22/05/2025
আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর | ২২ মে ২০২৫
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত বাসমতি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে আজ বৃহস্পতিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০২৫।
সারা দেশের শহর ও গ্রামের প্রায় ১২ লক্ষ গ্রাম ডাক্তারদের সংগঠন এই সোসাইটির জেলা প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত হন।
সম্মেলনের সভাপতিত্ব করেন গ্রামডাক্তার এম.এ. গফুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসাইন মুরাদ, সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রধান বক্তা ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মোঃ আমিনুল ইসলাম, যার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা রফিকুল হক শাহীন, অ্যাডভোকেট মমতাজ বেগম মম এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল হক শাহীদ, মাহমুদুল হাসান জয় সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি এবং চেয়ারম্যান, আন্তর্জাতিক আইন সহায়তাকারী সংস্থা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামডাক্তার হিকমত আলী, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: এস এম নাজমুল হাসান,গ্রাম- ডাক্তার আতিকুর রহমান রোকন, মো: আকিমুল ইসলাম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার জগলুর রহমান লিটন সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি,গ্রাম ডাক্তার শৈয়ব মৃধা, কোষাধক্ষ, কেন্দ্রীয় কমিটি, গ্রামডাক্তার জহিরুল ইসলাম সৌরভ,যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এস এম মাহবুবুর রহমান সভাপতি খুলনা বিভাগ, ডা. আক্তার হোসেনসহ সারা দেশ থেকে আগত শতাধিক প্রতিনিধি।
বক্তারা আর.এম.পি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ,বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের তত্ত্বাবধানে ফার্মাসিস্ট পরীক্ষায় আর.এম.পি সদস্য/সদস্যদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং চিকিৎসা সেবার মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সম্মেলন শেষে অংশগ্রহণকারী সকলের মধ্যে মিলনমেলা ও মতবিনিময়ের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট: www.rmpwsbd.org