14/11/2025
*“Natural Vibes”–এর নতুন যাত্রা*
🌿 নতুন নামে নতুন পথচলা— সবাইকে স্বাগতম Natural Vibes-এ!
কখনও কখনও জীবন আমাদের থামার সুযোগ দেয়… আর সেই থামার মাঝেই আমরা খুঁজে পাই নিজের সত্য প্রয়োজনটা।
আজ থেকে “IBS Cure BD” নয়—আমরা “Natural Vibes” নামে নতুনভাবে পথচলা শুরু করবো আবার। এবং আমাদের পুরনো পেজটি যেটা IBS নামে ছিলো, সেটার নামও পরিবর্তন হয়ে Natural Vibes 0.2 রাখা হবে।
এখানে থাকবে—
✨ প্রকৃতির ওপর ভিত্তি করে সুস্থতার পথ
✨ শরীর–মনের যত্ন
✨ জীবনধারায় ছোট ছোট পরিবর্তনের বড় প্রভাব
✨ হালকা, ধীর, সহজ এক জীবনচর্চা
আমি দৃশ্যের পিছনের মানুষ। তাই কন্টেন্টে আমাকে দেখবেন না কখনো—
আপনারা শুধু অনুভব করবেন কথাগুলো।
যদি বিশ্বাস করেন প্রকৃতি নিরাময় করে, ধীরে ধীরে বদলায়—
তাহলে “Natural Vibes” আপনাকে ঠিক পথটাই দেখাবে ইনশা'আল্লাহ। 🌿
সকলের দোয়া, সহযোগিতা, ভালবাসায় নতুন ভাবে কিছু করার দিহ্রতা নিয়ে আবারও ফিরে আসা।
তাওক্কালতু আলাল্লাহ 🤲🤲
নিশ্চয়ই কষ্টের পড়ে রয়েছে স্বস্তি।
এবং আল্লাহ পাক তার তৈরি সমস্ত মাখলুকাতের রিজিকদাতা।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা্হি ওয়া- বারকাতুল্লাহ।