Nursing admission helpline

Nursing admission helpline Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of

প্রগতি নার্সিং কলেজ,চট্টগ্রাম এ প্রভাষক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।বি.এসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারীরা ...
23/03/2023

প্রগতি নার্সিং কলেজ,চট্টগ্রাম এ প্রভাষক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।বি.এসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারীরা প্রয়োজনীয় কাগজ পত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন।এমপিইচ/এমএসএন ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
01813-135243

Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of the nursing profession All issues are highlighted on this page

  news for midwife
20/03/2023

news for midwife

 #নার্সিং প্রভাষক, ১ম শ্রেনী ( ৯ম গ্রেডে) সরাসরি নিয়োগ ধাপে ধাপে এগোচ্ছে.....  এখন আমাদের নিজেদের যোগ্যতা তৈরির সময়... ম...
28/02/2023

#নার্সিং প্রভাষক, ১ম শ্রেনী ( ৯ম গ্রেডে) সরাসরি নিয়োগ ধাপে ধাপে এগোচ্ছে..... এখন আমাদের নিজেদের যোগ্যতা তৈরির সময়... মেধাবী, থিউরী ও ক্লিনিক্যাল ক্ষেত্রে দক্ষরাই এই প্রতিযোগীতায় এগিয়ে থাকবে...

 #নার্সিং নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, চলুন কিছু জানার চেষ্টা করি 😍১) নার্সিং কোর্স সম্পন্ন করে সরকারি জব পাও...
27/02/2023

#নার্সিং নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, চলুন কিছু জানার চেষ্টা করি 😍

১) নার্সিং কোর্স সম্পন্ন করে সরকারি জব পাওয়ার সম্ভাবনা আছে?

: বিএসসি ইন নার্সিং; ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই তিনটি নার্সিং কোর্স সম্পন্ন হওয়ার পরে, Bangladesh Nursing and Midwifery Council কর্তৃক অনুষ্ঠিত রেজিষ্ট্রেশন/লাইসেন্সিং/RN পরীক্ষায় পাশ করলে/কৃতকার্য হলে, পরবর্তীতে সরকারি/বেসরকারি জবের জন্য আবেদন করা যায়। তবে, সরকারি নার্সিং জবের জন্য আলাদা MCQ, লিখিত পরীক্ষা, ভাইভা সহ কতো গুলো প্রসেস রয়েছে।
সরকারি হাসপাতালের চাহিদা ও সরকারের অনুমতির উপর নির্ভর করে bpsc কর্তৃক সরকারি নার্সিং/মিডওয়াইফারি জবের সারকুলার/বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জবের পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং উল্লেখিত পরীক্ষায় ভালো করলে অবশ্যই জব পাওয়া যায়।
তবে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরপরি বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে জব করে অভিজ্ঞতা অর্জন করলে ভালো হয়। পাশাপাশি সরকারি জবের জন্য প্রস্তুতি নিলেই ভালো হবে। উল্লেখ্য, সরকারি নার্সিং জব পাওয়ার জন্য সরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে পড়তেই হবে এমন কোনো নিয়ম/বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে পড়েও সরকারি জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাব, জব পাওয়া যাবে। No problem! No tension! 😊

অর্থাৎ সরকারি নার্সিং জবের জন্য আলাদা পরীক্ষা রয়েছে, নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স/রেজিষ্ট্রেশন প্রাপ্ত হলে, সরকারি নার্সিং জবের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
আপনি সরকারি/বেসরকারি যেখান থেকেই পড়াশোনা করেন, এটা কোনো ব্যাপার না। ☺

২) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পর কি পড়াশুনা করতে হয়?

: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স শেষে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং (2 years) কোর্স করা যায়। তারপর, চাইলে মাস্টার্স পিএইচডি ও করা যায়।

৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পর কি পড়াশোনা করতে হয়?

: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পরে পোস্ট বেসিক বিএসসি ইন মিডওয়াইফারি (2 years) কোর্স করা যায়। তারপর, চাইলে মাস্টার্স পিএইচডি ও করা যাবে।

৩) কোর্স চলাকালীন সময়ে উপার্জন/জব করতে পারবো?

: নার্সিং এ পড়াশুনার চাপ অনেকটা বেশি। এখানে পাশ করতে হলে BSc 60%+ এবং Diploma 60%+ থাকতে হবে এবং লেখাপড়ার মাধ্যম ইংরেজি।
এছাড়াও, হাসপাতাল প্লেস-মেন্টের/ক্লিনিক্যাল প্রাক্টিসের একটা ব্যাপার আছে। তারপর আবার assignment, presentation, quiz test ছাড়াও অনেক exams থাকেই।
অনেকেই লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে থাকে। আবার অনেকেই পার্ট-টাইম জব করে (বিশেষ করে, যারা বেসরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে পড়ে)।
লেখাপড়া ঠিক রেখে যদি বাড়তি উপার্জন করা যায়, নিজস্ব ব্যাপার। তবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোনো ভাবেই যেন লেখাপড়ার ক্ষতি না হয়, জব এর জন্য।

৪) নার্সিং কোর্স সম্পন্ন করার পরে ভবিষ্যৎ কি?

: আপনি সরাসরি ২য় শ্রেণির সরকারি নার্সিং কর্মকর্তা (নার্সিং অফিসার) হতে পারবেন, যদি সরকারি নার্সিং জব পেয়ে যান। পরবর্তীতে পদোন্নতির মাধ্যমে ১ম শ্রেণির মর্যাদা দেওয়া হবে।

৫) সরকারি জব যদি না পাই?

: বর্তমানে বাংলাদেশের সকল বেসরকারি/প্রাইভেট হাসপাতাল গুলোতে প্রচুর নার্সের সংকট রয়েছে। নার্সিং কোর্স সম্পন্ন করার পরে এবং লাইসেন্স/রেজিষ্ট্রেশন প্রাপ্ত হবার পরে, আপনার পছন্দ অনুযায়ী হাসপাতালে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেখে, বুঝে শুনে, সে অনুযায়ী জবের জন্য আবেদন করবেন, CV জমা দেবেন। বিভিন্ন বেসরকারি/প্রাইভেট নার্সিং কলেজ/ইন্সটিটিউট গুলোতে শিক্ষক/শিক্ষিকা হিসেবেও যোগ দেওয়া যায়।

৬) জেনারেল বিসিএস দেওয়া যায়?

: বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স (চার বছর মেয়াদি) অর্থাৎ (Basic) BSc in Nursing কোর্স সম্পন্ন করার পরে, সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে যদি, ডিপ্লোমা > পোস্ট বেসিক বিএসসি > মাস্টার্স complete করা হয়।

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের ক্রাইটেরিয়া হলো, চার বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রী+মাস্টার্স সম্পন্ন হতে হবে।

৭) প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়া যায়? আর সেটার পদ্ধতি কী?

: YES! প্রথম শ্রেণীর সরকারি নার্সিং কর্মকর্তা হওয়া যায়। তবে সেটার জন্য, নার্সিং এর উপর উচ্চশিক্ষা এবং সরকারি হাসপাতালে দীর্ঘবছর কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে, ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে পদোন্নতি করা হয়।

৮) বিএসসি ইন নার্সিং / ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কি একই?

: এক না। বিএসসি ইন নার্সিং হচ্ছে, চার বছর মেয়াদি নার্সিং এর উপর অনার্সের সমমানের নার্সিং কোর্স। অপরদিকে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি নার্সিং এর উপর ডিপ্লোমা কোর্স। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি মিডওয়াইফারির উপর ডিপ্লোমা কোর্স।
উল্লেখ্য, মিডওয়াইফারি হচ্ছে মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কিত একটি বিশেষায়িত মিডওয়াইফারি কোর্স।

৯) নার্সিং এর জন্য আলাদা প্রফেশনাল বিসিএস আছে?

: এখন পর্যন্ত চালু হয়নি। তবে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে, বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করার পরে, জেনারেল/সাধারণ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

১০) নার্সিং ভালো নাকি জেনারেল লাইনে অনার্স পড়া ভালো?

: এই উত্তরটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপর। কারণ আপনার মন যা চায় সেটাই করুন।
তবে, এটা বলতে পারি যে, নার্সিং এর ছাত্র-ছাত্রী জেনারেল স্টুডেন্টের লাইনে গিয়ে দাড়াতে পারবে, কিন্তুু জেনারেল স্টুডেন্টরা নার্সিং এর লাইনে দাড়াতে পারবে না।
আমার কাছে মনে হয়,
বাংলাদেশের জব মার্কেট বিবেচনা করলে, বর্তমানে নার্সিং কোর্স এই দিক থেকে এগিয়ে আছে। সরকারি/বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউট থেকে পাশ করার পরেই নার্সিং এ জব করা যায়।


মতামতঃ

Md mizanur Rahman

Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of the nursing profession All issues are highlighted on this page

 's Bpsc job job exam questions
24/02/2023

's Bpsc job job exam questions

  nurse niog syllables
18/02/2023

nurse niog syllables

06/02/2023
Admission Notice of Non-Residency (M.PhilM/M.MEd/Diploma/MPH) Course July-2023 Session।যারা সরকারি ভাবে নিপসমে ( MPH)  ক...
22/01/2023

Admission Notice of Non-Residency (M.PhilM/M.MEd/Diploma/MPH) Course July-2023 Session।
যারা সরকারি ভাবে নিপসমে ( MPH) করতে চান তাদেরকে কিছু বিষয় বলতে চাই।
১. যারা সরকারি জব করেন তারা ডেপুটেশন পাওয়ার জন্য অবশ্যই দুই বছর লাগবে।
২. যারা বেসরকারি জব করেন তাদের দুই বছর অভিজ্ঞতা লাগবে না।
৩. যারা বেসরকারি জব করেন তারা প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা পাবেন।
৪. ছাত্র-ছাত্রীদের জন্য থাকার হল আছে।
৫. এখানে ছেলে-মেয়ের কোন কোটা নাই।
৬. এখানে শুক্র শনি বন্ধ বাদবাকি সময় ক্লাস।
৭. এখানে পড়াশোনার জন্য আপনারা কিছু বই ফলো করতে পারেন যেমন phenic, community medicine,
Metrix volume -I & II.
তবে আগের দশ বছরের প্রশ্নগুলো পড়লে আপনারা নিজেই একটা গাইডলাইন পাবেন।

 #.For nursing admissions 2023Topic.general science
08/01/2023

#.For nursing admissions 2023
Topic.general science

07/01/2023

বেসরকারি নার্সিং কলেজে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ভর্তি হতে যে সকল কাগজপত্র প্রয়োজন.

ভর্তি যোগ্যতা:
১.নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ নম্বর পেয়ে পাস করতে হবে।

২.ভর্তির সময় এসএসসি,এইচএসসি ও নার্সিং ডিপ্লোমা পাসের সনদ ও নম্বরপত্র

৩.পেশাগত সনদের কপি।

৪.নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের কপি।

16/10/2022

#নার্স
পরম করুনাময়ের উচিলায়
মানুষের জীবন বাচানোই আমাদের কাজ
অর্জিত নলেজ হোক আরো সুদক্ষ
জীবন বাচোক , সুস্থ হোক জীবন নার্সদের হাত ধরে

03/10/2022

“নার্স এবং মিডওয়াইফরা ডাক্তারের সহকারী নয়। নির্দিষ্ট দক্ষতা এবং প্রশিক্ষণ গ্রহণ করায় তারা স্বতন্ত্র অধিকার প্রাপ্ত স্বাস্থ্য পেশাদার, নির্দেশিত দক্ষতা অর্জন ও প্রশিক্ষণ গ্রহণ করায় তারা বিভিন্ন ধরণের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করতে সক্ষম।
#বিশ্ব_স্বাস্থ্য_সংস্থা
“Nurses and midwives are not doctors' assistants. They are health professionals in their own right, with specific skills and training that enable them to perform a wide variety of essential roles.”

24/09/2022

B Sc. in Nursing + Internship সম্পন্ন করে,

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদিন.......
সরাসরি স্বল্পমেয়াদী কমিশন " লেফটেন্যান্ট " পদবীতে আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস।

#আবেদনের_সময়সীমা: ২৩সেপ্টেম্বর - ২৯অক্টোবর ২০২২।
#বয়স: ০১জানুয়ারি ২০২৩তারিখ অনূর্ধ্ব ২৬বছর।
#শারীরিক_যোগ্যতা: উচ্চতা ৫'২", ওজন ৪৯কেজি, বুকের মাপ ২৮-৩০"।
#শিক্ষাগত_যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৩.৫ সহ্ নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী।
#বৈবাহিক_অবস্থা: বিবাহিত/অবিবাহিত/তালাকপ্রাপ্ত/বিধবা।
#জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
#নির্বাচন_পদ্ধতি: ১। লিখিত পরীক্ষা ২। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ৩। মৌখিক পরীক্ষা ৪। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ৫। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান।
(ISSB ছাড়াই, সরাসরি কমিশন)
#প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষনার্থী অফিসার হিসেবে ১০সপ্তাহের প্রশিক্ষণ।
#কমিশন: " লেফটেন্যান্ট " পদবীতে কমিশন।

২০২২-২৩ সেশন থেকে বিএসসি ইন নার্সিং ৯০০ আসন বৃদ্ধি, নতুন যুক্ত হবে ১৯কলেজ
21/09/2022

২০২২-২৩ সেশন থেকে বিএসসি ইন নার্সিং ৯০০ আসন বৃদ্ধি, নতুন যুক্ত হবে ১৯কলেজ

Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of the nursing profession All issues are highlighted on this page

সুখবর ২০২২-২৩ সেশন থেকে বিএসসি ইন নার্সিং ৯০০ আসন বৃদ্ধি, নতুন যুক্ত হবে ১৯কলেজ
21/09/2022

সুখবর ২০২২-২৩ সেশন থেকে বিএসসি ইন নার্সিং ৯০০ আসন বৃদ্ধি, নতুন যুক্ত হবে ১৯কলেজ

Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of the nursing profession All issues are highlighted on this page

12/05/2022

Happy international nurses day

10/05/2022

If your dream want to be a nurse

গনিতের জন্য ইনশাআল্লাহ এগুলোতে ভর্তি পরীক্ষায় কমন আসবে
08/04/2022

গনিতের জন্য ইনশাআল্লাহ এগুলোতে ভর্তি পরীক্ষায় কমন আসবে

ভর্তি বিষয়ক যেকোন বিষয় জানতে গ্ৰুপের মেসেজ অপশনে আপনার জানতে চাওয়া তথ্যটি লিখুন
30/03/2022

ভর্তি বিষয়ক যেকোন বিষয় জানতে
গ্ৰুপের মেসেজ অপশনে
আপনার জানতে চাওয়া তথ্যটি লিখুন

27/03/2022

নার্সিং ভর্তি সহায়তা পেতে পেজে ফলো দিয়ে রাখুন
অথবা যোগাযোগ করতে পারেন
মোঃ মিজানুর রহমান
০১৯০৬৯৩৬৫১২
সরকারি বেসরকারি সকল কলেজে ভর্তি আপডেট দেওয়া হবে

You can ask any question regarding admission. We will try to answer
23/03/2022

You can ask any question regarding admission. We will try to answer

আর্মি নার্সিং কলেজ কুমিল্লায় ভর্তি সার্কুলার প্রকাশিত
23/03/2022

আর্মি নার্সিং কলেজ কুমিল্লায়
ভর্তি সার্কুলার প্রকাশিত

Nursing Admission Preparation Nursing higher education Nursing government recruitment The future of the nursing profession All issues are highlighted on this page

30/07/2021

Chance Pete ki koronio jante follow korun

29/04/2019

EXAME JEMONE HOUK ATA VEVE DEPRESSION NEUAR KESO NAI...OLPO HATEAR DIYEU KOUSHOLE JUDDO KORE JETA JAAY......NEVER LOOK PAST ALWAYS GO AHED

30/08/2018

# If Your Dream' Want To Be A Enginier.But Your Gpa Less Then 9. You Reach Your Dream By Du Tecnology Unit.

09/08/2018

Ru Exam System Was Changed.Cancel Written Exam. Application Start Now

19/07/2018

# Today Hsc Result Will Be Publish After 2pm # So No Tentition Dear Examine # Do Not Affraid Of Your Resul # Keep Yourself And Continue Studiy Hard # # #

15/07/2018

Exam Will Be Start Soon.So You Have Must Hardly Practies For Ur Dream ....! If U Need Any Query Like Page....

08/07/2018

And 7college Somporke Any Help Lagla Page Like Din Takun Sopno Puronoi Amader Lokko #

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Nursing admission helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing admission helpline:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category