রিফা ক্লাসিক্যাল হোমিও সেন্টার

রিফা ক্লাসিক্যাল হোমিও সেন্টার Rifa Classical Homeo Center
A Classical Homeopathic Hilling Home
Homeopathic based & all terms and condition Following by Organon of Medicine-6th edition.

1.
(1)

✅ অনলাইন + অফলাইন কনসাল্টেশন।
✅ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে স্বাভাবিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা।
🌿জার্মানী ঔষধ দ্বারা পুরুষ, মহিলা ও শিশুদের যাবতীয় নতুন, পুরাতন ও জটিল রোগের অনলাইন ও অফলাইন চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়। Online and Offline Treatment & Advice.
2. Homeo tutorial in Bangla. Treatment the all kinds of disease for male and female

চক্রান্তকারীদের চক্রান্তের কোন শেষ নেই একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। এখনও সময় আছে DHMS এবং BHMS ভেদাভেদ ভুলে এই চক্রা...
29/11/2025

চক্রান্তকারীদের চক্রান্তের কোন শেষ নেই একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। এখনও সময় আছে DHMS এবং BHMS ভেদাভেদ ভুলে এই চক্রান্তকারীদের রুখে দিতে হবে।

২০২৫-২০২৬ শিক্ষা বর্ষে ডিএইচএমএস কোর্সের ১ম বর্ষের সময়সীমা আগামী ০৭/১২/২০১৫ বর্ধিত করেছেন।
26/11/2025

২০২৫-২০২৬ শিক্ষা বর্ষে ডিএইচএমএস কোর্সের ১ম বর্ষের সময়সীমা আগামী ০৭/১২/২০১৫ বর্ধিত করেছেন।

DHMS পরীক্ষা -২০২৫ এর পরীক্ষার সময়সূচি
26/11/2025

DHMS পরীক্ষা -২০২৫ এর পরীক্ষার সময়সূচি

ক্লাসিক্যাল হোমিও ডাক্তার গড়ার লক্ষ্যে DHMS প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ফ্রি কোচিং।আগ্রহী শিক্ষার্থীদের যোগ...
24/11/2025

ক্লাসিক্যাল হোমিও ডাক্তার গড়ার লক্ষ্যে DHMS প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ফ্রি কোচিং।
আগ্রহী শিক্ষার্থীদের যোগাযোগের জন্য- WhatsApp 01727328929
ফ্রি অনলাইন কোচিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক https://chat.whatsapp.com/H7wl3hpI3O0DJoGYmFuFQx?mode=wwt

কলেজে ভর্তি শেষ হলে কোচিং ক্লাস শুরু হবে- ইনশাআল্লাহ।

24/11/2025

ডিএইচএমএস ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনলাইনে সম্পূর্ণ ফ্রি কোচিং আগামী ১লা ডিসেম্বর ২০২৫ইং থেকে শুরু হবে। আগ্রহীগণ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নং- 01727328929

23/11/2025

শোক সংবাদ।
হোমিওপ্যাথির উজ্জ্বল নক্ষত্র ডাঃ শওকত আলী ভূঁইয়া স্যার ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সারাদেশের প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠনের নির্দেশ ...
21/11/2025

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সারাদেশের প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান, রেজিস্ট্রেশন ছাড়া ভুয়া চিকিৎসক, অবৈধ চিকিৎসাকেন্দ্র ও ওষুধের অনিয়ম দমন হবে এই কমিটির প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হোমিও ও দেশজ চিকিৎসা শাখার পরিচালক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

দেশের বিকল্প চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ পাওয়ার পর এই কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ এবং যথাযথ লাইসেন্স নিশ্চিত করতে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পর্যায়ের এই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন। সদস্য হিসেবে থাকবেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিভিল সার্জনের মনোনীত কর্মকর্তা।

কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:

১. জেলার সব ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র পরিদর্শন ও তদারকি করা।

২. লাইসেন্স, রেজিস্ট্রেশন, অনুমোদনপত্র যাচাই করা এবং অনিয়ম শনাক্ত করা।

৩. ভুয়া চিকিৎসা সেবা, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগ তদন্ত করা।

12/11/2025

কয়েকটি ঔষধের খুবই গুরুত্বপূর্ণ প্রেসক্রাইবিং সিমপটমস______
★ এলুমিনা ---
কোষ্ঠবদ্ধতা, শরীরের শুষ্কতা, আলু সহ্য হয় না, কাঠ কয়লা,মাটি, চক, ইত্যাদি আজেবাজে জিনিস খেতে ভালোবাসে, শরীরের এখানে ওখানে শুষ্ক চুলকানি।
★ এ্যান্টিম ক্রুড----
জিভের উপরে সাদা পুরু কোটিং, ভুরিভোজন বা অতিরিক্ত খাওয়ার পরে পেটের গোলমাল, ক্ষুধার অভাব , বমি বা বমি বমি ভাব, টক খাওয়ার ইচ্ছা, তৃষ্ণাহীনতা,
★ আর্সেনিক এ্যালবা ---
ফুড পয়জনিং হয়েছে, পাতলা দূর্গন্ধ পায়খানা হচ্ছে , সাথে বমি, প্রবল পিপাসা, কিন্তু ক্ষণে ক্ষণে অল্প পরিমাণে জল খায়, জল পান করার পরেই আবার বমি হয়, খাদ্য দ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, পেটের মধ্যে জ্বালা, রোগের প্রকোপ যত বেশী, দুর্বলতা তার থেকে অনেক গুন বেশী,
★ ইউপেটোরিয়াম পার্ফ --
জ্বর প্রত্যহ সকাল সাতটা বা আটটার মধ্যে আসে, সারা শরীরে বিশেষ করে হাড়ের মধ্যে অসহ্য যন্ত্রণা --- মনে হয় যেন হাড় ভেঙে গেছে, বাম দিকে চেপে শুতে পারে না, পিত্ত বা তিতা বমি,
★ ইপিকাক ---
বমি হচ্ছে না বেশি, কিন্তু ক্রমাগত বমির ভাব চলছে, জিভ পরিষ্কার ,জল পিপাসা নেই,
★আর্নিকা মন্টেনা ---
মাংসপেশীতে আঘাত জনিত ব্যথা, ব্যথার জায়গা অত্যন্ত স্পর্শকাতর, রক্ত জমে কালশিটে হয়ে আছে, যে বিছানায় শুয়ে থাকে সেই বিছানা খুব শক্ত বলে মনে হচ্ছে,
★ আর্জেন্টাম নাইট্রিকাম----
ক্রমাগত হেউ হেউ করে জোরে জোরে ঢেকুর তোলে , চিনি বা মিষ্টি খেতে ভালবাসে, উদারাময় বা ডায়েরিয়ায় ভোগে, কোথাও কোন এনগেজমেন্টে যাওয়ার আগে পায়খানা পায়, শরীরের আক্রান্ত স্থানে কাঁটা ফুটে আছে এরকম অনুভূতি হয়,
★ আয়োডাম ---
শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, অত্যন্ত গরমকাতরতা, ক্ষুধা মোটেই সহ্য করতে পারে না--- ক্ষুধার সময় না খেতে পারলে বিভিন্ন রকম অসুবিধা হয় বা রোগ লক্ষন, রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, শরীরর গ্লান্ড ফুলে উঠে--- বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড বা ম্যামারি গ্লান্ড,
★ ব্যাপ্টিসিয়া -----
জ্বর কিছুতেই কমছে না--- টাইফয়েডের দিকে যাচ্ছে, ভীষণ দূর্বলতা, শরীরের সকল স্রাব ভীষণ দূর্গন্ধ, শ্বাস-প্রশ্বাসেও ভীষন দূর্গন্ধ, পায়খানা, প্রস্রাব ঘাম, সবকিছুই ভীষন দূর্গন্ধ, মুখের মধ্যে ঘা হচ্ছে, কুকুরের মতো বেঁকে শুয়ে থাকতে চায়, জিভের মাঝখানটা সাদা, পাশগুলি লাল,
★ বেলেডোনা ------
হঠাৎ অনেক জ্বর এসেছে, মাথা ভীষন ব্যাথা করছে, পেটও ভীষণ ব্যথা করছে, ব্যথার চরিত্র দপদপানি, ব্যথার জায়গাটা অত্যন্ত লাল ও গরম, ব্যথার সাথে জ্বালা, ভীষন স্পর্শকাতরতা, ব্যথা হঠাৎ আসছে এবং হঠাৎ যাচ্ছে,
★বোরাক্স ------
নিম্নগতিতে ভীষণ ভয় ও আতঙ্ক, বাচ্চাদের আদর করে দুহাত দিয়ে উপরে তুলে নামানোর সময়, বা নাগরদোলায় বসলে উপর থেকে নাগরদোলা নীচে নামার সময় খুবই ভয় পায়, অত্যন্ত ভীর , সামান্য শব্দেও চমকে উঠে, মুখে সাদা ফাংগাসের মতন ঘা হচ্ছে, চুলগুলো গায়ে গায়ে জড়িয়ে যাচছে,
★ বার্বেরাস ভালগারিস
কিডনি রিজিয়নে, অর্থাৎ পেটে কিডনির জায়গায় ব্যথা, বিশেষ করে বাম দিকে কিডনির জায়গায় ব্যথা, যেখানে ব্যথা হচ্ছে সেখান থেকে ব্যথা চারিদিকে অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, পেটের ভিতরে বিশেষ করে ব্যথার জায়গায় বুজবুজ করার মতন অনুভূতি, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না বা অল্প অল্প করে বার হচ্ছে,
★ ব্রাইওনিয়া এ্যালবা ----
যে কোন রোগে রোগী যদি চুপচাপ শুয়ে থাকে, সামান্য নড়াচড়াও করতে চায় না-- কারণ সামান্য নড়াচড়ায়ও তার সব রোগ যন্ত্রনা বৃদ্ধি হয়, শরীরের সমস্ত মিউকাস মেমব্রেনের শুষ্কতা ---মুখ শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, কোষ্ঠকাঠিন্যতা, প্রবল জলপিপাসা, কিনতু অনেকটা করে জল অনেকক্ষন পরপর খায়। আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান জোরে চেপে ধরলে উপশম হয়, জিভ শুকনো এবং সাদা কোটেড, শরীরের ডান দিকে রোগ আক্রমণ বেশি,
★ ক্যালকেরিয়া কার্ব ----
দেহের স্থূলতা, ঘাম বেশি--- বিশেষ করে মাথায়, সহজে সর্দি কাশি লাগে, হাত পা ঠান্ডা থাকে, ডিম খেতে ভালোবাসে, লবন খেতে চায়,
★ ক্যালকেরিয়া ফস ----
প্রায়ই ডায়েরিয়া বা উদরাময়ে ভোগে, রিকেটি চেহারা, পায়খানা করার সময় পেটের মধ্যে হড়হড় ঘড়ঘড় শব্দ হয়, খেতে বসলেই পেটব্যথা আরম্ভ হয়, স্কুলে যাওয়া মেয়েদের স্কুল থেকে ফেরার সময় মাথা ব্যথা করে, মাসিকের সময় মুখে ব্রণ বের হয় , মাংস খেতে ভালবাসে,
★ কলচিকাম -----
খাদ্য দ্রব্যে অভক্তি বা বিরক্তি , বা খাদ্যদ্রব্যের গন্ধ মোটেই সহ্য করতে পারে না---বমি বমি ভাব আসে, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু জমে, প্রস্রাব কমে যায়,ন ঘাম বেশী,
★ ককুলাস -------
গাড়ীতে চড়লে বমির ভাব হয়, মাথা ঘোরে, তার সাথে যদি অনিদ্রাজনিত কোনরকম অসুস্থতা হয়, মাসিকের সময় মহিলারা যদি খুবই দুর্বল হয়ে পড়ে,
★ কোনিয়াম------
অত্যন্ত দুর্বল, অত্যন্ত শীতকাতরতা, শুলেই মাথা ঘোরে, ঘুমিয়ে পড়লে সারা শরীরে ঘাম হয়, প্রস্রাব সহজে নির্গত হতে চায় না ---থেমে থেমে হয়, ধাতুদৌর্বল্য ---- সামান্যতেই প্রস্টেটিক ডিসচার্জ হয়, অনেক বয়স হয়েছে কিন্তুু বিয়ে করেনি,
★কলোসিন্থ-------
পেট ব্যাথা সামনের দিকে ঝুঁকে খুব জোরে চেপে ধরলে কমে এবং কিছু খাওয়ার পরেই বাড়ে , বমি বমি ভাব বা বমি হতে পারে,
★ চেলিডোনিয়াম ------
ডান দিকের স্কাপুলা হাড়ের নীচে ব্যথা, মাথা ব্যাথা বা অন্য যে কোন ব্যথা শরীরের ডান দিকেই বেশী দেখা দেয়, জিভের উপরে মোটা হলুদ বর্ণের লেপ, ডান দিকের পা ঠান্ডা, ভীষণ স্পর্শকাতরতা এবং নড়াচড়ায় সব রোগের বৃদ্ধি হয়, মাথা ব্যথার সময় ডান দিকের চোখ দিয়ে জল পড়ে,দেখলে,
★ সিমিসিফিউগা -------
যত বেশি মাসিক স্রাব হয় তত বেশি পেটে ব্যথা হয়, ব্যথা পেটে আড়া-অাড়ি ভাবে হয়--- মানে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিকে হয়, স্রাব অত্যন্ত বেশী এবং চাপ চাপ হয়,
★ সিনা ------
ক্ষুধা অত্যন্ত বেশি, বলা যেতে পারে রাক্ষুসে ক্ষুধা, পেটের উপর চাপ দিয়ে শুতে চায় , রাত্রে দাঁত কড়মড় করে, মুখে সবসময় জল উঠে, চোখের চারিদিকে কালো ছাপ, নাভির চারিদিকে ব্যথা।

07/11/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিএইচএমএস ভর্তির সময়সূচি।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল সস(BHMEC) সম্প্রতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে “ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS)” কোর্সের ভর্তি নির্দেশিকা ও নিয়মাবলী প্রকাশ করেছে।

ভর্তির সময়সূচি সংক্ষেপে-
▪ভর্তি প্রক্রিয়া শুরু: ১৬ নভেম্বর ২০২৫ইং
▪ভর্তি প্রক্রিয়া শেষ: ২৬ নভেম্বর ২০২৫ইং
▪যাচাই ও নথি জমা: ভর্তি চলাকালীন সময়।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র -
▪এস এস সি/সমমানের সার্টিফিকেটের ফটোকপি ২ টি (সত্যায়িত) তবে সদ্য পাসকৃতদের জন্য প্রশংসাপত্রের ফটোকপি ২টি (সত্যায়িত)।
▪ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি ২টি (সত্যায়িত)।
▪সদ্য তোলা ল্যাব প্রিন্ট ৫ কপি রঙ্গিন ছবি (সত্যায়িত)।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিএইচএমএস ভর্তির সময়সূচি।বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল (BHMEC) সম্প্রতি ২০২৫-২০২৬...
05/11/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিএইচএমএস ভর্তির সময়সূচি।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল (BHMEC) সম্প্রতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে “ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS)” কোর্সের ভর্তি নির্দেশিকা ও নিয়মাবলী প্রকাশ করেছে।

ভর্তির সময়সূচি সংক্ষেপে-
▪ভর্তি প্রক্রিয়া শুরু: ১৬ নভেম্বর ২০২৫ইং
▪ভর্তি প্রক্রিয়া শেষ: ২৬ নভেম্বর ২০২৫ইং
▪যাচাই ও নথি জমা: ভর্তি চলাকালীন সময়।

ফ্রি অনলাইন কোচিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক https://chat.whatsapp.com/H7wl3hpI3O0DJoGYmFuFQx?mode=wwt

কলেজে ভর্তি শেষ হলে কোচিং ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

04/11/2025

এবছর ডিএইচএমএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন এবং রিফা ক্লাসিক্যাল হোমিও সেন্টার এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য অনলাইনে সম্পূর্ণ ফ্রি কোচিংয়ের ব্যবস্থা। আগ্রহীগণ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।
হোয়াটসঅ্যাপ নং- 01727328929

Address

Fukra Bazar Bus Stop, Kashiani
Gopalganj

Telephone

+8801727328929

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিফা ক্লাসিক্যাল হোমিও সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রিফা ক্লাসিক্যাল হোমিও সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram