দারিয়াপুর ডেন্টাল কেয়ার

দারিয়াপুর ডেন্টাল কেয়ার I like this page

23/04/2025
30/03/2025

"দারিয়াপুর ডেন্টাল কেয়ার" এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক

23/04/2024

দাঁত তুললে চোখের ক্ষতি

আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা। দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে। আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।
চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয়া হলো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।
সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই।
---------------------------------------------------------------------
আপনার দাঁত ও মুখের যে কোনো সমস্যা ও তার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন।

ডেন্টিস্ট মোঃ ফিরোজ ইসলাম
ডি.এম.টি.ডি (ঢাকা)
এফ.টি (আপডেট ডেন্টাল কলেজ & হসপিটাল উত্তরা ঢাকা)
চেম্বার- দারিয়াপুর ডেন্টাল কেয়ার।
দারিয়াপুর হাট, সোনালী ব্যাংক এর নিচতলায়, গাইবান্ধা সদর।
মোবাইল - ০১৭৯১৫৮১৭২৭

18/05/2023
দাঁতের জন্য সেরা এবং সবচেয়ে খারাপ খাবার কোনগুলি?আপনার দাঁতের স্বাস্থ্য বহুলাংশেই আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। চি...
12/05/2023

দাঁতের জন্য সেরা এবং সবচেয়ে খারাপ খাবার কোনগুলি?

আপনার দাঁতের স্বাস্থ্য বহুলাংশেই আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। চিনিযুক্ত খাবার দাঁতে বহুক্ষণ লেগে থাকে। ফলে এই জাতীয় খাবার দাঁতের স্বাস্থ্যের অবনতি ঘটায়। অন্যদিকে ফল, ক্যালসিয়াম এবং প্রোটিন-সমৃদ্ধ খাবার এবং শাকসবজি দাঁত পরিষ্কার করতে এবং দাঁতের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে।

সুতরাং, আপনার যদি মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে, কিন্তু দাঁতের সমস্যা এড়াতে চান, সেক্ষেত্রে একটাই উপায়। মিষ্টি খাবার খাওয়ার পরেই দাঁত ভাল করে ব্রাশ করে নিন। এরপর মাউথওয়াশ দিয়ে মুখ কুলকুচি করে নিন।

অন্যদিকে আপেল বা কমলালেবুর মতো ফল খেলে তার ফাইবারের মাধ্যমে দাঁত পরিষ্কার হয়। ফলে দাঁতের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে একইভাবে, এই ফাইবার যাতে দাঁতের ফাঁকে দীর্ঘক্ষণ আটকে না থাকে, সেদিকে নজর দেবেন।
দিনে ২ বার অবশ্যই দাঁত ব্রাশ করবেন। অন্তত দিনে একবার দাঁত ফ্লস করার চেষ্টা করবেন।

দাঁতের জন্য সেরা এবং সবচেয়ে খারাপ খাবারের তালিকা :

দাঁতের জন্য সেরা খাবার

ফাইবার সমৃদ্ধ ফল ও শাকসবজি: ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি দাঁত ও মাড়ি পরিষ্কার করে। তাছাড়া এর খাদ্যগুণের কথা বলাই বাহুল্য।

দুগ্ধজাত খাবার: ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার দাঁতের এনামেলের জন্য ভালো। এনামেল হল দাঁতের বাইরের শক্ত ও সাদা আবরণ।

গ্রিণ টি: এই চায়ে রয়েছে পলিফেনল, যা প্লাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে বা প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি এটি অ্যাসিড তৈরিতে বাধা দেয়।

দাঁতের জন্য সবচেয়ে খারাপ খাবার

মিষ্টি এবং ক্যান্ডি: এক কথায়, খাবার দাঁতে দীর্ঘক্ষণ আটকে থাকলে তা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে।

স্টার্চি এবং আঠালো খাবার: স্টার্চি খাবার দাঁতে জমা হতে পারে। এর উদাহরণ হল পাঁউরুটি বা আলুর চিপসের নরম টুকরো। এই আঠালো খাবারগুলি ছোট ছোট কণায় ভেঙে যায়। ফলে কুলকুচি বা ব্রাশ করে দাঁত সাফ করাও কঠিন হয়ে যায়।
ঠান্ডা পানীয় এবং কার্বনেটেড পানীয়: কোল্ড ড্রিংক্সে চিনির পরিমাণ অকল্পনীয়ভাবে বেশি। এছাড়াও, বেশিরভাগ সফট ড্রিংকের মধ্যে ফসফরিক এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এটি দাঁতের এনামেল ক্ষয় করে এবং দাঁতের ক্ষতি করে। এর বদলে ডাবের জল, ফলের রস বা লেবুর জল পান করার অভ্যাস করুন।

Address

Lokkhipur Road, Sonali Bank Fast Floor, Dariapur Hat, Gaibandha Sodor Upojila
Gaibandha
5700

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:30

Telephone

+8801791581727

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারিয়াপুর ডেন্টাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to দারিয়াপুর ডেন্টাল কেয়ার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram