মাওলানা আশরাফ আলী

মাওলানা আশরাফ আলী হটলাইন:- 09666792492
প্রবাসীরাঃ- ০১৬০৭০৭৯৯৩২
পার্সেল/ডেলিভারী অভিযোগ:- ০১৭১১৯৭৮১৮৮
চেম্বারঃ- গাজীপুর-০১৩১০৬৪৪২০২, চট্রগ্রাম-01901-355106, ময়মনসিংহ-০১৩২৯১০০২৫২
(5)

আরামদায়ক অবস্থায় শুইয়ে অথবা বসিয়ে যে স্থানে হিজামা করতে হবে শরীরের সে জায়গা জীবাণুমুক্ত করতে হবে। হাতে গ্লাভস পরে নিয়ে জীবাণুমুক্ত কাপগুলো এক এক করে শরীরের নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিতে হয়। অতঃপর হিজামার স্থানে ধারালো সুঁচ বা ব্লেডদ্বারা চামড়ার উপর হালকাভাবে ছিদ্র করে নিতে হয়। ছিদ্র করার সময় হাল্কা আঁচড়ের মতন ব্যথা অনুভব হয়। তবে ব্যথা তেমন কিছুনা। তারপর কাপ সেট করে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এভাবে দূষিত রক্ত বের হয়ে কাপে জমতে থাকবে। কোনো স্থানে কাপ সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের বেশি রাখা হয় না।
হিজামার পর ঐ স্থানে গোল চিহ্ন বা ফোলা অনুভব হয়। যা সর্বোচ্চ দুই বা তিনদিন থাকতে পারে। এটা দূষিত রক্ত বের হওয়ার চিহ্ন।
বেশি সমস্যা থাকলে ব্যথার জায়গায় দুই থেকে তিন বার হিজামা নিতে হয়।
হিজামা একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবহানাল্লাহ)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।

লিভারটোনের কারগুজারি | বাস্তব উপকারের গল্পহাফেজ নাজমুল ইসলাম ভাই কিছুদিন আগে আমার কাছ থেকে একটি লিভারটোন গ্রহণ করেন। তার...
07/12/2025

লিভারটোনের কারগুজারি | বাস্তব উপকারের গল্প

হাফেজ নাজমুল ইসলাম ভাই কিছুদিন আগে আমার কাছ থেকে একটি লিভারটোন গ্রহণ করেন। তার প্রধান সমস্যা ছিল—অকারণে পেট ফেঁপে যাওয়া এবং খাবারে অরুচি।

ঔষধ সেবনের কয়েকদিন পর তার সাথে যোগাযোগ করলে তিনি আনন্দের সাথে জানান:
“আলহামদুলিল্লাহ ভাই, আমার পেট ফাঁপা এখন সম্পূর্ণভাবে কমে গেছে, পাশাপাশি আমার ক্ষুধার চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে।”

আজ সকালে তিনি আমাকে ফোন করে জানান,
“ভাই, আমার মায়ের জন্য আরেকটি লিভারটোন দরকার। উনি বেশ কিছুদিন ধরে ঠিকমতো খেতে পারছেন না।”

আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমি তার মায়ের জন্য লিভারটোন পৌছে দিই।

এটি শুধুমাত্র একটি ঔষধ নয়, এটি মানুষকে স্বাভাবিক জীবনে ফেরার একটি বিশ্বস্ত মাধ্যম।

যোগাযোগ:
মোঃ রজ্জব আলী
চাঁদপুর জেলা প্রতিনিধি (মতলব উত্তর থানা)
📞 ০১৯০১-৯২১৯২০

আলহামদুলিল্লাহ! লিভারটোনে মিলেছে অভাবনীয় উপকারকলমাকান্দা আবাবিল ইসলামি কিন্ডারগার্টেন-এর সম্মানিত শিক্ষক সাহেব কিছুদিন আ...
07/12/2025

আলহামদুলিল্লাহ! লিভারটোনে মিলেছে অভাবনীয় উপকার

কলমাকান্দা আবাবিল ইসলামি কিন্ডারগার্টেন-এর সম্মানিত শিক্ষক সাহেব কিছুদিন আগে আমাদের কাছ থেকে লিভারটোন গ্রহণ করেছিলেন। প্রথম সেবনেই উপকার পাওয়ায় তিনি আবার নতুন একটি লিভারটোন নিয়েছেন।

আজ তাঁর সঙ্গে সাক্ষাতে তিনি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেন
তিনি জানান,
লিভারটোন গ্রহণের আগে তাঁর পায়ে পানি জমে যেত। তিনি কিডনির বিভিন্ন পরীক্ষা করিয়েছিলেন, কিন্তু তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। এর পরেও চিকিৎসা ও পরীক্ষার পেছনে অনেক টাকা ব্যয় করেছেন, তবুও সমস্যার কোনো সমাধান হচ্ছিল না।

অবস্থাটা এমন ছিল যে,
এক পা অন্য পায়ের ওপর রাখলে সেখানে দাগ পড়ে থাকত।

আলহামদুলিল্লাহ, লিভারটোন সেবনের পর থেকে তাঁর পায়ের পানি সম্পূর্ণভাবে চলে গেছে এবং এখন তিনি নিজেকে আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন।

স্থান: কলমাকান্দা
থানা প্রতিনিধি: হাঃ মাওঃ মাসুম তালুকদার
মোবাইল: 01901355134

06/12/2025

লিভারটোন—যেখানে একবার ব্যবহারেই পরিবারে ছড়িয়ে পড়ে উপকারের গল্প!
মায়ের সুস্থতায় খুশি হয়ে এবার মেয়ের বাসার জন্যও নিয়ে গেলেন নলিভারটোন—
কারণ, উপকার যেখানেই হয়, বিশ্বাস সেখানেই তৈরি হয়।

04/12/2025

কি কি উপকার পাচ্ছে লিভারটোন খেয়ে

⭐ লিভারটোনের কারগুজারি ⭐আমাদের সম্মানিত কাস্টমার আঃ সামাদ ভাই কিছুদিন আগে তিনটি লিভারটোন নিয়েছিলেন।তিনি নিজে একটি খেয়েছ...
04/12/2025

⭐ লিভারটোনের কারগুজারি ⭐
আমাদের সম্মানিত কাস্টমার আঃ সামাদ ভাই কিছুদিন আগে তিনটি লিভারটোন নিয়েছিলেন।
তিনি নিজে একটি খেয়েছেন, একটি তার স্ত্রীকে এবং আরেকটি মেয়েকে খাওয়ানো হয়েছে।

যেহেতু তার স্ত্রীর লিভারের সমস্যা বেশি ছিল—
লিভারটোন সেবনের পর তিনি ডাক্তারের টেস্ট করান।
আলহামদুলিল্লাহ, টেস্টে দেখা যায় লিভারের সমস্যার অনেকটাই উন্নতি হয়েছে।

এই উপকারে সন্তুষ্ট হয়ে আজকে তিনি আবার দুইটি লিভারটোন অর্ডার করেছেন।
আলহামদুলিল্লাহ।

মোঃ রজ্জব আলী
চাঁদপুর জেলা, মতলব উত্তর থানা প্রতিনিধি
01901-921920

04/12/2025

কিছু দিন আগে লিভারটোনের কার্যকারিতা বোঝার জন্য উনাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি লিভারটোন দিয়ে আসি।
আলহামদুলিল্লাহ, উপকার পাওয়ার পর এখন তিনি নিজেই আমাদের সঙ্গে কাজ করছেন—মানুষকে উপকার পৌঁছে দিচ্ছেন।

এটাই আমাদের লিভারটোনের সত্যিকারের পরিচয় — উপকার, আস্থা ও সন্তুষ্টি

ঢাকা বিমানবন্দর—উত্তরখান—দক্ষিণখান থানা প্রতিনিধি
আবু রায়হান
০১৯০১৯২১৮৭০

লিভারটোন খেয়ে উপকৃত এক ব্যবসায়ীর ভাই এর  অভিজ্ঞতা আমাদের সম্মানিত কাস্টমার মোঃ আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী (মদিরদোকা...
03/12/2025

লিভারটোন খেয়ে উপকৃত এক ব্যবসায়ীর ভাই এর অভিজ্ঞতা
আমাদের সম্মানিত কাস্টমার মোঃ আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী (মদিরদোকান দার), অনেক দিন যাবত গ্যাস্ট্রিকের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও সন্তুষ্টিজনক ফল পাচ্ছিলেন না।

একদিন তিনি তাঁর সমস্যার কথা জানালে আমি তাঁকে একটি লিভারটোন দেই—
তবে শর্ত ছিল, কাজ হলে তবেই টাকা দেবেন।
আমি হাসিমুখে বলেছিলাম,
“কাজ হলে তখনই দিবেন ইনশাআল্লাহ।”

কিছুদিন নিয়মিত সেবনের পর তিনি নিজেই ফোন করে জানালেন—
“লিভারটোনে আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার পেয়েছি।”

তিনি শুধু বাকির টাকা পরিশোধই করেননি—
বরং আবার আরেকটি লিভারটোন নিয়েছেন।
এবং বলেছেন—
“লিভারটোন সত্যিই ভালো কাজ করে। আশা করি সারাদেশের মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।”

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার প্রতিনিধি ও সহকারী হাকীম:
বেলালী সাহেব
হোয়াটসঅ্যাপ: ০১৭২৭-৩৯৪০৮৪

03/12/2025

আমার ঔশধের ফলাফল কেমন?

03/12/2025

রমজানে ফ্রী উমরাহ বিজয়ীSaiful Islam , উনার জন্য শুভকামনা

03/12/2025

বক্তা টিমে যোগ দিতে কল:- ০১৯০১৯২৭০৫৯

03/12/2025

লিভারটন কিভাবে খাবেন

03/12/2025

কমেন্ট করলেই ফ্রী উমরাহ, নভেম্বরের ফ্রী উমরাহ বিজয়ী খুজে পাওয়া গেছে, আপনিও বিজয়ী হতে আমাদের পেইজে লাইক শেয়ার কমেন্ট করেন।

Address

গাজীপুর চৌরাস্তা
Gazipur
2200

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা আশরাফ আলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মাওলানা আশরাফ আলী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram