ফতেপুর গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • ফতেপুর গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

ফতেপুর গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার Good medical center for good health

প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
20/11/2025

প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা

12/11/2025

সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ:

গাইনী রোগী ও চিকিৎসা পরামর্শ সংক্রান্ত একটি স্পষ্টীকরণ

গাইনী রোগী যখন কোনো মেডিকেল সেন্টারে আসেন, তখন তার বিভিন্ন পরীক্ষানিরীক্ষার রিপোর্ট, বর্তমান অবস্থা এবং পূর্ববর্তী ডাক্তারদের প্রেসক্রিপশন দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা মূল্যায়ন করেন। রোগীর ডেলিভারির তারিখ ও শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসক প্রয়োজন হলে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এছাড়া, রোগীর অবস্থার ওপর নির্ভর করে চিকিৎসক সিদ্ধান্ত দেন ডেলিভারি নরমাল হবে নাকি সিজার প্রয়োজন। তবে রোগী ও তার স্বজনদের ইচ্ছার বিরুদ্ধে কখনো জোর করে সিজার করা হয় না। বেশিরভাগ সময় রোগী বা তার পরিবার অন্যত্র যেতে চাইলে প্রতিষ্ঠান থেকে যথাযথভাবে রেফার করা হয়।

সম্প্রতি এক রোগীর ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের হাসপাতালের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

উক্ত ঘটনায় ইকবাল নামের একজন রোগীর স্বামী তার স্ত্রীর ডেলিভারির জন্য আমাদের হাসপাতালে আসেন। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা দেখে কয়েকদিন সময় থাকার কারণে বাড়িতে থেকে পর্যবেক্ষণ ও একটি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট করে আনার পরামর্শ দেন।

পরে রিপোর্টটি সংশ্লিষ্ট কনসালটেন্ট চিকিৎসক পর্যালোচনা করে লো-লাইং প্লাসেন্টা (ফুল নিচে) থাকার কারণে সিজারের পরামর্শ দেন, কারণ নরমাল ডেলিভারি করলে মা ও শিশুর উভয়ের ঝুঁকি থাকতে পারত।

তবে রোগীর স্বামী চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দেরি করেন, ফলে রোগী সেদিন ভর্তি হননি। পরদিন তারা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়ে সেখানে ডেলিভারি সম্পন্ন করেন। দুর্ভাগ্যবশত, নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আমরা শিশুটির মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তবে স্পষ্টভাবে জানাতে চাই, গ্রীন হাসপাতাল-এ ওই রোগী ভর্তি ছিলেন না, কোনো চিকিৎসা চলেনি, এবং আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসক কর্তব্যনিষ্ঠভাবে চিকিৎসা পরামর্শ প্রদান করেছেন।

পরবর্তীতে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আবেগপ্রবণ অবস্থায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন। তারা স্বীকার করেছেন যে, হাসপাতাল বা চিকিৎসকের কোনো দোষ ছিল না।

প্রতিষ্ঠান সর্বদা রোগীর সেবাকে অগ্রাধিকার দেয়। যদি কখনো কোনো ভুল বা অবহেলা প্রমাণিত হয়, কর্তৃপক্ষ অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু বিনা প্রমাণে সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের মানহানি করা নৈতিক বা আইনগতভাবে সঠিক নয়।

আমরা আশা করব, সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর পোস্টটি মুছে ফেলবেন এবং বিষয়টি বুঝে দায়িত্বশীল আচরণ করবেন।

সবশেষে স্মরণ করিয়ে দিতে চাই — জীবন ও মৃত্যুর মালিক মহান আল্লাহ তায়ালা।
চিকিৎসক চেষ্টা করেন, কিন্তু হায়াত-মওত একমাত্র আল্লাহর হাতে। তাই আমাদের উচিত সত্যকে স্বীকার করা এবং অন্যকে দোষারোপ না করা।

— কর্তৃপক্ষ, গ্রীন হসপিটাল

08/11/2025
বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার
01/11/2025

বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার

18/10/2025
আজকের বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার
12/10/2025

আজকের বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার

07/10/2025

উত্তর চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানে
গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার জন্য,
মেডিসিন ওয়ার্ড নার্স ও রিসিপশনের নিয়োগ দেওয়া হবে ,
#নার্স
১/ 2 জন ডিপ্লোমা ও মিডওয়াইফারি নার্স ।
ওয়ার্ডে কাজ করার ২/৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে,,
হোস্টেলে থাকার ব্যবস্থা আছে ।
#রিসিপশনিস্ট
২/ রিসিপশনিস্ট ২জন,
রিসিপশনিস্ট কাজের ১/২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে,,

বেতন আলোচনা সাপেক্ষে।
#গ্রীন হেলথ হসপিটাল। ফতেপুর হাটহাজারী চট্টগ্রাম।১নং গেইট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কাছাকাছি।
সরাসরি যোগাযোগ
01310775580
01888628001
What's app CV দিতে পারবেন,
CV দেওয়ার শেষ তারিখ - ২0/১০/২৫,

কখনো একজন মানুষের হাতের আঙ্গুল নিজে নিজে গলে গিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে দেখেছেন? গত একমাস ধরে ঢাকা মেডিকেল কলেজের রি...
05/10/2025

কখনো একজন মানুষের হাতের আঙ্গুল নিজে নিজে গলে গিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে দেখেছেন?

গত একমাস ধরে ঢাকা মেডিকেল কলেজের রিউম্যাটোলজি বিভাগে কাজ করছি। বিভিন্ন জটিল সমস্যা নিয়ে আসা অসংখ্য রোগীদের মধ্যে ২৬ বছর বয়সী এই রোগী একজন। তার হাতের আঙুলের আগা নেই! Distal phalanges ধীরে ধীরে গলে গিয়ে হাড় পর্যন্ত হারিয়ে যাচ্ছে!

এমন দৃশ্য খুব কমই দেখা যায়। Systemic Sclerosis নামের এক জটিল Autoimmune রোগের ভয়া*বহ পরিণতি এটি।

♦️ Systemic Sclerosis কী?
এটি একটি autoimmune connective tissue disease, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজেরই টিস্যুকে আক্রমণ করে। ফলাফল - চামড়া শক্ত হয়ে যায়, রক্তনালী সঙ্কুচিত হয় এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে fibrosis হয়।

এই রোগ ২ ধরনের হয়ে থাকে-
1. Limited cutaneous type (CREST syndrome)
2. Diffuse cutaneous type

♦️ প্রধান বৈশিষ্ট্যসমূহ:

Raynaud’s phenomenon (ঠান্ডা লাগলে আঙুল সাদা, নীল, তারপর লাল হয়ে যায়)

Skin tightening - মুখ, আঙুল, হাত শক্ত হয়ে যাওয়া

Talangiectasia

Calcinosis

Esophageal dysmotility

এছাড়া ফুসফুস, কিডনি ও হার্টেও জটিলতা দেখা দিতে পারে

♦️ এবার আসি কেন এই মহিলার আঙুলের হাড় এভাবে হারিয়ে গেল?

Systemic Sclerosis-এ আমাদের ছোট ছোট রক্তনালীতে fibrosis ও narrowing হয়। ফলে শরীরের distal অংশে chronic ischemia তৈরি হয়।

Repeated Raynaud’s vasospasm এই ischemia আরও বাড়ায়।

এর ফলে soft tissue fibrosis ও osteoclast activation হয়ে distal phalanges ধীরে ধীরে resorb হয়। অর্থাৎ, রক্ত না পেয়ে হাড় নিজেই গলে যায়। শরীর যেন চুপিচুপি নিজের অংশটুকুই হারিয়ে ফেলে! চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়ে থাকে acro-osteolysis.

এই দৃশ্য চিকিৎসকের চোখে যেমন ব্যথার, তেমনি এক বাস্তব শিক্ষা - অবহেলা না করে আগেই যদি Raynaud’s phenomenon চিহ্নিত রোগ diagnosis করে ব্যবস্থা নেওয়া যেত, তাহলে হয়তো এই অবস্থা হতো না কিংবা progression আরও slow করা যেতো।

Dr. Sabbir Hossain
FCPS trainee, DMCH

ডাঃ সৈয়দ আরফাত মহিউদ্দিন স্যার, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে গ্যাস্টোএন্টারোলজী বিভাগের,  #সহকারী অধ্যাপক হিসেবে...
03/10/2025

ডাঃ সৈয়দ আরফাত মহিউদ্দিন স্যার, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে
গ্যাস্টোএন্টারোলজী বিভাগের,
#সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি হওয়ায়, গ্রীণ হেলথ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নেজাম উদ্দিন প্রতিদিন চেম্বার করছেন। (শুক্রবার বন্ধ)
29/09/2025

মেডিসিন বিশেষজ্ঞ
ডাঃ মোঃ নেজাম উদ্দিন
প্রতিদিন চেম্বার করছেন।
(শুক্রবার বন্ধ)

Address

ফতেপুর, মদনহাট, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
Hathazari
4330

Telephone

+8801864491313

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফতেপুর গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফতেপুর গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category