ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর

ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর মানবসেবায় শপথ নিন,মুমূর্ষুকে রক্ত দিন।

24/08/2023

রক্তের প্রয়োজনে কল দিলে বিরক্ত হয়! আপনার রক্তের প্রয়োজনে ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর কখনো বিরক্ত হবে না, ইনশাআল্লাহ ডোনার ম্যানেজ করে দিবে।

02/11/2021

আজ ২রা নভেম্বর
“জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস।”🩸💉

"ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর" এর পহ্ম থেকে রক্তদান দিবসে সকল রক্তদাতা ও ভলেন্টিয়ারদের জানাই স্যালুট।❤️

Admin
Mahadi Hasan

18/10/2021

রক্তের প্রয়োজনে কল দিলে বিরক্ত হন! আপনার রক্তের প্রয়োজনে ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর কখনো বিরক্ত হবে না, ইনশাআল্লাহ ডোনার ম্যানেজ করে দিবে।

18/10/2021

কারা রক্ত দিতে পারবেন?

চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন।

রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।
রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ড. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম।

এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি।

এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৭০ থেকে ৯০ এর মধ্যে এবং রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে।

পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে ১৫ গ্রাম এবং নারীদের ক্ষেত্রে ১৪ গ্রাম হওয়া দরকার।

রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত থাকতে হবে।

সাধারণত ৯০ দিন পর পর, অর্থাৎ তিন মাস পর পর রক্ত দেওয়া যাবে।

রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়।
রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়।

সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে ৪ থেকে ৬ লিটার পরিমাণ রক্ত থাকে। প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।

এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।

রক্ত দেয়ার পর কী হয়?

রক্ত দেয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। এটা স্বাভাবিক।

তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ড. সিরাজুল ইসলাম।

রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থিরতা হয়, তবে তাকে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।
সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।

রক্ত দেয়ার পর লোহিত রক্তকণিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগে বলে উল্লেখ করেন ড. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রক্ত দেয়ার সময় শরীর থেকে রক্তের পাশাপাশি ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায় তাই তার ক্ষয়পূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মানবতার ডাকে সাড়া দিয়ে ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর  এর অন্যতম যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ ভাই প্রথমবারের মতো ও+ লাল ভালোবা...
13/10/2021

মানবতার ডাকে সাড়া দিয়ে ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর এর অন্যতম যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ ভাই প্রথমবারের মতো ও+ লাল ভালোবাসা প্রদান করেন।❤️❤️
ভাইয়ের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও লাল ভালোবাসা।💟💟

নিজে রক্ত দেই এবং অন্যকে রক্ত দিতে উৎসাহ প্রদান করি!
আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে তিনটি প্রান

28/09/2021

★আপডেট★
আমাদের কাছে এই মূহুর্তে বি+ ব্লাড ডোনার রয়েছে।গাজীপুর বা পাশ্ববর্তী কোথায় রক্তের প্রয়োজন হলে এই পেজে মেসেজ করুন অধবা ০১৭৩২৫৮৫৬৪৭ নাম্বারে যোগাযোগ করুন।
ধন্যবাদ।
মোঃমেহেদী হাসান ইমন
আমরা মানবতার সেবায় নিয়োজিত।

11/04/2021

কারো রক্তের প্রয়োজন হলে পেইজে মেসেজ করুন,অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে!
মোবাইল:০১৭৩২৫৮৫৬৪৭
আমরা মানবতার সেবায় নিয়োজিত!

30/01/2021

মানবসেবায় শপথ নিন,মূমুর্ষকে রক্ত দিন।

Address

Bhabanipur
Gazipur

Telephone

01732585647

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্লাড ডোনার্স ক্লাব গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category