Salman Hospital & Diagnostic Ltd.

Salman Hospital & Diagnostic Ltd. Salman Hospital provides high quality healthcare services according to international standards modern technology and personalized care.

Our Diagnosis test report is more acceptable. We are assuring you all the commitment and care about your health.

🎯 ১ অক্টোবর - ৩১ অক্টোবর, ২০২৫ইং “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” ।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) স্তন ক্যান্সার সচেতনতা...
01/10/2025

🎯 ১ অক্টোবর - ৩১ অক্টোবর, ২০২৫ইং “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস” । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) স্তন ক্যান্সার সচেতনতা মাসের এবারের প্রতিপাদ্য বিষয় - “Evey story is Unique, Every Journey Matters-প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ।”

🎯 #স্তনক্যান্সার এক নিরব ঘাতক। তাই সচেতন হোন, লজ্জা না করে।

🤔আপনি জানেন কি?
👉 বর্তমানে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে স্তন ক্যান্সার আক্রান্তের হার গত পাঁচ বছরে উদ্বেগজনক হারে বেড়েছে। (সূত্র: কালের কন্ঠ)
👉 বিশ্বে প্রতি মিনিটে চারজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ও একজন নারী এ রোগে মারা যাচ্ছে। (সূত্র: বিডি নিউজ২৪)

🎯 স্তন ক্যান্সার শুরুতেই নির্মূল সম্ভব। প্রাথমিক সনাক্তকরণই আপনার জীবন বাঁচাতে পারে।

👉 স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” এর স্বনামধন্য জেনারেল, ল্যাপারোস্কপিক ও ব্রেস্ট সার্জন “ডাঃ ফাহমিদা সুলতানা রোজী ম্যাডাম আপনার পাশে আছেন সবসময়।

☎️ তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য-
#হটলাইন নাম্বার (২৪ ঘণ্টা) : 01404 600 100


🎯 আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং, বিশ্ব হার্ট দিবস। এবারের প্রতিবাদ্য: "Don't Miss a Beat-ডোন্ট মিস এ বিট।"  অর্থাৎ একটি স্পন্দ...
29/09/2025

🎯 আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং, বিশ্ব হার্ট দিবস। এবারের প্রতিবাদ্য: "Don't Miss a Beat-ডোন্ট মিস এ বিট।" অর্থাৎ একটি স্পন্দনও হারাবেন না।

🎯 বিশ্ব হৃদরোগ দিবসে আপনার রক্তচাপ পরীক্ষা করুন। এটি আপনার জীবন বাঁচাতে পারে।

👉বর্তমানে মানুষের মৃত্যুর যত কারণ আছে, তার মধ্যে অন্যতম হৃদরোগ।
👉 বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বে প্রতি বছর ১৭ মিলিয়নের বেশি মানুষ হৃদরোগে মারা যান।
👉 আমাদের দেশেও এ সংখ্যা বাড়ছে দিন দিন। প্রতি বছর দেশে ৩ লাখ মানুষ মারা যান এই রোগে। যা দেশের মোট মৃত্যুর ২১ শতাংশের বেশি।

👉 যেকোন তথ্য জানতে ও ডাক্তার এর এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
☎️ হটলাইন নাম্বার : ০১৪০৪ ৬০০ ১০০

🎯 মা হওয়ার অনুভূতি পৃথিবীর সকল আনন্দের মাঝে সেরা অনুভূতি।তাই ডেলিভারির দুঃশ্চিন্তা করে প্রেগন্যান্সি সময়ের আনন্দ নষ্ট হত...
17/09/2025

🎯 মা হওয়ার অনুভূতি পৃথিবীর সকল আনন্দের মাঝে সেরা অনুভূতি।
তাই ডেলিভারির দুঃশ্চিন্তা করে প্রেগন্যান্সি সময়ের আনন্দ নষ্ট হতে দিবেন না। কারন এর প্রভাব আপনার অনাগত সন্তানের উপরও পড়ে।

👉 নরমাল ডেলিভারি আপনাকে দুঃশ্চিন্তামুক্ত রেখে মা হওয়ার আনন্দকে বাড়িয়ে দিবে বহুগুণ।
👉 নরমাল ডেলিভারি ১০০% নিরাপদ এবং মা ও নবজাতকের জন্য পাশ্বর্প্রতিক্রিয়াহীন ও ঝুঁকিমুক্ত।

🎯 সালামান হাসপাতালে নরমাল ডেলিভারি’র জন্য বিশেষায়িত সেবাসমূহ:

✅ ৪,৫০০+ ডেলিভারি সফলভাবে সম্পন্ন করা অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ দ্বারা নরমাল ডেলিভারি।
✅ ২৪ ঘন্টা গর্ভবতী মায়ের যে কোন পরামর্শ প্রদান।
✅ গাইনি বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে অভিজ্ঞ সহকারী সার্জন, মেডিকেল অফিসার, শিশু বিশেষজ্ঞ, মিডওয়াইফ এবং দক্ষ নার্স টিম।
✅ অত্যাধুনিক নরমাল ডেলিভারি সেন্টার।
✅ সর্বাধুনিক অপারেশন থিয়েটার ও লেবার রুম।
✅ নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব এর জন্য উপযোগী ব্যায়াম।
✅ গর্ভপরবর্তী মায়ের মানসিক স্বাস্থ্য সেবা প্রদান।
✅ গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও গর্ভপরবর্তী সময়ে স্বাস্থ্য সেবা সমূহ।

👉 যেকোন তথ্য জানতে ও ডাক্তার এর এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
☎️ হটলাইন নাম্বার : ০১৪০৪ ৬০০ ১০০

🎯🎯পরিপাকতন্ত্রের সুস্থতা, সুস্থ শরীরের পরিপূর্ণ নিশ্চয়তা।🎯 পরিপাকতন্ত্রের রোগ খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্...
09/09/2025

🎯🎯পরিপাকতন্ত্রের সুস্থতা, সুস্থ শরীরের পরিপূর্ণ নিশ্চয়তা।

🎯 পরিপাকতন্ত্রের রোগ খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অগ্ন্যাশয়, যকৃত ও পিত্তথলিকে প্রভাবিত করে। এর ফলে সাধারণ হজমের সমস্যা থেকে শুরু করে প্রদাহজনক রোগ, ক্যান্সার এবং অন্যান্য গুরুতর সমস্যা পর্যন্ত হতে পারে।

👉 পরিপাকতন্ত্রের রোগের লক্ষণ:
✔️ পেটে ব্যথা ✔️পেটে ফোলাভাব ✔️পেটে গ্যাসের সমস্যা ✔️বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি ✔️কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া ✔️বমি বমি ভাব বা বমি ✔️অরুচি ✔️ওজন হ্রাস ✔️মলের সাথে রক্ত যাওয়া

👉 পরিপাকতন্ত্রের রোগের কারণ:
✔️ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত ✔️ দুঃশ্চিন্তা মানসিক চাপ ✔️ সংক্রমণ (ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী), ✔️জেনেটিক কারণ ✔️অটোইমিউন রোগ, ✔️কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

🎯 লিভার ও পরিপাকতন্ত্রের যেকোন সমস্যায় আপনার পাশে আছেন “স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা” সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর “লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন স্যার।”

👉 যেকোন তথ্য ও অগ্রীম সিরিয়াল এর জন্য কল করুন: ☎️ হটলাইন নাম্বার : ০১৪০৪ ৬০০ ১০০

🎯🎯‘আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্তকরণ ও কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন’।👉 কিডনি রোগ একটি নীরব ঘাতক।👉ডায়াবেটিস, উচ্চ রক...
08/09/2025

🎯🎯‘আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্তকরণ ও কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন’।

👉 কিডনি রোগ একটি নীরব ঘাতক।
👉ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত ওজন এবং ধূমপান কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।
👉 বাংলাদেশে প্রায় ১৭ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত। এ সংখ্যা দুই কোটিরও বেশি। প্রতিবছর এ সংখ্যা বাড়ছে।

🎯🎯 প্রাণঘাতী এই রোগ শরীরে বাসা বাঁধার আগেই জেনে নেওয়া যাক কিডনি রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণগুলো কী কী।

👉প্রাথমিক লক্ষণ: ✔️ অতিরিক্ত দুর্বলতা ✔️ ক্ষুধামান্দ্য বা খাওয়ার অনিচ্ছা ✔️ কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব ✔️ কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া ✔️ প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া ✔️ প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া ✔️ স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া ও পরিমাণে অল্প প্রস্রাব হওয়া।

👉 গুরুতর লক্ষণ: ✔️ প্রস্রাবের সময় জ্বালাপোড়া ✔️ তলপেটে ব্যথা ✔️ কোমরের অথবা নাভির দুই পাশে ব্যথা ✔️ প্রস্রাবের সঙ্গে রক্ত আসা বা প্রস্রাবের রং লালচে হওয়া ✔️ চোখের নিচে বা মুখে পানি আসা বা চোখ–মুখ ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া ✔️ যাদের কখনোই উচ্চ রক্তচাপ ছিল না, তাদের উচ্চ রক্তচাপ দেখা দেওয়া, সঙ্গে শ্বাসকষ্ট হওয়া ✔️ মাংসপেশিতে ঘন ঘন টান লাগা বা রগে টান লাগা এবং এসব লক্ষণের সঙ্গে জ্বর আসা।

উপরের এসব লক্ষণ দেখা দিলে আপনার উচিত খুব দ্রুত একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া।

🎯 তাই কিডনি’র যেকোন সমস্যায় আপনার পাশে আছেন “স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা” সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ “সহকারী অধ্যাপক ডাঃ এস এম রেমিন রাফি স্যার।”

🎯 যেকোন তথ্য ও অগ্রীম সিরিয়াল এর জন্য কল করুন: ☎️ হটলাইন নাম্বার : ০১৪০৪ ৬০০ ১০০

🎯🎯 সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-আপনার স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা।👉 যেখানে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান...
04/09/2025

🎯🎯 সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-আপনার স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা।

👉 যেখানে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত দক্ষ নার্স রয়েছে।

👉 আরও রয়েছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত ডায়াগনস্টিক ল্যাব। এর ফলে রোগীর রোগ নির্ণয় হয় দ্রুত ও নির্ভুল, যার দ্বারা নিশ্চিত হয় উন্নত মানের নিখুঁত চিকিৎসা সেবা।

👉 সালমান হাসপাতাল একটি রোগী বান্ধব চিকিৎসা প্রতিষ্ঠান, যা উচ্চমানের চিকিৎসা পরিষেবা, উন্নত সুযোগ সুবিধা এবং রোগীর শারীরিক সুস্থতা ও নিরাপত্তার জন্য খ্যাতি অর্জন করেছে। এবং সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

🎯 যেকোন তথ্য ও এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: 📞 ০১৪০৪ ৬০০ ১০০

সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ এর “জেনারেল, ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জন” ডাঃ জি সি পাল স্যার তার বর্ণাঢ্য ...
03/08/2025

সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ এর “জেনারেল, ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জন” ডাঃ জি সি পাল স্যার তার বর্ণাঢ্য কর্মময় জীবনে “এফসিপিএস (সার্জারী)” ডিগ্রির পাশাপাশি আরও একটি
“এফসিপিএস (হেপাটোবিলিয়ারি সার্জারী)” ডিগ্রি অর্জন করায় স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ” পরিবার এর পক্ষ থেকে স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

🎯 তথ্য ও এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: 📞 ০১৪০৪ ৬০০ ১০০

🎯 প্রাথমিক অবস্থায় যেকোনো সমস্যা হলে একজন রোগী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন।  তার কারন হচ্ছে, মেডিসিন ডাক্তার ...
24/07/2025

🎯 প্রাথমিক অবস্থায় যেকোনো সমস্যা হলে একজন রোগী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। তার কারন হচ্ছে, মেডিসিন ডাক্তার আপনার স্বাস্থ্য সমস্যার সঠিক মূল্যায়ন করে আপনাকে সঠিক পরামর্শ ও চিকিৎসা প্রদান করবেন।

🎯 আপনি যদি অস্বাভাবিক শারীরিক সমস্যা অনুভব করে থাকেন, যেমন:
✔️শ্বাসকষ্ট, ✔️ বাত-ব্যথা, ✔️ বুকে ব্যথা, ✔️ পেট ব্যথা, ✔️ মাথা ঘোরা, ✔️ গ্যাস্ট্রিক আলসার, ✔️ আইবিএস, ✔️ দুর্বলতা ও ওজন হ্রাস ✔️ ঘুমের ক্রনিক সমস্যা, ✔️হজমের সমস্যা ইত্যাদি।

🎯 আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগতে থাকেন, যেমন:
✔️ ডায়াবেটিস, ✔️ থাইরয়েড সমস্যা এবং অন্যান্য হরমোন ভারসাম্যহীনতা ✔️ ক্রনিক কিডনি রোগ, ✔️ মূত্রনালী সম্পর্কিত সমস্যা ✔️ উচ্চ রক্তচাপ, ✔️ হৃদরোগ, ✔️ মাথা ব্যথা, ✔️ অ্যাজমা বা শ্বাসনালীর অসুখ ইত্যাদি।
👉 তাহলে আজই রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

📌 তাই “স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানায়” আপনাকে সুস্থ ও সুরক্ষিত রাখতে “শনি থেকে বুধ” আপনার পাশে আছেন “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লি." এর স্বনামধন্য কনসালটেন্ট-মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও বাত-ব্যথা বিশেষজ্ঞ “ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন ভূঁইয়া স্যার”।

🎯তথ্য ও এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: 📞 ০১৪০৪ ৬০০ ১০০

 #শোকবার্তা আজ উত্তরার “মাইলস্টোন স্কুল এন্ড কলেজ” প্রাঙ্গনে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে  #শোকাহত। এ...
21/07/2025

#শোকবার্তা
আজ উত্তরার “মাইলস্টোন স্কুল এন্ড কলেজ” প্রাঙ্গনে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে #শোকাহত।

এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ” পরিবার এর পক্ষ থেকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা।

#শোকাহত

👉 স্যাম্পল কালেকশন হবে খুব সহজেই, ঝামেলাহীনভাবে।🎯  আপনি কি 🏠 শনির আখড়া  🏠 গোবিন্দপুর 🏠 রায়েরবাগ 🏠 দনিয়া 🏠 রসূলপুর 🏠পাটের...
19/07/2025

👉 স্যাম্পল কালেকশন হবে খুব সহজেই, ঝামেলাহীনভাবে।

🎯 আপনি কি 🏠 শনির আখড়া 🏠 গোবিন্দপুর 🏠 রায়েরবাগ 🏠 দনিয়া 🏠 রসূলপুর 🏠পাটেরবাগ 🏠 মুরাদপুর 🏠 ছনটেক 🏠 শেখদী’র বাসিন্দা ?

👉 ঘরে বসেই কল করুন। মূহুর্তেই পৌঁছে যাবে, যেখানেই থাকুন।

📌 স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লি." আপনার পাশে আছে ২৪ ঘন্টা, সবসময়।

🎯তথ্য ও এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: 📞 ০১৪০৪ ৬০০ ১০০

🎯 প্রাথমিক অবস্থায় যেকোনো সমস্যা হলে একজন রোগী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, তার কারণ হচ্ছে সেখান থেকে আসল রোগ...
17/07/2025

🎯 প্রাথমিক অবস্থায় যেকোনো সমস্যা হলে একজন রোগী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, তার কারণ হচ্ছে সেখান থেকে আসল রোগ নির্ণয় করা হয়।

🎯 আপনি কোনো অস্বাভাবিক শারীরিক সমস্যা অনুভব করছেন, যেমন:

✔️শ্বাসকষ্ট, ✔️ বাত-ব্যথা, ✔️ বুকে ব্যথা, ✔️ পেট ব্যথা, ✔️ মাথা ঘোরা, ✔️ গ্যাস্ট্রিক আলসার, ✔️ আইবিএস, ✔️ দুর্বলতা ও ওজন হ্রাস ✔️ ঘুমের ক্রনিক সমস্যা, ✔️হজমের সমস্যা ইত্যাদি

🎯 আপনার দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে, যেমন:

✔️ ডায়াবেটিস, ✔️ থাইরয়েড সমস্যা এবং অন্যান্য হরমোন ভারসাম্যহীনতা ✔️ ক্রনিক কিডনি রোগ, ✔️ মূত্রনালী সম্পর্কিত সমস্যা ✔️ উচ্চ রক্তচাপ, ✔️ হৃদরোগ, ✔️ মাথা ব্যথা, ✔️ অ্যাজমা বা শ্বাসনালীর অসুখ, ✔️ থাইরয়েড ইত্যাদি।

👉 আপনার শরীরে কোনো রোগের লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু আপনি নিশ্চিত নন যে এটি কোন রোগ?
👉 আপনি যদি একাধিক রোগে ভুগে থাকেন, তাহলে আজই রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

🎯 মেডিসিন ডাক্তার আপনার স্বাস্থ্য সমস্যার সঠিক মূল্যায়ন করে আপনাকে সঠিক পরামর্শ ও চিকিৎসা প্রদান করবেন।

📌 তাই স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানায় আপনাকে সুস্থ ও সুরক্ষিত রাখতে আপনার পাশে আছেন “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লি." এর সনামধন্য কনসালটেন্ট-মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও বাত-ব্যথা বিশেষজ্ঞ ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন ভূঁইয়া স্যার।

🎯তথ্য ও এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: 📞 ০১৪০৪ ৬০০ ১০০






📢 ফ্রি মেডিকেল ক্যাম্প! 📢 ফ্রি মেডিকেল ক্যাম্প!! 📢 ফ্রি মেডিকেল ক্যাম্প!!!“স্বাস্থ্য সচেতন হই, রোগমুক্ত থাকি,আসুন, ফ্রি ...
19/06/2025

📢 ফ্রি মেডিকেল ক্যাম্প! 📢 ফ্রি মেডিকেল ক্যাম্প!! 📢 ফ্রি মেডিকেল ক্যাম্প!!!

“স্বাস্থ্য সচেতন হই, রোগমুক্ত থাকি,
আসুন, ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করি।”

👉 “স্বাস্থ্য সুরক্ষার আপন ঠিকানা” সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ আয়োজন করেছে “ফ্রি মেডিকেল ক্যাম্প“।
👉 আগামী ২০ জুন, ২০২৫ইং, শুক্রবার; সকাল ১০টা থেকে বিকাল ২টা; স্থান: তাসনিম প্রাইম হেলথ কেয়ার (৪৬২, মদীনা টাওয়ার, ইতালি মার্কেট, দক্ষিণ দনিয়া, কদমতলী, ঢাকা-১২৩৬।)

👉 বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করবেন “সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ” এর বিশেষজ্ঞ ডাক্তারগণ।

🎯 দিনব্যাপী কর্মসূচিতে যেসব রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে:
✔‍ শিশুরোগ ✔‍প্রসুতি ও স্ত্রীরোগ ✔‍মেডিসিন ✔‍ডায়াবেটিস ও হরমোন
✔‍ বক্ষব্যধি ✔‍ হৃদরোগ ✔‍গ্যাস্ট্রোলিভার ✔‍বাতব্যথা ইত্যাদি ।

🎯 ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও যে সকল সেবা সমূহ বিনামূল্যে প্রদান করা হবে।
✔‍ ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ✔‍ ফ্রি ব্লাড প্রেশার পরীক্ষা ✔‍ ফ্রি BMI পরীক্ষা।

🎯 যেকোন তথ্য ও অগ্রীম সিরিয়ালের জন্য কল করুন: ০১৪০৪ ৬০০ ১০০






Address

480, North Dania, Jatrabari
Jatrabari
1236

Alerts

Be the first to know and let us send you an email when Salman Hospital & Diagnostic Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salman Hospital & Diagnostic Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category