30/12/2025
আজ ইতিহাস নীরবে মাথা নত করল।
এক অধ্যায় থেমে গেল, রেখে গেল গভীর শূন্যতা।
বেগম খালেদা জিয়া—
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী,
যিনি সাহসের ভাষায় পথ দেখিয়েছিলেন
একটি সমাজকে, একটি সময়কে।
ক্ষমতার উচ্চতায় থেকেও
তিনি ভুলে যাননি শিকড়,
সম্মান জানিয়েছেন ইসলামি আলেমদের,
ধর্ম, মূল্যবোধ ও মানবিকতার প্রতি
ছিল তার দৃঢ় আস্থা।
আজ ভেদাভেদ ছাপিয়ে
একটি জাতি শোকাহত,
কারণ কিছু মানুষ
দলের ঊর্ধ্বে উঠে
ইতিহাস হয়ে যান।
শান্তিতে ঘুমান।
আপনার শূন্যতা নীরবে কথা বলবে
বাংলাদেশের স্মৃতিতে। 🕊️
#শ্রদ্ধাঞ্জলি #জাতীয়শোক #চিরস্মরণীয় #ইতিহাসেরএকঅধ্যায়
#নারীনেতৃত্ব #প্রথমনারীপ্রধানমন্ত্রী #নীরবশোক #বাংলাদেশ