Aid Point

Aid Point বিগত ৮ বছরের বেশি সময় ধরে এইড পয়েন্ট আছে আপনার বিশ্বাস হয়ে।অত্যাধুনিক যন্ত্র ও সাশ্রয়ী মূল্যের সেবা।

26/12/2025
"এইড পয়েন্ট "  বিগত  9  বছরের বেশি সময় ধরে এইড পয়েন্ট আছে আপনার বিশ্বাস হয়ে। একটি পূর্নাঙ্গ নাক, কান, গলা এবং সাধারণ স্ব...
25/12/2025

"এইড পয়েন্ট "
বিগত 9 বছরের বেশি সময় ধরে এইড পয়েন্ট আছে আপনার বিশ্বাস হয়ে। একটি পূর্নাঙ্গ নাক, কান, গলা এবং সাধারণ স্বাস্থ্যসেবার লক্ষে যার অবিরাম পথচলা। আমরা অত্যাধুনিক যন্ত্র এবং সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম স্বাস্থ্যসেবা দিয়ে রোগীর প্রত্যাশা পূরন করার চেষ্টা করে চলেছি।

ডা: সজীব সাহা
এম বি বি এস (ডি ইউ).
BMDC Reg- A 65718
পিজিটি ঢাকা মেডিকেল কলেজ,
ভার্টিগো ও ভারসাম্য বিশেষজ্ঞ।
আমেরিকান ইনস্টিটিউট অব ব্যালেন্স সার্টিফাইড।

ডিজিটাল পদ্ধতিতে ও কম্পিউটারের মাধ্যমে নাক কান ও গলার পরীক্ষা করা হয়, প্রতি শুক্রবার এইড পয়েন্টে।
যে সমস্ত রোগের চিকিৎসা করা হয়:
• মাথা ব্যথা,
• মাথা ঘোরা,
• ভারসাম্যহীনতা,
• কান দিয়ে পানি পড়া,
• কানে কম শোনা,
• গলগন্ড রোগ,
• থাইরয়েড হরমোনের সমস্যা,
• মুখে ঘা গলা ভাঙ্গা,
• কানের শো শো শব্দ,
• নিঃশ্বাসে সমস্যা,
• ঠান্ডা ও কাশি,
• কানের পরীক্ষা কানে ও শোনার যন্ত্র প্রতিস্থাপন,
• গলা ব্যথা ইত্যাদি।
ঠিকানা:
এইড পয়েন্ট- নাক, কান, গলা এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র।
মডার্ন ক্লিনিকের দক্ষিণ পাশে।
গোপালপুর মেইন রোড,
গোপালপুর বাজার।
থানা: গোপালপুর।
যোগাযোগ:
০১৯৭৭৪২৭৩৫০
০১৭১৩৫৩৮৪৫৫C

15/12/2025
নাকে এলার্জির লক্ষণ-নাক চুলকানো, একনাগারে কয়েকটি হাঁচি, নাক দিয়ে পানি ঝরা, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা। অনেক সময় আবার ...
14/12/2025

নাকে এলার্জির লক্ষণ-
নাক চুলকানো, একনাগারে কয়েকটি হাঁচি, নাক দিয়ে পানি ঝরা, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা। অনেক সময় আবার চোখ দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যায়। অনেক দিন ধরে এ ধরনের এলার্জিতে আক্রান্ত রোগীদের নাসারন্ধ্রের পার্শ্ববর্তী মাংসপিণ্ড (ইনফিরিয়র টারবিনেট) ফুলে থলির মতো বড় এবং বিবর্ণ হয়ে যায়।

প্রতিরোধে কী করবেন
এলার্জি প্রতিরোধের একমাত্র উপায় হলো– কারণ শনাক্ত করে তা এড়িয়ে চলা। রোগীকে প্রথমেই বুঝতে হবে কী কারণে তার এলার্জির সমস্যা হয়।
এলার্জি চিকিৎসার প্রথম ধাপ হলো হেলথ এডুকেশন। যাদের এই সমস্যা আছে, তারা শীতের ধুলাবালি ও গাড়ির কালো ধোয়া থেকে নিরাপদ থাকতে মাস্ক ব্যবহার করতে হবে।

চিকিৎসা
যদিও এলার্জির কারণ এড়িয়ে চলা এই রোগের প্রধান চিকিৎসা। এই রোগের প্রধান ওষুধ হলো– এন্টি-হিস্টামিন, স্টেরয়েডজাতীয় নাকের স্প্রে।
তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।
বিস্তারিত জানতে-
এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।


আমাদের দেশে নাক-কান-গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। বেশির ভাগ ক্ষেত্রে ঠান্ডার কারণে সমস্যা সৃষ্টি হতে দেখ...
13/12/2025

আমাদের দেশে নাক-কান-গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। বেশির ভাগ ক্ষেত্রে ঠান্ডার কারণে সমস্যা সৃষ্টি হতে দেখা দেয়। কিন্তু ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও নাক-কান-গলার আরও অনেক জটিল অসুখ হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা খুব কমই জানি। আর এই নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।

👉বিস্তারিত জানতে-
☎এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫

📍ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।



বর্ষাকালেও নাক, কান ও গলার অসুখগুলো বেড়ে  যেতে পারে। কিছু সতর্ক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ থা...
10/12/2025

বর্ষাকালেও নাক, কান ও গলার অসুখগুলো বেড়ে যেতে পারে। কিছু সতর্ক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ থাকবেন আপনিও।
গোপালপুর বাজার, টাঙ্গাইলে অবস্থিত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র AID POINT নাক, কান, গলার যেকোনো সমস্যায় আছে আপনার পাশে।
নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।
বিস্তারিত জানতে-
এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।
Google Map Link: https://ln.run/U9y3M

আপনি শ্বাস নিতে পারেন না, আপনার নাক বন্ধ অথবা আপনার নাকে তরল পদার্থ জমে আছে। মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, তাই না? হ্যাঁ এটা ...
09/12/2025

আপনি শ্বাস নিতে পারেন না, আপনার নাক বন্ধ অথবা আপনার নাকে তরল পদার্থ জমে আছে। মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, তাই না?

হ্যাঁ এটা ঠান্ডা হতে পারে, আবার নাও হতে পারে। যা আপনি ঠান্ডা বলে ভাবছেন, প্রকৃতপক্ষে তা সাইনাস ইনফেকশন হতে পারে। সাইনাস ইনফেকশন এমন একটি রোগ লোকজন এটিকে ঠান্ডা বা অন্য কোন অসুস্থতা ভেবে ভুল করে। সাইনাস ইনফেকশন এর যে বিষয়টি সম্পর্কে সবাই অবগত নন তা হচ্ছে, এ সমস্যায় মাথায় শ্লেষ্মা জমতে পারে।

নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।
👉বিস্তারিত জানতে-
☎এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
📍ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।


গলার সমস্যার মধ্যে আছে টনসিল, যেটি ছোট বাচ্চাদের অনেক বেশি হয়। শিশু আর বৃদ্ধদের গলায় খাবার বা অন্য কিছু আটকে যাওয়ার সমস্...
09/12/2025

গলার সমস্যার মধ্যে আছে টনসিল, যেটি ছোট বাচ্চাদের অনেক বেশি হয়। শিশু আর বৃদ্ধদের গলায় খাবার বা অন্য কিছু আটকে যাওয়ার সমস্যা দেখা যায়। নারীদের ফ্যারিঞ্জাইটিস নামের গলার সংক্রমণ বেশি হয়ে থাকে। এগুলো খুবই সাধারণ কিছু গলার অসুখ। এ ছাড়া অনেক সময় হঠাৎ করে গলায় ব্যথা হয়, খাবার গিলতে সমস্যা হয়। এগুলো গলার কোনো ইনফেকশন বা গলা বা খাদ্যনালিতে টিউমারের লক্ষণ।

কানের সমস্যাগুলোর মধ্যে আছে কান পাকা, কানে কম শোনা বা আঘাতজনিত সমস্যা। আর নাকের সাধারণ সমস্যাগুলোর মধ্যে আছে নাকের হাড় বাঁকা, নাকের ভেতর মাংস বৃদ্ধি, সাইনাস প্রভৃতি। এ ছাড়া নাকে ক্যানসার ও টিউমারের মতো সমস্যাও হয়ে থাকে।

আমাদের দেশে দেখা যায়, নাক, কান বা গলার কোনো সমস্যা হলে রোগীরা ইএনটি স্পেশালিস্টদের কাছে না গিয়ে মেডিসিন বা নিউরোমেডিসিন স্পেশালিস্টদের কাছে আগে যান। এর প্রধান একটি কারণ হচ্ছে নাক বা কানের সমস্যায় বেশির ভাগ ক্ষেত্রে মাথাব্যথা হয়। এভাবে অন্য চিকিৎসকের কাছে গেলে রোগীর ঠিকমতো ডায়াগনোসিস ও চিকিৎসা হয় না। তাই এসবের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই নাক-কান-গলা রোগবিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।
বিস্তারিত জানতে-
এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।
Google Map Link: https://ln.run/U9y3M

কান থেকে পানি ও পুজ পড়া রোগ কী?কান দিয়ে পুজ ও পানি পড়া হলো একটি উপসর্গ। যেমন কানে সংক্রমণ, কানে জ্বালা করা, কানের বাইরে ...
06/12/2025

কান থেকে পানি ও পুজ পড়া রোগ কী?
কান দিয়ে পুজ ও পানি পড়া হলো একটি উপসর্গ। যেমন কানে সংক্রমণ, কানে জ্বালা করা, কানের বাইরে বা মাঝখানে আঘাত এবং খুব কম ক্ষেত্রে কানে ক্যান্সার। এটি ওটোরিয়া নামেও পরিচিত।

পুজ বা পানি পড়ার কারণগুলো হলো-

মধ্যকর্ণের সংক্রমণ (ওটাইটিস মিডিয়া), বহিঃকর্ণের সংক্রমণ (ওটাইটিস এক্সটারনা), ঠাণ্ডা, সর্দির কারণে নাক ও মধ্যকর্ণের সংযোগনালির সংক্রমণ, টেম্পোরাল হাড়ে আঘাত, কানের কোষের অস্বাভাবিক বৃদ্ধি, কানে অস্ত্রোপচার ও অযথা কান খোচালে এই রোগ হতে পারে।

এই রোগের লক্ষণ
কান দিয়ে তরল পুজ ও পানি বের হওয়া, যা দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধহীন হতে পারে। কানের মধ্যে ব্যথা ও অস্বস্তি লাগা, কম শোনা ও বন্ধ অনুভূতি হতে পারে।
এ ছাড়া কানে শব্দ হওয়া, মাথা ঘুরানো, ভারসাম্য নষ্ট হওয়া, ঘুমের সমস্যাও থাকতে পারে।
কী করবেন
এসব সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।

নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।
বিস্তারিত জানতে-
এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।


🔵 টনসিলের ব্যথা? কথা বলতে, খেতে বা গিলতে কষ্ট হচ্ছে?এটি শুধু সাধারণ ঠান্ডা নয় — হতে পারে টনসিলাইটিস, যা সময়মতো চিকিৎসা ...
05/12/2025

🔵 টনসিলের ব্যথা? কথা বলতে, খেতে বা গিলতে কষ্ট হচ্ছে?
এটি শুধু সাধারণ ঠান্ডা নয় — হতে পারে টনসিলাইটিস, যা সময়মতো চিকিৎসা না করলে জটিল আকার নিতে পারে।

🩺 আমাদের চেম্বারে টনসিলের ব্যথা ও ইনফেকশনের আধুনিক চিকিৎসা দেওয়া হয়:

✅ প্রপার ডায়াগনোসিস
✅ প্রয়োজনে ওষুধ বা এন্টিবায়োটিক
✅ ঘরোয়া পরামর্শ ও প্রতিরোধমূলক টিপস
✅ জটিল ক্ষেত্রে ENT স্পেশালিস্টের রেফার

📌 সময়মতো চিকিৎসা নিন, জটিলতা এড়ান।
আজই যোগাযোগ করুন বা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।
Google Map Link: https://ln.run/U9y3M

#টনসিল #টনসিলব্যথা #স্বাস্থ্যটিপস #চিকিৎসা

এই শীতে আপনার শিশুদের যত্ন নিন
04/12/2025

এই শীতে আপনার শিশুদের যত্ন নিন

Location Gopalpur Bazar Tangail
03/12/2025

Location Gopalpur Bazar Tangail

বর্ষাকালেও নাক, কান ও গলার অসুখগুলো বেড়ে যেতে পারে। কিছু সতর্ক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ থাকবেন আপনিও।
গোপালপুর বাজার, টাঙ্গাইলে অবস্থিত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র AID POINT নাক, কান, গলার যেকোনো সমস্যায় আছে আপনার পাশে।
নাক-কান-গলার নানা রকমের সমস্যার সমাধানে আজই চলে আসুন আমাদের চেম্বারে।
বিস্তারিত জানতে-
এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০১৯৭৭-৪২৭৩৫০
০১৭১৩-৫৩৮৪৫৫
ঠিকানাঃ
হাউজ নং-৬৪৩ (নিচ তলা)
গোপালপুর বাজার, টাঙ্গাইল।
Google Map Link: https://ln.run/U9y3M

Address

House No-643, Gopalpur Bazar
Gopalpur
1990

Opening Hours

10:00 - 21:00

Telephone

+8801977427350

Alerts

Be the first to know and let us send you an email when Aid Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aid Point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category