15/09/2025
স্ক্যাবিস এখন মহামারী আকারে! সতর্ক হোন
বর্তমানে দেশে স্ক্যাবিস (Scabies) দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি একধরনের মহামারী রূপ নিচ্ছে। স্ক্যাবিস হলো এক ধরনের ত্বকের সংক্রমণ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবীর কারণে হয়ে থাকে।
প্রধান লক্ষণসমূহ
• তীব্র চুলকানি, বিশেষ করে রাতে
• ত্বকে লাল ফুসকুড়ি বা দানা
• হাতের আঙুলের ফাঁক, কবজি, কোমর ও বগলে দাগ
• চুলকাতে চুলকাতে ক্ষত তৈরি হওয়া
কীভাবে ছড়ায়
স্ক্যাবিস সংক্রমণ মূলত সরাসরি সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া কাপড়-চোপড়, বিছানা ও তোয়ালে ব্যবহার করলেও ছড়াতে পারে।
প্রতিরোধ ও করণীয়
✅ সংক্রমিত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দিন
✅ পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে
✅ ব্যক্তিগত কাপড়, বিছানা ও তোয়ালে গরম পানিতে ধুয়ে ব্যবহার করুন
✅ ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখুন
স্ক্যাবিস সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক ওষুধ ব্যবহার করুন।
মেসার্স মেডিসিন হাউস®
বানিজ্যিক এলাকা হবিগঞ্জ।