27/08/2025
🟩আজই শেষ দিন !!
🟩ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট (ম্যাটস্) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) তে প্যাথলজি, ফার্মেসী, ডেন্টাল, ফিজিওথেরাপি, রেডিওলজি এন্ড ইমেজিং ও ম্যাটস কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদনের শেষ সময় - ২৭/০৮/২০২৫ইং(আজই শেষ দিন) । যারা এখনো অনলাইনে আবেদন করেননি, অতি শীঘ্রই অনলাইনে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।
🟩[ভর্তির যোগ্যতাঃ ২০২১ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত এস.এস.সি পরিক্ষায় (জীব বিজ্ঞানসহ) সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেয়ে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।]
ধন্যবাদান্তে-
জসিম উদ্দিন ম্যাটস্
শফি মিয়ার বাজার সংলগ্ন, জামালপুর।
০১৯৩৬-০০৫৮৮১, ০১৭২৯-৪০৪০৫৩