Gangni Popular Lab

Gangni Popular Lab গাংনী পপুলার ল্যাব চিকিৎসা সেবায় একধ?

14/04/2025

সুস্থতা আল্লাহ তা'য়ালা'র বড় নেয়ামত। নতুন বছরে আল্লাহ সকলের অসুস্থতা দূর করুন। শুভ বাংলা নববর্ষ-১৪৩২

গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার উদ্বোধনমেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার শ...
02/08/2023

গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট), দুপুর ২ টার দিকে গাংনী উপজেলা শহরের পশু হাসপাতালের ডান পাশে চতুর্থ তলার বিশিষ্ট একটি ভবনে এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
এসময় রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম, উপ-পরিচালক ইকরামুল হক, ভোরের আলো উন্নয়ন সংস্থা'র পরিচালক ও পুষ্টিবিদ তরিকুল ইসলামের পিতা রবিউল ইসলাম, ডা: বিডি দাস পিকলু, ডা: মাহবুবুর রহমান, ডা: শোভন মল্লিক, ডা: ইসরাত জেরিন ইভা, হাসপাতালের ম্যানেজার রুবেল হোসেন, গাংনী মডেল মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন, মাইলমারী জামে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমান, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পূর্বের শাখায় শিশু বিভাগ ও ফিজিওথেরাপিসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে এবং ২য় ও নতুন ভবনে উন্নত চিকিৎসার সেবার লক্ষ্যে উন্নত মেশিন সংযুক্ত করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে ১০ শয্যার বেডেরও ব্যবস্থা রয়েছে। নতুন নতুন উন্নত মেশিনে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকায় রোগীরা গাংনীতেই প্যাথলজি, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড, ইকোসহ অন্যান্য সুবিধা পাবেন। একই সাথে অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন, ইমারজেন্সি, আউটডোরসহ উন্নত চিকিৎসা সেবা পাবেন। এজন্য রোগীদের ভোগান্তি পোহাতে আর দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হবেনা বলে হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম জানিয়েছেন।

এখন থেকে প্রতি শনিবার নিয়মিত রোগী দেখছেনগাইনী, প্রসূতি চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জনডাঃ নূরুন-নাহার বেগম এমবিবিএস, বিসিএস (স...
20/05/2023

এখন থেকে প্রতি শনিবার নিয়মিত রোগী দেখছেন
গাইনী, প্রসূতি চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জন
ডাঃ নূরুন-নাহার বেগম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
উপ-পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
চিকিৎসা সম্বলিত যেকোনো পরামর্শ ও অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ;
রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল
গনি টাওয়ার, পশু হাসপাতালের পূর্বে, গাংনী, মেহেরপুর।
মোবাঃ 01768377191, 01915351498
সেবা নিন, সুস্থ থাকুন।

19/03/2023

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনঃ

একজন অসহায় ও গরীব মুমূর্ষ রোগীর জন্য জরুরি ভিত্তিতে ২ ব্যাগ'O' negative রক্তের প্রয়োজন। তিনি সিজারিয়ান অপারেশনের পর থেকেই রক্ত স্বল্পতায় ভুগছেন। কোন সহৃদয়বান ভাই-বোন অসুস্থ মহিলাটি কে বাঁচাতে চাইলে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো যাচ্ছে। মনে রাখবেন, আপনার দেওয়া ১ ব্যাগ রক্ত বাঁচাতে পারে আরেকজন শিশুর গর্ভধারিণী কে।
জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন👇

বাশার আলী
সোনাপুর, পিরোজপুর, মেহেরপুর।
📞 01728212827

18/07/2021

মেহেরপুরে নতুন করে আরও ৫৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত।

মেহেরপুর প্রতিনিধি।

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২২৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৮৯৪ জনের প্রাণহানি হলো। ৩৯,৮০৬ টি নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ০৩ হাজার ৯৮৯ জনে। গত ২৪ ঘন্টায় পরীক্ষায় শনাক্তের হার ২৯.০৯% এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮,৮৪৫ জন, মোট সুস্থ্য ৯,৩২,০০৮ জন।

এদিকে মেহেরপুর জেলায় নতুন করে আরও ৫৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ রবিবার (১৮ জুলাই), রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ছিল ১৮৭ টি। (পিসিআর ল্যাব ০, এন্টিজেন ১৭৪ এবং জিন এক্সপার্ট ১৩ টি)। মোট ১৮৭ টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়।
এ ৫৬ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ২২ জন এবং মুজিবনগর উপজেলায় ১১ জন বলে মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা যায়।

ভিন্নসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পজিটিভদের পরিচয় একনজরে 👇

★ মেহেরপুর মল্লিকপাড়া জেসমিন আরা (৫০)
★ ঐ,,,,,,,,,কোর্টপাড়া অ্যাড, রফিকুজ্জামান (৬৬)
★ ঐ,,,,,,,,তাঁতিপাড়া আইনুন নাহার (৫৫)
★ ঐ,,,,,,,,বোসপাড়া রোজা (৩৬)
★ ঐ,,,,,,,,,ইসলামনগর রিতু (১৮)
★ ঐ,,,,,,,,,মল্লিকপাড়া আবু বকর সিদ্দিক (৫৮)
★ ঐ,,,,,,,,,বোসপাড়া সামিরা জাহান (১৯)
★ ঐ,,,,,,,,,কোর্টপাড়া ফারুক মেহেদী (৩৩)
★ ঐ,,,,,,,,বাগানপাড়া মনোয়ারা (৫৫)
★ ঐ,,,,,,,,,আমদহ আম্বিয়া খাতুন (৩৫)
★ ঐ,,,,,,,,,বুড়িপোতা রিয়াজুল ইসলাম (৫৩)
★ ঐ,,,,,,,,,উজলপুর তহমিনা (৪০)
★ ঐ,,,,,,,,,অাসুরা (৫০)
★ ঐ,,,,,,,,,সানোয়ার হোসেন (৫৪)
★ ঐ,,,,,,,,বুড়িপোতা লতিফননেছা (৫৮)
★ ঐ,,,,,,,,আমদহ মুসলিমা খাতুন (৬০)
★ ঐ,,,,,,,, খন্দকার পাড়া শ্যমলী আক্তার (৩৭)
★ ঐ,,,,,,,, পাটকেলপোতা রান্নু আলী (২৩)
★ ঐ,,,,,,,, আমঝুপি আয়েশা আক্তার (২৩)
★ ঐ,,,,,,,,চাঁদবিল নুরজাহান খাতুন (৪৬)
★ ঐ,,,,,,,, বলিয়ারপুর রমজান আলী (৪৪)
★ ঐ,,,,,,,, বোসপাড়া আকবর আলী (৫৫)
★ঐ,,,,,,,,,আয়েশা (৫৫)

★ গাংনী বামুন্দী শিখা আক্তার (২৬)
★ ঐ,,,,,মাইলমারী রহিমা (৭০)
★ ঐ,,,,,সাহারবাটী শামিমা (৩৫)
★ ঐ,,,,,মাহফুজ (২৯)
★ ঐ,,,,,মুসলিমা (৪০)
★ ঐ,,,,,,শেফালী (৪৫)
★ ঐ,,,,, শাহাদাত (৫০)
★ ঐ,,,,,শরিফুল (৪৩)
★ ঐ,,,,,,মিজানুর (৪৪)
★ ঐ,,,,,,নানজিল মাহমুদ (১৬)
★ ঐ,,,,,,,চৌগাছা সানজিদ আহমেদ (১৮)
★ ঐ,,,,,,ধানখোলা এনামুল (৪০)
★ ঐ,,,,,,ভোমরদহ রাশিদা (৫০)
★ ঐ,,,,,, চৌগাছা অনিকা বিন্তে আনোয়ার (২০)
★ ঐ,,,,,, মহিষাখোলা হাফিজুর (৩২)
★ ঐ,,,,,,,কেশবনগর রুশিয়া (৫০)
★ ঐ,,,,,,, আযান মাজেদা খাতুন (৭৫)
★ ঐ,,,,,,, বামুন্দী বন্যা (২০)
★ ঐ,,,,,,,,সহড়াবাড়িয়া মনোয়ারা (৫০)
★ ঐ,,,,,,, নিশিপুর সিদ্দিকুর রহমান (৩৮)
★ ঐ,,,,,,, ধানখোলা এমা (০৭)
★ ঐ,,,,,,,বালিয়াঘাট বিল্লাল (৬৫)

★ মুজিবনগর কেদারগন্জ রেহানা (৫২)
★ ঐ,,,,,,,,,,,পুরন্দরপুর আজিজুল হক (৬০)
★ ঐ,,,,,,,,,,,বিদ্যাধরপুর সারেজান (৫০)
★ ঐ,,,,,,,,,,,শিবপুর আয়ুব গাজী (৭০)
★ ঐ,,,,,,,,,,,আনন্দবাস কাসরিল (৭০)
★ ঐ,,,,,,,,,,, গোপালপুর রোজিনা (৬৪)
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,লিয়াকত আলী (৬৯)
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,মাহফুজুর রহমান (২৬)
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শাখাওয়াত (৭৩)
★ ঐ,,,,,,,,,,মোনাখালি ইসতাফন নেছা (৬৫)
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,জাহাঙ্গীর আলম (৮০)

মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৭৮৪ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২০৬ জন, গাংনী উপজেলায় ৪৮২ জন এবং মুজিবনগর উপজেলায় ৯৬ জন। মেহেরপুর জেলায় এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ৯৬ টি। (নতুন করে ৩ জনের প্রাণহানি হয়েছে)। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪১ জন, গাংনী উপজেলায় ৩৫ জন এবং মুজিবনগর উপজেলায় ২০ জন।
মেহেরপুর জেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ২১৬৩ জন। (আজ সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৬৬ জন)। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১১৭৮ জন, গাংনী উপজেলায় ৬৮৭ জন এবং মুজিবনগর উপজেলায় ২৯৮ জন।
ট্রান্সফার্ডের সংখ্যা ১১৯ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৭৬ জন, গাংনী উপজেলায় ১৮ জন এবং মুজিবনগর উপজেলায় ২৫ জন।
সবাইকে সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রেখে, মাস্ক পরিধান করে, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহবান জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

17/07/2021
13/07/2021

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৫৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত।

নিজস্ব প্রতিনিধি।

দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত গত ২৪ ঘন্টায় আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু হলো। ৪১,৭৫৫ টি নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জন। শনাক্তের হার ২৯.২১% এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৭,৬৪৬ জন, মোট সুস্থ্য ৮,৮৯,১৬৭ জন।

এদিকে মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৫৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুলাই), রাত ৯ টা পর্যন্ত নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ছিল ৩৯৮ টি। (পিসিআর ল্যাব ১৮০, এন্টিজেন ২১০ এবং জিন এক্সপার্ট ৮টি)। মোট ৩৯৮ টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।
এ ১৫৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৬৯ জন, গাংনী উপজেলায় ৭২ জন এবং মুজিবনগর উপজেলায় ১৩ জন বলে মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা যায়।

অন্যসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় একনজরে 👇

★ মেহেরপুর পৌর ঈদগাহ পাড়া নিশাত ২১
★ ঐ,,,,,,,,,,আশরাফপুর রাফিউল ৪৩
★ ঐ,,,,,,,,,বামনপাড়া আহাদুল ৩২
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,ইছাল শেখ ৬৫
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফকির মাহমুদ ৭০
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,, আরজুল্লাহ ৫০
★ ঐ,,,,,,,,,স্টেডিয়াম পাড়া ফারহানা ইয়াসমিন ২৫
★ ঐ,,,,,,,,,,পিরোজপুর শামীম ফেরদৌস ৫০
★ ঐ,,,,,,,,,,,আমঝুপী দুখু মিয়া ৬২
★ ঐ,,,,,,,,,,, স্টেডিয়াম পাড়া আশরাফুল ৩৮
★ ঐ,,,,,,,,,,,দিলারা আক্তার ৪০
★ ঐ,,,,,,,,,,,আহমদ আসমানি ৮০
★ ঐ,,,,,,,,,,,বামনপাড়া কুশুম ৩৫
★ ঐ,,,,,,,,,,,,গোভীপুর আসাদুল ৪০
★ ঐ,,,,,,,,,,,আহমদ সুরাতুন খাতুন ৫০
★ ঐ,,,,,,,,,,,কেশবপাড়া আনসারুল হক ৪৯
★ ঐ,,,,,,,,,,, আমঝুপী আনারুল ইসলাম ৬১
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সালমা খাতুন ৪৫
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সাদিয়া খাতুন ২০
★ ঐ,,,,,,,,,,, দরবেশপুর মাসুদ হাবিব ৩০
★ ঐ,,,,,,,,,,,সদর হাসপাতাল রুপালী ৩৭
★ ঐ,,,,,,,,,,, আমঝুপী সিরাজুম মনিরা ১৬
★ ঐ,,,,,,,,,,,মল্লিকপাড়া মিজানুর রহমান ৪৫
★ ঐ,,,,,,,,,,,আমঝুপী খাইরুন্নেছা ৪৫
★ ঐ,,,,,,,,,,,হিতিমপাড়া সামসুন্নাহার ৬০
★ ঐ,,,,,,,,,,, রামদাশপুর ইসরাফিল ২৮
★ ঐ,,,,,,,,,,,বারাদী বারী মন্ডল ৫০
★ ঐ,,,,,,,,,,,,গোভীপুর সামাদুল ৩৩
★ ঐ,,,,,,,,,,,,হিজুলী নার্গিস ৫০
★ ঐ,,,,,,,,,,,,আশরাফপুর আজিজুল হক ৪৫
★ ঐ,,,,,,,,,,, কাঁসারীপাড়া লালমিয়া ৩৮
★ ঐ,,,,,,,,,,, ঈদগাহ পাড়া খোকন ৫০
★ ঐ,,,,,,,,,,, বড় বাজার সামানিয়া জান্নাতি ২৫
★ ঐ,,,,,,,,,,,,পিরোজপুর স্বপন আহমেদ ৩৪
★ ঐ,,,,,,,,,,, কালা চাঁদপুর ইউসুব আলী ২৪
★ ঐ,,,,,,,,,,, মদনাডাঙ্গা আমিরুল ইসলাম ৫০
★ ঐ,,,,,,,,,,,ইছাখালি স্বধীন ০৬
★ ঐ,,,,,,,,,,,সদর হাসপাতাল রাফিয়া আফরোজা ৩৪
★ ঐ,,,,,,,,,,,বুড়িপোতা আনোয়ারা খাতুন ৮০
★ ঐ,,,,,,,,,,মন্ডলপাড়া সুফিয়া খাতুন ৪৭
★ ঐ,,,,,,,,,,পিরোজপুর নজরুল ইসলাম ৬০
★ ঐ,,,,,,,,,, মুখার্জি পাড়া রাজন ২২
★ ঐ,,,,,,,,,,, মিশন পাড়া নিয়ত আলী ৬০
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আরফাতুন্নেছা ৪৫
★ ঐ,,,,,,,,,, থানাপাড়া লামিয়া ১৭
★ ঐ,,,,,,,,, শ্যমপুর আবুল হোসেন ৬৫
★ ঐ,,,,,,,,,নতুন পাড়া মুসলিমা ৫২
★ ঐ,,,,,,,,, আমঝুপী আব্দুল মতিন ৫৬
★ ঐ,,,,,,,,, বোসপাড়া শরিফুল ইসলাম ৫৫
★ ঐ,,,,,,,,, চক্রপাড়া রাশিয়া ৪৯
★ ঐ,,,,,,,,,,আমঝুপী সুমনা ৩১
★ ঐ,,,,,,,,,, মল্লিকপাড়া মহবুবা খানম মুক্তা ২৫
★ ঐ,,,,,,,,,, কুতুবপুর জাহিদ হোসেন ৭৩
★ ঐ,,,,,,,,,,পিরোজপুর আলমগীর হোসেন ২৫
★ ঐ,,,,,,,,,, বারাদী ফুলবানু ৮৫
★ ঐ,,,,,,,,,, পিরোজপুর বিপা ১৮
★ ঐ,,,,,,,,,, গোপালপুর আকবর আলী ৫৫
★ ঐ,,,,,,,,,, আশরাফপুর হামিদুল ৫০
★ ঐ,,,,,,,,,,,ওয়াপদা পাড়া আসমা ৭০
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ছবি খাতুন ৩৩
★ ঐ,,,,,,,,,,, শালিকা আফরোজা খাতুন ৪০
★ ঐ,,,,,,,,,,, বামনপাড়া আলাউদ্দিন খান ৬১
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ফাতেমা খানম ৫৪
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ওমর ফারুক খান ৩৬
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আফরোজা ইয়াসমিন ২৭
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আছিল উদ্দিন খান ৯২
★ ঐ,,,,,,,,,,,আমঝুপী তৌহিদুল ইসলাম ২৪
★ ঐ,,,,,,,,,,,, ভুমি অফিস পাড়া আবু হাসনাত আফরোজ
★ ঐ,,,,,,,,,,,,পৌর ঈদগাহ পাড়া হাবিবুর রহমান ৫৮
★ ঐ,,,,,,,,,,,,টি এন্ড টি রোড আব্দুল মালেক ৬১
★ ঐ,,,,,,,,,,,, স্টেডিয়াম পাড়া রোকেয়া খাতুন ৯০
★ ঐ,,,,,,,,,,,,,গার্লস স্কুল পাড়া জলি ৪২

★ গাংনী রায়পুর হাসিবা ১৮
★ ঐ,,,,,বাবুল আক্তার ৪৫
★ ঐ,,,,,রায়পুর কামরুল ইসলাম ৪৬
★ ঐ,,,,,,,,,,,,,,ইভা ৩৯
★ ঐ,,,,,,,,,,,,,,ইজদান ৫৫
★ ঐ,,,,,,ষোলটাকা মমেনা ৫০
★ ঐ,,,,,,আলী আকবর ৪০
★ ঐ,,,,,,বাঁশবাড়ীয়া নাহারুল ৫১
★ ঐ,,,,,,বেদানা ৩৫
★ ঐ,,,,,,কাজীপুর মিল্টন ৩৫
★ ঐ,,,,,,চৌগাছা রেক্সনা ৪৪
★ ঐ,,,,,,,,,,,,,,,,,রবিউল ৩৫
★ ঐ,,,,,,শিমুলতলা নজরুল ৫৭
★ ঐ,,,,,,দোয়া ১২
★ ঐ,,,,,সুন্দরী ৬০
★ ঐ,,,,,,ছাতিয়ান রেজাউল ৫৮
★ ঐ,,,,,,চৌগাছা ইয়াসমিন ৪০
★ ঐ,,,,,,তেরাইল হাজেরা ৫০
★ ঐ,,,,,,বাউট নাসিমা খাতুন ৫০
★ ঐ,,,,,,গাড়াডোব মিয়ারুল ৫২
★ ঐ,,,,,,বামুন্দী বিল্লাল ৪৫
★ ঐ,,,,,,শিশিরপাড়া সফিক ২৯
★ ঐ,,,,,,জান্নাতুল সানিয়া ৪০
★ ঐ,,,,, নওপাড়া কবিতা আক্তার ২৬
★ ঐ,,,,,ফরিদা পারভীন ৩৬
★ ঐ,,,,,,চামেলী ৩৫
★ ঐ,,,,,,মালসাদহ মালেকা ৬৫
★ ঐ,,,,,, হিজলবাড়ীয়া রাজ্জাক ৫০
★ ঐ,,,,,, সহড়াবাড়িয়া শাশিমা ৪৬
★ ঐ,,,,,, আব্দুস সোবহান ২৯
★ ঐ,,,,,, ফয়সাল ২৩
★ ঐ,,,,,,, সালমা ৪০
★ ঐ,,,,,,,ধানখোলা রুনা ৩৫
★ ঐ,,,,,,, জামিউল ৩৫
★ ঐ,,,,,,,, হাড়াভাঙ্গা সানোয়ারা ৫৫
★ ঐ,,,,,,,, ইউএইস সি আম্বিয়া ২৯
★ ঐ,,,,,,,,এ কাশেম ৫৫
★ ঐ,,,,,,,,সাহেবনগর হাবিবুর ২৬
★ ঐ,,,,,,,,,খাশমহল আসলাম আলী ৫২
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,রেজমিনা ৪৫
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,, রাজন ২২
★ ঐ,,,,,,,,কাজীপুর শারমিন ২১
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,, রমজানুল হক ৪৯
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,, বেল্টু ৩০
★ ঐ,,,,,,, ধানখোলা হাজেরা খাতুন ৫০
★ ঐ,,,,,,, বাউট ফেন্সি ৩০
★ ঐ,,,,,, ভোমরদহ মরিয়ম ৬০
★ ঐ,,,,,,,কোদালকাটি তপন ২২
★ ঐ,,,,,,, গাড়াডোব খুরশিদা ২৮
★ ঐ,,,,,,, গুলশানারা ৫১
★ ঐ,,,,,,, ভবানীপুর তারিক আহমেদ ২৫
★ ঐ,,,,,,, চেংগাড়া সামসুল আরেফিন ৬০
★ ঐ,,,,,,, কল্যানপুর রুপজান ৭০
★ ঐ,,,,,,, আশিক ১৮
★ ঐ,,,,,,,ধানখোলা রহিমা ৪০
★ ঐ,,,,,,,, জালশুকা রিনা ৩৫
★ ঐ,,,,,,,, সানঘাট আকমিনা ৬০
★ ঐ,,,,,,, বাউট পিন্জিরা ৫০
★ ঐ,,,,,,, সাহারবাটী সাহেবা ৪৮
★ ঐ,,,,,,, শিশিরপাড়া তমা ২৫
★ ঐ,,,,,,,ধানখোলা মোস্তাফিজুর রহমান ৩০
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,, মাসুদ ৪০
★ ঐ,,,,,,, মানিকদিয়া সখিনা ৫৫
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,এ জাজিল ৭৫
★ ঐ,,,,,,,, পঃ মালসাদহ এ কাদের ৪৫
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, মমতাজ ৩০
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সোহান ১৭
★ ঐ,,,,,,, বামুন্দী খুশি ২৭
★ ঐ,,,,,,,,,,,,,,,,,, তানহা ০৬
★ ঐ,,,,,,,, কাজীপুর মনোয়ারা ৪৫
★ ঐ,,,,,,,, জান্নাতুল ৩৩
★ ঐ,,,,,,,, হাড়িয়াদহ জয়নাল ৫০
★ ঐ,,,,,,,, সহড়াতলা মনিরুল ৩৫
★ ঐ,,,,,,,,, গাড়াডোব বেগম ৭০
★ ঐ,,,,,,,,, ধানখোলা আফসার ৫৫
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফাহিমা ৫০
★ ঐ,,,,,,, রেহেনা ৫০
★ ঐ,,,,,,মাহফুজা ২১
★ ঐ,,,,,,, মনিরুল ইসলাম ৪২

★ মুজিবনগর শিবপুর গাউসুল আযম ৩৬
★ ঐ,,,,,,,,,,,,মোনাখালি রাফিয়া ৩০
★ ঐ,,,,,,,,,,,,সোনাপুর সাহারুন ৩৩
★ ঐ,,,,,,,,,,,,কোমরপুর মহল্লা ৫৫
★ ঐ,,,,,,,,,,,,মহজনপুর মকলেছুর ৫০
★ ঐ,,,,,,,,,,,,জয়পুর রফিকুল ৫০
★ ঐ,,,,,,,,,,,,মানিকনগর হিসাব মন্ডল ৬৮
★ ঐ,,,,,,,,,,,,শিবপুর পরাগ ২৭
★ ঐ,,,,,,,,,,,,সোনাপুর সালমা ৬৫
★ ঐ,,,,,,,,,,,পুরন্দরপুর আনসার ৫২

মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৮৫৫ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৭৮ জন, গাংনী উপজেলায় ৪৬৯ জন এবং মুজিবনগর উপজেলায় ১০৮ জন। মেহেরপুর জেলায় এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ৮৩ টি। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩৫ জন, গাংনী উপজেলায় ২৯ জন এবং মুজিবনগর উপজেলায় ১৯ জন।
মেহেরপুর জেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ১৭৯৩ জন। (আজ সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৮০ জন)। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৯৮১ জন, গাংনী উপজেলায় ৫৭৫ জন এবং মুজিবনগর উপজেলায় ২৩৭ জন।
ট্রান্সফার্ডের সংখ্যা ১১৯ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৭৬ জন, গাংনী উপজেলায় ১৮ জন এবং মুজিবনগর উপজেলায় ২৫ জন।
সবাইকে সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রেখে, মাস্ক পরিধান করে, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহবান জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

11/07/2021

দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘন্টা.....

29/06/2021

মেহেরপুর জেলার স্বাস্থ্যকেন্দ্র সমূহের জরুরি ফোন নম্বর। করোনা কালীন সময়ে আপনার প্রয়োজনে।

বিশেষ প্রতিনিধি।

মেহেরপুর জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে যেভাবে বাড়ছে করোনা পজিটিভ এর সংখ্যা তাতে করে সহজেই বোঝা যায় আর কয়েকদিন পর কোন পরিস্থিতির সম্মুখীন হবেন মেহেরপুর জেলাবাসী।
মেহেরপুর সিভিল সার্জনের তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ ৮১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। মেহেরপুর জেলার প্রতিটা গ্রামে কতজন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ভুগছেন তা শুধু মাত্র ভুক্তভোগীরা জানেন। আর ক'দিন পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাই এ সংকটময় পরিস্থিতিতে নিজ নিজ সুরক্ষায় সবাই সতর্ক থাকুন। মাস্ক পরিধান করুন, কিছুক্ষণ পর পর সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন এবং দুরত্ব বজায় রাখুন।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধকল্পে কঠোর থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার ইতিমধ্যেই দেশজুড়ে আনসার বাহিনী, পুলিশ বাহিনী ও সেনা বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসময় বাড়ির বাইরে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা প্রদানকারী কেন্দ্র সমূহ, স্বাস্থ্যসেবাই নিয়োজিত ক্লিনিক্যাল ও ননক্লিনিক্যাল স্টাফ ও যানবাহন, স্বাস্থ্যসেবা গ্রহণকারী রুগী ও রুগী বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে। পরিস্থিতি যাইহোক না কেনো আপনার প্রয়োজনে মেহেরপুর জেলার সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র সমুহের ( হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার) জরুরি মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করে চিকিৎসা সম্বলিত পরামর্শ নিতে পারবেন। আপনার সুবিধার্থে নিম্নে ফোন নম্বরগুলি দেওয়া হলো 👇

#মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল সমূহের তালিকাঃ

(১) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুর। ০১৭৩০৩২৪৮০০

(২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাংনী, মেহেরপুর। ০১৭৩০৩২৪৬১০

(৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুজিবনগর, মেহেরপুর। ০১৭৩০৩২৪৬১১


#মেহেরপুর জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকাঃ

(১) ডক্টর’স পয়েন্ট কনসালটেশন সেন্টার (সম্বন্নিত স্বাস্থ্যসেবা কেন্দ্র)
এস আর এস টাওয়ার, কাথুলি মোড়, গাংনী, মেহেরপুর।
০১৭২১-৫৬১২৬৩, ০১৩১১-৮৬১১১৫, ০১৩১১-৮৬১১১৩

(২) রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল
হাসপাতাল বাজার, গাংনী। ০১৭৬৮-৩৭৭১৯১ ০১৭৬৬-৪৮৭৪০৯

(৩) গাংনী পপুলার ল্যাব
কাথুলী মোড়, গাংনী, মেহেরপুর। ০১৯১৫-৩৫১৪৯৮

(৪) সনো নাসিং হোম
হাসপাতাল রোড, মেহেরপুর। ০১৯১৯১৯২১৮৫

(৫) এ্যাপোলো নার্সিং হোম হাসপাতাল রোড, মেহেরপুর। ০১৭৪৩৯০৪৩৩৮

(৬) রাজা ক্লিনিক
কুষ্টিয়া রোড, গাংনী, মেহেরপুর। ০১৭১৯৯৭১২১৩

(৭) তাহের ক্লিনিক
কলেজ রোড, মেহেরপুর। ০১৭২৬১৮৯৫৪৬

(৮) দারুস সালাম ক্লিনিক কলেজ রোড, মেহেরপুর। ০১৭৪৩৯০৪৩৩৬

(৯) ডাঃ রমেশ ক্লিনিক মল্লিকপাড়া, মেহেরপুর। ০১৭১৬০৪৩০৩৩

(১০) দি রুরাল নার্সিং হোম আমঝুপি, মেহেরপুর।
০১৯৩৬৭৪৬৬৮২

(১১) তাহের ক্লিনিক-২ হাসপাতাল রোড, গাংনী।
০১৭২৬১৮৯৫৪৬

(১২) মেহেরপুর ক্লিনিক বাসস্ট্যান্ড পাড়া, মেহেরপুর। ০১৭২১৭৫০৩০০

(১৩) জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোম, উত্তর সরণি
আমঝুপি বাজার, মেহেরপুর। ০১৩০৯৫৫০০৭৬

(১৪) প্রগতি ক্লিনিক
ষ্টেডিয়াম পাড়া, মেহেরপুর। ০১৯১৪৬৫৮৫০৯

(১৫) আখতার ক্লিনিক
হোটেল বাজার, মেহেরপুর। ০১৭১৬১৮৩৯৫৬

(১৬) জনতা ক্লিনিক
কাথুলী রোড,
বড়বাজার, মেহেরপুর। ০১৭২৬৭৪৮০৭১

(১৭) ইম্প্যাক্ট জীবন মেলা হেলথ সেন্টার, চাঁদবিল,আমঝুপী, মেহেরপুর। ০১৭১১৮২৭৬৭০

(১৮) সন্ধানী সংস্থা কমিউনিটি বেজড হাসপাতাল
করমদি, গাংনী, মেহেরপুর।
০১৭১৪৫৯১৮১২

(১৯) বল্লভপুর হাসপাতাল
(চার্চ অব বাংলাদেশ)
বল্লভপুর, কেদারগঞ্জ,মেহেরপুর। ০১৭২৮৬০১৪৮৮

(২০) কুদরত-ই-খুদা ক্লিনিক কেদারগঞ্জ,
মুজিবনগর, মেহেরপুর।
০১৭১৮৩৪৮৮৭৭

(২১) স্বাস্থ্য বাংলা
(একটি গ্রামীন সেবা ক্লিনিক) বামুন্দি বাজার
গাংনী, মেহেরপুর।

(২২) মুক্তি ডায়াগনস্টিক সেন্টার
মহিলা কলেজ রোড, গাংনী। ০১৭৫৫-৮১৬৫১২

(২৩) আল-ফালাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
বামুন্দী, মেহেরপুর।
০১৭১২-৪৪৮২১৪

(২৪) সিটি নার্সিং হোম
ওয়াপদা রোড, বড় বাজার, মেহেরপুর।
০১৭১৮৯২৫৪৭০

(২৫) আল শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
বামুন্দী, গাংনী, মেহেরপুর।
০১৭৩২-৯৬৮১৩৪

(২৬) মোল্লা ডায়াগনস্টিক সেন্টার
গাংনী, মেহেরপুর। ০১৭৯৮-০১০৭০৭

(২৭) লাইফ কেয়ার ডি-ল্যাব এন্ড হসপিটাল, মেহেরপুর। ০১৭০৯-৬০০৯২৯

সেবা নিন, সুস্থ্য থাকুন।
আপনার পরিবারকে নিরাপদে রাখুন।

25/06/2021

আগামীকাল শনিবার বেলা ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত রুগী দেখবেন ;
ডাঃ নূরুন-নাহার বেগম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
গাইনি প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক
উপ-পরিচালক (অবঃ) কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।
করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি ও লকডাউন অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিহিত অবস্থায় সকলকে গাংনী পপুলার ল্যাব এ উপস্থিত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে। গাংনী পপুলার ল্যাবে আসার পথে কোন প্রতিবন্ধকতার মধ্যে পড়লে চিকিৎসা কেন্দ্রে যাচ্ছেন বললে ছেড়ে দেবে। তবে যানবাহনে একাধিক ব্যক্তি একত্রে না আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। মনে রাখবেন, গাংনী পপুলার ল্যাবে মাস্কবিহীন কোনো রুগীকে প্রবেশ করতে দেওয়া হবেনা। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
যেকোনো পরামর্শ পেতে ফোন করুন ; ০১৯১৫৩৫১৪৯৮, ০১৭৯৬৫০৩৬০২

21/06/2021

মেডিসিন, চর্ম-যৌন, এ্যাজমা, অর্শ্ব, মাথাঘোরানো, ঝিঝি ধরা, বুক ধড়ফড় করাসহ সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেবেন ;
ডাঃ মাশুক রহমান
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), বিসিএস (স্বাস্থ্য)।
রোগী দেখার সময়ঃ প্রতি সোমবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত।
আমাদের ঠিকানাঃ গাংনী পপুলার ল্যাব
কাথুলী মোড়, গাংনী, মেহেরপুর।
সিরিয়ালের জন্য মোবাইল যোগাযোগ ; ০১৯১৫৩৫১৪৯৮, ০১৭৯৬৫০৩৬০২

করোনা সমাচারঃ আসুন সচেতন হই। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের জনগণকে মাস্ক ব্যবহার করতে বলা হলেও তা মানতে নারাজ মেহেরপুর জ...
18/06/2021

করোনা সমাচারঃ আসুন সচেতন হই।

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের জনগণকে মাস্ক ব্যবহার করতে বলা হলেও তা মানতে নারাজ মেহেরপুর জেলাবাসী।
জেলার বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রতিদিনই কেউ না কেউ প্রান দিচ্ছেন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে। থমকে গেছে স্বাভাবিক জীবন।
কিন্তু মহামারি করোনার ঢেউ মোকাবেলা করতে আমরা কতটুকু সক্ষম হয়েছি, করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিয়েছি কি?
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউন বাড়ানো হয়েছে।
মেহেরপুর জেলা করোনা কমিটির জরুরি সভার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চালানো হচ্ছে প্রচার-প্রচারনা। ইতিমধ্যেই জেলার গাংনী উপজেলার তেঁতুল বাড়ীয়া, হিন্দা ও মুজিবনগর উপজেলার আনন্দবাস কে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু আদৌও কি সম্ভব হচ্ছে তাদের আটকানো? নানা অযুহাত দেখিয়ে চলেছে বাজার কিংবা উপজেলা শহরে। চা, কফি কিংবা খাবার হোটেলে, মিশছে অন্যান্য জনগণের সাথে। সংক্রমিত হচ্ছে নতুন কেউ।
মেহেরপুরের জনগণ কি আদৌও জানে করোনা ভাইরাসের লক্ষণ? এব্যাপারে কি মাইকিং করে জানানো হয়েছে তাদেরকে?
আমরা অনেকেই জানি, সময়ের সাথে সাথে করোনা ভাইরাস তার বৈশিষ্ট্য বদলাচ্ছে। সচেতনতার কোন বিকল্প নেই। একই সাথে পুরো মেহেরপুর জেলাকে লকডাউনের আওতায় আনারও বিকল্প নেই। তবে পরিস্থিতি যায় হোক,
লক্ষ্মণ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। মনে রাখবেন সঠিক সময়ে পরীক্ষা এবং শুরুতেই রোগ নির্ণয় আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখবে এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সহায়তা করবে।
একটু বলতে চাই করোনার প্রধান লক্ষণসমূহ। যারা জানেন না, তারা মনে রাখবেন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে লকডাউন কিংবা একাকিত্ব ঘরে আবদ্ধ থাকতে হবে এ ভয় করবেন না।
মনে রাখবেন, রোগ যতই কঠিন হোক না কেন, সঠিক চিকিৎসায় তা নিরাময় করা সম্ভব। তবে সঠিক সময়ে সে রোগের চিকিৎসা নেওয়া অত্যাবশ্যক। আপনার করোনা হয়েছে তা লুকিয়ে রেখে আপনার পরিবারের সকল সদস্যের জীবন বিপন্ন করবেন না। জানুন করোনার প্রধান লক্ষণগুলি;

জ্বর
কাশি
শ্বাসকষ্ট
খাবারে স্বাদ না পাওয়া
ঘ্রাণ না পাওয়া

অন্যান্য লক্ষণ:
মাংস পেশীতে ব্যাথা
ক্লান্তি লাগা
খাবারে রুচি না থসকস
মাথা ব্যাথা
নাক দিয়ে পানি ঝড়া
ডায়রিয়া
বমি
গলা ব্যাথা
চোখ লাল হওয়া
ইত্যাদি। এর যেকোন ৩ লক্ষণ থাকলে করোনা হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিবেন। উপজেলা হেলথ্ কমপ্লেক্স এ করোনা টেস্ট করবেন।

কোভিড-১৯ এর অপ্রমাণিত চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকুন। কোন রকম হোমিওপ্যাথি বা কবিরাজি ওষুধ সেবন করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন অপ্রমাণিত চিকিৎসা রোগীকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাব ক্ষতিগ্রস্হ করবে।
আপনি কি জানেন বর্তমান মেহেরপুর জেলার করোনা পরিস্থিতি?
আমি গত একসপ্তাহের করোনা পরিস্থিতি জানাতে চাই। মেহেরপুর সিভিল সার্জন সূত্রেঃ-

১১ জুন, টেস্ট -২৬, পজেটিভ -৯, (২৬.৪১%)
১২ জুন, টেস্ট -১০২ পজেটিভ -৩৭ (৩৬.২৭%)
১৩ জুন, টেস্ট -৬৪, পজেটিভ -৩২ (৫০.০০%)
১৪ জুন, টেস্ট -৫৬, পজেটিভ -২৩ (৪১.০৭%)
১৫ জুন, টেস্ট -১৩৩ পজেটিভ -৪১ (৩৯.৮০%)
১৬ জুন, টেস্ট -৬০, পজেটিভ -২০ (৩৩.৩৩%)
১৭ জুন, টেস্ট -১০৪, পজেটিভ -৩৪ (৩২.৬৯%)

ভয় পাবার কিছু নেই। শুধুমাত্র সর্তক হয়ে, স্বাস্থ্যবিধি মেনে চললেই নিরাপদ ভাবে জীবনযাপন করতে পারবেন।
মেহেরপুরের বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের বলতে চাই, নিজ, নিজের পরিবার, গ্রামবাসী, গাংনী, মুজিবনগর কিংবা মেহেরপুরবাসী তথা বাংলাদেশের জনগণের মাঝে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে জীবন বিপন্ন করবেন না প্লিজ। নিজ বাসভবনে অবস্থান করুন। মাঠে-ঘাটে, ক্ষেতে-খামারে কিংবা ভারত থেকে মাদক ব্যবসা করতে ওদের সাথে মিশে আমাদের জীবন বিপন্ন করবেন না। বেঁচে থাকলে জীবনে অনেক ব্যবসা করতে পারবেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু মনে করবেন না। স্যার, আপনারা যদি একটু সুদৃষ্টি দেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম রুখতে তাহলে দু'দিক থেকে আমরা লাভবান হতে পারি।
প্রথমত ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানো থেকে আমরা রেহাই পেতে পারি।
দ্বিতীয়ত মাদকমুক্ত সমাজ গড়তে পারি।
যায় হোক, আইনশৃঙ্খলা বাহিনী প্রথম থেকেই করোনা রোধকল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শীত, গরম, রোদ-বৃষ্টি উপেক্ষা করে জেলার সাধারণ মানুষের মাঝে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে এবং ৪ দিন পূর্বে জেলা করোনা কমিটির জরুরি সভার বিধিনিষেধ বাস্তবায়নে তাদের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়।
রাজনৈতিক নেতৃবৃন্দও ক'দিন পূর্বে রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে যে দায়িত্ব পালন করেছেন সেটা উল্লেখ করে তাদের ছোট করতে চাই না।
মূল কথা হচ্ছে, আমরা নিজেরাই যদি সতর্ক না হই তবে কারো পক্ষেই করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবেনা।
আসুন বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে, নিজ ও নিজের পরিবারকে বাঁচাতে সরকারি বিধিনিষেধ মেনে চলি।
মনে রাখবেন, আপনার মৃত্যু আপনার পরিবারের সারাজীবনের কাঁন্না। তাই সতর্ক হবার এখনই সময়।
আসুন মেহেরপুর সিভিল সার্জনের আহ্বানে সাড়া দিয়ে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত সাবান পানি দিয়ে ভাল ভাবে হাতমুখ ধোয়ার অভ্যাস রাখি। মাস্ক পরিধান করে, জনসমাগম এড়িয়ে চলি এবং নিয়মিত হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলি। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে চা, কফি কিংবা বাজারে যাওয়া থেকে বিরত থাকি।
সেবা নিন, সুস্থ্য থাকুন।

জনস্বার্থে- গাংনী পপুলার ল্যাব

Address

Kathuli Moor, Meherpur
Gangni

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 17:30

Telephone

01915351498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gangni Popular Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gangni Popular Lab:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram