Raqi Sulaiman

Raqi Sulaiman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Sulaiman, Medical and health, habiganj, sylhet, Habiganj.

তাবিজ কবজ এবং শিরক কুফরি থেকে দূরে থাকুন, নিজ ঈমানের হেফাজত করুন।

দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
(অনলাইন অফলাইন এবং হোম সার্ভিসে রুকইয়াহ সেবা প্রদান করা হয়)
ঘরে বসেই রুকইয়াহ করতে কল করুন
01939-615799

আলহামদুলিল্লাহ 😊রুকইয়াহ করার মাধ্যমে আরো একজন বোনের বিয়ের তারিখ ফাইনাল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআ'লা বোনের বিয়েটাকে সুন্দ...
21/09/2025

আলহামদুলিল্লাহ 😊
রুকইয়াহ করার মাধ্যমে আরো একজন বোনের বিয়ের তারিখ ফাইনাল আলহামদুলিল্লাহ

আল্লাহ তাআ'লা বোনের বিয়েটাকে সুন্দর ও সহজ করুন। তাদের দাম্পত্যজীবন বরকতময় করুন, আমীন।

#ও #একজন #সহজ

শীঘ্রই আসছি ঢাকায় রুকইয়াহ হোম সার্ভিসের জন্য যোগাযোগ করুন01939-615799
20/09/2025

শীঘ্রই আসছি ঢাকায়
রুকইয়াহ হোম সার্ভিসের জন্য যোগাযোগ করুন
01939-615799

রুকইয়াহ কীভাবে কাজ করে বা এর "মেকানিজম" কী?রুকইয়াহ শারইয়াহ কীভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি বা "মেকানিজম" বোঝার জন্য আমাদে...
18/09/2025

রুকইয়াহ কীভাবে কাজ করে বা এর "মেকানিজম" কী?

রুকইয়াহ শারইয়াহ কীভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি বা "মেকানিজম" বোঝার জন্য আমাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক জগতের কার্যকারণকেও বুঝতে হবে। এটি শুধু কিছু শব্দ পাঠ করা নয়, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক বাস্তবতা ও ক্রিয়া-প্রতিক্রিয়া জড়িত। ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) তাঁর বিখ্যাত গ্রন্থ "আত-তিব্ব আন-নববী"-তে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।

তাঁর আলোচনার আলোকে, রুকইয়াহর কার্যপদ্ধতিকে আমরা কয়েকটি ধাপে বুঝতে পারি:

১. রোগের আধ্যাত্মিক উৎস ও রূহের লড়াই (Spiritual Origin of Disease & The Battle of Souls):

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেন যে, অনেক রোগ, বিশেষ করে বিষাক্ত প্রাণীর দংশন বা যাদুর মতো বিষয়গুলো, খবিস বা মন্দ রূহের (النفوس الخبيثة) প্রভাবের ফল। যাদুকর বা বিষাক্ত প্রাণী তাদের মন্দ রূহের শক্তিকে ব্যবহার করে অন্যের ক্ষতি করে।

এর বিপরীতে, রাক্বীর রূহ (نفس الراقي) রুকইয়াহ পাঠের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে এবং রোগীর উপর প্রভাব বিস্তারকারী সেই মন্দ রূহকে প্রতিহত করে। এখানে মূলত দুটি রূহের মধ্যে একটি আধ্যাত্মত্মিক লড়াই সংঘটিত হয়। যেমনভাবে শারীরিক রোগের সাথে ঔষধের একটি ক্রিয়া-প্রতিক্রিয়া (فعل وانفعال) ঘটে, ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক রোগের সাথে আধ্যাত্মিক চিকিৎসার (রুকইয়াহ) একটি ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে।

সুতরাং, রুকইয়াহর প্রথম মেকানিজম হলো—রাক্বীর শক্তিশালী ও পবিত্র রূহ, আল্লাহর কালামের শক্তিতে বলীয়ান হয়ে, রোগীর উপর প্রভাব বিস্তারকারী মন্দ রূহকে আল্লাহর ইচ্ছায় পরাজিত ও বিতাড়িত করে।

২. ফুঁ (النفث) দেওয়ার গুরুত্ব ও এর পেছনের রহস্য:

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) ফুঁ দেওয়ার বিষয়টিকে শুধু একটি সাধারণ কাজ হিসেবে দেখেননি, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক ও ভৌত কারণ খুঁজে পেয়েছেন।

আধ্যাত্মিক উপাদানের শারীরিক সংমিশ্রণ:

ফুঁ দেওয়ার মাধ্যমে রাক্বীর মুখ থেকে যে সামান্য থুতু (الريق), বাতাস (الهواء) এবং শ্বাস (النفس) নির্গত হয়, তা সাধারণ কোনো উপাদান নয়। এগুলো রাক্বীর অন্তর থেকে উৎসারিত যিকির, দোয়া এবং আল্লাহর কালামের সাথে সরাসরি সম্পৃক্ত। যখন এই আধ্যাত্মিক শক্তি বহনকারী শারীরিক উপাদানগুলো একত্রিত হয়, তখন এর প্রভাব বহুগুণে বেড়ে যায়। এটি অনেকটা বিভিন্ন উপাদান মিশিয়ে একটি শক্তিশালী ঔষধ তৈরি করার মতো।

রূহের শক্তিকে বাহ্যিক রূপ দেওয়া:

ফুঁ দেওয়া হলো রাক্বীর রূহের শক্তিকে একটি বাহ্যিক ও শারীরিক রূপ দেওয়ার মাধ্যম। বিষাক্ত প্রাণী যেমন তার বিষকে হুল বা দাঁতের মাধ্যমে প্রয়োগ করে, তেমনি রাক্বী তার রূহের শক্তিকে ফুঁ-এর মাধ্যমে প্রয়োগ করেন।

রাক্বীর রূহের শক্তির উপর নির্ভরশীলতা:

রুকইয়াহর কার্যকারিতা নির্ভর করে রাক্বীর রূহের শক্তি, তার তাকওয়া এবং ইখলাসের উপর। রাক্বীর রূহ যত বেশি শক্তিশালী ও পবিত্র হবে, তার রুকইয়াহ এবং ফুঁ তত বেশি প্রভাবশালী হবে।

৩. ফুঁ দেওয়ার ভিন্ন একটি গোপন রহস্য: পবিত্র ও অপবিত্র রূহের লড়াই:

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করেন যে, ফুঁ দেওয়ার এই কৌশলটি পবিত্র রূহ (أهل الإيمان) এবং অপবিত্র রূহ (السحرة) উভয়ই ব্যবহার করে, কিন্তু তাদের উদ্দেশ্য ও ফলাফল সম্পূর্ণ বিপরীত।

যাদুকরদের ফুঁ:

যাদুকররা তাদের মন্দ রূহের ক্রোধ ও বিদ্বেষকে ফুঁ-এর মাধ্যমে প্রয়োগ করে। আল্লাহ তা'আলা সূরা ফালাকে বলেছেন, "এবং গিরায় ফুঁ দানকারিণীদের অনিষ্ট থেকে (আশ্রয় চাই)।" (وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ)। তারা তাদের ফুঁ-কে শয়তানি রূহের জন্য একটি অস্ত্রের মতো ব্যবহার করে।

মুমিনের ফুঁ:

এর বিপরীতে, একজন মুমিন বা রাক্বী তার পবিত্র ও পরিশুদ্ধ রূহকে (الروح الزكية الطيبة) ব্যবহার করে, আল্লাহর কালাম পাঠ করে এবং ফুঁ-এর মাধ্যমে সেই খবিস রূহের প্রভাবকে প্রতিহত ও ধ্বংস করেন।

ফলাফল: এই দুটি রূহের লড়াইয়ে যার রূহ অধিকতর শক্তিশালী, তারই জয় হয়। একজন মুমিনের রূহ যখন ঈমান, তাওয়াক্কুল এবং সূরা ফাতিহার মতো শক্তিশালী কালামের শক্তিতে বলীয়ান হয়, তখন তা আল্লাহর ইচ্ছায় শয়তানি রূহের সকল প্রভাবকে দূরীভূত করতে সক্ষম হয়।

অতএব, রুকইয়াহর মেকানিজম হলো একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে:

রাক্বীর পবিত্র ও শক্তিশালী রূহ, আল্লাহর কালাম ও দোয়ার শক্তিতে বলীয়ান হয়ে, রোগীর উপর প্রভাব বিস্তারকারী মন্দ রূহকে প্রতিহত করে।

ফুঁ দেওয়ার মাধ্যমে এই আধ্যাত্মিক শক্তি একটি শারীরিক রূপ লাভ করে এবং এর প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়।

চূড়ান্ত ফলাফল নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর, এবং এই প্রক্রিয়ায় রাক্বী ও রোগী উভয়েরই ঈমান, তাওয়াক্কুল ও ইখলাস অপরিহার্য।

যাদের আধ্যাত্মিক জগতের বাস্তবতা সম্পর্কে গভীর বিশ্বাস নেই বা যারা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করে, তাদের পক্ষে রুকইয়াহর এই গভীর কার্যপদ্ধতি অনুধাবন করা কঠিন।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।.

🖋️ Raqi Abdul Malik

#রুকইয়াহ #ইসলামিক_জ্ঞান #তিব্বে_নববী #আত্মশুদ্ধি

18/09/2025

আয়-উপার্জনে বাধা এবং একের পর এক শারীরিক মানসিক সমস্যা লেগে থাকার পিছনে থাকতে পারে বদনজর ও জ্বিন যাদুর মতো অদৃশ্য শক্তির প্রভাব।

এমনই সমস্যায় জর্জরিত এক ভাই আমাদের সেন্টারে এসে একটি মাত্র রুকইয়াহ সেশন নিয়ে নিজের মধ্যে আশ্চর্য পরিবর্তন পেয়ে তার অনুভূতি শেয়ার করতে এসেছিলেন আমাদের সেন্টারে — শুনে নিন সম্মানিত পেশেন্টের অভিজ্ঞতা তার নিজ মুখেই...
________________________________________________

তাবিজ কবজ ও শিরক কুফরি থেকে দূরে থাকুন, নিজ ঈমানের হেফাজত করুন। রুকইয়াহ করুন, সুস্থ জীবন উপভোগ করুন।

যেখানে কবিরাজ থেমে যায়, সেখান থেকেই শুরু হয় রুকইয়াহ'র কার্যকারিতা।
জ্বিন যাদু ও শারীরিক মানসিক যেকোনো সমস্যার জন্য রুকইয়াহ খুবই কার্যকরী চিকিৎসা।এখানে নেই কোনো তাবিজ কবজ, নেই শিরক কুফরের দুর্গন্ধ।
এই পদ্ধতিতেই চিকিৎসা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও আসলাফগন।

রুকইয়াহ সাধারণত যে সমস্যাগুলোর জন্য করা হয়:

✅ জ্বিনের আছর ও যাদুটোনা
✅ বদনজর ও হাসাদ (হিংসা)
✅ ওয়াসওয়াসা (মনের অসঙ্গত চিন্তা)
✅ বিয়ে বা সন্তান না হওয়ার সমস্যা
✅ স্বামী-স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি
✅ শারীরিক ও মানসিক অসুস্থতা
✅ আয়-উন্নতিতে বাধা

আমাদের চিকিৎসা পদ্ধতি:

আমরা তাবিজ-কবচ ও শিরক কুফর মুক্ত সম্পুর্ন কোরআন হাদীস ভিত্তিক সমস্যা সমাধানের একটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করি। প্রথমে সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস করে সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে একটি রুকইয়াহ সেশন নেওয়া হয়। এরপর কোরআনি প্রেসক্রিপশন দেওয়া হয়।অর্থাৎ, সমস্যা অনুযায়ী কোরআন হাদীস থেকে বিশেষ কিছু আয়াত, দোয়া ও আমল বাতলে দেওয়া হয়, যা নিয়ম অনুযায়ী নিয়মিত কিছু দিন পর্যন্ত করলেই আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যায়।

আমাদের সেবায় যা যা থাকছে:
☞ সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস
☞ সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ সেশন
☞ লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট

তাই আর দেরি কিসের?!
অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে রুকইয়াহ করতে এখনই যোগাযোগ করুন। আপনার সমস্যার বিস্তারিত এক মেসেজে লিখে ইনবক্স করুন বা কল করুন
হোয়াটসঅ্যাপ: 01939-615799

আমাদের প্রতিষ্ঠান:
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা:
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
প্রতিষ্ঠাতা পরিচালক:
Raqi Sulaiman

________________________________________________

#রুকইয়াহ #কোরআনি_চিকিৎসা #দোআ #আমল #দোয়া

18/09/2025

আয়-উপার্জনে বাধা এবং একের পর এক শারীরিক মানসিক সমস্যা লেগে থাকার পিছনে থাকতে পারে বদনজর ও জ্বিন যাদুর মতো অদৃশ্য শক্তির প্রভাব।

এমনই সমস্যায় জর্জরিত এক ভাই আমাদের সেন্টারে এসে একটি মাত্র রুকইয়াহ সেশন নিয়ে নিজের মধ্যে আশ্চর্য পরিবর্তন পেয়ে তার অনুভূতি শেয়ার করতে এসেছিলেন আমাদের সেন্টারে — শুনে নিন সম্মানিত পেশেন্টের অভিজ্ঞতা তার নিজ মুখেই...
________________________________________________

তাবিজ কবজ ও শিরক কুফরি থেকে দূরে থাকুন, নিজ ঈমানের হেফাজত করুন। রুকইয়াহ করুন, সুস্থ জীবন উপভোগ করুন।

যেখানে কবিরাজ থেমে যায়, সেখান থেকেই শুরু হয় রুকইয়াহ'র কার্যকারিতা।
জ্বিন যাদু ও শারীরিক মানসিক যেকোনো সমস্যার জন্য রুকইয়াহ খুবই কার্যকরী চিকিৎসা।এখানে নেই কোনো তাবিজ কবজ, নেই শিরক কুফরের দুর্গন্ধ।
এই পদ্ধতিতেই চিকিৎসা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও আসলাফগন।

রুকইয়াহ সাধারণত যে সমস্যাগুলোর জন্য করা হয়:

✅ জ্বিনের আছর ও যাদুটোনা
✅ বদনজর ও হাসাদ (হিংসা)
✅ ওয়াসওয়াসা (মনের অসঙ্গত চিন্তা)
✅ বিয়ে বা সন্তান না হওয়ার সমস্যা
✅ স্বামী-স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি
✅ শারীরিক ও মানসিক অসুস্থতা
✅ আয়-উন্নতিতে বাধা

আমাদের চিকিৎসা পদ্ধতি:

আমরা তাবিজ-কবচ ও শিরক কুফর মুক্ত সম্পুর্ন কোরআন হাদীস ভিত্তিক সমস্যা সমাধানের একটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করি। প্রথমে সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস করে সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে একটি রুকইয়াহ সেশন নেওয়া হয়। এরপর কোরআনি প্রেসক্রিপশন দেওয়া হয়।অর্থাৎ, সমস্যা অনুযায়ী কোরআন হাদীস থেকে বিশেষ কিছু আয়াত, দোয়া ও আমল বাতলে দেওয়া হয়, যা নিয়ম অনুযায়ী নিয়মিত কিছু দিন পর্যন্ত করলেই আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যায়।

আমাদের সেবায় যা যা থাকছে:
☞ সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস
☞ সরাসরি বা ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ সেশন
☞ লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট

তাই আর দেরি কিসের?!
অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে রুকইয়াহ করতে এখনই যোগাযোগ করুন। আপনার সমস্যার বিস্তারিত এক মেসেজে লিখে ইনবক্স করুন বা কল করুন
হোয়াটসঅ্যাপ: 01939-615799

আমাদের প্রতিষ্ঠান:
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা:
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
প্রতিষ্ঠাতা পরিচালক:
Raqi Sulaiman

________________________________________________

#রুকইয়াহ #কোরআনি_চিকিৎসা #দোআ #আমল #দোয়া

বহু রাক্বীদের কাছেই তিনি রুকইয়াহ করেছেন। কিন্তু রাক্বী অভিজ্ঞ না হওয়ায় এবং সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করতে না পরায় কেউই ...
14/09/2025

বহু রাক্বীদের কাছেই তিনি রুকইয়াহ করেছেন। কিন্তু রাক্বী অভিজ্ঞ না হওয়ায় এবং সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করতে না পরায় কেউই প্রোপার ট্রিটমেন্ট করতে পারেননি।

অবশেষে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা তার ডায়াগনোসিস করে সমস্যা নির্ণয় করি এবং সে অনুযায়ী ৪০দিনের প্রেসক্রিপশন প্রদান করি। এই প্রেসক্রিপশন মাত্র ৭দিন ফলো করতেই তিনি পরিপূর্ণ সুস্থতা উপলব্ধি করেন আলহামদুলিল্লাহ

14/09/2025

৪০দিনের রুকইয়াহ প্রেসক্রিপশন মাত্র ৭দিন ফলো করেই একজন যাদু আক্রান্ত প্রবাসী আপু এখন পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ

কি ভয়াবহ পরিস্থিতি! হাটহাজারী আজ র-ক্তা-ক্ত।ফ্যাসিবাদের দোসর, কথিত ‘সুন্নী’ নামধারী মাজারপূজারীরা হাটহাজারী মাদ্রাসার নি...
06/09/2025

কি ভয়াবহ পরিস্থিতি! হাটহাজারী আজ র-ক্তা-ক্ত।
ফ্যাসিবাদের দোসর, কথিত ‘সুন্নী’ নামধারী মাজারপূজারীরা হাটহাজারী মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর নৃশংস হা-ম-লা চালাচ্ছে। অথচ প্রশাসন নির্লিপ্ত, যেন কিছুই ঘটছে না!

এই দেশের তরুণরা তো বুকের র-ক্ত ঢেলে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিল—তাদের স্বপ্ন কি এই ছিল?

খবর এসেছে, প্রায় শতাধিক ছাত্র আ-হ-ত। হুযূরদের নির্দেশে কিছু ছাত্র গেইটের ভেতরে আশ্রয় নিয়েছে, আর বাকিদের যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানেই নির্দয়ভাবে কো-পা-নো হচ্ছে!

এ যেন নতুন এক জাহিলিয়াত—ভ্রাতৃঘাতী সংঘা-তের ভ-য়ঙ্কর চিত্র।

05/09/2025

৪০দিনের রুকইয়াহ প্রেসক্রিপশন ২৫দিন ফলো করার দ্বারাই আল্লাহ তাআ'লা এই ভাইয়ের স্ত্রীর গর্ভে সন্তান দান করলেন আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।

গর্ভধারণে জটিলতা সৃষ্টি হওয়ার পিছনে শুধু মেডিকেল প্রবলেম নয়, থাকতে পারে প্যারানরমাল সমস্যাও (বদনজ,জ্বীন,যাদুর সমস্যা)
তাই মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি রুকইয়াহ করাও জরুরি। বিশেষ করে যাদের মেডিকেল কোনো সমস্যা ধরা পড়েনা বা ধরা পড়লেও দীর্ঘদিন ট্রিটমেন্টের পরেও কোনো পরিবর্তন দেখা যায়নি তাদের জন্য রুকইয়াহ করা খুবই জরুরি।

রুকইয়াহ মানে বিশেষ পদ্ধতিতে আল্লাহর কাছে চাওয়া।
কোরআনের আয়াত ও হাদীসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা।

জ্বিন যাদু ও শারীরিক মানসিক যেকোনো সমস্যার জন্য রুকইয়াহ খুবই কার্যকরী চিকিৎসা।এখানে নেই কোনো তাবিজ কবজ, নেই শিরক কুফরের দুর্গন্ধ।
এই পদ্ধতিতেই চিকিৎসা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও আসলাফগন।
যেখানে কবিরাজ থেমে যায়, সেখান থেকেই শুরু হয় রুকইয়াহ'র কার্যকারিতা।

রুকইয়াহ সাধারণত যে সমস্যাগুলোর জন্য করা হয়:

✅ জ্বিনের আছর ও যাদুটোনা
✅ বদনজর ও হাসাদ (হিংসা)
✅ ওয়াসওয়াসা (মনের অসঙ্গত চিন্তা)
✅ বিয়ে বা সন্তান না হওয়ার সমস্যা
✅ স্বামী-স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি
✅ শারীরিক ও মানসিক অসুস্থতা
✅ আয়-উন্নতিতে বাধা

#বন্ধ্যাত্বকরণ_বা_গর্ভের_সন্তান_নষ্ট_করার_যাদুর_লক্ষণসমূহঃ

১।বারবার Conceive (গর্ভধারণ) হওয়ার পর Miscarriage (গর্ভপাত) হয়ে যাওয়া।
২।বাহ্যিক কোন কারন ছাড়াই বাচ্চা কনসেপ্ট না করা।
৩।ঘুমের মধ্যে অস্থিরতা,ঠিকভাবে ঘুম না হওয়া।
৪।মানসিক অশান্তি,বিশেষকরে বিকাল থেকে।
৫।ভয়ংকর ভয়ংকর স্বপ্ন দেখা।
৬।সহজেই সবকিছু ভুলে যাওয়া।
৭।বুকের মধ্যে শক্ত বা ভারি ভারি অনুভূত হওয়া।
৮।মেরুদণ্ডের নিচের দিকে ব্যাথা।
৯।স্বপ্নে মৃত্যুর ব্যক্তি দেখা।
১০।স্বপ্নে একাকি কোথাও হারিয়ে যাওয়া।
১১।স্বপ্নে স্বামী ছাড়া অন্য অচেনা কারো সাথে সহবাস করতে দেখা।
১২।স্বপ্নে কুকুর বা সাপ কামরাতে দেখা ইত্যাদি।

#আমাদের_চিকিৎসা_পদ্ধতি:

আমরা কোরআন ও হাদীসের ভিত্তিতে সমস্যা সমাধানের একটি কার্যকরী পদ্ধতি অনুসরণ করি। প্রথমে সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস করা হয়। এরপর সে অনুযায়ী কোরআনি প্রেসক্রিপশন দেওয়া হয়।অর্থাৎ, সমস্যা অনুযায়ী কোরআন হাদীস থেকে নির্দিষ্ট কিছু আয়াত, দোয়া ও আমল বাতলে দেওয়া হয়, যা নিয়ম অনুযায়ী নিয়মিত কিছু দিন পর্যন্ত করলেই আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যায়।

আমাদের সেবায় যা যা থাকছে:
☞ সমস্যা নির্ণয়ের জন্য রুকইয়াহ সিম্পটমস ডায়াগনোসিস
☞ প্রয়োজন হলে সরাসরি বা অডিও, ভিডিও কলের মাধ্যমে রুকইয়াহ সেশন
☞ লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট

তাই আর দেরি কিসের?!
ঘরে বসে অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে রুকইয়াহ করতে এখনই যোগাযোগ করুন। আপনার সমস্যার বিস্তারিত এক মেসেজে লিখে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপ করুন।

Raqi Sulaiman
হোয়াটসঅ্যাপ: 01939-615799

#রুকইয়াহ #কোরআনি_চিকিৎসা #দোআ #আমল #দোয়া #সন্তান #গর্ভধারণ #কনসিভ #মা

05/09/2025

অডিও শুনার নাম রুকইয়াহ নয়

40 দিনের সেলফ রুকইয়াহ প্লানের প্রথম দিনই অসহ্য মাথাব্যথা গায়েব। ৮দিনেই অবিশ্বাস্য পরিবর্তন। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদ...
04/09/2025

40 দিনের সেলফ রুকইয়াহ প্লানের প্রথম দিনই অসহ্য মাথাব্যথা গায়েব। ৮দিনেই অবিশ্বাস্য পরিবর্তন। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ

বিদায় কক্সবাজার রুকইয়াহ শেষে বাড়ির পথে নিরাপদ সফরের জন্য দোয়া চাই১/৯/২৫ইং.
01/09/2025

বিদায় কক্সবাজার
রুকইয়াহ শেষে বাড়ির পথে
নিরাপদ সফরের জন্য দোয়া চাই

১/৯/২৫ইং.

Address

Habiganj, Sylhet
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Sulaiman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Sulaiman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram