স্বপ্নীল ক্যানভাস - Shopnil Canvas

স্বপ্নীল ক্যানভাস - Shopnil Canvas আপনার নিজের লেখা কিংবা ভাললাগা কোন কবিতা পাঠাতে পারেন।
(2)

এই তো মাত্র ৫ বছর আগের কথা,চামড়ার কোয়ালিটি তো দূরের কথা, রেকসিন আর চামড়ার মধ্যের পার্থক্যটাই সঠিক ভাবে নির্ণয় করতে পারতা...
09/08/2025

এই তো মাত্র ৫ বছর আগের কথা,
চামড়ার কোয়ালিটি তো দূরের কথা, রেকসিন আর চামড়ার মধ্যের পার্থক্যটাই সঠিক ভাবে নির্ণয় করতে পারতাম না।
হাজার টাকায় এক জোড়া চামড়ার জুতা ক্রয় করতে দোকানে গেলে চিন্তা করতাম হাজার টাকা🤔

আলহামদুলিল্লাহ
বর্তমানে লাখ লাখ টাকার কাচা চামড়া ক্রয় করি,
সেই চামড়া প্রসেসিং করি, আবার চোখের সামনে সেই চামড়া দিয়ে জুতা তৈরী করতেছি। আল্লাহ তায়ালা অধমকে দিয়ে কাজ নিচ্ছেন

বর্তমানে
বুক ফুলিয়ে বলতে পারি,
শতভাগ খাটি চামড়ার তৈরী জুতা।

আপনাদের ভালবাসা এবং দোয়া সাথে থাকলে।
আগামী পাঁচ বছরের মধ্যে ১০/১২ হাজার মানুষের কর্মসংস্থান তৈরী করবো ইনশাআল্লাহ্।

সংগৃহীত।

05/08/2025

একটি বিশেষ ঘোষণা …
জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই, বিশেষ অতিথি-বক্তা-আলোচক হিসেবে আমার নাম- ছবি ব‍্যবহার করছেন। যা কোন ভাবেই কাম‍্য নয়! আমি সাধারণত এ জাতীয় কোন অনুষ্ঠানে অংশ নিতে তেমন কোন আগ্রহ অনুভব করিনা। যদি আমি কোন অনুষ্ঠানে অংশ নেই তাহলে অবশ্যই সে সংক্রান্ত পোস্ট আমি ফেসবুকে শেয়ার করবো ।দয়া করে বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ ।

27/07/2025
07/07/2025

শুভরাত্রি বন্ধুগন।

আজ_শনিবারক্লাস সিক্সের একটা মেয়ের অভিভাবক বিকাল ৪ টার দিকে ফোন দিয়ে বললেন তার মেয়ে বাসায় ফিরে নি এখনো!  আকাশ থেকে পড়লাম ...
07/07/2025

আজ_শনিবার

ক্লাস সিক্সের একটা মেয়ের অভিভাবক বিকাল ৪ টার দিকে ফোন দিয়ে বললেন তার মেয়ে বাসায় ফিরে নি এখনো! আকাশ থেকে পড়লাম না, আকাশে ঝুলে রইলাম কথাটা শুনে! শনিবারে কিসের ক্লাস? কোন মেয়ের কথা বলছে? চিন্তায় পড়ে গেলাম!
কথা বলছি না দেখে ঐ অভিভাবক আবার বললেন,
“স্যার, আমার মেয়ে নাকি ৫ টা পর্যন্ত ক্লাস করে। আজও নাকি ক্লাস ছিল, এখনো ফিরে নি।”

এবার আকাশ থেকে পড়লাম। ধপাশ করে। আমার জানামতে আমাদের কোন অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেই৷ প্রতিদিন নিয়ম করে দুপুর ১.১০ এ ছুটি। এই অভারটাইম স্টুডেন্ট কোত্থেকে এলো?

“আস্তে করে বললাম, আমাদের কোন ক্লাস ছিল না। আজ শনিবার, সারাদিন ছুটি ছিল!”

অভিভাবক মোটামুটি একটু রাগ দেখিয়ে বললেন, মেয়ে বলেছে ক্লাস আছে, দেখেন কোন স্যার পড়ায়। খোঁজ নেন। আমি ফোন কেটে দিলাম।

উনার ধারণা, মেয়ে ক্লাসের কথা বলেছে মানে ক্লাসেই আছে। উনার মেয়ের চারদিকে শুধু নেকির ফেরেশতা ফেরেশতা আর কেউ নাই। কারন মিথ্যা বলেতেই পারে না। পাপের ফেরেশতারা বেকার বসে থাকতে থাকতে রিজাইন দিয়ে চলে গেছেন।
মেয়ের ক্লাসমেটদের ফোন করলাম। কার সাথে সম্পর্ক, কার বাসায় যাওয়া আসা করতে পারে এটা তার ক্লাসমেটরাই জানে। জিজ্ঞাসাবাদে যা বের হলো,
এই ক্লাস সিক্সের মেয়েটা প্রায়ই বাসা থেকে বের হয় ইউনিফর্ম পরে, বাসায় বলে আসে “এক্সট্রা ক্লাস আছে।”কিন্তু কোন ক্লাসই করে না। এমনকি নিয়মিত ক্লাসের উপস্থিতিরও বেহাল দশা। একটা কলজের ডিগ্রির স্টুডেন্টও মনে হয় তার চেয়ে বেশি ক্লাস করে। সিক্সের ক্লাস টিচার জানালেন মেয়েটার অভিভাবককে অনুপস্থিতির কথা জানানো হয়েছে অনেকবার। কিন্তু তারা কোন সহযোগিতা করে নি।
তদন্ত করতে গিয়ে সবচেয়ে ভয়াবহ যে তথ্য জানা গেল, মেয়েটি আজ ক্লাসের নাম করে, পার্কে গিয়েছিল। যেটা আজ নতুন না। প্রায়ই যায়। সাথে থাকে তার দুইটা ছেলে বন্ধু।

নিশ্চিত হয়ে তার অভিভাবকে কল দিয়ে বললাম, “আপনার মেয়ে ওভারটাইম ক্লাস করছে অমুক পার্কে”।

অভিভাবকের এক কথা তার মেয়ে এমন না। না বলে কোথাও যায় না৷ আমি বললাম,
“ আপনার মেয়ে না বলে যায় নাই তো? আপনাকে বলে তারপর গেছে ক্লাসে। তবে সেই ক্লাসটা নিচ্ছেন তার দুইজন ছেলে বন্ধু কাম ক্লাসমেট৷ অমুক পার্কে। যান, ছুটির সময় হয়ে যাচ্ছে নিয়ে আসেন গিয়ে”
এটুকু বয়স। কত হবে? ১২/১৩ অথবা ১৪!
ইউটিউব শর্টসের ‘ডেটিং ডে’ আর টিকটকের 'হাফ সে # # ক্সি ট্রেন্ড' এই প্রজন্মের মাথা নষ্ট করে দিয়েছে।

বাবা-মা ভাবছেন,
মেয়ে তো ক্লাসেই যায়, ঠিক আছে! আর যদি ইউটিউব দেখে দেখে শিখা ইংরেজি দিয়ে বলে, "আই এম গো ক্লাস মম" বাবা-মা ভাববে ইংরেজিতে যেহেতু বলছে তাইলে ঠিকই বলছে।

এটা কোন গল্প ছিল না। পঁচে যাওয়া এক প্রজন্মের হালকা দুর্ঘন্ধ ছিল। ক্লাস সিক্স, সেভেন, এইটে পড়া মেয়েরা এখন খোলার দিনে কিংবা বন্ধের দিনেও ক্লাসের নাম করে অথবা কোচিং এর নাম করে ছেলেদের সাথে পার্কের কোনায়, হুড তোলা রিকশায়, পর্দা দেওয়া সিএনজিতে, ডার্ক রেস্টুরেন্টের সোফায় সময় কাটায়। গায়ে জড়াজড়ি, টেপাটেপি খুবই কমন। ডাল ভাতের মত সহজ। রুম ডেটিংও মোটামুটি সবারই হাতের নাগালে। সর্বত্র এই প্রজন্মের পঁচা দুর্ঘন্ধ বিকট আকার ধারণ করেছে।
আপাতত একটা জিজ্ঞাসা সবার কাছে—“প্রজন্মের এই অবস্থার পেছনে দায় কার?”

Saydul Islam

02/07/2025

আমরা লজ্জিত!
একজন ১১ বছরের শিশু কি ধ*র্ষ*ণ করতে পারে?
ইমরানের বাবা একজন সবজি বিক্রেতা। কষ্টে তাদের পরিবার চলে। ওই এলাকায় ইমরানের বাবা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করলে, ফলস্বরুপ এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
অতিদ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে।

27/06/2025

যানজট তৈরীর সিস্টেম দেখুন।

27/06/2025

অটোর বাহাদুরি!!

25/06/2025

Address

Ambag
Gazipur
1346

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নীল ক্যানভাস - Shopnil Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram