত করতে পারে,
কিন্তু শোক এক করে দেয়।
ক্ষমতা বদলায়, অবস্থান বদলায়—
মানবিকতা বদলায় না।

শোকের এই মুহূর্তে শেখ হাসিনার ফোনকল
প্রমাণ করে দিল—
মানুষ আগে, রাজনীতি পরে। ❤️❤️

মানবিকতা ও রাজনৈতিক সৌহার্দ্যের এক মুহূর্ত
আজ দুপুর ১টা ৪৮ মিনিটে, ভারতে অবস্থানরত জননেত্রী শেখ হাসিনা ঢাকার গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসায় টেলিফোনে কল দেন।

এই ফোনালাপে শেখ হাসিনা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সান্ত্বনা জানান।

তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং
এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।

প্রায় ৭ মিনিটের মতো সময় ধরে
তাদের মধ্যে বিস্তারিত কথোপকথন হয়।

কলের সময় শেখ হাসিনা এবং তারেক রহমান
মানবিকতা ও সহমর্মিতার প্রশ্নে একমত থাকেন।

এই সংলাপ প্রমাণ করে— শোক ও বিপদের মুহূর্তে মানবিকতা সর্বোচ্চ মূল্য। ❤️❤️

🤲 আল্লাহ তায়ালা সকলকে ধৈর্য ও সহমর্মিতা দান করুন।

30/12/2025

আপনার অসুস্থতায় খোঁজ নিয়েছেন শেখ হাসিনা, আপনার মৃত্যুতে ভেঙে পড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এইসব মূহুর্তের আর কখনো পুনরাবৃত্তি হবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজউন।

সময়ের উত্থান-পতন, সংগ্রাম ও বিতর্কের ভেতর দিয়েও তাঁর দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়।

তাঁর পরিবার, সহযাত্রী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন এবং শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ধারণের শক্তি দেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন।

29/12/2025

শেখ হাসিনা সরকার ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আসছে। তাই শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম দিন মানেই বই উৎসব, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার পথে যাত্রা। কিন্তু দখলদার সরকার বছরের প্রথম দিনে নয়, মাসের পর মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে না। ২০২৬ সালেও এর ব্যতিক্রম নয়।

29/12/2025

আমরা কতটা নিষ্ঠুরতম পার্যায়ে পৌঁছে গেছি তা এই ভিডিও টা দেখে বুঝা যাচ্ছে😥😥...

মহান আল্লাহ আমাদের হেফাজত করো🤲

29/12/2025

এদেরকে পাকিস্তানের জাতীয় সংগীত 'পাক সার জমিন সাদ বাদ' গাইতে দিলে, ঠিকভাবেই গাইতে পারতো!কি দরকার জোর করে 'সোনার বাংলা' গাওয়ার?

28/12/2025

পহেলা জানুয়ারিতে কোটিরও বেশি শিক্ষার্থীদের হাতে বই উঠছে না।
যদিও দিন দিন শিক্ষার্থীদের পড়াশোনার অবনতি হচ্ছে শুধুমাত্র নোংরা রাজনীতির কারণে।

28/12/2025

সেভেন সিস্টার্স আলাদা হয় নাই, কিন্তু এনসিপি'র সিস্টার্স'রা আলাদা হয়ে গেছে 🤣🤣

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Abdullah al rafi Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category