27/02/2023
#নার্সিং নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, চলুন কিছু জানার চেষ্টা করি 😍
১) নার্সিং কোর্স সম্পন্ন করে সরকারি জব পাওয়ার সম্ভাবনা আছে?
: বিএসসি ইন নার্সিং; ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই তিনটি নার্সিং কোর্স সম্পন্ন হওয়ার পরে, Bangladesh Nursing and Midwifery Council কর্তৃক অনুষ্ঠিত রেজিষ্ট্রেশন/লাইসেন্সিং/RN পরীক্ষায় পাশ করলে/কৃতকার্য হলে, পরবর্তীতে সরকারি/বেসরকারি জবের জন্য আবেদন করা যায়। তবে, সরকারি নার্সিং জবের জন্য আলাদা MCQ, লিখিত পরীক্ষা, ভাইভা সহ কতো গুলো প্রসেস রয়েছে।
সরকারি হাসপাতালের চাহিদা ও সরকারের অনুমতির উপর নির্ভর করে bpsc কর্তৃক সরকারি নার্সিং/মিডওয়াইফারি জবের সারকুলার/বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জবের পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং উল্লেখিত পরীক্ষায় ভালো করলে অবশ্যই জব পাওয়া যায়।
তবে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরপরি বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে জব করে অভিজ্ঞতা অর্জন করলে ভালো হয়। পাশাপাশি সরকারি জবের জন্য প্রস্তুতি নিলেই ভালো হবে। উল্লেখ্য, সরকারি নার্সিং জব পাওয়ার জন্য সরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে পড়তেই হবে এমন কোনো নিয়ম/বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে পড়েও সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাব, জব পাওয়া যাবে। No problem! No tension! 😊
অর্থাৎ সরকারি নার্সিং জবের জন্য আলাদা পরীক্ষা রয়েছে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স/রেজিষ্ট্রেশন প্রাপ্ত হলে, সরকারি নার্সিং জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
আপনি সরকারি/বেসরকারি যেখান থেকেই পড়াশোনা করেন, এটা কোনো ব্যাপার না। ☺
২) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পর কি পড়াশুনা করতে হয়?
: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স শেষে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং (2 years) কোর্স করা যায়। তারপর, চাইলে মাস্টার্স পিএইচডি ও করা যায়।
৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পর কি পড়াশোনা করতে হয়?
: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পরে পোস্ট বেসিক বিএসসি ইন মিডওয়াইফারি (2 years) কোর্স করা যায়। তারপর, চাইলে মাস্টার্স পিএইচডি ও করা যাবে।
৩) কোর্স চলাকালীন সময়ে উপার্জন/জব করতে পারবো?
: নার্সিং এ পড়াশুনার চাপ অনেকটা বেশি। এখানে পাশ করতে হলে BSc 60%+ এবং Diploma 60%+ থাকতে হবে এবং লেখাপড়ার মাধ্যম ইংরেজি।
এছাড়াও, হাসপাতাল প্লেস-মেন্টের/ক্লিনিক্যাল প্রাক্টিসের একটা ব্যাপার আছে। তারপর আবার assignment, presentation, quiz test ছাড়াও অনেক exams থাকেই।
অনেকেই লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে থাকে। আবার অনেকেই পার্ট-টাইম জব করে (বিশেষ করে, যারা বেসরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে পড়ে)।
লেখাপড়া ঠিক রেখে যদি বাড়তি উপার্জন করা যায়, নিজস্ব ব্যাপার। তবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোনো ভাবেই যেন লেখাপড়ার ক্ষতি না হয়, জব এর জন্য।
৪) নার্সিং কোর্স সম্পন্ন করার পরে ভবিষ্যৎ কি?
: আপনি সরাসরি ২য় শ্রেণির সরকারি নার্সিং কর্মকর্তা (নার্সিং অফিসার) হতে পারবেন, যদি সরকারি নার্সিং জব পেয়ে যান। পরবর্তীতে পদোন্নতির মাধ্যমে ১ম শ্রেণির মর্যাদা দেওয়া হবে।
৫) সরকারি জব যদি না পাই?
: বর্তমানে বাংলাদেশের সকল বেসরকারি/প্রাইভেট হাসপাতাল গুলোতে প্রচুর নার্সের সংকট রয়েছে। নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স/রেজিষ্ট্রেশন প্রাপ্ত হবার পরে, আপনার পছন্দ অনুযায়ী হাসপাতালে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেখে, বুঝে শুনে, সে অনুযায়ী জবের জন্য আবেদন করবেন, CV জমা দেবেন। বিভিন্ন বেসরকারি/প্রাইভেট নার্সিং কলেজ/ইন্সটিটিউট গুলোতে শিক্ষক/শিক্ষিকা হিসেবেও যোগ দেওয়া যায়।
৬) জেনারেল বিসিএস দেওয়া যায়?
: বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স (চার বছর মেয়াদি) অর্থাৎ (Basic) BSc in Nursing কোর্স সম্পন্ন করার পরে, সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে যদি, ডিপ্লোমা > পোস্ট বেসিক বিএসসি > মাস্টার্স complete করা হয়।
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের ক্রাইটেরিয়া হলো, চার বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রী+মাস্টার্স সম্পন্ন হতে হবে।
৭) প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়া যায়? আর সেটার পদ্ধতি কী?
: YES! প্রথম শ্রেণীর সরকারি নার্সিং কর্মকর্তা হওয়া যায়। তবে সেটার জন্য, নার্সিং এর উপর উচ্চশিক্ষা এবং সরকারি হাসপাতালে দীর্ঘবছর কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে, ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে পদোন্নতি করা হয়।
৮) বিএসসি ইন নার্সিং / ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কি একই?
: এক না। বিএসসি ইন নার্সিং হচ্ছে, চার বছর মেয়াদি নার্সিং এর উপর অনার্সের সমমানের নার্সিং কোর্স। অপরদিকে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি নার্সিং এর উপর ডিপ্লোমা কোর্স। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি মিডওয়াইফারির উপর ডিপ্লোমা কোর্স।
উল্লেখ্য, মিডওয়াইফারি হচ্ছে মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কিত একটি বিশেষায়িত মিডওয়াইফারি কোর্স।
৯) নার্সিং এর জন্য আলাদা প্রফেশনাল বিসিএস আছে?
: এখন পর্যন্ত চালু হয়নি। তবে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করার পরে, জেনারেল/সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
১০) নার্সিং ভালো নাকি জেনারেল লাইনে অনার্স পড়া ভালো?
: এই উত্তরটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপর। কারণ আপনার মন যা চায় সেটাই করুন।
তবে, এটা বলতে পারি যে, নার্সিং এর ছাত্র-ছাত্রী জেনারেল স্টুডেন্টের লাইনে গিয়ে দাড়াতে পারবে, কিন্তুু জেনারেল স্টুডেন্টরা নার্সিং এর লাইনে দাড়াতে পারবে না।
আমার কাছে মনে হয়,
বাংলাদেশের জব মার্কেট বিবেচনা করলে, বর্তমানে নার্সিং কোর্স এই দিক থেকে এগিয়ে আছে। সরকারি/বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউট থেকে পাশ করার পরেই নার্সিং এ জব করা যায়।
মতামতঃ
Md mizanur Rahman
Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of the nursing profession All issues are highlighted on this page