Doctor's Point Consultation Centre

Doctor's Point Consultation Centre একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র

25/11/2025

সন্তানের সঙ্গে সময় কাটানো শুধু ভালোবাসা নয়, ভবিষ্যতের বিনিয়োগ

অধ্যাপক ডা. ছামিদুর রহমান
বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

সহকারী অধ্যাপক (শিশু) পদে পদন্নোতি পাওয়ায় গাংনীর গর্ব স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাঃ এ.কে.এম. শামসুল আলম (লাবু) স্যার কে জ...
20/11/2025

সহকারী অধ্যাপক (শিশু) পদে পদন্নোতি পাওয়ায় গাংনীর গর্ব স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাঃ এ.কে.এম. শামসুল আলম (লাবু) স্যার কে জেলার প্রথম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র Doctor's Point Consultation Centre পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

নতুন দায়িত্ব আরও সাফল্য, সম্মান ও উন্নতির দুয়ার খুলে দিক—এই কামনা করছি।

আলহামদুলিল্লাহ।ডাঃ এ.কে.এম. শামসুল আলম (লাবু) স্যার সহকারী অধ্যাপক (শিশু) পদে পদোন্নতি পাওয়ায় আপনাকে জেলার প্রথম সমন্বিত...
17/11/2025

আলহামদুলিল্লাহ।
ডাঃ এ.কে.এম. শামসুল আলম (লাবু) স্যার সহকারী অধ্যাপক (শিশু) পদে পদোন্নতি পাওয়ায় আপনাকে জেলার প্রথম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র Doctor's Point Consultation Centre পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

 #শোক সংবাদDoctor's Point Consultation Centre পরিবারের সদস্য সোহাগ ভাই এর বাবা শিশির পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা কালাম ...
15/11/2025

#শোক সংবাদ
Doctor's Point Consultation Centre পরিবারের সদস্য সোহাগ ভাই এর বাবা শিশির পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা কালাম মাস্টার অসুস্থ জনিত কারণে মেহেরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ডক্টর'স পয়েন্ট পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুন। আমীন।

29/10/2025

প্রতিরোধই স্ট্রোকের শ্রেষ্ঠ চিকিৎসা

আজ বিশ্ব স্ট্রোক প্রতিরোধ দিবস (২৯ অক্টোবর) — প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি রক্তনালী, প্রতিটি মানুষের জন্য একটাই বার্তাঃ স্ট্রোক অপেক্ষা করে না।

কেন আজকের দিনটি গুরুত্বপূর্ণ?
স্ট্রোক কেবল বয়স্কদের রোগ নয় — বিশ্বজুড়ে প্রতি ৪ জনের মধ্যে ১ জন জীবনের কোনো এক সময়ে স্ট্রোকে আক্রান্ত হন। এর চেয়েও আশ্চর্যের বিষয়, বেশিরভাগ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব — যদি আমরা সচেতন হই এবং সময়মতো পদক্ষেপ নেই।

আপনি কি করতে পারেন?
১) লক্ষণ চিনুন — মনে রাখুন “F.A.S.T.”
- Face drooping (মুখ বেঁকে যাওয়া)
- Arm weakness (হাত দুর্বল হয়ে পড়া)
- Speech difficulty (কথা জড়িয়ে যাওয়া)
- Time to act fast (অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন)

২) ঝুঁকি কমানঃ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, রক্তে চিনি ও ফ্যাটের মাত্রা ঠিক রাখুন, নিয়মিত ব্যায়াম করুন, ধূমপান পরিহার করুন, অ্যালকোহল সীমিত রাখুন, এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

৩) দেরি করবেন নাঃ
স্ট্রোকের উপসর্গ দেখা দিলে প্রতিটি মিনিট মূল্যবান। যত দ্রুত চিকিৎসা শুরু হবে, তত বেশি সম্ভাবনা সুস্থতার।

আমার পক্ষ থেকে একটি বার্তাঃ
আমি একজন ক্লিনিক্যাল গবেষক ও চিকিৎসক হিসেবে জানি—একটি স্ট্রোক মানুষের জীবনকে মুহূর্তেই বদলে দিতে পারে।

আজকের দিনটি হোক প্রতিজ্ঞার দিন—
- আমরা যেন শুধুই দেখে না যাই, বরং কাজে নামি।
- চলুন আমরা আমাদের রক্তচাপ, রক্তে চিনি, এবং জীবনধারা পরীক্ষা করি—নিজের এবং প্রিয়জনদের জন্য।
- যাদের বয়স বেশি বা যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বা আগের মিনি স্ট্রোক (TIA) হয়েছে—তাদের সাথে আজই কথা বলুন।

প্রতিজ্ঞা করুনঃ
- আমি F.A.S.T. লক্ষণগুলো জানবো এবং আজ থেকেই নিজের স্বাস্থ্যের দায়িত্ব নেব।
- শুধু নিজের নয়, অন্য কারও রক্তচাপ বা রক্তের চিনি মাপতে সাহায্য করুন।
- নিজের টাইমলাইনে লিখুনঃ “প্রতিরোধই শ্রেষ্ঠ চিকিৎসা।”

স্ট্রোক অপ্রতিরোধ্য নয়। আজ আমরা মনে রাখবো, প্রতিজ্ঞা করবো, এবং কাজ করবো — নিজের, পরিবারের, আর সমাজের জন্য।

— ডঃ সাইফুদ্দীন একরাম

আমাদের সবার প্রিয় অর্থোপেডিক্স সার্জন  #সহকারী_অধ্যাপক Dr. Md. Mahfuzzaman স্যার সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট কাউন্সিল কর্তৃক...
19/10/2025

আমাদের সবার প্রিয় অর্থোপেডিক্স সার্জন #সহকারী_অধ্যাপক Dr. Md. Mahfuzzaman স্যার সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট কাউন্সিল কর্তৃক " ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫" এর জন্য মনোনীত হওয়ায় জেলার প্রথম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র Doctor's Point Consultation Centre এর পক্ষ থেকে জানাই অভিনন্দন ও ভালোবাসা।

14/10/2025

"অ্যানথ্রাক্স রোগ" দ্রুত সচেতনতা গড়ে উঠুক, ডক্টর'স পয়েন্ট সব সময় আপনাদের ই পাশে।

#অ্যানথ্রাক্স

13/10/2025

টাইফয়েড ভ্যাক্সিন (TCV) কি শিশুদের জন্য নিরাপদ? পার্শ্বপ্রতিক্রিয়া ও ট্রায়াল নিয়ে গুজব না সত্য? - ডা. আদিলা আজহার আরশি

13/10/2025

টাইফয়েড টিকা নিয়ে ডা. শোভন মল্লিক স্যার এর মুখেই শুনুন, কেন আপনার বাচ্চার সুরক্ষার জন্য টিকা দরকার।

টাইফয়েড প্রতিরোধ করুন, টিকা দিন সময়মতো।

ডেঙ্গু বিষয়ে চিকিৎসক ও সর্বসাধারণের অবগতির জন্য কিছু পরামর্শ:ডেঙ্গু জ্বর মশাবাহিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে হয়ে থাক...
10/10/2025

ডেঙ্গু বিষয়ে চিকিৎসক ও সর্বসাধারণের অবগতির জন্য কিছু পরামর্শ:

ডেঙ্গু জ্বর মশাবাহিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। ডেঙ্গু ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়।

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব জুন-অক্টোবর মাসে বাংলাদেশে সব চেয়ে বেশি দেখা যায়। তাই ডেঙ্গু জ্বর সমন্ধে আগেই সচেতন হলে ডেঙ্গু জ্বরের কারণে মৃত্যুর সং্খ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়।

তীব্রতা অনুসারে ডেঙ্গু সাধারণত তিন ভাগে ভাগ করা হয়
১.সতর্কতা সংকেত ছাড়া ডেঙ্গু জ্বর
২.সতর্কতা সংকেত সহ ডেঙ্গু জর ও
৩.সিভিয়ার বা মারাত্মক ডেঙ্গু জর।

ডেঙ্গু জ্বর যে সমস্ত লক্ষন নিয়ে সাধারণত প্রকাশ করে তা হলো তীব্র জর ১০৪-১০৫ ডিগ্রী পর্যন্ত হতে পারে।
এছাড়া বমি বমি ভাব,বমি,শরীরে দাগ(Rash), শরীর ব্যাথা, মেরুদণ্ড ব্যাথা,মাথা ব্যাথা। প্রচন্ড ব্যাথার কারণে ডেঙ্গু জ্বরকে ব্রেক বোন ফিভারও বলা হয়ে থাকে।
যে সমস্ত সতর্কতা সংকেত হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা করতে হবে তা হলোঃ
১.পেটে ব্যাথা।
২.বমি শুরু হয়ে না থামা।
৩.শ্বাস কষ্ট
৪.শরীরে কোথাও থেকে রক্তপাত যেমন দাতের মাড়ি,প্রস্রাবের সাথে ও পায়খানার সাথে রক্তপাত
৫.নিস্তেজ হয়ে যাওয়া বা অতিরিক্ত অস্থিরতা
৬.চিকিৎসক পরীক্ষা করে লিভার বড় পেলে।
এই সব সতর্কতা সংকেত পেলে দেরি না করে হাসপাতালে ভর্তি করতে হবে।
এছাড়া সতর্কতা সংকেত না থাকলেও রোগীর দীর্ঘমেয়াদি রোগ যেমন হার্টের সমস্যা,ফুসফুস, লিভার সিরোসিস ও রোগী গর্ভবতী হলেও হাসপাতালে ভর্তি করতে হবে।

এই সব সতর্কতা সংকেত সহ রোগী গুলোর একটা অংশই মারাত্মক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়,যেখানে রোগীর ব্লাড প্রেসার কমে গিয়ে শকে চলে যায় যাকে "ডেঙ্গু শক সিন্ড্রোম" বলে।এ ছাড়াও মারাত্মক ডেঙ্গু জর শরীরের রক্তক্ষরণ ও অর্গান ড্যামেজ নিয়ে ভর্তি হয়।

কোন সতর্কতা সংকেত না থাকলে রোগীর চিকিৎসা বাসায়ই করা যায়, শুধু মাত্র প্যারাসিটামল ও পর্যাপ্ত তরল খাবারই একমাত্র চিকিৎসা। তবে মনে রাখতে হবে ডেঙ্গু জ্বরের রোগী প্যারাসিটামল ছাড়া কোন ধরের ব্যাথার ঔষধ খাবে না। এতে রোগী খারাপ হতে মৃত্যু পর্যন্ত হতে পারে

সময়মত চিকিৎসা করলে ডেঙ্গু জরের রোগীর জীবন বাচানো সম্ভব। ডেঙ্গু জরের লক্ষন পেলেই চিকিৎসক এর পরামর্শ নিবেন।

ডেঙ্গু জ্বর এর চিকিৎসা এর চেয়ে প্রতিরোধ ব্যাবস্থা সব চেয়ে কার্যকর ও প্রয়োজনীয়।
কাজেই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নির্মূল ও এডিস মশার বংশবৃদ্ধি রোধ করলেই কার্যকর ফলাফল পাওয়া যায়।
এর জন্য বাড়ীর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে,তিন দিনের বেশি যেন পানি জমা না থাকে সে জন্য ফুলের টব,পুরাতন টায়ার,এয়ার কুলার ইত্যাদি থেকে পানি অপসারণ করতে হবে।
নিজে মশা থেকে বাচতে মশারী, মশার কয়েল,এরোসল,রিপিলেন্ট ব্যাবহার করতে পারেন।বাড়ীঘর এর জানালায় নেট ব্যবহার করা যেতে পারে।
সর্বোপরি কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে সবাইকে সচেতন করে তুলতে হবে ও রাস্ট্রকে দায়িত্ব নিতে হবে মশা নির্মূল করার জন্য।

Address

RQ73+6R
Gangni
7110

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801721561263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Point Consultation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Point Consultation Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category